![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
আমার প্রকাশিত কাব্যগ্রন্থ : ১. এবার ধরা দাও (২০০০) ২. উচ্ছ্বাস(২০০১) ৩. পরিত্যক্ত পদাবলি(২০০২) ৪. এক বিকেলে(২০০৪) ৫. নিঃসঙ্গ নির্জন(২০০৫) ৬. ভাঙনের শব্দ(২০১১) ৭. আমার সন্তান যেন দুধেভাতে(২০১২) ৮. চারিদিকে জীবনে সমুদ্র-সফেন(২০১২) গবেষণা গ্রন্থ : ১. শওকত আলীর উপন্যাস : কলাকৌশল ও বিশেষ বৈশিষ্ট্য( প্রকাশের অপেক্ষায়) ২. বাংলাদেশের উপন্যাস : নারীর স্বাধিকার চেতনা
আমি খুব করে জানতাম__এই তুমি আর কোনোদিন আসবে না এখানে
এই তুমি আকাশ__রঙ বদলাবে ঋতুবৈচিত্র্যে __আতিথেয়তার সবটুকু
দিয়েছি তোমাকে __তুমি সেটাকে দুর্বলতা ভেবেছিলে।
প্রেমিক চিরকালই দুর্বল__পলি দিয়ে বানানো তাদের হৃদয়ের ভূভাগ
পোড়া মাটির মতোন তারা ঝামা হতে পারে না। পারলে শিল্প হতো না
কারো হৃদয় খোদাই করতে পারতো কেউ__কোনো প্রেমিক ?
চিরকালই দুর্বল চিত্ত নিয়ে আমি বেঁচে থাকি__
একটু মেঘের গর্জনেই আমার হৃদয় দুরু দুুরু করে।
ভূকম্পনে আমি হাঁপাই __একটু ক্ষরায় দাপাই __
তোমার ছিঁটেফোঁটা ভালোবাসায় নিজকে রাজপুত্র ভাবি__সেটাকে তুমি
যক্ষের ধনের মতোন আগলে রাখতে চাইলে।__অথচ আমি জানতাম
তোমার গোলভরা ধানে পোকা ধরবে। ভোজ্যের অনুপযোগি হতে একদিন।
আমি চাইতাম না তুমি যাও__তোমার দেমাকে স্বরে হৃদয়ের ভেতরে
আমার কেমন খা খা করতো__তবু আমি সরে গেছি__
আজ কতদিন পর রাজপথে দেখা __তামার মতোন ঝলছে যাওয়া মুখোচ্ছবি
নিয়ে তুমি দাঁড়ালে সামনে__দেখলাম তোমার অহঙ্কার গলে গলে বসন্তের এই
হালকা রোদের তাপে কেমন দুর্গন্ধ ছড়াচ্ছে।....০৮.০৩.২০১৫
০৮ ই মার্চ, ২০১৫ রাত ৯:০৬
অনুপম অনুষঙ্গ বলেছেন: তাই ? ধন্যবাদ। ভালো থাকুন।
©somewhere in net ltd.
১|
০৮ ই মার্চ, ২০১৫ রাত ৮:৫৯
নাহিদ রুদ্রনীল বলেছেন: ভালো লাগলো।