![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
আমার প্রকাশিত কাব্যগ্রন্থ : ১. এবার ধরা দাও (২০০০) ২. উচ্ছ্বাস(২০০১) ৩. পরিত্যক্ত পদাবলি(২০০২) ৪. এক বিকেলে(২০০৪) ৫. নিঃসঙ্গ নির্জন(২০০৫) ৬. ভাঙনের শব্দ(২০১১) ৭. আমার সন্তান যেন দুধেভাতে(২০১২) ৮. চারিদিকে জীবনে সমুদ্র-সফেন(২০১২) গবেষণা গ্রন্থ : ১. শওকত আলীর উপন্যাস : কলাকৌশল ও বিশেষ বৈশিষ্ট্য( প্রকাশের অপেক্ষায়) ২. বাংলাদেশের উপন্যাস : নারীর স্বাধিকার চেতনা
জানি ;
আর কোনোদিন, কখনো ;
শিশিরের জলে এসে তুমি ভেজাবে না হাত।
দিনগুলো কেটে যাবে।
দুঃখের শব্দগুলো বর্ষার জলের মতোন ধুয়ে দেবে হৃদয় আমার।
বর্ষার দিনগুলো; কচিপাতাদের স্পর্শ ;
অন্তগুঢ় সৌন্দর্যের ঝলক,
তোমাকে কেমন কমল করেছিলো !
দিন গেছে।
সময়ের ধারাপাতে অনিবার্য অভিকর্ষ বলে
আমরা সৌরের ব্যাপ্তি ঘিরে রেখে যাই
প্রেমের গান__
হৃদয়ের আবেদন ফিকে হয়ে আসে
ভালোবাসার ঘাসেরা বিবর্ণ ঝরাপাতাদের মতোন চেয়ে
আকাশে নীলে
বর্ষার স্পর্শ পেতে চায় মেঘের ডাক __
অথচ তোমার সঙ্গে অাজি কেমন ফারাক !
শুভ কামনা করি।
ভালো থাকো।
উর্বর ক্ষেতের মতোন দাও ফসলের সম্ভার : আমি না হয়
কুরে কুরে নিঃশেষ হয়ে গেছি !!
২৪.০৩.২০১৫
২| ২৪ শে মার্চ, ২০১৫ রাত ১১:৩৬
মায়াবী রূপকথা বলেছেন: ভালোলাগা রইলো।
©somewhere in net ltd.
১|
২৪ শে মার্চ, ২০১৫ রাত ১১:০৩
জেন রসি বলেছেন: কবিতার নামে ভিন্নতা আছে।
ভালো লেগেছে।