![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
আমার প্রকাশিত কাব্যগ্রন্থ : ১. এবার ধরা দাও (২০০০) ২. উচ্ছ্বাস(২০০১) ৩. পরিত্যক্ত পদাবলি(২০০২) ৪. এক বিকেলে(২০০৪) ৫. নিঃসঙ্গ নির্জন(২০০৫) ৬. ভাঙনের শব্দ(২০১১) ৭. আমার সন্তান যেন দুধেভাতে(২০১২) ৮. চারিদিকে জীবনে সমুদ্র-সফেন(২০১২) গবেষণা গ্রন্থ : ১. শওকত আলীর উপন্যাস : কলাকৌশল ও বিশেষ বৈশিষ্ট্য( প্রকাশের অপেক্ষায়) ২. বাংলাদেশের উপন্যাস : নারীর স্বাধিকার চেতনা
যে মুখগুলো হারিয়ে গিয়েছিলো __আজ সব স্বচ্ছ আয়নায় ভাসছে
কী সুন্দর থই থই করছে মানুষগুলো__বালুয়ার বিলের মধ্য বরাবর।
আমি ক্রমশ ক্রমাগত একা হতে থাকি__
কেন্দ্রীয় ব্যাংকের কাউন্টারে দাঁড়ানো অগ্রজগণ এক এক করে মিলিয়ে যেতে থাকে
পিছন ফিরে দেখি অজস্র কচি কচি মুখ ; পোনা মাছ ; ভ্রুণ।
মাটির সুুড়ঙ্গে যেতে যেতে দেখতে থাকি কী সুন্দর ফুলবতী রাত, বকুল ফুলের ঘ্রাণ
পূর্বপুরুষের অজস্র মুখ__কদমের ফুলের মতোন খোসা খোসা মুখ, কাশফুলের শুভ্রতা
সেইসব পুরুষের প্রেম ঘাম শ্রমের ফসল ব্যাবিলন, হরপ্পা আর মহেঞ্জোদারো___
সেই পুরুষের ঘরগিরস্তি মিশে গেছে মাটির গহীনে, তাদের বোধের সুবাস লেগে আছে
হাসনাহেনায়, হলুদ গাঁদায়__গোলাপের পাঁপড়ির ভেতর।
যে মুখগুলো হারিয়ে গিয়েছিলো __আজ সব স্বচ্ছ আয়নায় ভাসছে
কী সুন্দর থই থই করছে মানুষগুলো__বালুয়ার বিলের মধ্য বরাবর।
কুজনের প্রজননে জন্মেছিলে যে সন্তান __তা মাটিকেও আজ দুষিত করছে
দুষিত মাটির বৃক্ষ আজ জন্মায় গন্ধমফল __হাওয়ারা অনায়াসে খায়
আদমগণের টুটিতে আটকা পড়ে আজ ___এ কী হাল হয়েছে
বাংলাদেশের ! এখানে কোনো সৎ সন্তান নেই !! সবাই ঘুষ খায় __ভাউচার বানায় ?
এই সব দেখে দেখে আমার চোখ যখন তাতিয়ে আসে __আমি চোখ বুজে তাকাই
পূর্বপুরুষের বসত ভিটায় __দেখি অজস্র মুখ থই থই করছে __কিছু দুষ্ট মুখ আর্তনাদে
কাঁদছে___...
২২.০৫.২০১৫
©somewhere in net ltd.
১|
২২ শে মে, ২০১৫ রাত ১০:০৯
উর্বি বলেছেন: বাংলাদেশের ! এখানে কোনো সৎ সন্তান নেই !! সবাই ঘুষ খায় __ভাউচার বানায় ?