![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
আমার প্রকাশিত কাব্যগ্রন্থ : ১. এবার ধরা দাও (২০০০) ২. উচ্ছ্বাস(২০০১) ৩. পরিত্যক্ত পদাবলি(২০০২) ৪. এক বিকেলে(২০০৪) ৫. নিঃসঙ্গ নির্জন(২০০৫) ৬. ভাঙনের শব্দ(২০১১) ৭. আমার সন্তান যেন দুধেভাতে(২০১২) ৮. চারিদিকে জীবনে সমুদ্র-সফেন(২০১২) গবেষণা গ্রন্থ : ১. শওকত আলীর উপন্যাস : কলাকৌশল ও বিশেষ বৈশিষ্ট্য( প্রকাশের অপেক্ষায়) ২. বাংলাদেশের উপন্যাস : নারীর স্বাধিকার চেতনা
দুঃখ বেদনার কাব্য নিয়ে প্রতিদিন পাড়ি দিতে হয় মহাকালের পথ
হৃদয়ের স্তরে স্তরে জমে থাকে যাপিত জীবনের ঘটিত ঘটন
অনেক জ্ঞানের ঝাঁপি নিয়ে বৃদ্ধের পথ চলা তবু হয়ে আসে শ্লথ
তবু ঠিকই থাকে মানুষের পথ চলা পঠন-পাঠন।
ভালোবাসার সুবাসে মানুষ ভুলে যায় একদিন যেতে হবে পরম জলসায়
স্বার্থের গিটারে তবু তোলে ভোগ বিলাসের কেমন কামুক সুর __
একদিন সবকিছু ধ্বংস হবে তবু ভালোবাসে ভালোবাসার মধুপুর
মানবীর তরে তবু মানবের সাত জনমের প্রেম উছলায়।
সুন্দরের সাধনায় তবু কাঁদে মানবের তরে মানবীর হৃদয়
হৃদয়ের সবটুকু খালি করে দিয়ে তবু ভালোবাসে জীবনের কোলাহল
বিনা স্বার্থেই তো নিরবধি বলে চলে নদীর তরঙ্গজল
শাশ্বত প্রেমের জ্বালায় নদী নক্ষত্ররা কেমন সদয়!
দুঃখ বেদনার কাব্য প্রতিদিন আমরা বয়ে শাশ্বত সুন্দরের টানে
যদিও আমাদের প্রেম ভালোবাসা ভেসে যায় বাস্তবের কঠিন বানে।
২৬.০৭.২০১৫
©somewhere in net ltd.