![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
আমার প্রকাশিত কাব্যগ্রন্থ : ১. এবার ধরা দাও (২০০০) ২. উচ্ছ্বাস(২০০১) ৩. পরিত্যক্ত পদাবলি(২০০২) ৪. এক বিকেলে(২০০৪) ৫. নিঃসঙ্গ নির্জন(২০০৫) ৬. ভাঙনের শব্দ(২০১১) ৭. আমার সন্তান যেন দুধেভাতে(২০১২) ৮. চারিদিকে জীবনে সমুদ্র-সফেন(২০১২) গবেষণা গ্রন্থ : ১. শওকত আলীর উপন্যাস : কলাকৌশল ও বিশেষ বৈশিষ্ট্য( প্রকাশের অপেক্ষায়) ২. বাংলাদেশের উপন্যাস : নারীর স্বাধিকার চেতনা
সুগন্ধি ছড়াবো মেঘবতী রাতে
শাফিক আফতাব
আমি আমার সবটুকু দিতে চাই তোমাকে ;
সবটুকু দিয়ে নিঃস্ব হতে চাই __
শূন্য থলি নিয়ে পথের ভিখেরি আমি __আমার সঞ্চিত সবটুকু দিয়ে
তোমাকে দিয়ে বর্ষার নদীর মতোন বড় প্রাণবন্ত হতে চাই।
কী করে বলি দহনের অাগুনে পুড়ে পাথরের প্রতিমা আমি
কী করে বলি পৃথিবীর অভ্যন্তরের মতোন হৃদয়ের গহীনে জমে আছে
আমার অনেক স্বর্ণ আর হীরকের খনি
কী করে বলি আমারও কেন্দ্রীয় ব্যাংক বিনিয়োগ জন্য উৎসুক সারাদিন
কী করে বলি আমি তোমাকেই ভালোবাসি।
আমার দীনতা ক্ষমা করো মেয়ে ;
আমি তোমারই জন্য শতাব্দীর পথে পথে রচেছি মাধবীরাতের মধুর সংগীত
আমি তো তোমারই জন্য পৃথিবীর তাবৎ সুন্দরের নির্যাস নিংড়ে হয়েছি
ঝর্নার পরিশুদ্ধ জল।
দেখো না আসতে পারো কি না ? শুধু একদিন
এক বর্ষার মেঘে ঢাকা রাতে__আমার সবটুকু আমি তোমাকে দেবো
হাজার বছর সঞ্চিত সুবাসটুকু তোমাকে দিয়ে অনাবিল ফুলের মতোন
সুগন্ধি ছড়াবো মেঘবতী রাতে__বাড়িয়ে দিয়ো না হয় একদিন ভালোবাসার হাত !
০১.০৮.২০১৫
আমি আমার সবটুকু দিতে চাই তোমাকে
সবটুকু দিয়ে নিঃস্ব হতে চাই __
শূন্য থলি নিয়ে পথের ভিখেরী আমি __আমার সঞ্চিত সবটুকু দিয়ে
বর্ষার নদীর মতোন বড় প্রাণবন্ত হতে চাই।
কী করে বলি দহনের অাগুনে পুড়ে পাথরের প্রতিমা আমি
কী করে বলি পৃথিবীর অভ্যন্তরের মতোন হৃদয়ের গহীনে জমে আছে
আমার অনেক স্বর্ণ আর হীরকের খনি
কী করে বলি আমারও কেন্দ্রীয় ব্যাংক বিনিয়োগ জন্য উৎসুক সারাদিন
কী করে বলি আমি তোমাকেই ভালোবাসি।
আমার দীনতা ক্ষমা করো মেয়ে
আমি তোমারই জন্য শতাব্দীর পথে পথে রচেছি মাধবীরাতের মধুর সংগীত
আমি তো তোমারই জন্য পৃথিবীর তাবৎ সুন্দরের নির্যাস নিংড়ে হয়েছি
ঝর্নার পরিশুদ্ধ জল।
দেখো না আসতে পারো কি না ? শুধু একদিন
এক বর্ষার মেঘে ঢাকা রাতে__আমার সবটুকু আমি তোমাকে দেবো
হাজার বছর সঞ্চিত সুবাসটুকু তোমাকে দিয়ে অনাবিল ফুলের মতোন
সুগন্ধি ছড়াবো মেঘবতী রাতে__বাড়িয়ে দিয়ো না হয় একদিন ভালোবাসার হাত !
০১.০৮.২০১৫
©somewhere in net ltd.