![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
আমার প্রকাশিত কাব্যগ্রন্থ : ১. এবার ধরা দাও (২০০০) ২. উচ্ছ্বাস(২০০১) ৩. পরিত্যক্ত পদাবলি(২০০২) ৪. এক বিকেলে(২০০৪) ৫. নিঃসঙ্গ নির্জন(২০০৫) ৬. ভাঙনের শব্দ(২০১১) ৭. আমার সন্তান যেন দুধেভাতে(২০১২) ৮. চারিদিকে জীবনে সমুদ্র-সফেন(২০১২) গবেষণা গ্রন্থ : ১. শওকত আলীর উপন্যাস : কলাকৌশল ও বিশেষ বৈশিষ্ট্য( প্রকাশের অপেক্ষায়) ২. বাংলাদেশের উপন্যাস : নারীর স্বাধিকার চেতনা
সত্তার সুবাসটুকু নিয়ে বর্ষার রাত্রি জাগি
পুরুষত্বের নানাবিধ ভাবনাগুলো ঘুরপাক খায় মাথার নিউরনে
ফেলে আসা দূর অতীতের সেই কবেকার বালিকা এক ; তিন সন্তানের জননী অাজ
মধ্যরাতের বাতাসে নিয়ে ভেসে আসে সাদা বলাকার পাখনায়।
আমি কবেই ভুলে গেছি__ফেলে আসা দূর অতীতের ছাপ ছাপ চিত্রাবলি
আমি কবেই ভুলে গেছি __রেলের ধার ধরে হেঁটে যাওয়া গোলাপের গল্প
বর্ষার মধ্যরাতের এসে কেনো আলগোছে এসে বিহবল করে হৃদয়ের নদী।
রক্তের স্রোতে ভাসে স্বচ্ছ কাঁচের ভেতরে রঙিন মাছের বিচরণ
নিজকে অনায়াসে বিলাতে ইচ্ছে করে__ঝিলমিল নক্ষত্রের গুহায় __
প্রার্থনার মতোন নিজকে সমর্পণ করতে ইচ্ছে করে আজ __
নন্দিনী নারীর কোলে মাথা ঠুকে মরতে ইচ্ছে করে।
হে আবহমান শশ্রূষাময়ী নারী __এসো পুরুষত্বের সবটুকুু সুবাসে ঢেলে দেবো
তোমার আহবানে __মধ্যরাত্রির বর্ষার বানে এসো আমার সবটুকু মূলধন তোমাকে
দিয়ে বড় নিঃস্ব হবো।
০৩.০৮.২০১৫
©somewhere in net ltd.
১|
০৪ ঠা আগস্ট, ২০১৫ রাত ১০:১৮
এহসান সাবির বলেছেন: চমৎকার কবিতা।