![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
আমার প্রকাশিত কাব্যগ্রন্থ : ১. এবার ধরা দাও (২০০০) ২. উচ্ছ্বাস(২০০১) ৩. পরিত্যক্ত পদাবলি(২০০২) ৪. এক বিকেলে(২০০৪) ৫. নিঃসঙ্গ নির্জন(২০০৫) ৬. ভাঙনের শব্দ(২০১১) ৭. আমার সন্তান যেন দুধেভাতে(২০১২) ৮. চারিদিকে জীবনে সমুদ্র-সফেন(২০১২) গবেষণা গ্রন্থ : ১. শওকত আলীর উপন্যাস : কলাকৌশল ও বিশেষ বৈশিষ্ট্য( প্রকাশের অপেক্ষায়) ২. বাংলাদেশের উপন্যাস : নারীর স্বাধিকার চেতনা
আমি ছিলাম তোমাদের মিছিলে
এই রাজপথে আমারও পদচিহ্ন আছে
মুঠো মুঠো হাত শূন্যে ছুঁড়ে দিয়ে অন্যায়ের প্রতিবাদ আমিও করেছি
স্বৈরাচার-বিরোধী আন্দোলনে বুকের তাজা রক্ত আমি ঢেলে দিতে প্রস্তুত ছিলাম
এই সমাজ আর সভ্যতার বুকে আমি দিয়েছি দুচারটি শব্দের দ্যোতনা __
বুকের কঙ্কালে মাইন বেঁধে অামিও ঝাঁপিয়ে পড়েছি হানাদারের কনভয়ে
দেশ ও দশের জন্য আমি লড়েছি।
আমারও বুকে ভালোবাসা ছিলো __
একজন কলাবতী রমণী আমারও জন্য অধীর অপেক্ষায় জেগেছিলো রাত
সুন্দরের স্পর্শে আমার হৃদয়ে ফুটেছিলো বৃষ্টিভেজা কদমফুুল __
হৃদয়ের সুবাসে অতিথি পাখিরা ঠাঁই দাঁড়িয়ে ছিলো এক চিলতে হাসিতে
কালের মিছিলে আমিও ছিলাম
দুফোঁটা অশ্রুজল আমার ঝরেছিলো ব্যর্থ প্রেমের দহনে
তোমাদের মতোন আমারো আছে রক্ত মাংসের দেহ __বসন্ত বাতাসে আমিও একদিন
শিহরিত ছিলাম __আমারও উপচে পড়া যৌবন ছিলো।
০৬.০৮.২০১৫
২| ০৬ ই আগস্ট, ২০১৫ বিকাল ৩:৪৫
সুফিয়া বলেছেন: আমারও বুকে ভালোবাসা ছিলো __
একজন কলাবতী রমণী আমারও জন্য অধীর অপেক্ষায় জেগেছিলো রাত
সুন্দরের স্পর্শে আমার হৃদয়ে ফুটেছিলো বৃষ্টিভেজা কদমফুুল __
হৃদয়ের সুবাসে অতিথি পাখিরা ঠাঁই দাঁড়িয়ে ছিলো এক চিলতে হাসিতে
কথাগুলো খুব ভাল লেগেছে। ভাল লেগেছে আপনার কবিতাও। ধন্যবাদ শেয়ার করার জন্য।
৩| ০৬ ই আগস্ট, ২০১৫ রাত ১১:২৭
সেলিম আনোয়ার বলেছেন: সুন্দর +
৪| ০৭ ই আগস্ট, ২০১৫ দুপুর ১২:১১
ভাঙ্গা তরী -৭৭৯ বলেছেন: ভালোই তো...
৫| ০৭ ই আগস্ট, ২০১৫ সন্ধ্যা ৭:২৩
আবু শাকিল বলেছেন: ভাল লেগেছে কবি ।
ধন্যবাদ ।
৬| ০৭ ই আগস্ট, ২০১৫ সন্ধ্যা ৭:৫৩
দৃষ্টিসীমানা বলেছেন: অনেক ভাল লাগল । ধন্যবাদ কবিকে ।
৭| ০৮ ই আগস্ট, ২০১৫ রাত ২:৫৯
মাহমুদ আল ইমরোজ বলেছেন: সুন্দ...
৮| ০৯ ই আগস্ট, ২০১৫ সকাল ১০:৪৪
কালো যাদুকর বলেছেন: কবিতা শেষ হল না কেন?
©somewhere in net ltd.
১|
০৬ ই আগস্ট, ২০১৫ সকাল ১১:২৮
কাল্পনিক_ভালোবাসা বলেছেন: কবিতা ভালো লেগেছে।