![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
আমার প্রকাশিত কাব্যগ্রন্থ : ১. এবার ধরা দাও (২০০০) ২. উচ্ছ্বাস(২০০১) ৩. পরিত্যক্ত পদাবলি(২০০২) ৪. এক বিকেলে(২০০৪) ৫. নিঃসঙ্গ নির্জন(২০০৫) ৬. ভাঙনের শব্দ(২০১১) ৭. আমার সন্তান যেন দুধেভাতে(২০১২) ৮. চারিদিকে জীবনে সমুদ্র-সফেন(২০১২) গবেষণা গ্রন্থ : ১. শওকত আলীর উপন্যাস : কলাকৌশল ও বিশেষ বৈশিষ্ট্য( প্রকাশের অপেক্ষায়) ২. বাংলাদেশের উপন্যাস : নারীর স্বাধিকার চেতনা
কবিতার শরীরে এখন স্ক্রু ঢিল
রাবারের মতোন টেনে লম্বা করি পংক্তির মাথা
কবিরা এখন মাসে মাসে খায় পিল
তাই তারা বছরে জন্মায় মাত্র দুচারটি কবিতা।
খুব হিসেবে করে অবেগের সঙ্গমে তারা মিলিত হয়
খুব হিসেবে করেই তারা বুনে দেয় অলঙ্কার আর উপমা
কবিরা আর করেনা কিন্তু নকল প্রণয়
তাদের কিন্তু এখন ব্যাংকে টাকা থাকে জমা।
কবিদের আর মাথায় ঝাকড়া চুল নেই
ক্ষমতাধর আমলার মতোন তারা কোর্টপ্যান্ট পরে
তারা এখন সংসারী আপন ঘরেই
কবিরা এখন আর না খেয়ে মরে।
কবিরা এখন কিন্তু পা টিপে টিপে চলে
তারাও খোলস বদলায় ক্ষমতার পালাবদলে।
৩০.১২.১৩
©somewhere in net ltd.
১|
৩০ শে ডিসেম্বর, ২০১৫ রাত ৯:০০
অন্ধবিন্দু বলেছেন:
কবিদের দেখা পাইনে, কথা ঠিক। কিন্তু এতো এতো কবিতা কবিতার বই লিখেন কারা ?