নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

রিফাত২২২২

রিফাত২২২২ › বিস্তারিত পোস্টঃ

ভালোবাসি শাহাবাগ প্রজন্ম চত্বর

১১ ই ফেব্রুয়ারি, ২০১৩ বিকাল ৩:২০

আজ আমি মৃত্যু পথযাত্রি , আমার সময় হয়তো বেশী সময় বাচব না …(তার ভালবাসার মানুষ কে বলছে তখন নুপুর বলল আমাকে ছেড়ে তুমি কোথায় চলে যাবে ! তুমি ভাল হয়ে যাবে চিন্তা কর না )চোখ দিয়ে পানি ! খুব আবেগ নিয়ে ………এ সময় হাঁসপাতালের বারান্দায় ডাক্তার তার পরিবার ও বন্ধুদের বলছে……………রোগীর অবস্তা ভাল না …! হয় তো আর ৩ ঘন্টা বাঁচতে পারে ! আচ্ছা !(এর মধ্যে আবার বুকে প্রচণ্ড বেথা হাত টা বুকে দিয়ে ! আহ! আহ! মেয়ে বলছে কি হল ! ছেলে বল কিছু না !দুই জন ই কানতেছে………) তোমার কি মনে পড়ছে আমাদের প্রথম দেখা !(ছেলে বলছে ……) সেই শাহাবাগ প্রজন্ম চত্বর এ সেই দিন ছিল বুধবার!!!!!! সকালে (মেয়ে বলছে )তুমি মাথায় লাল সবুজের পতাকা আর হাতে বেধে নিয়ে ছিলে লাল বিত্ত এবং কালো কাপড় তখন ছেলে বলছে বাহ ! তোমায় ঠিক মনে আছে ! (কল্পনা)……………………………………………

সেই দিন মেয়ে বাংলা বেতার এর সামনে পতাকা কিনছে ! তখন ছেলে আসছিল ! মাথায় লাল পতাকা আর হাতে কালো আর লাল ফিতা পরে ! একটু দূরে ছেলে ! মেয়ে বলছে ! দাম কত ! বিক্রেতা বলছে ৪০ টাকা মেয়ে বলছে কম হবে না ! ঠিক আছে ! মেয়ে ওকে ১০০ টাকার নোট দিল ! তখন বলছে আপা ভাংতি দেন ! আমার কাছে টাকা নাই ! মেয়ে বলছে ! কি বল ১০০ টাকা দিলাম তাও বলছ ভাংতি নাই ! তখন মেয়ে ছেলে কে ডাক দিল ! আচ্ছা আপনার কাছে ১০০ টাকা ভাংতি আছে ! তখন ছেলে বলল আমার কাছে ৪০ টাকা আছে ! আর ভাংতি নাই ! মেয়ে বলল ! কি করি ! কি করি ! কি করি ! তখন ছেলে বলল আচ্ছা আমাদের দাবি তো একটাই তাই না ! আমরা তো আসছি! এখানে যুদ্ধ অপরাদিদের ফাঁসির দাবিতে ! মেয়ে বলছে তো কি হইছে ! এ মুহূর্তে ভাংতিই পাবেন কি না ! তাই বলছি আমি টাকা টা নেন ! পরে আবার দিয়ে দিবেন ! মেয়ে নিল ! দুই জন আস্তে আস্তে হাঁটছে আর কথা বলছে ...মেয়ে বলছে আপনি কি করেন ! ছেলে বলছে ! আমি একজন ব্লগার অনুপম দে ! এটা আমার ছদ্ম নাম ! মেয়ে বলছে ! আপনি ই অনুপম দে ! আমি আলোর মিছিল ! আমি ও ব্লগার ! হ! হ! হতাস কি বলব ! আমি আপনার লেখার একজন ভক্ত ! (ছেলে) আমি ও আপনার ভক্ত ! আপনার সাথে এ ভাবে দেখা হবে আমি বুজতে পারিনি ! যাই হোক ! ভাল ই হল আপনার সাথে পরিচিত হয়ে ভাল ই হল ! কি বলেন (মেয়ে) ভাল ই বলেছেন ! মেয়ে বলছে ঃ চলুন ! এগোনো যাক ! ছেলে বলছে ঃ হিম , চলুন ...মিডিয়ার ক্যামেরা সাইড দিয়ে মিছিলের ভিতর গিয়ে বসলো দুইজন ই রাস্তায় বসলো প্রচণ্ড রোঁদ মাইক এ স্লোগান চলছে .....................

আমি কে তুমি কে বাঙালি বাঙালি

আমি কে তুমি কে বাঙালি বাঙালি

দুইজন ই গলা মিলিয়ে বলতে শুরু করল ......................(১ঘন্টা পার হবার পর )..মিছিলে পানি দেওয়া হচ্ছে ......।ঠিক তখন মেয়ে পানির জন্য বলছে আমায় একটু পানি দেওয়া যাবে ! কে শুনে কার কথা পরে ছেলে উঠে একটু দূর থেকে পানি নেয়ে আসলও মেয়ের হাতে পানি দিলও ।মেয়ে বলল ঃকি বলে আপনাকে ধন্যবাদ জানাবো ! এ দিকে আমাদের সামনে দুই জন কাপল এসেছে তাদের কথা না কিছু বলি ! তারা মিছিলে আসেনি মনে হয় ফোটসুট করতে আসছে মনে হয় ! সকাল থেকে দুপুর তার মোবাইল ছবি তোলার পার চার্জ শেষ ! তারপর তার বউ এর মোবাইল দিয়ে শুরু ! আমি তো তখন বলেই ফেললাম আপনি কি মিছিলে আসছেন নাকি ! ছবি তুলতে আসছেন ! লোকটি আমায় বলল আপনার কি আমি বললাম অই ঠিক কইরা ব কইমাল নাইলে কিন্তু মেয়ে বলল ঃ অনুপম বসুন ! মিছিল করি ! মেয়ে বলছে জয় বাংলা ,জয় বাংলা , জয় বাংলা ,জয় বাংলা। ছেলে তাকিয়ে রইল আর ও দিপ্ত কণ্ঠের সাথে বলতে লাগলো জয় বাংলা জয় ! সকাল থেকে দুপুর হয়ে এলো মিছিল চলছে .........ছেলে বলল আলোর মিছিল আপনি প্রীতম ভাই এর সাথে যোগাযোগ করেছিলেন । মেয়ে বললঃ আমি তো তার সাথে যোগাযোগ করেছি তিনি নাকি মিছিলে আছেন ।কিন্তু আমি তাকে চিনব কি করে এখানে তো ......ছেলে আমি ল্যাপটপ নিয়ে এসেছি সন্ধ্যা হোক বের করবো মিছিল চলছে.........

তোমার আমার ঠিকানা ......পদ্মা মেঘনা যমুনা .........

তোমার আমার ঠিকানা পদ্মা মেঘনা যমুনা ..................

মন্তব্য ৩ টি রেটিং +০/-০

মন্তব্য (৩) মন্তব্য লিখুন

১| ১১ ই ফেব্রুয়ারি, ২০১৩ বিকাল ৩:২৫

নবজন্ম বলেছেন:




সকল যুদ্ধ অপরাধীদের ফাঁসি চাই -
লেখাটি সামুর প্রথম পাতার উপরে লেখা হোক।

চাই চাই ফাঁসি চাই , সকল যুদ্ধাপরাধীদের ফাঁসি চাই।
চাই চাই ফাঁসি চাই , সকল যুদ্ধাপরাধীদের ফাঁসি চাই।
চাই চাই ফাঁসি চাই , সকল যুদ্ধাপরাধীদের ফাঁসি চাই।

২| ১১ ই ফেব্রুয়ারি, ২০১৩ বিকাল ৩:৩৩

রিফাত২২২২ বলেছেন: ভাই ! আমি আপনার কণ্ঠের সাথে তাল মিলিয়ে বলতে চাই !
হোক সে বিএনপি বা আওমিলীগ
সকল যুদ্ধাপরাধীদের ফাঁসি চাই।

৩| ১১ ই ফেব্রুয়ারি, ২০১৩ বিকাল ৩:৩৪

পরিবেশ বন্ধু বলেছেন: নব প্রজন্ম
সব কথা একটাই
যুদ্ধ অপরাধির ফাসি চাই
ফাসি হোক

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.