![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
আজ অনেক দিন পর কিছু লিখতে বসলাম.।.।আমার সাথে এক ভারতীয় লোকের সাথে অনেক কথা হল.।। আমাদের দেশে আসলো.।।কথায় কথায় অনেক কথা হল.।.। এক পর্যায় ওই লোকটি বলল তোমার দেশের লোকদের অনেক অহংকার .।.।আমি বললাম কেন ? তার উত্তর বললেন ঃ দেখ তোমার দেশে কি আছে .।।।যা নিয়ে কথা বলতে পারো ? তোমরা তোমাদের পরিচয় দিতে ভালোবাসো ।
আমি বললাম ঃ
আমার দেশে কি আছে?
১। আমার দেশে আমার মায়ের ভাষা আছে ?
২।আমার দেশে গার্মেন্টস আছে.।.। যা তোমরা নাম বেছে খাও
৩।তোমাদের পিঁয়াজ আমাদের দেশে ও পাকিস্তান এ রপ্তানি কর । আর আমরা অনেক দেশে রপ্তানি করি।।
৪। আমাদের দেশে ইলিশ মাছ যা তোমাদের না খেলে জামাই আদর হয় না
৫। আমাদের আছে সুন্দরবন যা তোমাদের বলে চালিয়ে দেও
৬। আমাদের আছে বিশাল সমুদ্র
৭। আমাদের আছে গ্যাস .।। যা তোমরা কম দামে নিয়ে ব্যাবহার কর
আর আমি কেন বলি তোমরা আমার শত্রু
১ । আমার দেশের সীমান্তে মানুষ হত্যা বন্ধ কর না
২ । আমার দেশের কোন টিভি চ্যানেল তোমার দেশে চলে না
৩ । তিস্তা চুক্তি হয় না
৪। টিপাইমুখ বাধ
৫। আর ও বলছি মনে নেই
৫। ফেলানি হত্যার বিচার না হওয়া
আর আমি যে সব উত্তর দিতে পারিনি
১। তোমার দেশে আমাদের টিভি সিরিয়াল না দেখলে তো তোমাদের ঘুম হয় না
২।আমাদের মুভি না দেখলে তোমাদের ঘুম আসে না
৩। আমদের পণ্য কেন তোমরা ব্যাবহার কর
এই প্রশ্ন উত্তর আমি দিতে পারি নাই! আমি এ জন্য ক্ষমা চাই
লেখাতে ভুল হলে ক্ষমা চোখে দেখবেন !
©somewhere in net ltd.