![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
"আমি ও শিবির"- প্রথম অংশ
আপনি জামাতকে ঘৃনা করেন? আমিও করি।
তবে কোন একসময় আমি শিবিরের সংস্পর্শ পেয়েছিলাম।
কি বলব! খোদ গোপালগজ্ঞে ও শিবিরের লোকের অভাব নেই।
পরিচয়টা হয়েছিল আমার এক বড়ভাইয়ের দ্বারা,কিশোরকন্ঠের মাধ্যমে। শিবিরের অন্যতম প্রধান হাতিয়ার এই কিশোরকন্ঠ যা পড়ে সপ্তম শ্রেনীর এই আমি একেবারে ভক্ত বনে গিয়েছিলাম। হবোই বা না কেন? লেখাগুলো ইসলাম নিয়ে ।মাসিক পত্রিকাটা প্রতি মাসে দশ টাকা দিয়ে কিনতাম ।আমার বাবা অবশ্য এগুলো কিনতে বারন করতেন।
তবুও আমি কিন্তাম।
একদিন বড়ভাই থানা শিবিরের বড়ভাইয়ের সাথে কথা বলিয়ে দিলেন। তার কথাবার্তায় আমি আরো মুগ্ধ হয়ে গেলাম। তিনি আমার পড়ালেখার খবর নিলেন। উল্লেখ্য আমি তখন অষ্টম শ্রেনীর ছাত্র এবং ক্লাসে ফাস্ট ছিলাম। আমি তখন পাঁচ ওক্ত নামায পড়তাম না। তিনি আমাকে নামাযের দিকে ডাকলেন। বাজারে যদি কখনও হঠাৎ দেখা হয়ে যেত আমি না উনিই আমাকে সালাম দিতেন, কিছু খেতে অনুরোধ করতেন। এরকম ব্যবহার আমি লীগ বা দলের থেকে পাইনি।
কিছুদিন পর আমি বুঝতে পারলাম ।তিনি শুধু আমার সাথে না। আমার বিদ্যালয়ের প্রত্যেক ক্লাসের ভাল ছাত্রদের সাথে এইরকম ব্যবহার করেন। এর মানে আমাদের বিদ্যালয়ের প্রত্যেকটা ভাল ছাত্রকে এই শিবির তা
©somewhere in net ltd.