![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
শেখ সাহেবকে আমরা প্রশ্ন করি,"বাংলাদেশের আইডিয়াটা প্রথম কবে আপনার মাথায় এল?"
"শুনবেন?" তিনি মুচকি হেসে বলেন," সেই 1947 সালে। তখন আমি সোহরাওয়ার্দী সাহেবের দলে ।তিনি ও বসু চান যুক্তবঙ্গ। আমিও চাই। বাঙ্গালিরা এক হলে কী না করতে পারত। তারা জগৎ জয় করতে পারত। কিন্তু দিল্লি থেকে খালি হাতে ফিরে এলেন সোহরাওয়ার্দী সাহেব ।তখনকার মত পাকিস্তান মেনে নেই ।
কিন্তু পরে এমন একদিন আসে যেদিন আমি আমার দলের লোকদের জিঙ্গাসা করি,আমাদের দেশের নাম কী হবে? কেউ বলে পাক বাংলা। কেউ বলে পূর্ব বাংলা। আমি বলি,"না, বাংলাদেশ"। তারপর আমি স্লোগান দেই,জয় বাংলা। তখন ওরা বিদ্রপ করে বলে,জয় বাংলা না জয় মা কালী। কী অপমান! সে অপমান আমি সেদিন হজম করেছি। আসলে ওরা আমাকে বুঝতে পারে নি। জয় বাংলা বলতে আমি বোঝাতে চেয়েছিলুম বাংলাভাষা,বাংলাদেশ ও বাঙ্গালি জাতির জয় যা সাম্প্রদায়িকতার ঊর্ধ্বে। "
(ইন্দ্রপাত,অন্নদাশকর রায়)
বই : শেখ মুজিব একটি লাল গোলাপ
.
আসলেই বাগালী শেখ মুজিবুর রহমান কে বুঝতে পারিনি।
জয় বাংলা,জয় বঙ্গবন্ধু
©somewhere in net ltd.