নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

আমজনতার হৃদয়পটে

নপদার্থ

একজন খাটি নিরপেক্ষ আমজনতা হওয়ার চেষ্টায় আছি.....

নপদার্থ › বিস্তারিত পোস্টঃ

"রিমান্ডেও নেশার জন্য হাঁসফাঁস করছে ঐশী!"

২০ শে আগস্ট, ২০১৩ রাত ৯:০৫

যে নেশা জীবনের জন্য কাল হল সেই নেশাকে ভুলতে পারছে না ঐশী। পুলিশ জিজ্ঞাসাবাদে থেকেও মাদকের জন্য হাঁস-ফাঁস করছে সে। মাঝেমধ্যে অস্বাভাবিক আচরণ করছে। যেকোনো মূল্যে একটি ইয়াবা ট্যাবলেটের জন্য বারবার পুলিশ কর্মকর্তাদের কাছে কাকুতি-মিনতি করছে ঐশী। পুলিশের সংশ্লিষ্ট সূত্রে এসব তথ্য জানা গেছে। তদন্তকারী কয়েকজন কর্মকর্তা জানায়, ঐশী নেশায় এতটাই বুদ হয়ে পড়েছিল যে, বাবা-মা তাঁর জীবনের কতবড় সম্পদ সেই কথাটিও ভুলে গিয়েছিল। তার উগ্র চলাফেরার পথে জন্মদাতাদের বাধা মনে করেছে। সন্তান হিসেবে বাবা-মার স্নেহ-মমতাও তাঁর কাছে তুচ্ছ মনে হয়েছে। যার কারণে, বাবা-মাকে হারালেও নেশাকে ভুলতে পারছে না সে। এখনও নেশা সামগ্রীর জন্য কিছুক্ষণ পর পর অস্বাভাবিক আচরণ করছে। চোখমুখ লাল হয়ে যাচ্ছে। মাটিয়ে লুটিয়ে পড়ছে সময়ে সময়ে। খাওয়া-দাওয়ার চাহিদা না থাকলেও নেশা সামগ্রীর জন্য সে পুলিশ কর্মকর্তাদের হাতে-পায়ে পড়ছে বলেও সূত্রে জানা গেছে। পুলিশের একটি সূত্র জানায়, মাদকের কারণে অস্বাভাবিক হয়ে পড়া ঐশী মাঝেমধ্যে ভুল তথ্য দিয়েও তদন্তকারী কর্মকর্তাদের বিভ্রান্ত করছে।

( সূত্র : dhakatimes24 )

মন্তব্য ০ টি রেটিং +০/-০

মন্তব্য (০) মন্তব্য লিখুন

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.