নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

গাছের পাতা চিরকাল সবুজ থাকেনা,একসময় তাতেও হলদে দাগ পড়ে।আমি না হয় সেই ঝড়া পাতা হয়েই,তপ্ত বিকেলে আশ্রয় নিলাম কোন এক সুদর্শনা গৃহিণীর উঁনুনে।কারো অযত্ন আর অবহেলায় বেচে থাকার চেয়ে অনলে দগ্ধ হওয়াটাও যে অনেক বেশি প্রশান্তির বন্ধু।

নষ্ট হেডফোন

বেকার আড্ডাবাজ এক ঘৃণিত যুবক

নষ্ট হেডফোন › বিস্তারিত পোস্টঃ

(পূনর্জন্ম এবং চুম্বনলোভী ভালোবাসা )

১৪ ই সেপ্টেম্বর, ২০১৫ দুপুর ২:৩৪

-অজস্রবার প্রেমে পড়েছি তোমার,সিধ কেটে বহুবার ঢুকতে চেয়েছি নিষিদ্ধ অন্দর মহলে।

-বাংলা ব্যাকরণ অংশের বহুনির্বচনী প্রশ্নের মতন,
ভালোবাসাকে জটিল করে তুলেছো প্রতিনিয়ত।

-গোলাপের পাঁপড়ি ছেড়ার অপরাধে,
কতসহস্র শিশির আর বকুলের সঙ্গম ভেঙেছো খেয়ালি পনায়।

-অনাসক্ত বৈরাগীর মতন অজস্রবার ঠিক করে দিয়েছি,
তোমার পিঠের ভাজে লেপ্টে থাকা অন্তর্বাস।

-তোমার ভেজা চুল, আর কানের লতিতে ঝুলে থাকা আট আনার স্বর্ণদুল,

.................নিঃসঙ্কোচে প্রথমটার প্রেমে পড়েছি আমি।

-তোমার খোপায় জড়ানো রক্তজবা, কিংবা পড়ন্ত বিকেলে ব্যালকনিতে হেলান দিয়ে ছড়ানো, কোমড় অব্দি বাড়ন্ত চুল,

..........দুটোরি প্রেমে পড়েছি মাইরি।

-প্রেমে পড়েছি নিষ্পাপ চাহনির ঠোট কামড়ানো কামুক ইঙ্গিতের।

-আকাশপানে চেয়ে থাকা উদাস দৃষ্টিতে,
নাকের ডগায় সাটানো, মোটা ফ্রেমের পয়েন্ট টু ফাইভের চশমাতে তোমায়-
পরীর মতন লাগে মাইরি।

-হাসছো যে!
পরীরা বুঝি চশমা পড়তে পারেনা?

-কি?
ভাবছো জ্বরের মাত্রা ১০২ ডিগ্রী ছাড়িয়েছে আমার,নিরন্তর প্রলাপ বকছি তাই!

-তুমিতো জানোনা.........
সেই কবে, তোমার ধনুক আকৃতির ওষ্ঠযুগলের দীর্ঘস্থায়ী চুম্বনের লোভে,

সাঁতার জেনেও,
পায়ে ইট বেধে স্বেচ্ছায় তোমার প্রেম যমুনায় ঝাপ দিয়ে মরে গিয়েছি আমি।

....................................
...আজ পূনর্জন্ম হয়েছে আমার,
সঙ্গে সেই চুম্বন লোভী ভালোবাসার।

মন্তব্য ১ টি রেটিং +০/-০

মন্তব্য (১) মন্তব্য লিখুন

১| ১৪ ই সেপ্টেম্বর, ২০১৫ বিকাল ৩:০৮

নষ্ট হেডফোন বলেছেন: সামুতে আমার প্রথম পোষ্ট।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.