নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

গাছের পাতা চিরকাল সবুজ থাকেনা,একসময় তাতেও হলদে দাগ পড়ে।আমি না হয় সেই ঝড়া পাতা হয়েই,তপ্ত বিকেলে আশ্রয় নিলাম কোন এক সুদর্শনা গৃহিণীর উঁনুনে।কারো অযত্ন আর অবহেলায় বেচে থাকার চেয়ে অনলে দগ্ধ হওয়াটাও যে অনেক বেশি প্রশান্তির বন্ধু।

নষ্ট হেডফোন

বেকার আড্ডাবাজ এক ঘৃণিত যুবক

নষ্ট হেডফোন › বিস্তারিত পোস্টঃ

সিগারেট এবং শর্তসাপেক্ষ ভালোবাসা

০১ লা নভেম্বর, ২০১৫ বিকাল ৩:৫৮

বালিকা,
-মধ্য যমুনায় ডুব দিয়ে চলো পবিত্র করি ভালোবাসা।

~সদ্য পাশ করা ডাক্তারের সার্জারি টেবিলের নিচে পরম নির্ভরতায় অর্পণ করি সব খেয়ালীপনা।

-যদি মন চায় খুব কাছ থেকে ছুয়ে দেখো আমার প্রতিটি স্পন্দন।
~ক্যালকুলেটর দিয়ে গুনে গুনে দেখতে পারো, নিকোটিনে পোড়া ঠোট জোড়ার অসম কম্পন।

-খুব করে চাইলে,
সিগারেটের আষ্টে গন্ধ সহ্য করে, করুণা করে হলেও দিতে পারো
...একনাগারে কয়েকশ চুম্বন।

-মাসের শেষ দশটা দিন ম্যাসে থাকা ছাত্রের পকেটে যখন হাপিত্যেশ করে, কাগজে ভর্ত্তি অর্থশূন্য মানিব্যাগ,
...আমি তখনো শেওলা জমা দিঘিতে একে চলি তোমার প্রতিকৃতি।

-গোল্ডলিফ খাওয়া শিক্ষিত সলিড বেকার যখন,
ডার্বির পাছায় অনবরত সুখটান দিয়ে ভুলে থাকতে চায়,
টাকার অভাবে মিল বন্ধ হওয়ার যন্ত্রণা,
..মাইরি,
.....মাইরি আমি তখনো বইয়ের ভাজে খুজে ফিরি তোমার দেয়া শুকনো গোলাপ।

-স্কুলের গন্ডি পেরিয়ে সদ্য ষোলতে পা দেওয়া কিশোরী যখন লজ্জা ভুলে সাজে বধুসাজ,
....আমি তখন বদ্ধ পাগল হয়ে উঠি, তোর নাভীর নিচে গুজে দিতে বেনারশী।

-আজ শুকিয়ে গেছে ব্রম্মপূত্র আমার,শান্ত হয়ে গেছে তোমার অশান্ত যমুনা।

-এখন আর দীর্ঘ কালো কেশে গন্ধ ছড়ায় না আমার দেয়া জুঁই নারিকেলের কৌটা।

এখন তুমি.....

-আজ অপবিত্র হয়ে গেছে ভালোবাসা।
নষ্টের দখলে গিয়ে পরাভূত হয়েছে বেহিসেবী আকুলতা।

-তাই মধ্য যমুনায় ডুব দিয়ে চলো পবিত্র করি ভালোবাসা।
সুদের হার মিনিমাইজ করে, এসো হিসেব কষি নতুন করে।

-চলো আবার স্বপ্ন দেখি,
সংবিধান সংশোধন করে খোপায় জড়ায় স্বস্তা জবা।

:-) শেষমেস.... ৫ টাকাকেই ভাগাভাগি করি,

~অর্ধেক টাকায় হুইল কিনে ধুয়ে ফেলো নষ্ট শাড়ি,
বাকিটুকুন ডার্বি কিনে আমি ছাড়ি পরিতৃপ্তির ধোয়া।

(আড্ডাবাজ লোমান)

মন্তব্য ০ টি রেটিং +০/-০

মন্তব্য (০) মন্তব্য লিখুন

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.