![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
বিদঘুটে ব্যাকরণ কিংবা সীমারেখায় বন্দী থাকেনা হলুদ স্বপ্ন।
না চাইতেও... অকারণেই বৃত্ত ভেঙে ঠিকি বহুবার ছিড়ে যায়, কারো না কারো স্বপ্নের সতিচ্ছেদ পর্দা।
স্বপ্নের পর্দা ছিড়েছিল সজীবের ও।
কোন এক মরা বিকেলে, খপ করে ডান হাত ধরে কাঁধে হেলান দিয়ে অনুরাধা বলেছিল-
"এ কাঁধেই নিশ্চিন্তে সপে দিতে চাই
আমার ব্রম্মান্ড"
নীল পাড়ের শাড়ির সঙ্গে ম্যাচিং করা ব্লাউজে বড্ড কামুক লাগছিল অনুরাধাকে।
ইগনোর করতে পারেনি ছেলেটা।গোধুলীর আবছায়া আলোয় মেয়েটার হেলান দেয়া মাথাটা কাছে টেনে, সাহস করে আলতো চুম্বনে ভরিয়ে দিয়েছিল বিস্তৃত ললাট।
কিছুটা সংশয় নিয়ে বলেছিল-
"এভাবেই... আমাতেই মিশে থেকো বাকিটা
সময়, আগলে রেখো আমার কণ্জুস সংসার"
জাতিস্বর শকুনেরা সেদিন হিংসে করে লিখেছিল একাকীত্বের সুইসাইডাল নোট।তপ্ত রৌদ্রেও কি ভেবে যেন......মগডালে বাধা বাসায় সেদিন বাবুই পাখিটা করেছিল সঙ্গম।
এরপর, একদিন............................
বরাবরের মতই অনুরাধার পড়নে সজীবের প্রিয় রঙের ড্রেস, সঙ্গে ম্যাচিং করা টিপ.....কাঁধে ঝোলানো মিষ্টি কালারের ভ্যানিটি ব্যাগ।
কে জানতো?
"অনুরাধার ভ্যানিটি ব্যাগের আড়ালে সেদিন লুকিয়ে ছিল কষ্টের সবুজ পাউডার !!"
স্বস্তা মেকআপের ভিড় থেকে, ভেজা চোখে অনুরাধা যখন টেনে হিচড়ে বের করে আনছিল হলুদরঙা গায়ে হলুদের কার্ডটা, ফ্যালফ্যাল করে অনুরাধার দিকে তাকিয়ে ছিল সজীব।
"কিচ্ছু করার ছিলনা সজীব......
বাবার হার্টে ব্লক ধরা পড়েছে কিছুদিন আগে,মায়ের ডায়াবেটিকসটা ক্রমশই ঊর্ধগামী, তাদের মুখ ভেবে শেষমেষ না করতে পারিনি কিছুতেই।"
.....নিরাশ করেনি অনুরাধা!!
যাবার সময় হলুদরঙা মেয়েটার চোখে অপ্রাপ্তির খেদ, ছেলেটাকে হাত ভরে দিয়ে গেছে অজস্র পর্দাছেড়া হলুদ স্বপ্ন।
"নিয়ন আলোর নিচে অনুরাধার কামুক শরীরে যখন আঁছড়ে পড়ছিল অচেনা মানুষটার ভারী ওজন.......সজীব তখন বেপরোয়া হয়ে খুজতে থাকে স্মৃতির কঙ্কাল......নীল পাড়,লাল শাড়ি,মিষ্টি কালারের ভ্যানিটি ব্যাগ,আর......আর পবিত্রতায় মোড়ানো প্রথম চুম্বন"
* অনুরাধার শীৎকারের আড়ালে...সদ্য ফেলে আসা অতীত ভেবে যখন আনমনে টুপ করে ঝড়ে পড়ে দু'ফোটা নোনতা জল,
পুড়ে যাওয়া ফিল্টারের শেষ টানটার ধোঁয়ায়....সজীব তখন একে দেয় ভালোবাসার অবয়ব"
©somewhere in net ltd.