![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের টার্মিনাল থেকে ১৮ কেজি স্বর্ণসহ সেনান ফকির নামে বেসরকারি বিমানসংস্থা ইউনাইটেড এয়ারওয়েজের এক বাসচালককে আটক করা হয়েছে।
শুক্রবার সকালে বিমানবন্দরের টার্মিনাল থেকে এসব স্বর্ণ উদ্ধার করে কাস্টমস ও এপিবিএন কর্তৃপক্ষ।
কাস্টমসের সহকারী কমিশনার (এসি) রাশিদুল হাসান জাস্ট নিউজকে বলেন, ইউনাইটেড এয়ারওয়েজের ছোট্ট একটি বিামন বিমানবন্দরের রানওয়ের এপ্রন সাইডে যাত্রীদের নামিয়ে ইউনাইটেড এয়ারওয়েজেরই একটি বাসে করে টার্মিনালের ভেতরে আনা হয়। ওই বাসচালকের পাশে টুলবঙের মধ্যে কালো পলিথিনে মোড়ানো অবস্থায় ১৮ কেজি ওজনের ১৫৫টি স্বর্ণের বার উদ্ধার করা হয়। এ সময় বাসচালকেও আটক করা হয়েছে।
বিমান বন্দর আর্মড পুলিশ (এপিবিএন) সিনিয়র এএসপি মোঃ ইকবাল হোসেন জাস্ট নিউজকে বলেন, ইউনাইটেড এয়ারওয়েজের মাস্কট-দুবাই-ঢাকা রুটের ফ্লাইট-৪৮৫৮২ শুক্রবার সকাল ৯টা ৭ মিনিটে ঢাকায় হযরত শাহজালাল বিমানবন্দরে অবতরণ করে।
আটক চালককে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে এবং এ ঘটনায় বিমানবন্দর থানায় মামলার প্রস্তুতি চলছে বলে জানান তিনি।
উৎসঃ জাস্টনিউজবিডি
২| ৩০ শে আগস্ট, ২০১৩ দুপুর ১২:২৫
Shurjodoy বলেছেন: সব সম্ভবের দেশ!!!
©somewhere in net ltd.
১|
৩০ শে আগস্ট, ২০১৩ দুপুর ১২:০৩
ঢাকাবাসী বলেছেন: একটা বাচ্চা ছেলেও জানে বাসচালককে আটক একটা নাটক আর আইওয়াশ মাত্র! ঐ প্লেন ও বিমানবন্দরের ১৭-১৮ টা সংস্হার সবাই এইসবে সরাসরি জড়িত থাকে বলে শোনা যায়। এছাড়া ধরা পড়া মাল কোথায় যায় কত টুকু সরকারের কাছে যায় কেউ জানেনা। অনেক সময় সোনা পিতল হয়ে য়ায়!