![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
দাবা সারা বিশ্বের একটি শ্রেষ্ঠ খেলা বলে দাবি করা যায় এটি হচ্ছে বুদ্ধি মত্তাদের খেলা যারা এই দাবা খেলার নিজেকে উৎসর্গ করে তাদের কে বলা হয় Grendmastar ।
প্রশ্ন আসতে পারে দাবার চ্যাম্পিয়ন দের Grendmastar বলা হয় কেন?
• দাবা চ্যাম্পিয়নদের কখনো গ্র্যান্ড মাস্টার বলা হয় না। যদি তারা গ্র্যান্ড মাস্টার" হন তাহলেই বলা হয়। মানে চ্যাম্পিয়ন হওয়া আর গ্র্যান্ড মাস্টার দুটো ভিন্ন জিনিস। গ্র্যান্ড মাস্টার হতে হলে ধাপে ধাপে "নর্ম" অর্জন করতে হয় জাতীয় ও আন্তর্জাতিক বিভিন্ন প্রতিযোগিতার মাধ্যমে. তবে সাধারণত আমরা যাদের নাম শুনি তাদের অনেকেই "গ্র্যান্ড মাস্টার" যেমন নিয়াজ, রিফাত, জিয়া প্রমুখ।
• গ্র্যান্ড মাস্টারটি খেলার সর্বোচ্চ খেতাবটি দেয়া হয় খেলার এই আন্তর্জাতিক সংগঠন "ফিদে" থেকে সংগঠনটি বিশ্ব দাবা সংস্থা নামে পরিচিত । চ্যাম্পিয়ন হওয়া আর গ্র্যান্ড মাস্টার আলাদা, তবে দাবায় বিশ্ব চ্যাম্পিয়নের খেতাবের মতোই এই "ফিদে" থেকে দেয়া গ্রান্ড মাস্টার খেতাবটি অত্যন্ত সন্মানের । গ্র্যান্ড মাস্টারকে সংক্ষেপে বলা হয় জি এম (GM)। পুরুষ এবং মহিলাদের পুরস্কার পৃথকভাবে দেয়া হয়, নারীদের ক্ষেত্রে বলা হয় ডাব্লিউ জি এম (WGM) ১৯৮৪ সালে মাত্র ২১ বছর বয়সে বাংলাদেশের নিয়াজ মোর্শেদ প্রথম গ্র্যান্ডমাস্টার পুরুস্কারটি পান, তিনি দক্ষিন এশিয়ারও প্রথম গ্রান্ড মাস্টার ।আমাদের দেশে মোট পাঁচজন এই সন্মান অর্জন করেছেন নিয়াজ মোর্শেদ,জিয়াউর রহমান,রিফাত বিন সাত্তার, আব্দুল্লাহ আল রাকিব, এনামুল হোসেন রাজিব। ১৯৮৫ মহিলা আন্তর্জাতিক মাস্টার রাণী হামিদ আমাদের দেশের এক মাত্র নারী যিনি এই খেতাব অর্জন করেন ।
দাবার গুঠির আন্তর্জাতিক নামঃ
রাজা= কিং (KING)
মন্ত্রী= কুইন (QUEEN)
হাতি= বিসপ (BISHOP)
ঘোড়া= নাইট (KNIGHT)
নৌকা= রোক (ROOK)
বোড়ে/সৈন্য= পৌন
০২ রা ডিসেম্বর, ২০১৮ দুপুর ১২:২৬
নুরনবী হোসেন বলেছেন: যুক্ত করেছি।
২| ০২ রা ডিসেম্বর, ২০১৮ দুপুর ২:৩২
আর্কিওপটেরিক্স বলেছেন: পৌন না লিখে Pawn লিখুন...
ফিদে-FIDE
দাবা আমার খুবই প্রিয়...
আমার আইডল দাবাড়ু ম্যাগনাস কার্লসেন
০৩ রা ডিসেম্বর, ২০১৮ সকাল ১১:৩৮
নুরনবী হোসেন বলেছেন: ধন্যবাদ ভুলটি ধরিয়ে দেওয়ার জন্য,
আমি ঠিক তাদের কে যথেষ্ট ভালোবাসি যারা আমার ভুল ধরিয়ে দেই।
৩| ০২ রা ডিসেম্বর, ২০১৮ বিকাল ৩:২৩
রাজীব নুর বলেছেন: জানলাম।
রাস্তায় জ্যামে পড়লেই আমি মোবাইলে দাবা খেলি।
©somewhere in net ltd.
১|
০২ রা ডিসেম্বর, ২০১৮ দুপুর ১২:২২
সজিব আহমেদ আরিয়ান বলেছেন: ছবিটা ভালো করে সংযুক্ত করুন।