নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

আমি আমার জীবনের লক্ষ্য নিয়ে সন্দিহান ছিলাম এবং এখনো আছি। আমি পথিক হয়ে আসলে কোথায় যাচ্ছি, এর শেষ কি হবে তা আমাকে মাঝে মাঝে ভাবিয়ে তুলে। কিন্তু আমি হেঁটে চলছি অবিরত। আমি নিজেকে মেঘের সাথে তুলনা করতে পছন্দ করি, একদিন সেও বৃষ্টি হয়ে ঝরে পড়ে। আমিও ---

মুক্তি মুন্না

আমি এক পথিক, ঘুরে বেড়ানোই আমার নেশা, যেথায় পথের শেষ, সেথায় আমার টিকানা!

মুক্তি মুন্না › বিস্তারিত পোস্টঃ

দেশের বারোটা বেজেই চলছে

০৯ ই জুন, ২০১৬ বিকাল ৪:০৪

বর্তমান সরকার আন্তর্জাতিক অঙ্গনে দেশকে জঙ্গি বানানোর চেষ্টা করছে কারণ, তারা মনে করে জঙ্গি প্রমাণ করতে পারলে দীর্ঘদিন ক্ষমতায় থাকা যাবে।

আসলে যুদ্ধাপরাধী ইস্যু এখন শেষের দিকে। পেট্রোল বোমা-আগুন সন্ত্রাসের বুলি আওড়িয়েও এখন আর কোন কাজ হচ্ছেনা। ঢিলেঢালা শাহবাগ আন্দোলন এখন আর সরকারের কোন কাজে আসেনা। টিকে থাকতে হলে দেশকে একটি ’জঙ্গী’, ’ব্যর্থ’ বা ’তালেবানী’ রাষ্ট্র হিসাবে প্রমান করা ছাড়া গদি রক্ষা কঠিন হয়ে দাড়িয়েছে।

প্রয়োজনে আরো লাশ দরকার হবে।
ব্লগার ও বিদেশী হত্যা থেকে শুরু করে হিন্দু-বৌদ্ধ-খ্রিষ্টান সম্প্রদায়ের লোকজন ও তাদের ধর্মগুরু, মসজিদের ঈমাম, শিয়া মুসলমান, পীর ও পীরের শিষ্য কেউই বাদ পরবে না--গদি রক্ষা করতে বলির পাঠা হতেই হবে।

দেশে একদলীয় দুঃশাসনের নানা কৌশলের একটি হচ্ছে এই জঙ্গি তৎপরতা। মানুষের অধিকারহীন এই দেশ যেন এখন মৃত্যুনগরীতে পরিণত হয়েছে

মন্তব্য ৪ টি রেটিং +১/-০

মন্তব্য (৪) মন্তব্য লিখুন

১| ০৯ ই জুন, ২০১৬ বিকাল ৪:১৩

বাংলার জামিনদার বলেছেন: আপনাদের কথা মতন তো জামাত শিবির দুধে ধোওয়া, ওরা কিছুই করেনা। যা করে সবই আম্লীগ করে।

১৩ ই জুন, ২০১৬ ভোর ৬:১৭

মুক্তি মুন্না বলেছেন: না ভাই, ধোঁয়া বললাম কই, দোষ সবার আছে, শুধু শুধু জামাত বিএনপিকে কেন দুষি আমরা?

২| ০৯ ই জুন, ২০১৬ সন্ধ্যা ৬:০৮

মোঃ মঈনুদ্দিন বলেছেন: খুনের মোটিভ ঘটনাস্থলেই রয়েছে। খুনিরা খুন করে পালিয়ে যাবার সময় একটা না একটা ভুল করেই যায়। চৌকষ বিভাগের লোকজন যদি সেই বিষয়টা নিয়ে কাজ করেন অবশ্যই আসল খুনি বেরিয়ে আসবে। অযথা জলঘোলা করার কিছুইতো দেখিনা। আপনি যে পয়েন্টটা উল্লেখ করলেন এটা খুনিদের করা ভুলগুলোর মধ্যে অন্যতম সেরা ভুল। এখন শুধু দেখতেই থাকবো কী হয়? আসলে কিছুতো হবেই। দেখতেই পাচ্ছি।
যা করে সব আওয়ামীলীগ করে এটা বোধহয় আপনার মত#ভাই, বাঙলার জামিনদার!" খুন যিনি হয়েছেন তিনি আর ফিরে আসবেননা কিন্তু আমরা খুনিটা কে তা জানতে চাই। প্রত্যেকটা খুনের বিচার চাই। ধন্যবাদ আপনার সুন্দর পোস্টের জন্যে। ভালো থাকুন।

১৩ ই জুন, ২০১৬ ভোর ৬:১৮

মুক্তি মুন্না বলেছেন: অনেক ধন্যবাদ আপনাকে!

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.