![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
আমি এক পথিক, ঘুরে বেড়ানোই আমার নেশা, যেথায় পথের শেষ, সেথায় আমার টিকানা!
কলিজাটা ফেটে যায়।
××××××××××××××××
টকশোতে দেখলাম শাহরিয়ার কবির (মুরগী কবির) একটা বই হাতে নিলেন। তারপর পড়তে লাগলেন ,অ তে অজু করে পাক হই , আ - আজান শুনে নামাজে যাই --- 'গ' অক্ষরে এসে উনার যেন হায়েজ শুরু হয়ে গেলো। গ- তে গান শুনা ভালো নয়'!
"এত্তবড় কথা! গান শুনা ভালো নয়? " খুবই আশ্চর্য ও হতাশ হলেন মুক্তিযুদ্ধের সময় যুদ্ধ থেকে পলাতক সাবেক মুরগি বিক্রেতা শাহরিয়ার কবির।
অতপর তিনি অদ্ভুত একটি কথা ডেলিভারি করলেন। বললেন , এসব শিক্ষায় শিক্ষিতরাই হলি আর্টিজানের হামলা ঘটায়!
চিন্তা করেন , কতবড় গাঁজাখোর! সারা দুনিয়া জানে হলি আর্টিজানের হামলাকারী কেউই মাদ্রাসা পড়ুয়া নয়। সবই ওদের চিন্তা-চেতনায় বড় হওয়া ছেলেপেলে। তবুও দিনদুপুরে ডাকাতের মতো মাদ্রাসার উপর চাপিয়ে দিচ্ছে।
আসলে মাদ্রাসার ছেলেরা কেন গানের আয়োজন করে ধর্ষণের উৎসব করে না ?
কেন হল দখল টেন্ডারবাজির নামে শিক্ষাঙ্গনে রক্তশ্রোত ভাসায় না?
কেন শিক্ষকের গালে চড়থাপ্পর দেয় না?
কেন বৃদ্ধ বাবা- মাকে বিদ্ধাশ্রমে পাঠায় না?
এসবই হচ্ছে মুরগি কবিরদের জ্বালা যন্ত্রণার কারণ।
তোমরা কেউ কি আমাকে একটা বুলেট দেবে? বা কেউ কি আমার বুকে একটা বুলেট ছোড়ে দেবে? বিশ্বাস করো, মুরগি কবির যে দেশের বাসিন্দা সে দেশে বেঁচে থাকাটা খুবই লজ্জাকর মনে হচ্ছে।
১৩ ই জানুয়ারি, ২০১৭ রাত ২:৩১
মুক্তি মুন্না বলেছেন: তা সঠিক ও একজন সুনাগরীক গড়তে যোগপযোগী!
২| ১৩ ই জানুয়ারি, ২০১৭ রাত ১২:৪৯
ফারদীন নিশ্চিন্ত বলেছেন: মাদ্রাসায় ধর্মীয় শিক্ষা দেওয়া হবে - এটাই স্বাভাবিক। এ নিয়ে শাহরিয়ার কবিরের মত ধর্মহীনরা জল ঘোলা করার চেষ্টা করবে - এটাও স্বাভাবিক।
ঘাতক দালাল নির্মূল করতে গিয়ে ধর্ম নির্মূল করার অপচেষ্টা কখনোই সফল হবে না।
১৩ ই জানুয়ারি, ২০১৭ রাত ২:৩২
মুক্তি মুন্না বলেছেন: ধন্যবাদ
৩| ১৩ ই জানুয়ারি, ২০১৭ রাত ১২:৫৪
চিন্তক মাস্টারদা বলেছেন:
আবাক হই আপনার/আমার সুশিক্ষা দেখে!
আমার সত্যিকার অর্থেই ভীষণ লজ্জা বোধ হচ্ছে আপনার/আমার শব্দ প্রয়োগ দেখে?!
অন্য একজনের সমালোচনা করব ভাল কথা, এত অর্থ এই নয় যে নিজের অবস্থান থেকে নিচে নেমে আসব!!!
১৩ ই জানুয়ারি, ২০১৭ রাত ২:৩২
মুক্তি মুন্না বলেছেন: দু:খীত ভাই, না বলে উপায় নাই!
৪| ১৩ ই জানুয়ারি, ২০১৭ সকাল ৭:০৭
শূণ্য পুরাণ বলেছেন: মুর্খদের নিয়ে বেশি জল ঘোলা না করাই ভাল।
২৪ শে সেপ্টেম্বর, ২০১৭ দুপুর ১২:৫৭
মুক্তি মুন্না বলেছেন: ঠিকই বলেছেন
৫| ১৩ ই জানুয়ারি, ২০১৭ রাত ১০:১৪
শাহাদাৎ হোসাইন (সত্যের ছায়া) বলেছেন: এদের টকশো ছাড়া জাতীকে দেওয়ার মত কিছু নেই। অন্যের মত এরা সহ্য করতে পারে না।
এরাও এক প্রকার চরমপন্থী, নাম্বার ওয়ান জঙ্গি।
২৪ শে সেপ্টেম্বর, ২০১৭ দুপুর ১২:৫৮
মুক্তি মুন্না বলেছেন: জি ভাই
©somewhere in net ltd.
১|
১২ ই জানুয়ারি, ২০১৭ রাত ১১:৪৬
চাঁদগাজী বলেছেন:
আপনি নিজে কি মাদ্রাসায় পড়েছেন? সেখানে যা পড়াচ্ছে, তা সম্পর্কে আপনার মতামত কি?