নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

অনুভূতি প্রকাশক!

এিভুবন

আপনার পাশের সীটে বসা অথবা পাশের বাড়ীতে থাকা লোকটার মতই সাধারন।

এিভুবন › বিস্তারিত পোস্টঃ

মৌলবাদ ও মৌলবাদী

০৭ ই এপ্রিল, ২০১৩ রাত ১২:৫৯



মৌলবাদ শব্দটি ইংরেজি ফান্ডামেন্টালিজম শব্দের অনুবাদ। মৌলবাদ শব্দটির সাধারণ অর্থ হল মূলজাত। এখানে মূল শব্দটি দ্বারা সাধারনত ধর্মকে বোঝানো হয়। ধর্মকে সংক্ষেপে একটি আদর্শ ও রীতিনীতি চর্চার মাধ্যম বলা যায়। ধর্ম পালন করা হচ্ছে স্রষ্টার নির্দেশ পালন করা। স্রষ্টাকে খুশি করার জন্য, সমাজে শান্তি শৃঙ্খলা রক্ষার জন্য, পারস্পরিক ভাতৃত্ব রক্ষার জন্য, ন্যায়বিচার প্রতিষ্ঠার জন্য ধর্ম সঠিকভাবে পালন করা আমাদের কর্তব্য। আমার জানামতে কোন ধর্মেই অন্যায়কে প্রশ্রয় দেয়া হয়নি । অনেক ধর্মের পাশাপাশি স্রষ্টায় অবিশ্বাস করা বা নাস্তিকতাও এখন প্রায় অন্যান্য ধর্মের মতই পালিত হচ্ছে। ধর্ম বা অধর্মের নামে কাউকে হত্যা করা, আঘাত করা, উপহাস করা বা অশ্রদ্ধা করা বা ব্যঙ্গ করা বা দেশের সাথে বেঈমানী করা চরম মাত্রার অপরাধ। আর অপরাধীর জন্য শাস্তি অবশ্যই প্রাপ্য।



মৌলবাদী বলতে আমরা সাধারনত ধর্মবাদীদের বুঝি। যারা ধর্ম পালন করে না , তারা মৌলবাদী নয়- এমন ভ্রান্ত ধারনায় আমরা বিশ্বাস করি!!! হাহাহা!!! ... আমার মতে প্রকৃত মৌলবাদী তারাই :

• যারা কোন পরিবর্তনকে সহজ ভাবে গ্রহন করতে পারে না।

• যারা শুধু নিজেকে সঠিক ভাবে আর অন্যকে ভুল ভাবে।

• যারা অন্যের মতকে জানার চেষ্টা করে না, শ্রদ্ধা দেখায় না, বরং উপহাস করে।

• যারা কোন বিষয়ে জ্ঞান অর্জন না করে, না জেনে না বুঝে শুধু বিরোধীতার খাতিরে বিরোধীতা করে, ক্ষমতা প্রাপ্তির লোভে।

• যারা আদর্শকে শুধু সাইনবোর্ড হিসাবে ব্যবহার করে ক্ষমতায় যাওয়ার লোভে।

• যারা ধর্মকে অপব্যবহার করে জাগতিক প্রাপ্তির জন্য, নিজের স্বার্থ বা দলের স্বার্থ হাসিল করার জন্য।

• যারা শুধু নিজের বা নিজেদের মতবাদকেই শ্রেষ্ঠ মতবাদ মনে করে ও অন্ধভাবে আঁকড়ে ধরে রাখে এবং অন্যকে জোর করার চেষ্টা করে তাদের মতাদর্শে দীক্ষিত করার।



উপরোক্ত আলোচনা প্রেক্ষিতে বলতে পারি আমাদের সমাজে অনেক ধরনের মৌলবাদী আছে :

 রাজনৈতিক মৌলবাদী : ডানপন্থী মৌলবাদী, বামপন্থী মৌলবাদী, মধ্যপন্থী মৌলবাদী, সুবিধাবাদী মৌলবাদী।

 ধর্মীয় মৌলবাদীঃ ইসলামী মৌলবাদী, হিন্দু মৌলবাদী, খ্রিস্টান মৌলবাদী, বৌদ্ধ মৌলবাদী ......।

 নাস্তিক মৌলবাদী ।

 কর্পোরেট মৌলবাদী।

 অর্থনৈতিক মৌলবাদী।

 সামাজিক মৌলবাদী।

 বুদ্ধিজীবী মৌলবাদী।

 পেশাজীবী মৌলবাদীঃ ডাক্তার, শিক্ষক, ইঞ্জিনিয়ার, আইনজীবী, চাকুরীজীবী ও ব্যবসায়ী মৌলবাদী।



যদিও সকল সেক্টরেই মৌলবাদী আছে, তবুও বন্ধুরা ভয় পাওয়ার কোন কারন নেই। কারন এদের সংখ্যা আমাদের আমজনতার তুলনায় অনেক কম!!! 

(চলবে- পরবর্তী পর্বগুলোতে সকল মৌলবাদী শ্রেণীগুলোকে ব্যাখ্যা করা হবে।)



কিশোর

০৭/০৪/২০১৩ ইং











































মন্তব্য ০ টি রেটিং +০/-০

মন্তব্য (০) মন্তব্য লিখুন

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.