নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

অনুভূতি প্রকাশক!

এিভুবন

আপনার পাশের সীটে বসা অথবা পাশের বাড়ীতে থাকা লোকটার মতই সাধারন।

এিভুবন › বিস্তারিত পোস্টঃ

মানসিক সমস্যা

১৯ শে সেপ্টেম্বর, ২০১৮ সকাল ১০:০৭

১। মনের অসুখ হতে হলে মস্তিস্কে কোনো সমস্যা হতেই হবে এমন কোনো কথা নেই। তবে সাধারণ মানুষ মনের রোগকে মাথার রোগ ভাবতেই অভ্যস্ত। যা অধিকাংশ ক্ষেত্রেই সঠিক নয়।

২। অনেক মানসিক রোগ পুরোপুরি দূর করা যায় না। কথা সত্য। তবে ডায়াবেটিকস, হাইপারটেনশন ইত্যাদি রোগের মত এইসব রোগকেও চিকিতসার মাধ্যমে নিয়ন্ত্রন করে সুস্থ জীবন যাপন করা সম্ভব।

৩। মানসিক রোগ তৈরী হওয়ার নিয়ামক বা কারনের শিকড় উপড়ে ফেলা ছাড়া, অনেক সময় চিকিৎসা করেও সুফল লাভ করা যায় না। যেমনঃ একজন নারী বিয়ে হওয়ার পর থেকেই দেখে আসছেন তার শ্বশুরবাড়ির পরিবেশ মোটেই আন্তরিক না বরং প্রতিকূল মনোভাবাপন্ন। তার স্বামী আর্থিকভাবে দুর্বল, বাপের বাড়িতেও সাহায্য করার কেউ নেই। ফলে, তিনি না পারছেন শ্বশুরবাড়ি ছেড়ে অন্য কোথাও চলে যেতে, আবার না পারছেন শ্বশুর বাড়ির পরিবেশ পাল্টাতে। সেক্ষেত্রে ওই নারী যদি বিষণ্নতায় আক্রান্ত হন, তবে তার এই অবস্থানের পরিবর্তন না করে, শুধু চিকিৎসার মাধ্যমে শতভাগ সফলতা অর্জন সম্ভব নাও হতে পারে।

৪। তবে রোগ দিয়েছেন যিনি, সুস্থ্য করবেনও তিনি। তিনিই সকল সমস্যার সমাধান দেয়। মানসিক সমস্যার ক্ষেত্রে স্রষ্টার প্রতি গভীর বিশ্বাস ও নিয়মিত যার যার ধর্মাচরন পালন এবং প্রার্থনা অনেক বেশী কার্যকরী।

৫। The major chemicals in the brain that control our moods, emotions and how we feel are called Neurotransmitters and they come in various flavors. Neurotransmitters act as messengers that send signals from one neuron to another by binding to receptors in the brain.
What are some of the main Neurotransmitters in the brain?
Serotonin, Dopamine, Glutamate, GABA – Gamma Amino Butyric Acid, Endorphins, Noradrenaline.

৬। ভাললাগা, মন্দ লাগা সব হলো রসায়নের খেলা। আমরা হলাম জৈব রবোট। আর কিছু না ।

মন্তব্য ৫ টি রেটিং +১/-০

মন্তব্য (৫) মন্তব্য লিখুন

১| ১৯ শে সেপ্টেম্বর, ২০১৮ সকাল ১০:২৬

মোঃ আল মামুন শাহ্ বলেছেন: সুন্দর লিখনী।

২| ১৯ শে সেপ্টেম্বর, ২০১৮ সকাল ১০:২৮

রাজীব নুর বলেছেন: আপনার ৪ নং পয়েন্ট নিয়ে আমি খুব চিন্তিত।

রোগ দেওয়ার দরকারই কি? রোগ সারানোর দরকার'ই কি??
আজিব !!!!

৩| ১৯ শে সেপ্টেম্বর, ২০১৮ সকাল ১১:১০

আহমেদ জী এস বলেছেন: এিভুবন ,




মানসিক সমস্যায় ৫নম্বরটিই প্রধান নিয়ামক । ঠিকই বলেছেন -- ভালো লাগা, মন্দ লাগা সব হলে রসায়নের খেলা ।

প্রাসঙ্গিক বলে এই লিংকটি দিলুম ---ঠিক দুক্কুর বেলা ভুতে মারে ঢিল....

৪| ১৯ শে সেপ্টেম্বর, ২০১৮ সকাল ১১:৪৮

আবুহেনা মোঃ আশরাফুল ইসলাম বলেছেন: গুরুত্বপূর্ণ লেখা।

৫| ১৯ শে সেপ্টেম্বর, ২০১৮ দুপুর ২:২৩

করুণাধারা বলেছেন: মানসিক সমস্যা আমাদের কাছে একটা ট্যাবু বিষয়, তাই এটা নিয়ে আলোচনা করতে আমরা একেবারেই আগ্রহী হই না

ধন্যবাদ আপনাকে, মানসিক সমস্যা সম্পর্কে অনেক কিছু জানা গেল।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.