![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
একজন সাধারন ধর্মপথযাত্রী। ভালোবাসি আল্লাহ এবং আল্লাহর রসুলকে । কোন ধৈর্যশীল এবং নির্বোধের সাথে তর্ক করি না । সবচেয়ে বেশী পছন্দ করি হালাল উপার্জনকে । অপছন্দ করি মানুষের ব্যপারে মিথ্যা অপবাদকে। নিজের চোখকে নিয়ে সর্বদা ভীত থাকি । চোখের দৃষ্টিই অধিকাংশ বিপদের কারন । বিশ্বাস করি, #যে ব্যক্তি তর্ক বিতর্ক করবার উদ্দেশে তার ধর্মকে উপস্থিত করে সে অধিকাংশ সময় মত পরিবর্তন করে । #যে ব্যক্তি ঝগড়া বিবাদে লিপ্ত হয়, অন্যকে কষ্ট দেওয়া এবং ক্রোধ সন্চার থেকে সে কিছুতেই মুক্ত থাকতে পারে না ।
মানুষ সব কিছু চিনে, চেনার চেষ্টা করে কিন্তু আল্লাহ তায়ালাকে চিনে না, চেনার চেষ্টাও করেনা ।
দুনিয়ার প্রত্যেকটা সৃষ্টি আল্লাহ তায়ালার অধীনে । আল্লাহ তায়ালা যুগে যুগে বিভিন্ন মখলুকের উপর নিজের কুদরতকে জাহির করে দেখাইছেন । সব কিছু আল্লাহ তায়ালা গায়েবী নিজামের অধীনে । এ কথাকে আল্লাহ তায়ালা প্রমান করে দিছেন ।
ফেরাউনের সমস্ত তদবীরকে আল্লাহ তায়ালা বেকার করে দিলেন আর ফেরাউনকে ক্ষতম করে দেবার জন্য ঐ রাস্তায় নিয়ে গেলেন, যে রাস্তা দিয়া মুসা (আঃ) এবং তার কওমকে পার করে দিলেন ।
সমুদ্রের স্রোতকে আল্লাহ তায়ালা থামাই দিয়া, দুই পাশে খাড়া রাস্তা করে দিলেন ।
এক লাঠির আঘাতে; ওখানে কোন ডিনামাইট মারে নাই, কোন এটম বোমা মারে নাই ।
মামুলি এক লাঠির আঘাতে, এই লাঠি দিয়া আঘাত করতে বলছে,
"হে মুসা, তোমার হাতের লাঠি দিয়া সমুদ্রে আঘাত কর।"
হযরত মওলানা ইউসুফ (রহঃ) বলেন, মুসা (আঃ) ঐ লাঠি দিয়া সমুদ্রে আঘাত করেন নাই । বরং সমস্ত দুনিয়ার আকল ওয়ালাদের আকলে লাঠি মারছেন । তোমার আকলের উপর লাঠির আঘাত, তুমি আকল বুদ্ধি দ্বারা কুদরতকে বুঝবে না ।
ঈমান আন !
এক্বিন কর,
না দেইখা,
না বুইঝা এক্বিন কর আল্লাহর প্রতি
তোমার আকলকে, বুদ্ধিকে দৌড়াইওনা এখানে যে, কিভাবে আল্লাহ তায়ালা করবেন । আল্লাহ তায়ালা কিভাবে করবেন,
তোমার আকলে এটা ধরবেনা ।
তোমার আকলে এতো শক্তি নাই
তোমার আকলে এতো জায়গা নাই যে , আল্লাহ তায়ালার এলেমকে ঐটা নিতে পারে ।
এই আকল আল্লাহ তায়ালা তোমাকে দেয় নাই ।
তোমার আকল অতি ক্ষুদ্র ।
২| ২০ শে মে, ২০১৫ সকাল ১০:০২
মাসূদ রানা বলেছেন: ভালো লেগেছে
৩| ২৪ শে মে, ২০১৫ দুপুর ২:২১
সাইফুল ফরিদপুর বলেছেন: ধন্যবাদ
৪| ০২ রা জুন, ২০১৫ বিকাল ৩:১৩
জায়েদ হোসাইন লাকী বলেছেন: ভালো লিখেছেন। ভাই
১৩ ই মার্চ, ২০১৬ সকাল ১০:৩০
সাইফুল ফরিদপুর বলেছেন: JajaKallah
৫| ১৩ ই মার্চ, ২০১৭ বিকাল ৪:৩৪
ফরিদ আহমদ চৌধুরী বলেছেন: আল্লাহ আপনার মঙ্গল করুন, আমিন।
©somewhere in net ltd.
১|
০৫ ই মে, ২০১৫ সকাল ১১:৩২
রাঘব বোয়াল বলেছেন: ভালো লিখেছেন