![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
ল্যাপটপ তোমায় দিলাম ছুটি পড়ালেখার রাজ্যে পৃথিবী বাঁশময় বইগুলো যেন আস্ত গজব
দুর্বল চিত্তের এবং অপ্রাপ্তবয়স্করা নিজ দায়িত্বে পড়বেন।
আমার জীবনে পড়া বেশ কিছু কদর্য কৌতুকগুলোর মধ্যে বাছাই করা সামান্য কয়েকটা এখানে দেয়া হল। যারা এই ধরণের কৌতুক বা গল্প পড়তে বা শুনতে স্বাচ্ছন্দ্য বোধ করেন না তাদের না পড়ার অনুরোধ রইল।
১.
দুজন পশ্চিম বাঙ্গালী ভদ্রলোক কথা বলছিলেন-
১ম ব্যক্তি- আচ্ছা দাদা, পাদের কি ঝোল হয়??
২য় ব্যক্তি- না তো! কেন বলুন তো???
১ম ব্যক্তি- তাহলে বোধহয় হেগে দিয়েছি...
২.
একজন রোগী এবং ডাক্তারের মধ্যে কথোপকথন
রোগী- ডাক্তার সাহেব আমি পাতলা পায়খানার সমস্যায় খুব কষ্ট পাচ্ছি। একটা ঔষধ দেন।
ডাক্তার- তা আপনার পায়খানা কেমন নরম?
রোগী- এত নরম যে আপনি ঐটা দিয়ে কুলি করতে পারবেন।
এক সপ্তাহ পরে পুনরায় রোগী ও ডাক্তারের কথোপকথন
রোগী- ডাক্তার সাহেব, কি ঔষধ দিলেন আমাকে ??? আমার পায়খানা তো ভীষণ শক্ত হয়ে গেছে...
ডাক্তার- খুব শক্ত কি???
রোগী- হ্যাঁ, এত শক্ত যে আপনি দাঁত দিয়ে কামড়েও ভাংতে পারবেন না।
৩.
আবার ডাক্তার!! ডাক্তার ও শিশু রোগীর মায়ের কথোপকথন-
ডাক্তার- আপনাকে যে আপনার বাচ্চার মল পরীক্ষা করার জন্য বাচ্চার মল নিয়ে আসতে বলেছিলাম, এনেছেন??
ভদ্রমহিলা- হ্যাঁ, ঐ যে সাদা বাটিতেই তো আছে।
ডাক্তার- (বাটি খুলে দেখে) এখানে মল কোথায়?? এটা তো সুজির হালুয়া। যান, গিয়ে মল নিয়ে আসুন।
ভদ্রমহিলা- ডাক্তার সাহেব আপনার এখান থেকে একটা ফোন করা যাবে??
ডাক্তার- কাকে ফোন করবেন???
ভদ্রমহিলা- বাবুর বাবাকে একবার ফোন করে জিজ্ঞেস করব সে সকালে কি খেয়ে অফিসে গেছে...
৪.
এক দুষ্টু ছেলে থানায় ফোন করেছে....।
ছেলে- এইটা কি পুলিশ স্টেশন...???
পুলিশ- হ্যাঁ....।
ছেলে- আপনি কি পুলিশ....???
পুলিশ- হ্যাঁ....।
ছেলে- আপনার থানায় বাথরুম আছে......???
পুলিশ- হ্যাঁ....।
ছেলে- আপনার বাথরুমে কমোড আছে.....???
পুলিশ- হ্যাঁ, আছে।
ছেলে- তাহলে কমোডের মধ্যে মাথা ঢুকাইয়া বইসা থাকেন.........।
এই বলে ছেলেটি ফোন কেটে দিল।
কিছুক্ষণ পর পুলিশ নাম্বার বের করে কল ব্যাক করল...।
ছেলেটির বাবা ফোন ধরল।
পুলিশ অভিযোগ করল, আপনার ছেলে আমাকে কমোডে মাথা ঢুকিয়ে বসে থাকতে বলেছে.......।
ছেলের বাবা- কতক্ষণ আগে বলেছে......????
পুলিশ- এই ধরেন ১০ মিনিট......।
ছেলের বাবা- তাহলে, এখন মাথা বের করে ফেলেন.........।
৫.
এক পথচারীকে এক বাচ্চা- এই যে ভাই, কয়টা বাজে??
ভদ্রলোক- (ঘড়ি দেখে) তিনটা বাজতে এখনও বিশ মিনিট বাকি আছে।
বাচ্চা- ঠিক আছে। তিনটা বাজলে আমার পাছাতে একটা চুমু দিও।
বলেই বাচ্চাটি দৌড় দিল। এই কথা শুনে পথচারীর বেজায় রাগ লাগল। সে উত্তম মধ্যম দেয়ার উদ্দেশ্যে বাচ্চাটিকে ধাওয়া করা শুরু করল। দৌড়াতে দৌড়াতে ভদ্রলোক তার এক বন্ধুর সাথে ধাক্কা খেলেন।
বন্ধু- কি ব্যাপার??? এত হন্যে হয়ে কোথায় ছুটছিস??
ভদ্রলোক- আরে বেটা, ঐ বাচ্চাটা আমাকে বলে কিনা তিনটা বাজলে ওর পাছায় একটা চুমু দিতে।
বন্ধু- (ঘড়ি দেখে) তো এত তাড়া কিসের?? তিনটা বাজতে তো এখনও পনের মিনিট বাকি আছে!!!
৬.
বয়ফ্রেন্ড তার গার্লফ্রেন্ডকে প্রথম কিস করছে........
কিস করার পর গার্লফ্রেন্ড বলছে- জান, আজ পর্যন্ত কেউ আমাকে এমন ভাবে কিস করেনি।
আর জানো কি.......????
তোমার চুইং গামটাও আমার মুখে চলে এসেছে।
:
:
:
:
:
:
:
বয়ফ্রেন্ড- সুইটহার্ট!! ওটা আমার চুইং গাম না, আমি একটু কফ সমস্যায় ভুগছি!!!!!!
৭.
সান্তা একদিন সকালে জঙ্গলে রেডিও নিয়ে গেছে এই উদ্দেশ্যে যে গান শুনতে শুনতে বড়টা করা যাবে।
জঙ্গল থেকে ফেরার পর তার বন্ধু বান্তা তাকে জিজ্ঞেস করল, আজ তো খুব মজা করে করেছিস!!
শুনেই সান্তা মুখ বাঁকিয়ে বলল, আরে ধুর!! কিসের মজা??? শুরু করার একটু পরেই দেখি "জন গণ মন" আরম্ভ হয়ে গেল। এরপর থেকে দাঁড়িয়ে দাঁড়িয়েই করতে হয়েছে।
৮.
এক যে ছিল নিদারুণ সুন্দরী....
.
.
.
.
.
.
.
পাড়ার একটি ছেলে তাকে যারপরনাই ভালবাসত
.
.
.
.
.
.
.
একবার মেয়েটি হঠাৎ অসুস্থ বোধ করল
.
.
.
.
.
.
.
তার বমি ভাব হতে লাগল
.
.
.
.
.
.
.
সে একটি বাটিতে বমি করে দিল
.
.
.
.
.
.
.
অতঃপর মেয়েটি সেই ছেলেটিকে বলল, যদি আমাকে সত্যিই ভালবাস তাহলে দেখি এটা খাও
.
.
.
.
.
.
ছেলেটি বমিতে পরিপূর্ণ বাটিটি হাতে তুলে নেয়
.
.
.
.
.
.
আধা বাটি খাওয়ার পর সে হঠাৎ করে থেমে যায়
.
.
.
.
.
.
.
এটা দেখে মেয়েটি ছেলেটিকে জিজ্ঞেস করল, কি হল থেমে গেলে কেন?? ব্যস, এতটুকুই তোমার ভালবাসা???
.
.
.
.
.
.
.
ছেলেটি মেয়েটির দিকে অবাক হয়ে তাকালো আর বলল,
.
.
.
.
.
.
.
আশ্চর্য তো!! একটা আলু পেয়ে গিয়েছিলাম, সেটাই চিবুচ্ছিলাম!!!!
যারা আমাকে গালাগালি করতাসেন, ভাই, আমি আগেই নিষেধ করসিলাম!!!!
(সংগৃহীত)
ভাল লাগলে জানাবেন দ্বিতীয় পর্ব পোস্ট দিব।
২| ১৯ শে নভেম্বর, ২০১৩ রাত ১০:২৭
জহুরুল০০৭ বলেছেন: খুব ভাল লাগলো, দ্বিতীয় পর্ব জলদি পোস্ট করুন, আর তর সইছে না। এবারের খাবারগুলো আরেকটু নতুন ধরণের দেবেন দাদা।
৩| ১৯ শে নভেম্বর, ২০১৩ রাত ১০:৩৬
রসায়ন বলেছেন: হা হা প গে
৪| ১৯ শে নভেম্বর, ২০১৩ রাত ১১:৩২
আমাবর্ষার চাঁদ বলেছেন: হেহেহে..............
খারাপ না..... আলু তো!!!!!
৫| ২০ শে নভেম্বর, ২০১৩ সকাল ১০:৩৬
কারা বন্দি বলেছেন: ওয়াক থুইং টাইপ ভাল । (ওয়াক ওয়াক ইমো হইবেক)
©somewhere in net ltd.
১|
১৯ শে নভেম্বর, ২০১৩ রাত ১০:২৭
ভষ্ম মানব বলেছেন: চলুক..