![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
১। পৃথিবীতে আনন্দের বিষয় হলো নিজ সন্তানদের বড় হতে দেখা আর কষ্টের বিষয় হলো নিজ মা-বাবাকে বৃদ্ধ হতে দেখা।
২। ভোট প্রদান খুবই গুরুত্বপূর্ণ বিষয়। ধর্মীয় ভাবেও যথাযথ নেতা নির্বাচনের কথা বলা হয়েছে। আপনার ভোটে নির্বাচিত নেতা যদি ভালো না হয় এবং দূর্ণীতিগ্রস্থ হয় তবে সে দায় কিছুটা হলেও আপনার উপর বর্তাবে। ২০০৮ সালের পরে আর গ্রহনযোগ্য নির্বাচন হয়নি, পাশা-পাশি মানুষ তার ভোটাধিকারও প্রয়োগ করতে পারেনি। ২০০৮ সালের ভোটারদের আমলনামার খবর কি?
৩। নতুন শিক্ষা ব্যবস্থার শিক্ষক প্রশিক্ষণের কার্যক্রমের তারা যেভাবে ব্যাঙ লাফ আর হাঁসের মতো প্যাঁক প্যাঁক করছে তাতে তাদের ছাত্রদের ভবিষ্যতে গাধা হওয়ার সম্ভাবনাই প্রবল।
৪। দুদিন আগে দেখলাম এক বাস থেকে টাইম পেট্রল বোমা উদ্ধার করা হয়েছে। যিনি উদ্ধার করেছেন তিনি সেফটি ড্রেস পড়লেও হাতে কোন গ্লাভস্ বা নিরাপত্তা ব্যবস্থা নেননি। কারনটা কি?
আপনিও আপনার কিছু অদ্ভুত চিন্তা যোগ করতে পারেন।
২| ০২ রা ডিসেম্বর, ২০২৩ রাত ১০:৪৯
হাসান কালবৈশাখী বলেছেন:
টেকনিক্যাল জ্ঞান বাদে শুধু ফেসবুক দেখে ব্লগিং করলে এরকম অদ্ভুতই মনে হবে।
ব্যাপারটি ছিল বাসের ভিতর টাইম বোমা দেখে বাসের লোকজন পুলিশ কে খবর দেয়।
পরে পুলিশের বোম ডিসপোজাল ইউনিট বোমা টিকে নিষ্ক্রিয় করে সরিয়ে নিয়ে যায়। এটি ককটেল ছিল না এটি ছিল টাইম বোমা। এই ধরনের বোমা থেকে ফিউজ কেটে ডেটনেটর বিচ্ছিন্ন করে ফেললে বোমাটি আর বিপদজনক থাকে না, বিস্ফোরিত হয় না। তখন খালি হাতে নিয়ে গেলেও কোন বিপদ নেই। দেউলিয়া বিএনপি সবকিছু হারিয়ে এখন উল্টাপাল্টা কথাবার্তা বলে মানুষকে বিভ্রান্ত করছে।
৩| ০৪ ঠা ডিসেম্বর, ২০২৩ বিকাল ৫:৩৩
রাজীব নুর বলেছেন: রাইট।
৪| ০৯ ই ডিসেম্বর, ২০২৩ বিকাল ৪:২৭
বিজন রয় বলেছেন: সংকট আর তার সমাধান। এভাবেই চলতে থাকবে।
©somewhere in net ltd.
১|
০২ রা ডিসেম্বর, ২০২৩ বিকাল ৫:২৯
বাকপ্রবাস বলেছেন: ইহাকেই বলা হয় উদ্দি (উপরে) ফিটফাট ভিতদ্দি ( ভিতরে ) সদরঘাট