![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
ইচ্ছে করে হারিয়ে যেতে অনেক দূরের পথে তবুও কেন ফিরে আসি জ্বালা ধরাই ক্ষতে!! যাচ্ছি আমি বিদায় এবার বলে আবার আসি ঠোঁটে কেন থাকে আবার নির্লজ্জ হাসি!! হয়ত ফিরে দেখি আমায় ডাকছে কি কেউ ফিরে ? এই জন্য গতি কমিয়ে হাঁটছি আমি ধীরে!!
সারাদিনের শেষে অনেক কথা জমা হয় যা বলার মতো কেউ পাশে থাকে না , মন খারাপ হয়ে থাকলে ,বা কোন কিছু ঠিক না থাকলে ' আমি তো পাশে আছি ' সামান্য এই কথাটা বলারও কেউ থাকে না । আজকালকার ভালোবাসা মানেই হাতাহাতি করা , কিন্তু ভালোবাসা মানে যে তার পাশে থাকলে নির্ভাবনায় থাকা মানুষটার একটা পরম মমতার আশ্রয়স্থল সেইটা কেউ বুঝে না …… বুঝে বলেই একা হাটছি এই অজানার পথে ,যদি পথে তেমন কাউকে পাই …… না পেলেও পথ একসময় ঠিকই শেষ হবে ।
©somewhere in net ltd.