![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
ইচ্ছে করে হারিয়ে যেতে অনেক দূরের পথে তবুও কেন ফিরে আসি জ্বালা ধরাই ক্ষতে!! যাচ্ছি আমি বিদায় এবার বলে আবার আসি ঠোঁটে কেন থাকে আবার নির্লজ্জ হাসি!! হয়ত ফিরে দেখি আমায় ডাকছে কি কেউ ফিরে ? এই জন্য গতি কমিয়ে হাঁটছি আমি ধীরে!!
ভিড় ঠেলে রাস্তা দিয়ে একা একা হাঁটি, মাথা নিচু করে থাকি এদিক ওদিক তাকাই না। তাকালেই পরিচিত জনের সাথে দেখা হবে, কথা বলতে হবে। কথা বলতে ভাল লাগে না।
ছোট বেলা থেকেই আমার যাদের- কে অপছন্দ তাদের সাথে হাজার দরকারেও কথা বলি না। এজন্য নানা কথাও শুনতে হয়, তবে পাত্তা দেইনা।
বাবা বলে এভাবে চলবি কিকরে? আমার উত্তর, চলছি তো, চলছি না?
তখন আবার বলে, তোকে কিছু বলাটাই ভুল, কিছু বললেই ক্ষেক ক্ষেক।
আচ্ছা এই ক্ষেক ক্ষেক মানে কী? আমি কি কুকুর নাকি? আজিব তো!!!!!
তবে বাপ না জানুক, বন্ধুরা জানে আজকাল আমি বড্ড বেশি কথা বলি।
সাম্প্রতিক কিছু কারনে বন্ধুরা বলে, তুমি দিনদিন হারামী হয়ে যাচ্ছ, সালা!!!!!
ওই, হারামীর মানে জানস? আর আমার কোন বোন নাই তাই দুঃখিত..............
কিছু কিছু দিক দিয়ে কপালটা খুব খারাপ, সব সময় যা চাই তার উল্টো টা হয়।
শুনলাম কলেজ থেকে এবার নাকি ফ্রি তে একটি করে বই দিচ্ছে।
তো লাইব্রেরী তে গেলাম কোন বইটার দাম বেশি সেটা জানতে, কলেজ থেকে সেই বইটা নেব তাই :p
ডিপাটমেন্ট এর ভিড় ঠেলে ফিনান্স বইটা কোনমতে নিলাম।
তার পর প্রথম দিনে যে চ্যাপটার টায় হাত দিলাম দেখলার সেই চ্যাপটার ২১৬ টা পেজ গায়েব, মানে ফ্রির মাল তো তাই এই হাল।
কত আশা করেছিলাম খাব চিড়া দই
বাড়ীতে এসে দেখি ধান সিদ্য খই
©somewhere in net ltd.