নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

https://www.facebook.com/AskSumon

অচেনা যাত্রী

http://www.somewhereinblog.net/blog/asksumon0000

অচেনা যাত্রী › বিস্তারিত পোস্টঃ

আরো এক ভয়াবহ ধর্মীয় ফিতনার পদধ্বনিঃ আগাখানী ফিতনা

১৮ ই সেপ্টেম্বর, ২০১৩ সন্ধ্যা ৭:৫৬

বাংলাদেশ সরকারের পক্ষে পররাষ্ট্রমন্ত্রী ডা. দীপু মনি ও একেডিএন’র পক্ষে প্রিন্স করিম আগা খান প্রটোকলটিতে স্বাক্ষর করেন। প্রটোকল অনুযায়ী, একেডিএন তার আওতাধীন ১০টি সংস্থার মাধ্যমে বাংলাদেশের শিক্ষা, স্বাস্থ্য, অর্থনৈতিক অবস্থা, পরিবেশ প্রভৃতি উন্নয়নের লক্ষ্যে কাজ করবে।



উল্লেখ্য, এ ১০টি সংস্থার মধ্যে নয়টি অলাভজনক (আগা খান ফাউন্ডেশন, আগা খান হেল্থ সার্ভিসেস, আগা খান প্ল্যানিং অ্যান্ড বিল্ডিং সার্ভিসেস, আগা খান এডুকেশন সার্ভিসেস, আগা খান একাডেমি, আগা খান ইউনিভার্সিটি, ইউনিভার্সিটি অব সেন্ট্রাল এশিয়া, আগা খান ট্রাস্ট ফর কালচার, আগা খান এজেন্সি ফর মাইক্রো ফিন্যান্স, ফোকাস হিউম্যানিটেরিয়ান অ্যাসিস্ট্যান্স) এবং একটি লাভজনক আগা খান ফান্ড ফর ইকোনমিক ডেভেলপমেন্ট রয়েছে। সূত্র- Click This Link



এমনিতেই কাদিয়ানী ফিতনা, নাস্তিকতা, বিদআত-শিরক আর কথিত আহলে হাদীসদের ফিতনায় বিপর্যস্ত এ দেশের সাধারণ মুসলমান। এর মাঝে সরকারীভাবে পৃষ্ঠপোষকতা করে আমদানী হচ্ছে আরেকটি কুফরী ধর্ম আগাখানী ইসমাঈলী জামাতকে। হে আল্লাহ! এ জাতিকে হিফাযত কর সকল বাতিল মতবাদ থেকে।



আগাখানী ইসমাঈলী মতবাদ সম্পর্কে জানতে পড়ুন- আগাখানী ইসমাঈলী সম্প্রদায় মুসলমান নয়

মন্তব্য ১ টি রেটিং +০/-০

মন্তব্য (১) মন্তব্য লিখুন

১| ১৮ ই সেপ্টেম্বর, ২০১৩ রাত ৯:৫৪

মোমেরমানুষ৭১ বলেছেন: এমনিতেই কাদিয়ানী ফিতনা, নাস্তিকতা, বিদআত-শিরক আর কথিত আহলে হাদীসদের ফিতনায় বিপর্যস্ত এ দেশের সাধারণ মুসলমান। এর মাঝে সরকারীভাবে পৃষ্ঠপোষকতা করে আমদানী হচ্ছে আরেকটি কুফরী ধর্ম আগাখানী ইসমাঈলী জামাতকে। হে আল্লাহ! এ জাতিকে হিফাযত কর সকল বাতিল মতবাদ থেকে।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.