![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
ভিডিও লিঙ্ক
বিক্ষোভ মিছিল (১)
বিক্ষোভ মিছিল (২)
হাটহাজারীতে হেফাজতে ইসলাম বাংলাদেশ এর স্মরণ কালের বিক্ষোভ মিছিলে মহাসচিব বাবুনগরী কাওমী মাদ্রাসা নিয়ন্ত্রণ আইন কওমী মাদ্রাসা কতৃপক্ষ আইন প্রত্যাহার না করিলে এদে্শের কোটি কোটি তওহীদি জনতা বুকের তাজা রক্তদিয়ে তা প্রতিহত করবে।
আজ বাদে আছর হাটহাজারী ডাংবাংলো চত্ত্বর এ মিছিলপূর্ব সমাবেশে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন হেফাজতের সংগ্রামী মহা সচিব আল্লামা বাবুনগরী এবং টেলিকনফারেন্স করেন মুহতারম আমীর আল্লামা শাহ আহমদ শফি দা.বা. মহা সচিব বলেন কওমী মাদ্রাসা কেউ নিয়ন্ত্রণ করতে চাইলে এদেশের লক্ষ লক্ষ ওলামায়ে কেরাম ও কোটি কোটি তৌহিদী জনতা কে শহীদ করে করতে হবে।বৃটিশ ভেনিয়ারাও এদেশ থেকে কওমী মাদ্রাসা বন্ধ করতে হাজার হাজার আলেমকে শহীদ করেছিল তারপরও কওমী মাদ্রাসা বন্ধ করতে পারিনি বরং তারাই বিতারিত হযেছে।টেলিকন্ফারেন্স এ আমীর তৌহীদি জনতা কে কওমী মাদ্রাসা বিরোধী সরকারের চক্রান্তের বিরুদ্ধে দুর্বার আন্দোলন গড়ে তোলার আহবান জানান। তিনি আগামী কাল জুমাবার বাদে আছর সরাদেশের সকল মসজিদে দোয়া দিবস পালন করার আহবান জানান। সভা শেষে হাজার তৌহিদি জনতার অংশগ্রহণে বিশাল বিক্ষোভ মিছিল হাটহাজারীর প্রদান প্রদান সড়ক প্রদিক্ষণ করে।
২৫ শে অক্টোবর, ২০১৩ সকাল ১১:৩৯
অচেনা যাত্রী বলেছেন: অপেক্ষায় থাকুন . . .
২| ২৫ শে অক্টোবর, ২০১৩ দুপুর ১২:০৩
পুংটা বলেছেন: মাইরের আগে আইতাল কুরছি খাটে না মাম্মা
২৫ শে অক্টোবর, ২০১৩ দুপুর ১২:০৭
অচেনা যাত্রী বলেছেন: সময় কথা বলবে . . .
৩| ২৫ শে অক্টোবর, ২০১৩ দুপুর ১২:০৪
পুংটা বলেছেন: কুরবানির পশুর চামড়া পাইয়া আবার রক্ত গরম হইছে
২৫ শে অক্টোবর, ২০১৩ দুপুর ১২:০৯
অচেনা যাত্রী বলেছেন: শাপলা চত্ত্বরে কোন কার চামড়া পাইয়া রক্ত গরম হইছিলো ?
৪| ২৫ শে অক্টোবর, ২০১৩ দুপুর ১২:১২
পুংটা বলেছেন: তোমরা কি এখনও ব্লগ দিয়ে ইন্টারনেট চালাও...???
২৫ শে অক্টোবর, ২০১৩ দুপুর ১২:৩৪
অচেনা যাত্রী বলেছেন: মাম্মা আগে পেন্টু পইরা আহ, তারপর কইতাছি . . .
৫| ২৫ শে অক্টোবর, ২০১৩ দুপুর ১২:২১
পুংটা বলেছেন: তুমিকি একজন চট্টগ্রাম ভিত্তিক কাওমি ছাত্র...?? তোমার বড় হুজুর কি এখনও তোমাদেরকে পেয়াজ খাইয়ে রাতে ঘুমাতে নিয়ে যায়...???
২৫ শে অক্টোবর, ২০১৩ দুপুর ১২:৩৫
অচেনা যাত্রী বলেছেন: তোমার স্যার যে তোমারে পেয়াজ খাওয়াইয়া ঘুমাইতে নিয়া আর পেন্টু দেয় নাই তা তো তোমার পিক দেখলেই বুঝা যায় !!!
৬| ২৫ শে অক্টোবর, ২০১৩ দুপুর ১:৫৪
অগ্নি সারথি বলেছেন: আহম্মক শুফিরে ...কীরপুলা কইবার মুঞ্চায়।
©somewhere in net ltd.
১|
২৫ শে অক্টোবর, ২০১৩ সকাল ১১:৩৫
বোধহীন স্বপ্ন বলেছেন: কেন? শাপলা-চত্ত্বরে আসবো না??