নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

অপ্‌সরা

যেখানে ঘর বাঁধবো আমি, আসে আসুক বান, তুমি যদি ভাসাও মোরে, চাইনে পরিত্রাণ!!

অপ্‌সরা › বিস্তারিত পোস্টঃ

রাগ কন্ট্রোলের ট্রাই করি X(( X((

২৬ শে মে, ২০১৬ রাত ৮:৪০




১) উলটো দিকে গুনি
(countdown)। ১০,৯,৮,৭,৬,৫,৪,৩…..


২) বালিশকে মারি


৩) একলা চিৎকার করি


৫) রেগে গিয়ে না চাইতেও আমরা উল্টাপাল্টা অনেক কিছুই বলে ফেলি যা পরবর্তীতে আমাদের ক্ষতির কারন হয়ে দাঁড়ায় তাই সেটা কাগজে না এইখানে লিখছি।


১০) আরেকটি দারুণ উপায় হল – যখনি আপনি রেগে যাবেন চিন্তা করতে থাকুন আপনার প্রিয়জনদের কথা। তাদের সাথে কাটানো প্রিয় সময়গুলোর কথা। এর ফলে রাগ গলে পানি হয়ে যেতে বাধ্য।>>>>>> ভুল ভুল ভুল.......আরও রেগে যাচ্ছি!


১১) তবে মজার কথা হল বেশিরভাগ সময় আমরা রেগে গেলেও প্রকাশ করিনা। এর ফলে নিজে তো ক্ষতিগ্রস্ত হই , আশেপাশে থাকা মানুষগুলির মধ্যেও এর প্রভাব পড়ে। তাই প্রকাশ করলাম!!!!!!!!!!!


কিন্তু রাগের কারণটা বলতে পারলাম না!!!!!!!!!!!! :((

মন্তব্য ১৪০ টি রেটিং +৭/-০

মন্তব্য (১৪০) মন্তব্য লিখুন

১| ২৬ শে মে, ২০১৬ রাত ৮:৪৩

গেম চেঞ্জার বলেছেন: রাগের কারণটা তো জানি!!!!!!!! B-))

২৬ শে মে, ২০১৬ রাত ৮:৪৪

অপ্‌সরা বলেছেন: পন্ডিতি সবখানে চলে নাকি! X((

২| ২৬ শে মে, ২০১৬ রাত ৮:৪৯

জেন রসি বলেছেন: গলায় ফাঁসির দড়ি দিয়ে জীবনান্দদাসের কবিতা পাঠ করতে পারেন!!!!! :P

২৬ শে মে, ২০১৬ রাত ৮:৫১

অপ্‌সরা বলেছেন: ফাঁসির দড়ি আমি কেনো গলায় দেবো!!!!!!!!!!!!!!!

অন্যের গলায় পরাবো! X((

২৬ শে মে, ২০১৬ রাত ৮:৫৪

অপ্‌সরা বলেছেন: তুমি কি আমাকে আত্মহত্যার প্ররোচনা দিতেছো বৎস? নাকি ফাঁসির দড়ি গলায় দিয়া কাব্যিক ভঙ্গিতে কাব্য পাঠ করিতে বলিতেসো???

সমীক্ষায় দেখা গেছে আত্মহত্যার পিছনে শুধুমাত্র একটি কারণ থাকে না। মানুষের ব্যক্তিত্ব, পরিবার, আত্মীয়তা ও পরিবেশের উপরেও নির্ভর করে মানসিক ভারসাম্য। জীবনে ভালো-মন্দ বোঝার ক্ষমতা হারিয়ে যায় ও মানুষের আত্মবিশ্বাসে চিড় ধরে মানুষ এই হীন কার্য্য বাছিয়া লয়।

অবশ্য আ্ত্মহত্যা বিষয়ক কাব্য লিখিয়া রাগ প্রশমন করা যায় কিনা ভাবিতেছি।

২৬ শে মে, ২০১৬ রাত ৮:৫৮

অপ্‌সরা বলেছেন: এক গর্ভজননীর অশ্রুজল, ভিজে যায়
শিয়রে শুশুক সুখ বালিশ
কান্নার রোলে ভূমিকম্প আসে আতুর ঘর
জলোচ্ছ্বাস প্লাবিত হয় সমস্ত শরীর
ফিনকি ফিনকি রক্ত। অবশেষে তুমি "মা"
হয়তোবা একদিন বসন্ত হাওয়ায় ভেসেছিল
নারীত্বের সাধ, সত্তায় সত্তায় প্রেম
যৌবন এক ফণাধারী কালের আছর
দংশনে দংশনে দংশিত তুমি।

ফিনকি ফিনকি রক্ত খুঁজে শিশুর পিতা
আত্মদহনের প্রলাপ বিলাপ
তোমার কোলে চাঁদমুখো শিশু। ভালবাসা।
নিথর পৃথিবী শুধু চেয়ে দেখে
হাজার মুখ একসাথে বলে,
কে ঐ শিশুর পিতা?

পরাজিত বাস্তব অতীত তোমার
এক রজনী অন্ধকার তুমি নারী; "মা"
লজ্জা-কান্না-জল বিষণ্ণ প্রলাপ, ভালোবাসা
এক গর্ভজননীর সত্তার আত্মহনন, ফুটপাতে শিশু
অনন্তের ডাকে, মা মা মা।


- হরিশঙ্কর রায়

৩| ২৬ শে মে, ২০১৬ রাত ৮:৫২

গেম চেঞ্জার বলেছেন:


আরেঃ এটা তো আমার কাজিনের মতো!!!!!!!!!!! ৯০% মিল!!!!!!!!!!!!!!!!!

২৬ শে মে, ২০১৬ রাত ৮:৫৬

অপ্‌সরা বলেছেন: আমি তোমার কাজিন এই কথা এইখানে ছলে বলে না বললেও চলতো!

রাগ তো আরও বেড়ে গেলো ! X((

৪| ২৬ শে মে, ২০১৬ রাত ৮:৫৬

জেন রসি বলেছেন: একই কথা!! :P আত্মহত্যা এবং হত্যা দুটোই মহাপাপ ;)
'

২৬ শে মে, ২০১৬ রাত ৯:০৫

অপ্‌সরা বলেছেন: কোনটা বেশি কোনটা কম ? :)

৫| ২৬ শে মে, ২০১৬ রাত ৯:০০

মাহমুদুর রহমান সুজন বলেছেন: রাগ যদি থামানো লাগে তবে রাগার কি দরকার । রাগার আগেই রাগকে হত্যা করি।

২৬ শে মে, ২০১৬ রাত ৯:০৬

অপ্‌সরা বলেছেন: রাগার আগেই রাগকে হত্যা? উপরে জিনিভাইয়া বলেছেন হত্যা, আত্মহত্যা মহাপাপ। রাগ হত্যা তাইলে কোন পাপ??? #:-S

৬| ২৬ শে মে, ২০১৬ রাত ৯:০৭

সুব্রত দত্ত বলেছেন: আমার মনে হয় রাগ করার আরও কিছু উপায় আছে। যেমন সুন্দর কিছু গান শোনা। অবশ্য রাগের প্রেক্ষাপট সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ। তবে রাগ কন্ট্রোল অপেক্ষা ঝেড়ে ফেলার চেষ্টাটাই উত্তম বোধ হয়। :-)

২৬ শে মে, ২০১৬ রাত ৯:১০

অপ্‌সরা বলেছেন: ভাইয়া তোমার সুন্দর প্রিয় গান শোনাও!!!!!!!!!!!

৭| ২৬ শে মে, ২০১৬ রাত ৯:০৮

গেম চেঞ্জার বলেছেন: লেখক বলেছেন: আমি তোমার কাজিন এই কথা এইখানে ছলে বলে না বললেও চলতো!


হাঃ হাঃ হাঃ তাহলে আর বললাম না। :``>>

(একটু হলেও নিশ্চয়ই রাগ কমেছে। ;) )

২৬ শে মে, ২০১৬ রাত ৯:১০

অপ্‌সরা বলেছেন: ইত্তু ইত্তু কমেতে।:)

৮| ২৬ শে মে, ২০১৬ রাত ৯:০৯

সুব্রত দত্ত বলেছেন: দুঃখিত, প্রথম লাইনে একটা ভুল ছিল। 'আমার মনে হয় রাগ কমানোর আরও কিছু উপায় আছে।'

[বি.দ্র: মন্তব্য এডিট করার অপশন খুঁজে পেলাম না।]

২৬ শে মে, ২০১৬ রাত ৯:১২

অপ্‌সরা বলেছেন: ইটস ওকে ভাইয়া। এডিটের অপশন নাই।:(

৯| ২৬ শে মে, ২০১৬ রাত ৯:১৩

জেন রসি বলেছেন: সেটা নির্ভর করে পাপ সম্পর্কে আপনার ধারনা কি তার উপর!!! ;)

২৬ শে মে, ২০১৬ রাত ৯:২০

অপ্‌সরা বলেছেন: কই যেন পড়েছিলাম

পাপ হচ্ছে ষড়রিপু। যাহার মধ্যে ষড়রিপুর আধিক্য যত বেশি তাঁহার পাপও ততবেশি।


পাপ যদি কোন গৃহ হয় তবে সেই গৃহে প্রবেশ করার আছে ৬ টি দরজা, ১। কাম ২। ক্রোধ ৩। মোহ ৪। লোভ ৫। অহংকার এবং ৬। হিংসা । অর্থাৎ ষড়রিপু ব্যতিত কোন পাপ নেই এবং তা থাকতে ও পারে না । অর্থাৎ সর্ব রকম পাপ ই এই ষড়রিপুকে কেন্দ্র করে সৃষ্টি হয়।
পাপ= কাম , ক্রোধ , মোহ , লোভ , অহংকার , এবং হিংসা ।


আমারও এমনটাই ধারণা।

১০| ২৬ শে মে, ২০১৬ রাত ৯:১৬

রাতুল খান আবীর বলেছেন: রাগ উঠলে তো এসব বুদ্ধি মাথা থেকে দৌড়ে পালায়




যে কোন বাংলা বই ডাউনলোড করুন

২৬ শে মে, ২০১৬ রাত ৯:২১

অপ্‌সরা বলেছেন: বাংলা বইটা তুমি ডাউনলোড করে দাও। আমি পারবো না !!!!!!!!!

১১| ২৬ শে মে, ২০১৬ রাত ৯:১৮

সুব্রত দত্ত বলেছেন: সুন্দর গান বিষয়টা ব্যক্তিতে ব্যক্তিতে ভিন্ন হয়ে থাকে। এমনকি একজন ব্যক্তিরও বিভিন্ন সময় বিভিন্ন ধরনের গান সুন্দর মনে হয়। সুতরাং সুন্দর গান শোনার দায়িত্ব আপনাকেই নিতে হবে আপু। আপনার প্লে লিস্টটা চেক করেন।

২৬ শে মে, ২০১৬ রাত ৯:২২

অপ্‌সরা বলেছেন: আমার সবচেয়ে পছন্দ নিজের গান !:)

১২| ২৬ শে মে, ২০১৬ রাত ৯:৩২

সুমন কর বলেছেন: গান শুনুন.............সুমনের গান !!

রাগ একদম কমে যাবে।

অ.ট.: কারণ মনে হয় জানি !

২৬ শে মে, ২০১৬ রাত ৯:৩৪

অপ্‌সরা বলেছেন: গান শুনাওওওওওওওওওওওও সুমন ভাইয়া!!!!!!!!!!!!!


সবাই শুনতে বলে কেউ শুনায় না!!!!!!!!!!!!:(

১৩| ২৬ শে মে, ২০১৬ রাত ৯:৪০

সুমন কর বলেছেন: শোন

২৬ শে মে, ২০১৬ রাত ৯:৫০

অপ্‌সরা বলেছেন: থ্যাংক ইউ ভেরিমাচ থেকে মন প্রাণ
সুমন ভাইয়া দিলো সুমনের গান!!!!!!!!:)

১৪| ২৬ শে মে, ২০১৬ রাত ৯:৪১

সেলিম আনোয়ার বলেছেন: রাগ উঠলে দাড়ানো অবস্থায় থাকলে বসে পরতে হয়।বসা অবস্থায় থাকলে শুয়ে পরতে হয় । আর আউজুবিল্লাহ হিমিনার শায়তানির রাযীম পড়তে হয় । স্বাভাবিক কারণে রাগা ব্যাপারটি শয়তানের প্রবঞ্চনায় হয় ভাবলেই রাগ পরতে থাকার কথা । আর যাই হোক মানুষ শয়তানের প্ররোচনায় পরতে পারে না ।

২৬ শে মে, ২০১৬ রাত ৯:৫১

অপ্‌সরা বলেছেন: শয়তানের প্ররোচনা!!!!!!!! ভাইয়া কোন হুজুরের শিস্য হলে নতুন করে?

১৫| ২৬ শে মে, ২০১৬ রাত ৯:৫৭

সেলিম আনোয়ার বলেছেন: রাগ একটা খারাপ অবস্থা ।খারাপ কিছুকে খারাপ কিছু থেকে উৎপন্ন ভাবলে রাগ পরে যাওয়ার যথেষ্ট যুক্তি আছে । তোমার সাইকোলজি কি বলে? তুমি কি জেনে শুনে খারাপ অবস্থায় পরতে পারবে বা চাইবে ।সংগত কারণেই রাগ কন্ট্রোলের একটা ব্যাপার কাজ করতে থাকবে । অবশ্য তুমি সাইকোলজি বিষয়ে পড়াশুনা করেছো ।তুমি ভাল বলতে পারবে ।

২৬ শে মে, ২০১৬ রাত ১০:০০

অপ্‌সরা বলেছেন: তাই তো কন্ট্রোলের ট্রাই করি।

১৬| ২৬ শে মে, ২০১৬ রাত ১০:০৭

সেলিম আনোয়ার বলেছেন: কাচের গ্লাস ভাংলে উপকার হবে ।

২৬ শে মে, ২০১৬ রাত ১০:৩৭

অপ্‌সরা বলেছেন: কালকে ভাঙ্গার মত কিছু গ্লাস কিনে আনবো বাজার থেকে।

১৭| ২৬ শে মে, ২০১৬ রাত ১০:৩৪

জেন রসি বলেছেন: ষড়রিপুর ধারনাও কিন্তু আপেক্ষিক !!! ;)

২৬ শে মে, ২০১৬ রাত ১০:৩৯

অপ্‌সরা বলেছেন: ওকে ওকে কালকে রাগ বিষয়ক রাগসঙ্গীত বা আপেক্ষিক সাপেক্ষিক নিয়া ক্থা হইবেলক। এখন আমি ঘুমের দেশে যাই।

১৮| ২৬ শে মে, ২০১৬ রাত ১০:৪৩

রিপি বলেছেন: রাগ থামানোর তারিকা গুলো ভালো লেগেছে আপু। হা হা। আর আপু তোমার আগের একাউন্ট টার কি হয়েছে !!

২৭ শে মে, ২০১৬ দুপুর ১:৪৯

অপ্‌সরা বলেছেন: আগের এ্যাকাউন্ট কি ? এটাই তো আগের একাউন্ট আপুনিমনি!!!!!!!!!!!!:)

১৯| ২৬ শে মে, ২০১৬ রাত ১০:৪৪

পুলহ বলেছেন: আপু আপনাকে আরেকটু রাগিয়ে দেই! পোস্টে একটা ভুল বের করেছি- ৩ এর পর ৫, ৫ এর পর ১০। মাঝেখানে ৬ ৭ ৮ ৯ নাই, হা হা হা- দিলাম তো আরেকটু রাগিয়ে..। হা হা হা

দ্রুত রাগ কমুক- এই শুভকামনা !

২৭ শে মে, ২০১৬ দুপুর ১:৫৪

অপ্‌সরা বলেছেন: কই কই আমি তো নির্ভুল!!!!!!!! কোনো ভুল করতেই পারিনা। ভুল করুক ভুলো রা!!!!!!!!!:) আর হাসুক পুলহরা!!!!!!!!!


পুলহ মানে কি ভাইয়া!!!!!!!!!!!!!! এই নামের মানে বলে দাও আমাকে!!!!!!!!

২০| ২৬ শে মে, ২০১৬ রাত ১১:২৯

ডঃ এম এ আলী বলেছেন: রাগটা হয়েছে বলেই পেয়েছি এখানে । হুমায়ুন আহমদ রচিত একটি নাটকে ( দু:খিত নাটকের নামটি মনে করতে পারছিনা) দেখেছিলাম রাগ হলে রাগ কমানোর জন্য আলী জাকের হাতে ধরে একটি খালি গ্লাসের দিকে কতক্ষন তাকিয়ে থেকে আস্তে করে মেঝেতে ফেলে দিত । ভেঙ্গে যাওয়ার ঝনঝনানী শব্দে তার রাগের ভালই উপসম হতো । বিষয়টা নীজেও পরীক্ষা করে দেখেছি ভাল কাজ দেয় ।

অনেক ধন্যবাদ ভাল লাগল পোস্টের ছবি ও লেখা উভয়টিই ।

ভাল থাকুন অনেক শুভ কামনা থাকল ।

২৭ শে মে, ২০১৬ দুপুর ২:০৩

অপ্‌সরা বলেছেন: ভাইয়া অতটুকু গ্লাস ভেঙ্গে কিছু হবেনা আমার । আমার দরকার জানালা দরজা বা গাড়ির গ্লাস ভাঙ্গা আই মিন ভাঙ্গ গাড়ি প্রজেক্ট! :) :) :)


অবশ্য সেটা হবে পরের গাড়ি। নিজেরটা ভাঙ্গলে আবার মেজাজ থেকে মন খারাপের সম্ভাবনা আছে তাইনা!!!!!!!!!!:(

২১| ২৬ শে মে, ২০১৬ রাত ১১:৩৮

ডঃ এম এ আলী বলেছেন: আপনার দেয়া হরিশঙ্কর এর কবিতাখানি পাঠালাম আপনার তরে ।
আশা খানি মনে এই, এরকম আর একটি কবিতা দেখব পরে ।
এক গর্ভজননীর অশ্রুজল, ভিজে যায়
শিয়রে শুশুক সুখ বালিশ
কান্নার রোলে ভূমিকম্প আসে আতুর ঘর
জলোচ্ছ্বাস প্লাবিত হয় সমস্ত শরীর
ফিনকি ফিনকি রক্ত। অবশেষে তুমি "মা"
হয়তোবা একদিন বসন্ত হাওয়ায় ভেসেছিল
নারীত্বের সাধ, সত্তায় সত্তায় প্রেম
যৌবন এক ফণাধারী কালের আছর
দংশনে দংশনে দংশিত তুমি।

ফিনকি ফিনকি রক্ত খুঁজে শিশুর পিতা
আত্মদহনের প্রলাপ বিলাপ
তোমার কোলে চাঁদমুখো শিশু। ভালবাসা।
নিথর পৃথিবী শুধু চেয়ে দেখে
হাজার মুখ একসাথে বলে,
কে ঐ শিশুর পিতা?

পরাজিত বাস্তব অতীত তোমার
এক রজনী অন্ধকার তুমি নারী; "মা"
লজ্জা-কান্না-জল বিষণ্ণ প্রলাপ, ভালোবাসা
এক গর্ভজননীর সত্তার আত্মহনন, ফুটপাতে শিশু
অনন্তের ডাকে, মা মা মা।


- হরিশঙ্কর রায়

২৭ শে মে, ২০১৬ দুপুর ২:০৬

অপ্‌সরা বলেছেন: কার লেখা দেখতে চাও ভাইয়া এইরকম আমার নাকি হরিশঙ্করের বলো??? :) :) :)

আমি এমন ইন্সট্যান্ট লিখে দিচ্ছি!:)

২২| ২৭ শে মে, ২০১৬ ভোর ৪:৫৬

বিডিপিপস বলেছেন: রেগে গেলেন তো হেরে গেলেন ...

২৭ শে মে, ২০১৬ দুপুর ২:১৩

অপ্‌সরা বলেছেন: নো ওয়ে!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!

আমি হারতেই পারিনা!!!!!!!!!!!!!!!!!!!!!!

আমি রাগবো কিন্তু হারবোনা !!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!:)


কারণ

আমি রাগটা করি এ্যাক্টিং করে তো!!!!!!!!!!!!!:) :) :)

২৩| ২৭ শে মে, ২০১৬ সকাল ৯:০০

‌মোঃ অাশরাফুল ইসলাম শাওন বলেছেন: এইডা কিছু অই‌লো! B:-/

২৭ শে মে, ২০১৬ দুপুর ২:১৪

অপ্‌সরা বলেছেন: তো কোনডা কিছু হইলো??? তুমিই দেখাও ভাইয়ু!!!!!!!!!!!!!

২৪| ২৭ শে মে, ২০১৬ সকাল ৯:২৯

সিলা বলেছেন: আপি পোস্ট টা আমার জন্য ওপকারি আমার কথায় কথায় রাগ ওঠে জায়।
কেউ বলে ভিটামিন ডি এর অভাব, কেউ বলে বেসি চিকন তোতাই।
অনেকেই অনেক টিপ্স দেয় রাগ কমানোর ট্রাই করলে দেখাজায় রাগতো কমেই না আরো বেরেজায় তখন মন চায় জারে সামনে পাই এক ঘুসিতে নাক ফাটিয়ে দেই। অনেকের ফাটাইছি কিন্তু সব কল্পনায় সত্যি আর সাহসে কুলায়না তাই রাগ আর থামেনা।
আপি আপনার ২নং বালিস মারা টিপ্স টা পসন্দ হইসে। :)
তাই খুসি হয়ে তোমাকে আমি একটা টিপ্স গিফট করছি জেটা রাগের সময় পুরাই এজমা রোগিদের ইনহেলারের মত কাজ দেয়।
টিপ্স টা হল....
জখন অনেক বেসি রাগ লাগবে মঞ্চাইবে কাওকে চিবিয়ে খাই তখন গিয়ে আয়নার সাম্নে দারাবেন একদম মন দিয়ে নিজের চেহারার দিকে তাকিয়ে থাকবেন। দেখবেন নিজের চেহারাটা দেখে না হেসে পারাই জাবেনা তাও আপন জোর করে না হাসার চেস্টা করবেন কিন্তু দেখবেন আপনি তা পারছেন্না।
আমার খেত্রে এমন হয় পরক্ষনেই এমন জোরে এক হাসি দেই অন্য রোম থাকে আম্মু দউরে আসে কিরে কিহল এমন করে হাসিস কেন ইত্যাদি আম্মুর আতংকিত মুখ দেখা হাসিটা সারা সরিলেও সংক্রামীত হয়ে জায়।

২৭ শে মে, ২০১৬ দুপুর ২:১৮

অপ্‌সরা বলেছেন: সিলা আপুনি!!!!!!!!!! গুড গুড গুড পলিসি!!!!!!!!!! বাট তুমি ঘুসি মারো!!!!!!!!! নাকও ফাটাও মানুষের!!!!!!!!! গেছি!!!!!!!!!!!

২৫| ২৭ শে মে, ২০১৬ সকাল ৯:৫৫

নীলপরি বলেছেন: রাগ কি আদৌ কমে কখনো? নাকি তা কষ্টে পরিনত হয় ?
শায়মা আর অপ্সরা নিক নিয়ে কনফিউশন হচ্ছিল! এখন আর নেই । :)
শুভকামনা । হ্যাপি ব্লগিং।

২৭ শে মে, ২০১৬ দুপুর ২:২১

অপ্‌সরা বলেছেন: নো কনফিউশন আমি বড় বইন আর সে ছোট বাট আমরা টুইন নীলপরিমনি !!!!!!!!!!!!!!:)

২৬| ২৭ শে মে, ২০১৬ সকাল ১০:০২

মোস্তফা ভাই বলেছেন: আমার কোনো রাগ নেই।

২৭ শে মে, ২০১৬ দুপুর ২:২৮

অপ্‌সরা বলেছেন: তাই নাকি!!!!!!!!!!

কান্ট বিলিভ !!!!!!!!!!!!!! :-&


২৭| ২৭ শে মে, ২০১৬ সকাল ১১:১৯

বিদ্রোহী ভৃগু বলেছেন: ধূররর ! এইটা কুন রাগ হইল X((

রাগ হবে রুয়ানুর মতো ;)

২৭ শে মে, ২০১৬ দুপুর ২:৩১

অপ্‌সরা বলেছেন: রুয়ানুর মত রাগ হবে কেনো!!!!!!!!!!!! আমার হবে অপ্সরীয়া রাগ!:)

২৮| ২৭ শে মে, ২০১৬ সকাল ১১:২৩

প্রামানিক বলেছেন: ভালো বুদ্ধি!!!

২৭ শে মে, ২০১৬ দুপুর ২:৩৪

অপ্‌সরা বলেছেন: তুমিও রাগ হলে এই বুদ্ধি নিও ভাইয়ু!!!!!!!!!!

২৯| ২৭ শে মে, ২০১৬ সকাল ১১:৫১

রূপক বিধৌত সাধু বলেছেন: আমি আত্মহত্যাকে সবসময়ই এপ্রিশিয়েট করি! নিজের জীবন নিজের হাতে দেওয়ার মধ্যে আলাদা মাহাত্ম্য আছে!
বাই দ্যা রাস্তা, কন্যা, এত রাগ লইয়া তুমি ঘুমাও ক্যামনে?

২৭ শে মে, ২০১৬ দুপুর ২:৩৫

অপ্‌সরা বলেছেন: তোমার উপরে আর তোমার খালার উপরেও কিন্তু রেগে আছি!!!!!!!!!!!!!!

তবুও ঘুমের প্রবলেম নাই!!!!!!!!

৩০| ২৭ শে মে, ২০১৬ দুপুর ১২:৩৭

হামিদ আহসান বলেছেন: রাগ থাকা ভালো মানুষের লক্ষণ

২৭ শে মে, ২০১৬ দুপুর ২:৩৬

অপ্‌সরা বলেছেন: সত্যি!!!!!!!!!!!!!!!

থ্যাংক ইউ ভাইয়ু!!!!!!!!!!!!:)

৩১| ২৭ শে মে, ২০১৬ দুপুর ১২:৪১

কাবিল বলেছেন: সমাধান কি হইছে আপু ?

২৭ শে মে, ২০১৬ দুপুর ২:৩৬

অপ্‌সরা বলেছেন: হি হি হইসে!!!!!!!!!:)

৩২| ২৭ শে মে, ২০১৬ দুপুর ২:৫৭

সিলা বলেছেন: হে আপি কারো কথা আমার মন মত নাহলেই হল ধাম করে দেই বসিয়ে তার নাকবরাবর একটা ঘুসি। কিন্তু..... সেটা কল্পনাতেই সিমাবদ্দ থাকে।
জার নাক ফাটাই সে বুঝতেও পারেনা প্রতিবাদ করবেত পরের কথা হাহাহা..... কিমজা ভাব একবার :)

২৭ শে মে, ২০১৬ বিকাল ৩:১৮

অপ্‌সরা বলেছেন: ও!!!!!!!!!!!!!

মনে মনে !!!!!!!!!!!!!!

তাই বলো!!!!!!!!!!!!!!

মোল্লার দৌড় মসজিদ পর্যন্ত আর সিলাবিবির ঘুসির দৌড় মনে মনে নাক পর্যন্ত। :P

৩৩| ২৭ শে মে, ২০১৬ বিকাল ৩:২৬

গেম চেঞ্জার বলেছেন:

ক্যাপশনেই বলা আছে! আপনিও নিশ্চয়ই এটাই করেন।

২৭ শে মে, ২০১৬ বিকাল ৩:৫৬

অপ্‌সরা বলেছেন: ওলে বাবা ভুই পাইসি!!!!!!!

৩৪| ২৭ শে মে, ২০১৬ বিকাল ৩:৩০

অদৃশ্য বলেছেন:




আমি একটা নতুন আইটেম দিচ্ছি... রাগ উঠলে মুখটা হাঁ করে হাত দু'টি মাথার উপরে কিছুক্ষন তুলে রাখলে রাগের উপশম হয়... বিশ্বাস হচ্ছেনা ? এখনি রাগুন আর উপরোক্ত থেরাপিটি কাজে লাগান আর দেখুন...

আরেকটা থেরাপি আছে... রাগ উঠলে হাতের কাছে পানি থাকলে তা সাথে সাথে মুখে দিন, কিন্তু পান করবেন না মুখের মধ্যে কুলকুলি করবেন অথবা গড়গড়া করবেন তাতেও রাগের উপশাম হবে... বিশ্বাস হচ্ছেনা ?... এখুনি রাগুন আর থেরাপিটির ব্যবহার করে এর কার্যকারিতা দেখুন...

মাথায় রাখবেন উপরোক্ত থেরাপি দুইটির উদ্ভাবক... অদৃশ্য

আমি এখন মুখ হাঁক রে মাথার উপর হাতদু'টো উঠাতে যাচ্ছি... কেননা হঠাৎ আমার কেন জানি খুব রাগ হচ্ছে...আপাতত কাছাকাছি পানি নেই...

অপ্‌সরাপুর জন্য
শুভকামনা...

২৭ শে মে, ২০১৬ বিকাল ৪:০১

অপ্‌সরা বলেছেন: আরেকটা থেরাপি আছে... রাগ উঠলে হাতের কাছে পানি থাকলে তা সাথে সাথে মুখে দিন, কিন্তু পান করবেন না মুখের মধ্যে কুলকুলি করবেন অথবা গড়গড়া করবেন তাতেও রাগের উপশাম হবে... বিশ্বাস হচ্ছেনা ?... এখুনি রাগুন আর থেরাপিটির ব্যবহার করে এর কার্যকারিতা দেখুন...



ভাইয়ু!!!!!!!!!!!!!!!

সবচেয়ে ভালো বুদ্ধি মাথায় এখ বালতি হিম শীতল পানি ঢেলে দেওয়া!!!!!!!!!!:)

৩৫| ২৭ শে মে, ২০১৬ বিকাল ৩:৩৪

সিলা বলেছেন: তোকি??? আমি কি এতই বোকা নাকি জে সত্যি সত্যি জার তার নাক ভেংে জেল হাজতে জাবো!

২৭ শে মে, ২০১৬ বিকাল ৪:০৮

অপ্‌সরা বলেছেন: সেই তো তুমি তো অনেক বুদ্ধিমতী আপুনিমনি!!!!!!!!!!

৩৬| ২৭ শে মে, ২০১৬ বিকাল ৩:৩৯

ফয়সাল রকি বলেছেন: ১,২,৩,৫,১০,১১.... মাঝেরগুলান কৈ?

২৭ শে মে, ২০১৬ বিকাল ৪:০৯

অপ্‌সরা বলেছেন: মাঝের গুলান তো রাগে ভুলে গেছি ভাইয়া!!!!!!!:(

৩৭| ২৭ শে মে, ২০১৬ বিকাল ৩:৫৬

ডঃ এম এ আলী বলেছেন: আপু মনি তোমায় চিনতে আমার ভুল হয়নি কোন
থাকতে প্রিয় আপুমনি হরিশঙ্করে ডাকে কোন জনে
দেখতে চাই তোমাকেই তোমার কবিতাতে এইখানে
রাগ যদি কমে তবে ভাংগ মোর বাড়ী গাড়ী খানি
চিন্তা নাই ইনসিউরেন্স বেটারা এগিয়ে আসবে এখুনি
তোমার রাগ উপসমে পাব ঝক ঝকা গাড়ি একখানি
আর পাঠালাম নানসির গানের সিডির লিংকখানা
গানটা শুনে মনটা ভরে যাবে, এডটা স্কিপ করে নিও।
https://www.youtube.com/watch?v=UAtcdt65KaI

২৭ শে মে, ২০১৬ বিকাল ৪:১০

অপ্‌সরা বলেছেন: যখন আমার রাগ হলো -
ইচ্ছে হলো দুহাত দিয়ে
দেই টিপে তার টুটি,
আজীবনের জন্য তার হোক
বদমাইশির ছুটি।

দুমুখো সাপ, এক টানে তোর
ছিড়বো জিবের গোড়া
দশ টুকরো করে দেবো
এক টুকরোয় জোড়া।

আচঁডে দেবো? কামড়ে দেবো?
নাকি তুলেই আছাড় দেবো?
গুন্ডা দশেক লেলিয়ে দেবো
পাগলা কুকুর খেলিয়ে দেবো?

জ্বালিয়ে দেবো, পুড়িয়ে দেবো
ফাঁসি কাষ্ঠে ঝুলিয়ে দেবো।
দুই হাতে কান মুলিয়ে দেবো
টান দিয়ে চুল ছিড়েই দেবো।

মৌচাকে ঢিল ছুঁড়েও দেবো
বিষাক্ত হুল ফুঁটিয়ে দেবো।
বাঘের খাঁচায় আটকে দেবো
কেইস দিয়ে ফাটকে দেবো।

জ্যান্ত পুঁতে কবর দেবো
পেপারে তার খবর দেবো
তলোয়ারটা শানিয়ে নেবো।
কল্লাখানা নামিয়ে দেবো।

বিষ শরবৎ গুলিয়ে নেবো
নিজের হাতে গিলিয়ে দেবো
আত্মারামটা দুলিয়ে দেবো
ভুতেরগলি পাঠিয়ে দেবো।

সুঁই দিয়ে মুখ সেলাই দেবো
উপর থেকে ফেলাই দেবো
ছাল ছাড়িয়ে শুঁকাই নেবো
ছাদের তারে মেলাই দেবো।

চামড়া দিয়ে ডুগডুগাবো
সারে গামা পাধা গাবো
কাঁটাঘায়ে লবন দেবো
গরম তেলে ফোঁড়ন দেবো।

গ্রাইন্ড মেশিনে গুড়গুড়াবো
মুড়ির মত মুড়মুড়াবো
ধোঁপার বাড়ি পাঠিয়ে দেবো
ধোলাই করে ফিরিয়ে নেবো।

ধোলাইখালেই পাঠিয়ে দেবো?
পার্ট বাই পার্ট খুলেই নেবো
জন্মেও আর জুড়বো না তা
হিংসুক আর মিথ্যে যা তা।

সমুদ্দুরে ডুবিয়ে দেবো
পাথর বুকে চাপিয়ে দেবো
রেইললাইনে ধরবো গলা
ঘুচবে তখন ছলাকলা।

ল্যাঙ মেরে ঠ্যাং ভেঙে দেবো
গাছের আগায় টাঙিয়ে দেবো।
নখের ডগায় পিন ফুটাবো
কানের গোড়ায় টিন বাঁজাবো।

বুকের পাঁজর মাড়িয়ে দেবো
অচিনপাখি উড়িয়ে দেবো
চৌদ্দপুরুষ ভুলিয়ে দেবো
ফুলিয়ে বেলুন ফাটিয়ে দেবো।

হাঙর দিয়ে খাইয়ে দেবো
ভাটির টানে ভাসিয়ে দেবো
হাজার মাইল হাঁটিয়ে নেবো
একশো বছর খাঁটিয়ে নেবো।

শিলনোড়াতে থেতলে দেবো
চপার দিয়ে চপচপাবো
টুকরো করে আঁচার দেবো
ভাতের সাথে মিশিয়ে খাবো।

না না ওকে কাঁচাই খাবো
লবন মরিচ মাখিয়ে নেবো?
ওয়াক থু থু ছুড়েই ফেলি
ট্রাকের চাঁপায় মেরেই ফেলি।

কিংবা টম আর জেরীর মত
হাতুড়ীটা জায়গামত
তাক করে ঠিক মাথায় মাঝে
ধাই করে দেই ঘিলুর ভাঁজে।

দেখুক সরষে ফুলগুলো সব
চোখের তারায়, ভীষন আজব
ভনভন ওর ঘুরুক মাথা
ধরবো সেথা উলটো ছাতা।

চুন মাখিয়ে সারা মুখে
কালি দিয়ে আঁকবো সুখে
উলটো গাঁধায় চড়িয়ে দেবো
ঢাকা শহর ঘুরিয়ে নেবো।

কিল, চড় আর লাঠির বাড়ি
কোনটা আমি ভালো পারি???
তারচে বরং ভুলেই যাবো
রাগটা না হয় তুলেই নেবো।

না না না কখনও না
তাহার কাছে হার মানিনা
রাগটা থাকুক, ভীষন দামি
তাকেই ভুলে যাবো আমি।

ইরেজারের ঘসায় ঘসায়
ছাল চামড়া খোসায় খোসায়
পুরু করে তুলবো তারে
আমি ছাড়া আর কে পারে?



এই নাও একখানা রাগী কবিতা লিখে পাঠালাম~!!!!!!!!!!!!!!!!!!:)

৩৮| ২৭ শে মে, ২০১৬ বিকাল ৪:১১

ফয়সাল রকি বলেছেন: এভাবে যদি রাগে সবকিছু ভুলতে শুরু করেন তাহলে তো একসময় রাগটাকেও ভুলে যেতে পারবেন B-)

২৭ শে মে, ২০১৬ বিকাল ৪:১৩

অপ্‌সরা বলেছেন: না!!!!!!!!!!!!!!!!!!!
সব ভুলে গেলেও রাগ ভুলি কি করে!!!!!!!!!!!!!!!!!!

২৭ শে মে, ২০১৬ বিকাল ৪:২৩

অপ্‌সরা বলেছেন: ভাইয়ু!!!!!!!!!!!!!!!!!

আ স্পেশাল গানা ফর ইউ!!!!!!!!!! :)

৩৯| ২৭ শে মে, ২০১৬ বিকাল ৪:৩১

ফয়সাল রকি বলেছেন: হা হা হা... ধন্যবাদ আপু... গানটা আসলেই আমার জন্য স্পেশাল... B-)

২৭ শে মে, ২০১৬ বিকাল ৪:৩৭

অপ্‌সরা বলেছেন: হাহাহাহাহাহহাহাহাহা


তাই তো দিলাম ভাইয়ু!!!!!!!!!!!!!!!!!!!!!


৪০| ২৭ শে মে, ২০১৬ বিকাল ৪:৩৬

ডঃ এম এ আলী বলেছেন: অসাধারণ কবিতা ।
আপু সামুতে মেইন ব্লগে কবিতাখানি পোষ্ট কর এখুনি আবার
আহা এই রাগ গুলা যদি সব আমার উপর হতো এক এক করে
কত যে বিচিত্র সব জীবন অভিজ্ঞতা হত এই ছোট্ট জীবন ঘিরে
এই মরিতাম এই বাচিতাম বিচরণ করিতাম কত মধুর মধুর চরে ।

২৭ শে মে, ২০১৬ বিকাল ৪:৩৯

অপ্‌সরা বলেছেন: মেইন ব্লগেই তো পোস্ট করেছিলাম হাহাহাহাহা


দাঁড়াও আরও আনবো নাকি বলো!!!!!!!!!!

২৭ শে মে, ২০১৬ বিকাল ৪:৪৬

অপ্‌সরা বলেছেন: ভাইয়া এইটা পড়ো আর রাগ করো
http://www.somewhereinblog.net/blog/saimahq/29914910

৪১| ২৭ শে মে, ২০১৬ বিকাল ৫:৫৩

রূপক বিধৌত সাধু বলেছেন: আমি আপনার ওপর প্রচন্ড বিরক্ত হয়ে আছি ।

২৭ শে মে, ২০১৬ রাত ৯:১১

অপ্‌সরা বলেছেন: কি!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!


খালার জন্য!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!

এত্ত!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!! B:-)

৪২| ২৭ শে মে, ২০১৬ সন্ধ্যা ৬:২৭

পাহাড়ী গাংচিল বলেছেন: আপনের পোস্ট পইড়া রাগ উঠতাছে =p~

২৭ শে মে, ২০১৬ রাত ৯:১৪

অপ্‌সরা বলেছেন: হায় হায় আমি তো রাগ কমানোর টিপস দিলাম!!!!!!!!!!!!

৪৩| ২৭ শে মে, ২০১৬ সন্ধ্যা ৬:৩১

পুলহ বলেছেন: "পুলহ মানে কি ভাইয়া"-- পুলহ সপ্ত-ঋষির এক ঋষির নাম। সে অর্থে তাকে নক্ষত্রও বলা যেতে পারে....
আমি নক্ষত্রের কথা চিন্তা করেই নামটাকে বেছে নিয়েছি !

বাই দ্য ওয়ে- আশা করি রাগ কমেছে এতোক্ষণে !

২৭ শে মে, ২০১৬ রাত ৯:১৬

অপ্‌সরা বলেছেন: ওহ তাই তো!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!


আমি তো ভুলে গেছিলাম!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!


এত্তু এত্তু কমেছে!!!!!!!!!!!!:)

৪৪| ২৭ শে মে, ২০১৬ রাত ৮:৫৩

কল্লোল পথিক বলেছেন:






সুন্দর পোস্ট।
পোস্টে ++++++++

২৭ শে মে, ২০১৬ রাত ৯:১৬

অপ্‌সরা বলেছেন: থ্যাংক ইউ এই বাজে পোস্টে লাইক দেবার জন্য ভাইয়ু!!!!!!!!!!!

৪৫| ২৭ শে মে, ২০১৬ রাত ৯:০৯

ডঃ এম এ আলী বলেছেন: অনেক ধন্যবাদ । দেয়া লিংকটা ফলো করে সেখানে গিয়ে মিলল আরো লিংকের পরে লিংক । মনে হইল বার মাইসা কাম পাইয়া গেছি । দিন কয়েক ব্যস্ত থাকা যাইব তাইতে কোন সন্দেহ নাই । দোয়া করেন রাগতে রাগতে কোলে নিয়ে দেখা লেপটপ থেকনা মাইরা ভাইঙ্গা না ফালাই । এরকম কয়েকটা হইছে উইন্ডোস ১০ আসার পরে । এবার রাগটা অইতাছে এম এস জানালা ১০ এর উপরে । কত পদের রাগ যে রাগাইতাছে তা আর বলে শেষ করা যায়না । এত কেরদানি এর মধ্যে এরা ডুকাইছে আর অটো করেছে যে পান থেকে চুন খসলেই মহুর্তে সব শেষ । বাংলা ইংরেজী ফন্টে আসা যাওয়া করলে এটা খেলা যা দেখায় তা আর ভাষায় বলে শেষ করা যায়না ।
যাহোক অনেক ভাল থাকুন ।

২৭ শে মে, ২০১৬ রাত ৯:১৭

অপ্‌সরা বলেছেন: হাহাহাহাহা


ভাইয়া ল্যাপটপটা ভেঙ্গে ফেলো!!!!!!!!!:)

৪৬| ২৭ শে মে, ২০১৬ রাত ৯:৪১

বিজন রয় বলেছেন: আমার অত রাগ নাই।

২৭ শে মে, ২০১৬ রাত ৯:৪৭

অপ্‌সরা বলেছেন: গুড বয় ইউ আর!!!!:)

৪৭| ২৭ শে মে, ২০১৬ রাত ৯:৪৮

বিজন রয় বলেছেন: ধন্যবাদ।

২৭ শে মে, ২০১৬ রাত ১০:০১

অপ্‌সরা বলেছেন: হা হা

:P

৪৮| ২৭ শে মে, ২০১৬ রাত ১০:২৪

জেন রসি বলেছেন: রাগ কমে যাওয়া দূর্বলতার লক্ষণ!! সবল হতে চাইলে রাগকে বিকশিত করুন ;)

২৭ শে মে, ২০১৬ রাত ১০:৩০

অপ্‌সরা বলেছেন: ঐ ভাইয়া তুমি আমার রাগকে আবার ডাকো কেনো!!!!!!!!!!!!!

২৭ শে মে, ২০১৬ রাত ১০:৩১

অপ্‌সরা বলেছেন: এটা পড়ো ভাইয়া।

সব রাগ জল হয়ে যায়!:(

http://www.somewhereinblog.net/blog/ohoritblog/29199373

৪৯| ২৭ শে মে, ২০১৬ রাত ১০:৩৯

জে.এস. সাব্বির বলেছেন: রাগের কারণটা আপাতত মডুদের হাতে.... রাগ কমার কুন আশংকা দেখতেছি না ।। আর কত বালিশ তার টুসি আপুর ঘুসিতে হারায় আল্লা মালুম....

২৭ শে মে, ২০১৬ রাত ১১:০২

অপ্‌সরা বলেছেন: কে বলছে আমার রাগের কারণ তাদের হাতে!!!!!!!!!!!!!!!!


আমার হৃদয় আমার আপন হাতের দোলে ....... দোলে দোলে দোলে ......... :P

৫০| ২৭ শে মে, ২০১৬ রাত ১০:৪৩

বিদ্রোহী ভৃগু বলেছেন: লেখক বলেছেন: রুয়ানুর মত রাগ হবে কেনো!!!!!!!!!!!! আমার হবে অপ্সরীয়া রাগ!:)

আহা কি খবর শুনাইলেন ! জগত তাহলে নতুন আরেক রাগ পাইতে যাইতেছে .. অপ্সরীয় রাগ ;)
:)

২৭ শে মে, ২০১৬ রাত ১১:০৪

অপ্‌সরা বলেছেন: হুম!!!!!!!!!!!!!!

রাগ ও রাগিনী :) :) :)

৫১| ২৮ শে মে, ২০১৬ সন্ধ্যা ৭:৫৮

কামরুন নাহার বীথি বলেছেন: রাগ হলে সামু ওপেন করে পড়তে থাকুন, রাগ কমে, একসময় ঘুম চলে আসবে দু'চোখ জুরে!!!!!

২৮ শে মে, ২০১৬ রাত ৮:০৩

অপ্‌সরা বলেছেন: আপুনি!!!!!!!!!!!!!!

রাগ কমাতেও আজকেও ছিলো টেরারিয়াম প্রজেক্ট :) :) :)

৫২| ২৯ শে মে, ২০১৬ সকাল ৯:৩৪

সায়ান তানভি বলেছেন: রাগ বিশ্রী তবে দরকারি জিনিস। একটু আধটু থাকলে বেশ উপকারে আসে।যদিও আমার নাই,তাই অনেক কিছু ছাড় দিতে হয়।

২৯ শে মে, ২০১৬ বিকাল ৩:৩২

অপ্‌সরা বলেছেন: তোমার রাগ নাই!!!!!!!!!!!!!!!!!!!!!!!!! B:-)

তোমার পা দুইটা দাও সালাম করি ভাইয়ু!!!!!!!!!!!!!

৫৩| ২৯ শে মে, ২০১৬ সন্ধ্যা ৬:৫৭

সায়ান তানভি বলেছেন: আসলেই নাই,খুব কমই রাগি,তবে রাগলে একটু বেশিই হয়ে যায়।বেশি রাগ হয় কেউ মিথ্যা বললে অথবা অপমান করলে বা অসম্মান করলে।তবে রাগ পুশে রাখি না আমি।বেশিক্ষন থাকেও না।

২৯ শে মে, ২০১৬ সন্ধ্যা ৭:২২

অপ্‌সরা বলেছেন: গুড গুড ভেরি গুড ভাইয়া!!!!!!!! বোঝাই যায় তুমি মাটির মানুষ! তবে একটু সেন্টিমেন্টাল আছো!!!!!!!:)

৫৪| ২৯ শে মে, ২০১৬ রাত ৯:২৯

সায়ান তানভি বলেছেন: :D :)

২৯ শে মে, ২০১৬ রাত ৯:৫৪

অপ্‌সরা বলেছেন: :P

৫৫| ১০ ই জুন, ২০১৬ রাত ১১:৪২

সায়েম মুন বলেছেন: এই পোস্টটা আগেই দেখেছি। কমেন্ট নেই কেন--- এজন্য রাগ হচ্ছে। 8-|

১৫ ই সেপ্টেম্বর, ২০১৬ রাত ৯:৩৪

অপ্‌সরা বলেছেন: লাগ কলেনা পিত্তিভাইয়া!:)

৫৬| ১৫ ই সেপ্টেম্বর, ২০১৬ রাত ১০:১০

আরণ্যক রাখাল বলেছেন: কে জানি বলছে রেগে গেলে যার উপর রেগেছেন, তাকে গালি মারলেই সব রাগ খতম। ওটাই বেস্ট ওয়ে, বস।

১৫ ই সেপ্টেম্বর, ২০১৬ রাত ১০:৪৭

অপ্‌সরা বলেছেন: হায় হায় গালি!!!!!!!!!!!!!!

ছি ছি আমি পরীরাণী সেসব কি আমার করা ঠিক হবে বলো!!!!!!!!!!! :(

৫৭| ২৩ শে সেপ্টেম্বর, ২০১৬ সকাল ১০:০৩

খায়রুল আহসান বলেছেন: আমার রাগ উঠলে আমি আগে একটা নক্সীকাঁথা মুড়ি দিয়ে ঘুম দিয়ে উঠি। তারপরেই সবকিছু ঠিক হয়ে যায়। :) :)
আপনার লম্বা কবিতাটাও (৩৭ নং প্রতিমন্তব্য) খুব জ্বালাময়ী হয়েছে।
আচ্ছা, আপনার "ভালো ভালো" কবিতাগুলো কোন কোন নিকে লেখা (অন্যত্র উল্লেখিত) তা তো জানালেন না!

২৪ শে সেপ্টেম্বর, ২০১৬ সকাল ১০:২৩

অপ্‌সরা বলেছেন: ভাইয়া আমার সেই বিখ্যাত রাগ কবিতার লিঙ্কু তোমাকে দিয়ে এসেছি ভাইয়ামনি!:)

৫৮| ১৬ ই অক্টোবর, ২০১৬ রাত ৯:১৮

আরিয়ান রাইটিং বলেছেন: ভাল একটা বিষয় নিয়ে লিখেছেন।কিন্তু বোন, ৫ এর পর ১০ হয়ে গেল কেনো? বাকি পয়েন্ট গুলো কোথায় গেল?

১৮ ই অক্টোবর, ২০১৬ রাত ১২:০৯

অপ্‌সরা বলেছেন: হা হা হা
মনে নাই কোথায় গেলো সেসব !!!!!!!!

অনেক দিন আগের কথা তো ভাইয়া!

৫৯| ১৮ ই অক্টোবর, ২০১৬ রাত ১২:২৩

খায়রুল আহসান বলেছেন: আপনার পুরনো লেখা আমার সত্বায় মিশে আছো তুমি পড়ে এলাম।
ভাল লেগেছে কবিগুরুর প্রতি আপনার ভক্তি ও শ্রদ্ধার কথা জেনে।

১৮ ই অক্টোবর, ২০১৬ দুপুর ২:৪৮

অপ্‌সরা বলেছেন: থ্যাংক ইউ ভাইয়া!!!!!!

তখন তো আবল তাবল লিখতাম !

এখনও লিখি কিন্তু তখনকারগুলা পড়লে লজ্জা লাগে।

৬০| ৩০ শে নভেম্বর, ২০১৬ রাত ১০:১৫

ভ্রমরের ডানা বলেছেন:
আমি রাগলে চিমটি কাটি।

#:-S

০১ লা ডিসেম্বর, ২০১৬ সন্ধ্যা ৭:৫৮

অপ্‌সরা বলেছেন: কাকে!!!!!!!!!!!!!!!!!!!!!

নিজেকেই নিশ্চয়!!!!!!!!! :)

৬১| ০১ লা ডিসেম্বর, ২০১৬ রাত ৮:০৪

ভ্রমরের ডানা বলেছেন:

না!!!!

যার উপর রাগি তাকে!!!!


=p~

০১ লা ডিসেম্বর, ২০১৬ রাত ৮:১০

অপ্‌সরা বলেছেন: চিমটি!!!!!!!!!!!

হায় হায় বলো কি!!!!!!!!!!!!

চিমটি খেয়ে সে নিশ্চয় খামচি দেয় হা হা হা হা

৬২| ০১ লা ডিসেম্বর, ২০১৬ রাত ৮:১৬

ভ্রমরের ডানা বলেছেন:
কেএএএএএএ সেএএএএএএএএএএ!!!!


আমি তো আপু বন্ধুদের কথা বলেছি!!!!

সে তাকে কি আর খামচি দেওয়া যায়!

০১ লা ডিসেম্বর, ২০১৬ রাত ৯:১৭

অপ্‌সরা বলেছেন: ওলে!!!!!!!!!!!!

হা হা হা হা হা

তাইলে !!!!!!!!!!!!।............... :P

৬৩| ০২ রা ডিসেম্বর, ২০১৬ দুপুর ১:১৪

শাহরিয়ার কবীর বলেছেন:

আমার রাগ তো আগের জমিদারদের মত ।

রাগের কারণে, বাঘ আর ছাগলে এক ঘাটে পানি খায় ।

আপনার বিদ্যাগুলো মুখস্ত করবো।

০২ রা ডিসেম্বর, ২০১৬ দুপুর ১:১৬

অপ্‌সরা বলেছেন: এহ লে ঘাটের নাম বলো দেখি!!!!!!


দেখে আসি কথার সত্যতা!!!!!!!! :)

৬৪| ০২ রা ডিসেম্বর, ২০১৬ দুপুর ১:২৩

শাহরিয়ার কবীর বলেছেন: আমার যমুনার জল দেখতে কালো ........... B-)

০২ রা ডিসেম্বর, ২০১৬ দুপুর ১:২৫

অপ্‌সরা বলেছেন: হা হা হা হা ঐ যাও ভাত খেতে ডাকে আম্মু!!!!!!!!!!!!!!!


না গেলে কান টেনে দেবে !!!!!!!!!!!! :-*

৬৫| ০২ রা ডিসেম্বর, ২০১৬ দুপুর ১:২৭

শাহরিয়ার কবীর বলেছেন:
বুড়ি বয়সে আবার মায়ের কান মলা


দারুন মজা !!

০২ রা ডিসেম্বর, ২০১৬ দুপুর ১:৩৪

অপ্‌সরা বলেছেন: আমাকে না তো!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!


আমি তো কেবল নাত্তা খেলাম!!!!!!!!!!!!!!!


আর আমার কান মলবে!!!!!!!!!!!!!!!!!

কে সেই কে!!!!!!!!!!!!!!

আমি তো তোমার কথা বলছি!!!!!!!!!!!!!

তোমাকে আম্মু ডাকছে না!!!!!!!!!!!!


এই যে আমি শুনতে পাচ্ছি কখন থেকে যাই যাই করছো !!!!!!!!!!!

৬৬| ০২ রা ডিসেম্বর, ২০১৬ দুপুর ২:১৯

শাহরিয়ার কবীর বলেছেন: কান মলার বয়স পেরিয়ে,
বিয়েরও বয়সও পেরিয়ে
অতঃপর আছি আমি ।

০২ রা ডিসেম্বর, ২০১৬ দুপুর ২:২৬

অপ্‌সরা বলেছেন: আহালে এখন উপায়!!!!!!!


বিয়ের বয়সও পার হয়ে গেছে!!!!!!!!!!!!!!


একটা নাতিপুতি দত্তক নাও ভাইয়াজী!!!!!!!!

তাহার পর আমার নৃত্যের স্কুলে পাঠাও!!!!!!! :)

৬৭| ০২ রা ডিসেম্বর, ২০১৬ দুপুর ২:৩৪

শাহরিয়ার কবীর বলেছেন:
যদি আমারে কেউ দত্তক নেয়
জানাবেন পিলিজ ? B-)

এক জন বড় মাপের লোক আমার আইডল কিন্তুু
অতঃপর সেও। ঘর সংসার শুরু করে দিল !!!

আমার সঙ্গী কেউ রইলা নারে
ডাক দিয়েন দয়াল আমারে
রইব না আর তোদের মাজারে।।

০২ রা ডিসেম্বর, ২০১৬ দুপুর ২:৫৪

অপ্‌সরা বলেছেন: হা হা এই বুইড়া ধাড়ি দত্তক!!!!!!!!

এই কথা শুনলে মনে হয় হার্ট এটাক খাবেন তিনি!!!!!!!

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.