নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
তাহার সাথে আমার দেখা মানে পরিচয় ২০১৫ এর সেপ্টেম্বরের এক সকালে। কোনো এক কারণে আমার স্কুল বন্ধ ছিলো আর সেদিন সাত সকালেই পড়লাম এক স্বপ্ন স্বপ্ন ছড়িতা। ছড়িতা পড়া আর ছড়িতার চর্চা করা আমার এখানে নতুন নয়। এমন ছড়িতা বড়িতা আমি অনেক বেঁধেছি, অনেক সেধেছি, সেই কবে থেকে ভুলেই গেছি। তবে যাদের সাথে এই ছড়িতার চর্চা তাদের কেউ কেউ আজীবন অবিস্মরনীয় হয়েই থাকবে আমার জীবনে। আমার এই ছড়িতা ভাইয়াদের মধ্যে খলিল ভাইয়া আর রফিক এরশাদ ভাইয়া অন্যতম! আর নতুন ছড়িতা ভাইয়ার কথা আর কি বলবো! তাহার কান্ড কারখানা আর ছড়িতার মেধা তো প্রায় আকাশ ছুঁয়ে গেছে।
সে যাইহোক তাহার সাথে ছড়িতা লেখার শুরুটা ছিলো খুবই মজার। কোনো এক ছড়িতার উৎসর্গে আমার নাম না থাকায় আমি রাগ করেছিলাম। আর তারপর আমার নাম দিয়ে যখন ভাইয়া ছড়িতা লিখলো খুশি হয়ে আমি লিখলাম-
এই তো ভায়া লক্ষী তুমি
নাম ভুলোনি এবার
তাইতো তোমার জন্য আমি
রাঁধছি মজার খাবার!
ছোট্টবেলার মাটির ঢেলার
মাছ রেঁধেছি কত
কাগজ কুঁচি ভাতের ঝুরি
ঠিক ভাতেরই মত।
শাকের মত দেখতে পাতা
সেমাই কাঠি দিয়ে
বাটি ভরা ডাল রেঁধেছি
রঙ গুলিয়ে নিয়ে।
ভাইয়া লিখলো-
এই বলেছো মজার খাবার
রাঁধছো আমার জন্যে,
কাগজ কুঁচি,মাটির ঢেলা
কতো আজব পণ্যে!!!
আমি বলি রক্ষে করো
আজ রেখেছি রোজা,
ইফতারীতেও চাইনা বাপু
সেমাই কাঠি ভাজা।
আমাদের ছড়িতার রেলগাড়ি গড়গড় করে গড়িয়েই চলছিলো তার মাঝে চ্যাং ভাইয়া বাগড়া দিলো আরো কত কে এলো। আমাদের ছড়িতার মজাকে লড়াই উপাধি দিলো। ভাইয়া তাই শুনে......
লড়াই নয় গো,ছন্দ নিয়ে
টানছি মোরা রাবার,
শায়মাপুটা সেই সুযোগে
দিচ্ছে বেস্বাদ খাবার।
কোন জনমে ছিলো মোদের
আপুর সনে শত্রুমি,
উদ্ভট তার রান্না খেয়ে
বাড়ছে মোদের পাগলামী।
আবার আমি-
আহা আমার খাবার খেয়ে
পাগল নাকি হলে!
পাগল তুমি আগেই ছিলে
জন্ম থেকেই বলে?
শত্রুতা নয় মিত্রতা নয়
পাগল হলে পরে
মজার খাবার খেয়েও
নাকি বিস্বাদ বলে তারে।
ভাইয়া তোমার অসুখ বড়
দেখাও ব্রেইনের ডাকতার
এই জনমে খানার মজা
নইলে পাওয়া হবেনা আর!!!!
ভাইয়ার জবাব-
জন্ম থেকে!!! বলছো কিহে
এহেম এহেম অসম্ভব,
এই কিছুদিন আগ অব্দিও
সব খেয়েছি গবাগব।
যেইনা চাটা তোমার রাঁধা
আজগুবি সব ডিশ,
তবে থেকেই পাগল মোরা
লাইফটা.....ফিনিশ.....
আমি তো গেলাম রেগে------------
শুধু পাগল?
ছিলে তুমি
আস্ত একটা ছাগলটাও
এই কারণেই খেয়েছো যা
যখন তুমি যেথায় পাও। (
রাগ করোনা ভাইয়া তুমি
শুনোনি কি সেই বাণী
ছাগল নাকি সব কিছু খায়
কাপড়, জামা জল, পানি।
এসব শুনেই পন্ডিতেরা
বুদ্ধি করে তার মাথায়
লিখে গেছেন অমর বাণী
ছাগলে আর কিনা খায়?
সাথে আরও লিখেছেন যে
পাগলেরা বলে যাতা
তাইতো তুমি দুষছো আমায়
বলছো
আমার খাবার খেয়ে গেছে নাকি মাথা~!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!
ও মাই গড এত বড় মিছা কথা!!!!!!!!
ভাইয়া লিখলো-
মানছি তোমার অভিযোগটি
সত্যি ছাগল ছিলাম,
তাই না হলে কোন আক্কেলে
তোমার রান্না খেলাম!!!
রান্না খেয়েই পাগল হলুম
তাঁর ছিড়া সক্কলে,
প্রলাপ শুনেই বলছে লোকে
পাগলে কি না বলে।
পাব্লিক তো জানেনা আর
ঘটনার আড়ালে,
ডন এক নারীর হাত ছিলো
ছলে বলে কৌশলে।
ডন বলে ডন,মুখের কথা
ইতালীর মাফিয়া,
প্রশাসন থরো থরো
পুলিশও উঠে কাঁপিয়া।
কি যে অপশক্তি
বলবো কি সকলেতে,
বিচারের বাণী কাঁদে
নিরবে নিভৃতে।
হা হা হা এরপর মনে হয় ভাইয়াকে ছাগল বলায় সে রাগ করলো-
আমি- হায় আল্লাহ ভাইয়া তুমি
রাগ করেছো নাকি?
আই এ্যাম স্যরি কান ধরেছি
আর কি আছে বাকী?
মজা করে না হয় তুমি
ডাকতে পারো ছাগলীটাও।
হতেও রাজী এই দোষেতে
তোমার জন্য পাগলীটাও।
ভাইয়া তুমি সোনার খনি
বেবীর মত লক্ষীটা
তারপরও যদি রাগটা দেখাও
মেরে বানিয়ে দেবো পক্ষীটা!
হা হা হা হা হা হা হা হা এরপর ভাইয়া আস্ত একটা পোস্ট ছিলো "শায়মা আপু রাগ করোনা"
আরে ধুরো আপু তুমি
পাগল হলে নাকি?
বলছো কিসব,লজ্জা দেবার
আছে কিছু বাকী?
তোমার আদর পেয়ে পেয়েই
হয়েছি এক বাঁদর,
ছাগল পাগল বল্লে তোমায়
বলবে লোকে গিদর।
ধরবে কানে,ছিঃ ছিঃ আপু
এতো ছোট করলে?
মুখে মুখে ছোট ভাই
এই বুঝি চিনলে??
হয়েছে কি সকালেতে
খানা দিলো টেবিলেতে,
রুটিভাজি ছিল প্লেটে
সব খেনু চেটে চেটে।
আরো ছিলো আন্ডা
কিঞ্চিত ঠান্ডা,
চায়ের সাথে বিস্কুট
তারপরে টাই কোট।
মাথাভরা তেল দিয়ে
চুল খুব আঁচড়াই,
ফুলবাবু সেজে আমি
বাসে অফিসেতে যাই।
ব্যপারটা ছিলো এই
আশা করি বুঝেছো,
তারপরও মারবে??
ওরে বাবা........ক্ষেপেছো!!!
উৎসর্গ:শায়মা আপু
আমার অবাক হয়ে জবাব--
মাথা ভরা তেল দিয়ে
চুল তুমি আঁচড়াও? B:-)
কোট টাই পরে
তারপরেতে অফিসে যাও? B:-)
ছি ---ছি ---ছি --- ছি
এত দিনে বললে তুমি কি!!!!
"টাক বেল ঐ মাথায় আমি তৈল দিয়েছি!!!!!!!!!"
আমার ভাই হয়ে তুমি
তেল দিয়ে যাও অফিসে!!! (
আজকে তোমার খেত্তুগিরি
ছুটাবো এক নিমিষে। (
আজকে থেকে শ্যাম্পু দিয়ে
চুলগুলো সব ধোবে
হেয়ার ড্রায়ার জেল্লো দিয়ে
তারপর শুকুবে।
স্পাইক করে হিরোর মত
চোখে কালো ঠুলি
সামনে কেউ এলেই তারে
মেরেই দেবে গুলি। )
হাতে নেবে দু একটা চেইন
কোমরে পিস্তল
খেলনা হলেও সমস্যা নেই
হিরোগিরির ছল! :-&
আন্ডা মান্ডা আর খাবেনা
এনার্জী ড্রিঙ্ক খাবে
তোমার ভয়ে তোমার বসও
এক লাফে পালাবে।
তখন তুমি বাগিয়ে চেয়ার
বস হয়ে বেশ বসো
দেখলে আমার বুদ্ধি কত
এবার একটু হাসো!!
ভাইয়া : বল্লেতো পই পই
তোমার কথাই সই,
শ্যাম্পু দিয়ে,জেল্লো দিয়ে
কালো ঠুলি চোখে লাগিয়ে,
চুলে দিলুম স্পাইক
সাথে লেটেস্ট বাইক,
এক হাতে চেইন
মারলে কি পেইন,
আরেক হাতে পিস্তল
ঝকমকে কালো নল,
বস হবো অফিসেতে
এই আমি চললুম......
সামনেতে যাকে পাই
ধুররুম...ধুররুম
এইভাবে কিছুদুর এগোলুম
হিরু বেশে;
ক্যাঁক্ করে ধরে চর
মারলো যে পুলিশ এসে;
হ্যান্ডকাফ হাতে দিল
সন্ত্রাসী বলে;
আপুনির বুদ্ধিতে
এখন আমি জেলে.........
আমি-
সাহস কত পুলিশ বেটার
আমার ভাইকে ধরে?
আর রক্ষা নেই
ওর জীবন নেবো এক থাপড়ে চড়ে!
কানটা কেটে করবো কুচি
নাক করবো ভোতা
চোখদুটোকে করবো কানা
নেড়ু করবো মাথা।
হাত দুটোকে ভেঙ্গে দেবো
ঠ্যাং করবো খোড়া
উল্টো করে চড়িয়ে দেবো
লেংড়া কালো ঘোড়া।
ডোন্ট ওয়ারী ভাইয়া তুমি
একটু ওয়েট করো
জামিন নিতে আসছি আমি
একটু ধৈর্য্য ধরো!
ভাইয়া-
জেলে আমার খুঁড়ছে কবর,
রিমান্ডে সাত দিন
মাইর দেয় রাইতদিন :-<
কোর্টে নেবে কালকে
তার আগে চাবকে,
পিঠ করে ফালা ফালা
নুন মেখেছে,করে জ্বালা,
কালশীটে চোখেতে
ফ্রেক্চার হাঁটুতে,
ঠোটগাল ফোলা ফোলা
হাতদুটি আধা ঝোলা,
মাজা ভাংগা কোমরেতে
বিষ করে দু'কানেতে,
দাঁত নেই একটাও
নখগুলো সব উধাও,
কোন ভূতে চেপেছিলো
হতভাগা ঘাড়েতে,
বুদ্ধি শুনে তোমার
মজা টের হাড়ে হাড়েতে.........
আমি -
হাহা ওকে ওকে
সাক্ষী রইলো সকল লোকে
দরকার পড়ে ডাকবো তোমায় বাবা ( এস কাজী)
পুলিশ গরু এক ঘাটেতে বানিয়ে দেবো হাবা!
ভাইয়া: হুহহ,,, মুখেই যত কথা
এবার লিখ শোক গাঁথা
সারা অংগে ব্যাথা আমার
ঔষধ দেবো কোথা
আমি- একটু খানি সহ্য করো লক্ষী আমার ভাই
কি হবে আর হাত পা দিয়ে ভাঙ্গছে যখন তায়
ফিরে এসে করতে হবে ভীক্ষা হামাগুড়ি
আহারে ভাইয়া ভাবতে আমার কান্না আসছে ভারী।
এস কাজীকে সঙ্গে নিয়ে আসছি একখনি
মারতে আসলে থামলে বলো তখনি তখনি।
সাহসী ভাইর সাহস যে নাই আসতে নাহি চাচ্ছে
তার জন্যই আমার তো ভাই একটু দেরী হচ্ছে।
ভাইয়া: বদ,পাজী,শকুনি আপু
এই ছিল তোর মনে!!!
আমায় দিয়ে ভীক্ষাবৃত্তি
ফুটপাথের কোনে???
মরলেও আজ আফসোস নেই
জলদি মরণ চাই,
মামদো জামদো সবি হবো
তোমার রেহাই নাই............. (
আমি- হা হা হা ভাইয়া গরুর মত করছো কেনো গো গো
রাস্তা ঘাটে গরু দেখে এমন করো নাতো।
শেষে পুলিশ জেইল থেকে আজ পাঠাবে গরুর হাটে
তখন আমি খুঁজবো তোমায় কোন মাঠে ঘাটে???
ভাইয়া: গরুর মতোন ছটফটিয়ে
করছি গোঁ গোঁ যন্ত্রনায়,
মাঠে ঘাটে খুঁজবে কেনো
আসছি নেক্সট্ অমাবশ্যায়........হিহ্ হিহ হিহ হিহ
হা হা হা ভাইয়া ছন্দ মিলাতে মিলাটে বুঝি টায়ার্ড হয়ে গিয়েছিলো।
ভাইয়া - তা যা বলেছেন গো
আমি কি ছাই বুঝি কম?
হাঁপিয়ে উঠেছি বড়ো
এতটুকু নিতে দম।
তারও কি সুযোগ আছে
আপুনির যন্ত্রনায়?
পোষ্ট লেখ,পোষ্ট লেখ
ঘ্যানরঘ্যান শুধু জ্বালায়। '''
আমি- মিছা কথা বলবানা
দম কেনো যাচ্ছে
কারণটা জানি আমি
ছন্দ না আসছে।
আসছে না ছন্দটা
তাই দম বন্ধ
পুলিশের মাইর খেয়ে
তুমি আবার এখন অন্ধ!!!!
ভাইয়া: মিছা কতা কমু ক্যান
অত ছোড ভাব্বানা,
ছন্দের কমতি নাই
ইষটক মন্দনা।
ছন্দতে মাথা লাগে
কান আর চোখ না,
নিজেরটা নাই বলে
একি মোরে ভাইব্বনা।
ভাইয়া: বদ,পাজী,শকুনি আপু
এই ছিল তোর মনে!!!
আমায় দিয়ে ভীক্ষাবৃত্তি
ফুটপাথের কোনে???
মরলেও আজ আফসোস নেই
জলদি মরণ চাই,
মামদো জামদো সবি হবো
তোমার রেহাই নাই............. :-& (
আমি- আহা ভাইয়া আমার কি দোষ
মারলো তোমায় পুলিশ
লেংড়া হলে কানা হলে
আমার কি দোষ ইশ!!!!!!!!
ভালোই হবে ভাইয়া এবার
ভীক্ষা করে বড়লোক
বিদেশ যাবো ঠিক করাতেই
এবার তোমার কানা চোখ!!!!
ভাইয়া: বাহারে নারীজাতি
ঠিক দিলে পাল্টি,
সাধাসিধে জীবনেতে
সব গেলো উল্টি।
কত ভালো লাইফ ছিলো
৯-৫টা আপিশ
তেনার কথা শুনে এখন
বাকী জীবন হা-পিশ।
কে বলেছে নেই কান চোখ
তাও বুঝি আমার!!
পুলিশ কি মাইর আমায় দিসে
মাথাও গেলো তোমার!!!!!!!!!!!!
হায় হায় হায় এখন দেখি
আই স্পেশালিস্ট রেখে
পাগলের ডক এবার আমায়
আনতে হবে ডেকে!!!!!!!
ভাইয়া: এটাই নিয়ম পাল্টিমারার
ধরার রীতিনীতি,
ধাক্কা দিয়ে কূয়ায় ফেলে
গাইছ কতো গীতি !!!
হুহহহহ
আমি: আহা ভাইয়া হাপিস কেনো?
অফিস করার কি দরকার?
এবার থেকে ভীক্ষা করো
সেটাই নাকি ভালো আর
জব করে কেউ পায়না বেতন
ভীক্ষুকে পায় তার বেশী
কয়েকখানা বাড়ি গাড়ি
কিনেও তারা বৈদেশী
তুমি না হয় বিদেশ যাবে
স্বয়ং বিদেশ রপ্তানী
করবো তোমায় সেসব দিয়ে
বিয়ে দেবো বিদেশিনী!
আমি: পথে বসলুম আমি
হাসছো সুখে তুমি
হাহা হিহি হেহে হোহো
কত্তো পদের হাসি
এতো হাসি তবু যায়না
তোমার মনের কষি
হাসতে হাসতে মরলে নাকি
আমিই উল্টা দায়ী,
বিট লবনের দিচ্ছে ছিটা
শুকায় নাকো ঘায়ী...........
হা হা হা হা ভাইয়ার সাথে আমার ছড়িতা বড়িতা এবং ছড়া নিয়ে বাড়াবাড়ি করায় কত শত স্মৃতি!!!!!!!!!!!! সেই শুরু ভাইয়া বুঝি আমার ছড়িতা পড়ে রাগ করলো ভেবে অথচ সেই আমি কত কত বার যে ভাইয়ার ছড়িতার ফানে রাগ করেছি!!!!!!!!!!! তবুও ভাইয়া আমার একনিষ্ঠ প্রিয় মানুষ! আমার কাছে তার সাত দুগুনে চৌদ্দ, চৌদ্দ দুগুনে আঠাশ, আঠাশ দুগুনে টাটাস বাটাস সব খুন মাফ!!!!!!!!!!
আজ ভাইয়ার জন্মদিন! আজ মানে আজ রাতে ঘড়ির কাঁটা ১২টা ছুঁলেও ভাইয়ার জন্মদিনের শুরু। মহান পহেলা মে আমার এই প্রিয় ভাইয়াটার জন্মদিন! সৃষ্টিকর্তার কাছে আমার পরম চাওয়া ভাইয়াটাকে ভালো রাখুক অনেক অনেক আনন্দ হাসি আর সাফল্যে। ঠিক যেমনটা এখন আছে ভাইয়া এমনি করেই বাঁচুক হাজার হাজার বছর!!!!!!!! অনেক অনেক ভালোবাসা ভাইয়া! অনেক ভালো থাকো তুমি এই পৃথিবীর শেষ দিন পর্যন্ত!!!!!!!!!!
হ্যাপী বার্থ ডে ভাইয়ামনি!!!!!!!! জন্মদিন শুভ হোক!!!!!!!!!!
(ভাইয়ার সাথে স্মৃতি মানেই আমার সেই শুরু দিকের এখানে যত স্মৃতি ধরে রাখলাম এসব পোস্ট গুলো কাজেই এইসব দেখে কেউ বিরক্ত হলে কিন্তু................. )
৩০ শে এপ্রিল, ২০১৭ রাত ১০:২১
অপ্সরা বলেছেন: প্রিয় ভাইয়ামনিটার জন্য অনেক অনেক অনেক দোয়া আর ভালোবাসা !
আপু তোমার সাথে ছড়িতাও কম মজার ছিলো না।
হা হা হা হা
২| ৩০ শে এপ্রিল, ২০১৭ রাত ১০:১৯
রাবেয়া রাহীম বলেছেন: ভাইয়া এমনি করেই বাঁচুক হাজার হাজার বছর!!!!!!!! অনেক অনেক ভালোবাসা ভাইয়া! অনেক ভালো থাকো তুমি এই পৃথিবীর শেষ দিন পর্যন্ত!
আমিও বলি
হ্যাপী বার্থ ডে ভাইয়ামনি!!!!!!!! জন্মদিন শুভ হোক!!!!!!!!!!
৩০ শে এপ্রিল, ২০১৭ রাত ১০:২২
অপ্সরা বলেছেন: অনেক অনেক থ্যাংকস তোমাকে আপুনি!
ভাইয়ার দেখা নাই।
৩| ৩০ শে এপ্রিল, ২০১৭ রাত ১০:২২
রাবেয়া রাহীম বলেছেন: দুষ্টের শিরোমণি তুমি লঙ্কার রাজা
চুপি চুপি রচনা করে যাও তুমি কালজয়ী সব ছড়া
একদিন নাম রয়ে যাবে লেখার ইতিহাসে
সেদিন দেখবে বড় বুবু ভালবেসে যা বলেছে
অনেক অনেক ভাল থেকো প্রিয় ভাইয়া মনি শুভ জন্মদিন
৩০ শে এপ্রিল, ২০১৭ রাত ১০:২৫
অপ্সরা বলেছেন: আর তুমি মায়াবতী মায়া দিয়ে বাঁধা
ভালোবাসা দিয়ে ভরে রাখো তুমি সদা!!!
৪| ৩০ শে এপ্রিল, ২০১৭ রাত ১০:২৫
রাবেয়া রাহীম বলেছেন: অপ্সরা আপুমনি তোমাকেও অনেক অনেক ভালোবাসা এত হৃদয়গ্রাহী নিবেদনের জন্য । এখন মনে হচ্ছে আমরা সবাই একই পরিবারের একই সূতায় বাধা আছি।
অভিনন্দন তোমাকে আপুমনি তুমিও খুব ভাল থেক।
৩০ শে এপ্রিল, ২০১৭ রাত ১০:২৬
অপ্সরা বলেছেন: একই সুতোয় বাঁধাই আছি আপুনি!
বিশেষ করে কারো কারো অবদান স্মৃতি কখনও মুছে যাবার নয়।
৫| ৩০ শে এপ্রিল, ২০১৭ রাত ১০:৩৩
নীলপরি বলেছেন: ছড়াগুলো খুব সুন্দর লাগলো ।
আর জন্মদিনের অগ্রিম শুভেচ্ছা রইলো ।
৩০ শে এপ্রিল, ২০১৭ রাত ১০:৪২
অপ্সরা বলেছেন: ভাইয়া আসলেই শুভেচ্ছা দিয়ে দেবো নীলপরিমনি!!!
অনেক অনেক ভালো থেকো....
৬| ৩০ শে এপ্রিল, ২০১৭ রাত ১১:০০
শাইয়্যানের টিউশন (Shaiyan\'s Tuition) বলেছেন: ভাইয়ার জন্মদিনে শুভেচ্ছা স্বরূপ এই গানটি থাকলো।
৩০ শে এপ্রিল, ২০১৭ রাত ১১:০২
অপ্সরা বলেছেন: গুড গুড !!!!!!!!!!!
ভেরী গুড!!!!!!!!!!!!!!
বাজনাটা কি তুমি বাজিয়েছো ভাইয়া???
৭| ৩০ শে এপ্রিল, ২০১৭ রাত ১১:০৯
সেলিম আনোয়ার বলেছেন: বিশাল পোস্ট । এই ভাইয়াটাকে চিনলাম না । ইনি কি রফিক এরশাদ নাকি? জন্মদিনে তার জন্য শুভেচ্ছা থাকলো । আর তোমার এই সুন্দর উদ্যোগকে স্বাগত জানাই ।কেক টেক ছাড়া একেবারে সাদামাটা উদ্যোগ। অপসরা মানেই তো ঢং রং জাকজমক কিছু ।ব্যতিক্রমী উদ্যোগ ।
০১ লা মে, ২০১৭ সকাল ৯:২৬
অপ্সরা বলেছেন: আহা আমার ভাইয়াকে না চেনার কোনো কারণই নেই!!!!!!!!! কোনো ঢং ঢাং ও লাগবে না যাইহোক যখন কেক চাইলেই তখন এনে দিচ্ছি কেক। একটু ওয়েট করো।
আর ইনি রফিক এরশাদ ভাইয়া না জেসনভাইয়া যার নিক কি করি আজ ভেবে না পাই! এই প্রিয় ছড়াকার ভাইয়াকে না চেনার ঢং করার জন্য তোমার কেকে লবন দেওয়া হবে চিনির বদলে.......
০১ লা মে, ২০১৭ সকাল ১১:৩২
অপ্সরা বলেছেন:
এই নাও কেক! আনতে দেরী হলো!!!!!!!!
৮| ৩০ শে এপ্রিল, ২০১৭ রাত ১১:১৫
ক্লে ডল বলেছেন: জন্মদিন শুভ হোক। তার সার্বিক মঙ্গল কামনা করি।
পোষ্টে একবার চোখ বুলালাম কিন্তু তার নিকটা কি? পেলাম না। আবার পড়তে হবে।
০১ লা মে, ২০১৭ সকাল ৯:২৮
অপ্সরা বলেছেন: থ্যাংক ইউ ভেরী মাচ আপুনি!!!!!!!!!
হুম ঠিকই ধরেছো নাম লিখিনি। তবে আমি ইচ্ছা করেই নাম লিখিনি কারণ আছে তার পিছে হা হা ......
তবে এত এত ছড়া লিখলাম ভাইয়ার সাথে আর ভাইয়াও সর্বজনবিদিত ছড়াকার হয়ে বিরাজিত রহিলো অথচ তুমি চিনলে না কেনো!!!!!!!
নাহ মন দিয়ে মোটেও ব্লগ পড়ো না তুমি। চোখ কানও খোলা রাখো না বুঝাই গেলো !!!!!!!!
৯| ৩০ শে এপ্রিল, ২০১৭ রাত ১১:১৮
চাঁদগাজী বলেছেন:
"আমাদের ছড়িতার রেলগাড়ি গড়গড় করে গড়িয়েই চলছিলো তার মাঝে চ্যাং ভাইয়া বাগড়া দিলো আরো কত কে এলো। "
-কাকে শুভেচ্ছা জানাবো, সেটাই পরিস্কার হলো না, তবুও বাতাসের ঠিকানায় শুভেচ্ছা পাঠায়ে দিলাম; মাঝখানে চ্যাং ভাইয়াকে চিনলাম।
-ছড়াতে অনেক সময় বক্তব্য থাকে; তারপরও, সাহিত্যের এই শাখাটাকে ভালো লাগেনি কোনদিন; যারা লেখেন, তাদেরকে বেকার বেকার মনে হয়, কেমন একটা!
০১ লা মে, ২০১৭ সকাল ৯:৩৮
অপ্সরা বলেছেন: -কাকে শুভেচ্ছা জানাবো, সেটাই পরিস্কার হলো না, তবুও বাতাসের ঠিকানায় শুভেচ্ছা পাঠায়ে দিলাম; মাঝখানে চ্যাং ভাইয়াকে চিনলাম।
আহা আহা বাতাসের ঠিকানায় শুভেচ্ছা.....এইটুকু পড়ে ভাবছিলাম তুমি তো বেশ কবিমনের ভাইয়া!!!!!! নাকি হঠাৎ কবিই হয়ে গেলে!!!!!!
পরক্ষনেই পরের লাইনের বুঝলাম লেজ কি আর সোজা হয় এত সহজে!!!!!!!!!!
(ছড়াতে অনেক সময় বক্তব্য থাকে; তারপরও, সাহিত্যের এই শাখাটাকে ভালো লাগেনি কোনদিন; যারা লেখেন, তাদেরকে বেকার বেকার মনে হয়, কেমন একটা!)
ছড়াতে অনেক সময় না সব সময়ই বক্তব্য থাকে তোমার মত নাকি যা সামনে আসে কিছু একটা তালগোল বলে বসে থাকলেই হলো~!!!!!!!!!!!!!!!!!
তোমার ভালো লাগা দিয়ে কারই বা কি হবে!!!!!!!!!!!
আমাদের ভালো লাগে!!!!!!!! ছড়িতা বড়িতা কবিতা প্রেম কাহানীয়া, রম্য কাহানীয়া সব সব সব!!!!!!!!!!!!!!
আর ছড়াকাররা বেকার তাই না!!!!!!!!!!!! এই যে বেকারেরাই এমন সব ভাবনার সময় পায় মানে আঙ্গুর ফল টক!!!!!! নিজে তো এক লাইন পারবেনা তাই বেকার বেকার লাগে !!!!!! ফুহ!!!!!!!!!!!!!!!!!!!!!!!!
তোমাকেও অনেকের বেকার লাগে বাট ভাবনার মত সময় নাই তো কোনো বেকারের তাই বলে না বুঝছো!!!!!!
যাইহোক তবুও আমাদেরকে দেখে দেখে যতটুকু শিখেছো বাতাসের ঠিকানায় শুভেচ্ছা পাঠাবার চেরেষ্টার জন্য থ্যাংক ইউ !!!!!!!!!!
আমাদের বিনোদনদাতা পাগলামী কমেন্ট ভাইয়ুমনি!!!!!!!!!!!!!!
১০| ৩০ শে এপ্রিল, ২০১৭ রাত ১১:২১
শাইয়্যানের টিউশন (Shaiyan\'s Tuition) বলেছেন:
উনাকে চিনি তা অনেক দিন হয়ে গেলো। খুব লাজুক মানুষ। নিজের পরিচয় দিতে কুন্ঠা বোধ করেন। তাই, আমার মাধ্যমে তিনি প্রকাশ হোন।
০১ লা মে, ২০১৭ সকাল ৯:৪২
অপ্সরা বলেছেন: ভাইয়া তুমিও তো আরেক লাজুক! বুঝাই যাচ্ছে!!!!!!!
নিজের নাম না দিয়ে ছাত্রের টিউশনের নাম দিয়ে লুকাই আছো পিছে!!!!!!!!!! হা হা হা
তোমার নাম শুনিতো ভাইয়ামনি!!!!!!!!
১১| ৩০ শে এপ্রিল, ২০১৭ রাত ১১:৫২
এ.টি.এম.মোস্তফা কামাল বলেছেন: ভাইয়ার জন্য জন্মদিনের শুভেচ্ছা। সেটা আমাদের মনে করিয়ে দেবার জন্য আপুকে ধন্যবাদ।
০১ লা মে, ২০১৭ সকাল ৯:৪৩
অপ্সরা বলেছেন: তোমাকেও ধন্যবাদ অনেক অনেক ভাইয়ামনি!!!!!!!!!
১২| ০১ লা মে, ২০১৭ রাত ১:২২
ধ্রুবক আলো বলেছেন: ভাইয়ার জন্য জন্মদিনের শুভেচ্ছা
০১ লা মে, ২০১৭ সকাল ৯:৫০
অপ্সরা বলেছেন: অনেক অনেক থ্যাংকস ভাইয়া!!!!
অনেক ভালো থেকো!
১৩| ০১ লা মে, ২০১৭ সকাল ৮:২০
হুমম্ বলেছেন: ও আপু,পুলাডা কেডা?
হুশশশশশ
০১ লা মে, ২০১৭ সকাল ৯:৫০
অপ্সরা বলেছেন: জানা লাগবেনা !!!!!!!
কেক নিয়ে আসো জেলো থ্রী ডি কেক!!!!!!!!!!!
০১ লা মে, ২০১৭ সকাল ১১:৩৩
অপ্সরা বলেছেন: তুমি তো আর কেক আনলে না!!!!!!!!!
আমিই নিয়ে এলাম!!!!!!!! তাই একটু দেরী হলো!!!!!!!
১৪| ০১ লা মে, ২০১৭ সকাল ৯:২৭
খায়রুল আহসান বলেছেন: আন্ডা মান্ডা আর খাবেনা
এনার্জী ড্রিঙ্ক খাবে
তোমার ভয়ে তোমার বসও
এক লাফে পালাবে।
তখন তুমি বাগিয়ে চেয়ার
বস হয়ে বেশ বসো
দেখলে আমার বুদ্ধি কত
এবার একটু হাসো!! -- বেস্ট অভ অল!
ভাইয়াটাকে যদিও চিনতে পারলাম না, তবুও তার জন্য জন্মদিনের এক রাশ শুভেচ্ছা রেখে গেলাম।
আর চ্যাং ভাইয়ার নামটা বেশ লাগলো!
০১ লা মে, ২০১৭ সকাল ১০:০০
অপ্সরা বলেছেন: হা হা ভাইয়া এইটা পড়ো !!!!!!!! আমরা যখন ছড়িতা লিখি জানিনা অন্যদের কি হয় কিন্তু আমি হাসতে হাসতে মরেই যাই!!!!!!!! এইখানে এইসব ছাড়াও ভাইয়া ফেসবুকে যে সব লিখে মাঝে মাঝে!!!!!!!!!!! হাসতে হাসতে আমি ইন্নিনিল্লাহ হয়ে যাই !!!!!
ভাইয়া : বল্লেতো পই পই
তোমার কথাই সই,
শ্যাম্পু দিয়ে,জেল্লো দিয়ে
কালো ঠুলি চোখে লাগিয়ে,
চুলে দিলুম স্পাইক
সাথে লেটেস্ট বাইক,
এক হাতে চেইন
মারলে কি পেইন,
আরেক হাতে পিস্তল
ঝকমকে কালো নল,
বস হবো অফিসেতে
এই আমি চললুম......
সামনেতে যাকে পাই
ধুররুম...ধুররুম
এইভাবে কিছুদুর এগোলুম
হিরু বেশে;
ক্যাঁক্ করে ধরে চর
মারলো যে পুলিশ এসে;
হ্যান্ডকাফ হাতে দিল
সন্ত্রাসী বলে;
আপুনির বুদ্ধিতে
এখন আমি জেলে.........
আমি-
সাহস কত পুলিশ বেটার
আমার ভাইকে ধরে?
আর রক্ষা নেই
ওর জীবন নেবো এক থাপড়ে চড়ে!
কানটা কেটে করবো কুচি
নাক করবো ভোতা
চোখদুটোকে করবো কানা
নেড়ু করবো মাথা।
হাত দুটোকে ভেঙ্গে দেবো
ঠ্যাং করবো খোড়া
উল্টো করে চড়িয়ে দেবো
লেংড়া কালো ঘোড়া।
ডোন্ট ওয়ারী ভাইয়া তুমি
একটু ওয়েট করো
জামিন নিতে আসছি আমি
একটু ধৈর্য্য ধরো!
ভাইয়া-
জেলে আমার খুঁড়ছে কবর,
রিমান্ডে সাত দিন
মাইর দেয় রাইতদিন :-<
কোর্টে নেবে কালকে
তার আগে চাবকে,
পিঠ করে ফালা ফালা
নুন মেখেছে,করে জ্বালা,
কালশীটে চোখেতে
ফ্রেক্চার হাঁটুতে,
ঠোটগাল ফোলা ফোলা
হাতদুটি আধা ঝোলা,
মাজা ভাংগা কোমরেতে
বিষ করে দু'কানেতে,
দাঁত নেই একটাও
নখগুলো সব উধাও,
কোন ভূতে চেপেছিলো
হতভাগা ঘাড়েতে,
বুদ্ধি শুনে তোমার
মজা টের হাড়ে হাড়েতে.........
যাই হোক আমার এই প্রিয় ছড়াকার ভাইয়ার নিক
কি করি আজ ভেবে না পাই
১৫| ০১ লা মে, ২০১৭ সকাল ১১:৩৯
বলেছেন: আমার ভাই হয়ে তুমি
তেল দিয়ে যাও অফিসে!!! (
আজকে তোমার খেত্তুগিরি
ছুটাবো এক নিমিষে। (
আজকে থেকে শ্যাম্পু দিয়ে
চুলগুলো সব ধোবে
হেয়ার ড্রায়ার জেল্লো দিয়ে
তারপর শুকুবে।
স্পাইক করে হিরোর মত
চোখে কালো ঠুলি
সামনে কেউ এলেই তারে
মেরেই দেবে গুলি। )
হাতে নেবে দু একটা চেইন
কোমরে পিস্তল
খেলনা হলেও সমস্যা নেই
হিরোগিরির ছল! :-&
আন্ডা মান্ডা আর খাবেনা
এনার্জী ড্রিঙ্ক খাবে
তোমার ভয়ে তোমার বসও
এক লাফে পালাবে।
তখন তুমি বাগিয়ে চেয়ার
বস হয়ে বেশ বসো
দেখলে আমার বুদ্ধি কত
এবার একটু হাসো!!
পংক্তিগুলো খুবই ভাল লাগল!!
যাই হোক আপু মনি আপনার এই ভাইয়ার জন্য জন্ম দিনের শুভেচ্ছা রইল।
০১ লা মে, ২০১৭ সকাল ১১:৪৩
অপ্সরা বলেছেন: ভুতভাইয়া!!!!!!!!!!!!!!!!!!
তুমি এসেছো!!!!!!!!!!!!!!!!!!
আমি ধন্য হলাম!!!!!!!!!!!!
অনেক অনেক থ্যাংকস তবে তুমি ভুত হলে কিভাবে!!!!!!!!!
১৬| ০১ লা মে, ২০১৭ দুপুর ১২:০৮
শাহরিয়ার কবীর বলেছেন:
বুবু, তোমার ভাইয়ার জন্মদিনের শুভেচ্ছা রইল!
০১ লা মে, ২০১৭ দুপুর ১২:১৩
অপ্সরা বলেছেন: থ্যাংক ইউ ভাইয়ামনি!!!!!!!!
কিন্তু ভাইয়া তো উধাও!!!!!!!
পুরা লজ্জায় কান্থা মুড়ি দিয়ে টেবিলের নীচে বসে আছে লুকিয়ে.........
১৭| ০১ লা মে, ২০১৭ দুপুর ১২:২০
শাহরিয়ার কবীর বলেছেন:
কোন ব্যপার না, তারে বলো তোমারে সকল ব্লগার মিলে একটা পাত্রী দেখে সাদী দিবে............
০১ লা মে, ২০১৭ দুপুর ১২:২৯
অপ্সরা বলেছেন: হা হা হা হা তাইলে এক লাফে বের হয়ে আসবে!!!!!!!!!!!!!!!
১৮| ০১ লা মে, ২০১৭ দুপুর ১২:৩১
কাবিল বলেছেন: প্রথমেই মনে মনে ভাবছিলাম কি করি আজ ভেবে না পাই ভাইয়ার কথা বলব, মন্তব্য এসে দেখলাম ফাঁস হয়ে গেছে
কি করি আজ ভেবে না পাই এবং তোমার ছড়িতার লড়াইয়ের মজাক অনেকদিন পাইনা।
জেসনভাইয়া কিছুদিন ব্লগে সময় কম দিচ্ছেন, আশা করি আবার নিয়মিত হবেন।
হ্যাপী বার্থ ডে প্রিয় জেসনভাইয়া।
০১ লা মে, ২০১৭ দুপুর ১:১০
অপ্সরা বলেছেন: হ্যাঁ আমিও ফেব্রুয়ারী থেকে মহা মহা বিজি ছিলাম!!!!
এখন নিশ্চয়ই ভাইয়াকে পাওয়া যাবে কারণ আই এ্যাম ইজি নাও!!!!!!!
১৯| ০১ লা মে, ২০১৭ দুপুর ১২:৫৩
ধ্রুবক আলো বলেছেন: কিন্তু কবি কোথায়?! কি করি আজ ভেবে না পাই!
০১ লা মে, ২০১৭ দুপুর ১:১০
অপ্সরা বলেছেন: টেবিলের নীচে লুকায় আছে!!!!!!!!!!
বের করা যাচ্ছে না!!!!
২০| ০১ লা মে, ২০১৭ দুপুর ১:০০
সিফটিপিন বলেছেন: @কাজী ফাতেমা ছবি এবং শায়মাপি আপনারা দুজনই আমাদের প্রিয় ছড়াকারকে হাজির করুন।
নইলে জমছে না।
০১ লা মে, ২০১৭ দুপুর ১:১৫
অপ্সরা বলেছেন:
ভাইয়া টেবলের নীচে আছে!!!!!!
২১| ০১ লা মে, ২০১৭ দুপুর ২:০১
ফরিদ আহমদ চৌধুরী বলেছেন: আহা কত ভাগ্যবান এই ভাইয়া মনি যার জন্ম দিনে কবি কবিতা লেখে।
০১ লা মে, ২০১৭ দুপুর ২:০৬
অপ্সরা বলেছেন: ঠিক ঠিক ভাইয়া!!!
কিন্তু ভাগ্যবান ভাইয়ার দেখা নাই!!!!!! তিনি পলাতক আছেন!
২২| ০১ লা মে, ২০১৭ দুপুর ২:৪২
ফরিদ আহমদ চৌধুরী বলেছেন:
থাকবে কত পালিয়ে কবি
সেতো এক গগন রবি
কাটলে আঁধার ঢের
ফিরবে সেতো ফের।
সবাই এখন ভাবে তারে
কথা মালার উপহারে।
সে হয়ত হিসেব করে
আপন মনে গুনে করে
ক’কাল হলো শেষ
ক’কাল অবশেষ।
জন্ম দিনের স্মৃতি ছড়া
রসগোল্লা গোল বড়া
ভাবতে ভাললাগে
হঠাৎ মনে জাগেে-
এ দিনেতে পেলাম ধরা
কত্ত সুন্দর শোভা ভরা
রাতে দিনে পেরিয়ে গেল
হারিয়ে কত জনরে পেল
আহা কত কাল
উড়ে জীবন পাল।
এমনি ভাবা হবে শেষ
লাগবে মনে ভীষন বেশ
আসবে তখন কবি
দেখতে কথার ছবি।
কে লিখেছে কি লিখেছে
দেখবে কবি বেছে বেছে
এমন ছবি চাই
এখন তবে যাই।
০১ লা মে, ২০১৭ বিকাল ৩:০৬
অপ্সরা বলেছেন: আসবে বটে সেতো জানিই যতই হোক সে পাঁজী
কিন্তু ছড়া লেখা দেখে বেকার বলবে ভাইয়া চাঁদগাজী.........
২৩| ০১ লা মে, ২০১৭ বিকাল ৩:৫৬
নাগরিক কবি বলেছেন: ওরে বাবা চারিদিক ছড়ায় ছড়াছড়ি
যাই হোক বার্থ ডে ভাইয়্যু কে শুভ জন্মদিন। কেক এক পিচ যেনো আমিও পাই আপু
০১ লা মে, ২০১৭ সন্ধ্যা ৭:১০
অপ্সরা বলেছেন: ভাইয়া তো পলাতক মানে বার্থ ডে ভাইয়ু!!!!!
তাই আমার বানানো কেক খাও ভাইয়া......
২৪| ০১ লা মে, ২০১৭ বিকাল ৩:৫৭
বর্ষন হোমস বলেছেন:
ছড়িতা এত্ত বড় কেন?পড়তে পড়তে ঘুমই চলে আসছে।
০১ লা মে, ২০১৭ সন্ধ্যা ৭:১১
অপ্সরা বলেছেন: উফফ তুমি যে এতত আলসা জানতাম না ভাইয়া!!!!!!!!!!
২৫| ০১ লা মে, ২০১৭ সন্ধ্যা ৭:১৬
সেলিম আনোয়ার বলেছেন: আমার কেকে লবণ কেন।
দেখেন ভাই
কি করি আজ ভেবে না পাই.....লবন মাখা কেক পাই।
লবন কেক আমি খাইনা....মিষ্টি কেক পাই না ।
শুভজন্মদিন ।
ছবি এড করাতে পোস্ট যথার্থতা পেল । মানে অপসরা পোস্ট হলো।
কেক গুলো ব্যতিক্রম !!
০১ লা মে, ২০১৭ সন্ধ্যা ৭:২১
অপ্সরা বলেছেন: হা হা লবন কেক!!!!!!
এইগুলা জেলো থ্রি ডি আর্ট কেক!!!!!
২৬| ০১ লা মে, ২০১৭ রাত ১০:০১
সাদা মনের মানুষ বলেছেন: কব্জি ডুবিয়ে খেতে চাই, খাওন কই আপু?
০১ লা মে, ২০১৭ রাত ১০:২৫
অপ্সরা বলেছেন: খাওন রান্না করে আনবো ভাইয়া!
এখন তো গভীর রাত! তার উপরে বৃষ্টি নো নান্না বান্না!
২৭| ০১ লা মে, ২০১৭ রাত ১০:০৩
সোহানী বলেছেন: হ্যাপী বার্থ ডে ভাইয়ামনি!!!!!!!!
কবিদের লড়াই দেখতে ও শুনতে সবসময় ভালোলাগে। আর সেটা যদি হয় ছন্দের তাহলেতো তুলনা নেই।
০১ লা মে, ২০১৭ রাত ১০:২৫
অপ্সরা বলেছেন: হা হা থ্যাংক ইউ আপুনি!
২৮| ০১ লা মে, ২০১৭ রাত ১০:১০
নিশাত১২৩ বলেছেন: হ্যাপি বার্থডে ভাইয়া আপু আপনাদের ছড়িতা পরে মুগ্ধ ++++
০১ লা মে, ২০১৭ রাত ১০:২৬
অপ্সরা বলেছেন: থ্যাংক ইউ থ্যাংক ইউ থ্যাংক ইউ নিশাতমনি!!!!!!
২৯| ০১ লা মে, ২০১৭ রাত ১১:২৯
তোমার জন্য মিনতি বলেছেন: শুভ জন্মদিন আমার পক্ষ থেকেও রইল
কথোপকথন ছড়াগুলো চমৎকার। ++++
০২ রা মে, ২০১৭ বিকাল ৩:০৯
অপ্সরা বলেছেন: থ্যাংক ইউ আপুনি!!!!!!
ছড়াগুলো লিখে আমরাও অনেক মজা পেয়েছিলাম !!!
সময় পেলেই আজও লিখি অবশ্য!
পুরাই তলোয়ার নিয়ে যুদ্ধে নামি!!!!!!!
৩০| ০১ লা মে, ২০১৭ রাত ১১:৫৮
নাঈম জাহাঙ্গীর নয়ন বলেছেন: শুভ জন্মদিন। আমার পক্ষ থেকেও শুভেচ্ছা দিয়েন। ভালো লাগলো ছড়ায় ছড়ায় কথোপকথন। মুগ্ধতা রইলো শুভেচ্ছা পোষ্টে।
ভাইয়া আমার ভাগ্যবান
সবার মুখে তার জয়গান,
দেখে আমরা মুগ্ধ হই
এত্ত খুশি রাখবো কই!
শুভেচ্ছা রইর জন্মদিনে
আমারও পক্ষ থেকে,
ভাইয়ের যে আজ জন্মদিন
জানতাম না তো আগে।
আপু তুমি ছিলে বলেই
আজকে এই আনন্দে,
একনজর দেখতে এসেই
মুগ্ধতায় যাই পড়ে।
কত কথা বলছো তোমরা
ছন্দময় আর হাসি মেখে,
তাই'না পড়ে হেসে আমার
সময় গেল অনেক চলে।
আন্তরিক এই পোষ্টে আমি
শ্রদ্ধা গেলাম রেখে,
আপু ভাইয়া ভাল থেকো
এই'তো প্রত্যাশাতে।
( আপনি সম্বোধনের জায়গায় তুমি বসিয়েছি সেজন্য ক্ষমা চেয়ে নিচ্ছি আপু)
০২ রা মে, ২০১৭ বিকাল ৩:৪৬
অপ্সরা বলেছেন: থ্যাংকস আ লট ভাইয়ামনি!!!!!!!!!!!!!!
৩১| ০২ রা মে, ২০১৭ রাত ১:৩০
ডঃ এম এ আলী বলেছেন: ছড়ায় , কথায় কবিতায় ছবিতায়
পোষ্টি ভরা জন্মদিনের ভালবাসায়
ভাইয়ার জন্য অনেক অনেক শুভেচ্ছা রইল
০২ রা মে, ২০১৭ বিকাল ৩:৪৭
অপ্সরা বলেছেন: তোমাকেও অনেক অনেক থ্যাংকস ভাইয়া!!!!
৩২| ০২ রা মে, ২০১৭ রাত ১:৩৩
ডঃ এম এ আলী বলেছেন: ছড়ায় , কথায় কবিতায় ছবিতায়
পোষ্টি ভরা জন্মদিনের ভালবাসায়
ভাইয়ার জন্য অনেক অনেক শুভেচ্ছা রইল
০২ রা মে, ২০১৭ বিকাল ৩:৫০
অপ্সরা বলেছেন: ভাইয়া কখন এসে কেক খাবে জানিনা!!!!!! সে তো পালিয়েছে !!!!!!!!!
৩৩| ০২ রা মে, ২০১৭ দুপুর ১:০৮
বিদ্রোহী ভৃগু বলেছেন: আরে আরে একি কান্ড
ধুন্ধমার চারিধার
ছিলাম না উপস্থি
তাইতো ছিল সব আঁধার!
থাকব কেমন করে
সবচে বড় বোনটি মোদের
গেল শুক্রবারে চলে
সবাইকে শোকে কাতর করে।
ফিরে এনু আজই ঢাকা
এসে দেখি কত রংয়ে ছবি আঁকা
জলদি হলাম শরিক
কত শুভ জন্মদিনের কেক
ভাল থেকো কি করি ভাই
দোয়া সবসময়
আল্লাহ যেন রহম করেন
সকল ভুবন ময়।
০২ রা মে, ২০১৭ বিকাল ৩:৫২
অপ্সরা বলেছেন: জানি ভাইয়া!!!!
ফেসবুকে জেনেছিলাম। আল্লাহ বড় আপুকে জান্নাত দান করুন! অনেক ভালো থাকুক আপু সেই না ফেরার দেশে।
আমার পোস্টে আসার জন্য অনেক অনেক থ্যাংকস ভাইয়ামনি!
৩৪| ০২ রা মে, ২০১৭ রাত ৮:১১
কি করি আজ ভেবে না পাই বলেছেন: শরীরটা ভালোনাগো
দমে গেছে ফুসফুস
কালকেই মরনের
ব্যথা উঠে,আফসোস।
ভয়টয় যা যা ছিলো
মোটামুটি গেছে কেটে;
ফলোআপ বাড়িয়েছে
চুল দিলো পুরো ছেটে।
সকালেই পড়েছি তা
রিপ্লাই দিনু বলে;
ঠিক তক্ষুনি শালা
মেট্রন এলো চলে।
হোক না সে রূপবতি
রীতিমত যন্ত্রনা;
নো হাঁটাচলা বসা
দেয় শত মন্ত্রনা।
ফেবু চ্যাট কলে দেয়
চুয়ান্ন ধারা;
অনুগত নার্স সব
একপায়ে খাড়া।
সারাক্ষন হারামীরা
রাখে মোরে নযরে;
থোড়া কিছু টাইম পাই
ফাঁকা হলে ফজরে।
শিফটিং চেঞ্জ,তাই
এনু সাঁঝে লুকিয়ে;
নয়া কচি নার্সটারে
মিঠে বোলে পটিয়ে।
কাল কিবা খুব ত্বরা
হেথা ফিরে আসবো;
ভালোবাসি ভালোবাসি
আজীবনি বাসবো।
০২ রা মে, ২০১৭ রাত ১০:২৭
অপ্সরা বলেছেন: ভাইয়া!!!!!!!!!!!!!
তাই তো বলি!!!!!!!!!!!!!!!!!
কি হলো তোমার!!!!!!!!!!!
যাক বাবা এখন ভালো আছো!!!!!!!
৩৫| ০৩ রা মে, ২০১৭ সন্ধ্যা ৬:১৮
অতঃপর হৃদয় বলেছেন: জন্মদিনের দাওয়াত পাইলাম না, এই দুঃখে কানতে মুঞ্চায়
০৩ রা মে, ২০১৭ রাত ৮:০১
অপ্সরা বলেছেন: ভাইয়া একটু সিক আছে!!!!!!!
ভালো হয়ে আসলেই দাওয়াৎ দেবে!
৩৬| ০৫ ই মে, ২০১৭ রাত ১০:০২
রাতুল_শাহ বলেছেন: আপনি লিখেন ভালো,
২৯ শে মে, ২০১৭ বিকাল ৫:২৩
অপ্সরা বলেছেন:
শুধু???
৩৭| ০৬ ই মে, ২০১৭ রাত ১০:২২
গিয়াস উদ্দিন লিটন বলেছেন: কি করির দ্রুত আরোগ্য কামনা করছি।
জন্ম দিনের বিলম্বিত শুভেচ্ছা!
২৯ শে মে, ২০১৭ বিকাল ৫:২৩
অপ্সরা বলেছেন: ভাইয়া এখন ভালো আছে।
৩৮| ১৯ শে মে, ২০১৭ রাত ১০:৪৩
ডঃ এম এ আলী বলেছেন: ভাইয়ার সাথে আপিও কি পালিয়েছে , ২৫ শে এপ্রিল থেকে আজ কত তারিখ খেয়াল কি আছে , নতুন পোষ্ট কবে পাব
২৯ শে মে, ২০১৭ বিকাল ৫:২৪
অপ্সরা বলেছেন: আসলেও পালিয়েছিলাম !!!
তবে
ভাগ্যিস ফিরেছিলামও!!!!!!!!
৩৯| ২৯ শে মে, ২০১৭ বিকাল ৫:৪৫
গেম চেঞ্জার বলেছেন: হায় পুলাটার কুনু দেখা নাই!
২৯ শে মে, ২০১৭ বিকাল ৫:৫৪
অপ্সরা বলেছেন: ভাইয়া রাগ করেছে!!!
৪০| ৩০ শে মে, ২০১৭ দুপুর ২:৩২
বিজন রয় বলেছেন: এখন??
৩০ শে মে, ২০১৭ দুপুর ২:৪৮
অপ্সরা বলেছেন: এখন!!!!!!!
কি ????
এখন আবার তোমার জন্মদিন আসলো নাকি!!!!!!!
৪১| ০৩ রা জুন, ২০১৭ রাত ৯:৪৮
জাহিদ অনিক বলেছেন: আহ !! উহু একদম বিরক্ত হই নি।
ভাইয়াকে জন্মদিনের লেট শুভেচ্ছা আপু
০৪ ঠা জুন, ২০১৭ রাত ১০:০৪
অপ্সরা বলেছেন: থ্যাংক ইউ ভাইয়া!!!
৪২| ২৬ শে জুন, ২০১৭ রাত ১১:০৩
খায়রুল আহসান বলেছেন: এই প্রিয় ছড়াকার ভাইয়াকে না চেনার ঢং করার জন্য তোমার কেকে লবন দেওয়া হবে চিনির বদলে... (৭ নং মন্তব্য)-- মজা পাইলাম!
২৮ শে জুন, ২০১৭ দুপুর ১:৪৫
অপ্সরা বলেছেন: হা হা
সেই তো !!!!!!
সবাই চেনে তাকে আমার ধারনা!!!!!
©somewhere in net ltd.
১| ৩০ শে এপ্রিল, ২০১৭ রাত ১০:১৮
কাজী ফাতেমা ছবি বলেছেন: জন্মদিনের অগ্রিম শুভেচ্ছা জানিয়ে গেলাম