নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

অপ্‌সরা

যেখানে ঘর বাঁধবো আমি, আসে আসুক বান, তুমি যদি ভাসাও মোরে, চাইনে পরিত্রাণ!!

অপ্‌সরা › বিস্তারিত পোস্টঃ

আর কাঁদাবি??

২০ শে অক্টোবর, ২০১৮ সন্ধ্যা ৬:২০


হঠাৎ হঠাৎ বুকের মাঝে
কষ্ট বাজে....
ভীষন ব্যাথার চিনচিনে সূর
দূর বহুদূর, সুদূর হতে
কে যেন সেই প্রশ্ন করে
আর কাঁদাবি?

চমকে উঠি
স্মৃতির ভীড়ে হাতড়ে খুঁজি
সেই চেনা মুখ, দস্যিপনায়
অবুঝ কিশোর,
তীক্ষকথার বাক্যবাণে
খুব আহত
ওষ্ঠ বিঁধুর....
ছলছলে চোখ
ব্যাথায় কাতর...

অবজ্ঞাতে এক কিশোরী
মুখ ফিরিয়ে গেছে চলে
চায়নি ফিরে পেছন পানে....
বারংবারে দুহাত জুড়ে
তার সে চাওয়া
অবহেলে গেছে দলে.....
তুচ্ছ করে .....

তুচ্ছতাকে তুচ্ছ করে
অবহেলা হেলায় ঠেলে
ফের শুধেছে
অবোধ কিশোর
আর কাঁদাবি?

জবাব দেবার হয়নি সময়
সেই কিশোরী গরবিনী
নিজের মাঝেই মত্ত তখন
দেয়নি সাড়া ....
শতেক হাজার অনুরোধেও
মন গলেনি, ভোলেনি প্রান ....


অভিমানে হৃদয় পোড়ে
অবুঝ কিশোর
ওষ্ঠে তোলে গরল সুধা
যে প্রশ্ন সে পায়নি জবাব
আজ পেয়েছে নিজের কাছে....

সাত সকালে
ক্রদন ওঠে
সারা পাড়ায় জাগলো সাড়া
কোন সে অভিমানে কিশোর
হারিয়ে গেছে অনেক দূরে!

জবাবটা যার ছিলো জানা
সেই কিশোরী বাক্যহরা
ভীষন অবাক!
এমন করে যায় কি চলে
কেউ কখনও?
পেলো না সে তাহার জবাব.....

শুধুই

হঠাৎ আজও বুকের মাঝে
চিনচিনে সূর কষ্ট বাজে....

দূর বহুদূর, সুদূর হতে
আজও কে সেই প্রশ্ন করে
আর কাঁদাবি?

মন্তব্য ৯৪ টি রেটিং +২১/-০

মন্তব্য (৯৪) মন্তব্য লিখুন

১| ২০ শে অক্টোবর, ২০১৮ সন্ধ্যা ৬:৩৩

চাঙ্কু বলেছেন: ঠিক আছে আর কাদামু না :P

তালিপরে কি তুমিও কুবি হয়ে যাচ্ছ? আফসুস

২০ শে অক্টোবর, ২০১৮ সন্ধ্যা ৬:৩৭

অপ্‌সরা বলেছেন: আমি তো সেই থেকেই কবি ছিলাম......

তবে এখন অকবি হয়েছি ...... :) :) :)

মনে নাই মনে নাই!!! :P

২| ২০ শে অক্টোবর, ২০১৮ সন্ধ্যা ৬:৩৯

অপ্‌সরা বলেছেন: একা বসে থাকি.........


মনে পড়ে চাঙ্কু পাঙ্কু???? :)

৩| ২০ শে অক্টোবর, ২০১৮ সন্ধ্যা ৬:৩৯

রাকু হাসান বলেছেন:


বাপরে দুই দিকে শুরু করলা :|| । ব্যাপার কি :P

২০ শে অক্টোবর, ২০১৮ সন্ধ্যা ৬:৪০

অপ্‌সরা বলেছেন: হা হা ভালো বলছো!!!


তার মানে আমি এখন বিজি থেকে ইজি!!

কাল দেখবা ৩ দিকে.....

কিন্তু খুঁজে নাও পেতে পারো!!!!!! :)

৪| ২০ শে অক্টোবর, ২০১৮ সন্ধ্যা ৬:৪৫

মেহবুবা বলেছেন: সেই কিশোরের কি হয়েছিল?
হারিয়ে গেলে কি ফিরে আসে না?

২০ শে অক্টোবর, ২০১৮ সন্ধ্যা ৬:৪৭

অপ্‌সরা বলেছেন: আসে না তো আপু!!


কি হয়েছে বলতে গেলে যদি আবার কেউ পুলিশে খবর দেয়.....



বলে কবিতার কিশোরের নিখোঁজ সংবাদের জন্য এইটাই দায়ী!!


না বাবা আমি জানিনা! :(



:( :P


আপুনি কেমন আছো!!!!!!!!

কত্তদিন পরে পরে আসো....

তুমি আর কিচ্ছু লেখোনা কেনো আপুনি???

৫| ২০ শে অক্টোবর, ২০১৮ সন্ধ্যা ৬:৪৫

রাকু হাসান বলেছেন:

তালিপরে কি তুমিও কুবি হয়ে যাচ্ছ? আফসুস
হাহাহা জেডা আফসুস আপনি খালি বাকি আছেন :P

২০ শে অক্টোবর, ২০১৮ সন্ধ্যা ৬:৪৯

অপ্‌সরা বলেছেন: চাঙ্কু পাঙ্কু তো আগে থেকেই অকবি!!!!

সারাজীবন বাকী থাকিবেক!!!!!!

৬| ২০ শে অক্টোবর, ২০১৮ সন্ধ্যা ৬:৪৬

মোহাম্মদ সাজ্জাদ হোসেন বলেছেন:
সাধু, সাধু, সাধু।

২০ শে অক্টোবর, ২০১৮ সন্ধ্যা ৬:৪৯

অপ্‌সরা বলেছেন: হা হা ভাইয়া!!!!!!

৭| ২০ শে অক্টোবর, ২০১৮ সন্ধ্যা ৬:৪৮

চাঁদগাজী বলেছেন:


কোকিল প্রতি বসন্তে একই গাছে বসে গান করে না

২০ শে অক্টোবর, ২০১৮ সন্ধ্যা ৬:৫১

অপ্‌সরা বলেছেন: হা হা হা ঠিক ঠিক


যেই গাছে তুমি কোকিলদেরকে লাঠি ছুড়ে মারো সেই গাছগুলিতে কোকিল জীবনেও ফিরে যায় না আর তাই তোমার জীবনেও মধুরও বসন্ত আসেনা ভাইয়ামনি!!!!!!!!!!


কমেন্ট দেখে সেই ঘটনাটা মনে পড়লো পাখিদেরকে পাথর ছুড়েছিলে তুমি ..... হাহাহাহাহা

৮| ২০ শে অক্টোবর, ২০১৮ সন্ধ্যা ৭:১৯

তারেক ফাহিম বলেছেন: পোষ্টে ভিন্নতা B-)

শুভকামনা।

২০ শে অক্টোবর, ২০১৮ সন্ধ্যা ৭:২৫

অপ্‌সরা বলেছেন: হাহাহা


৭. ২০ শে অক্টোবর, ২০১৮ সন্ধ্যা ৬:৪৮

চাঁদগাজী বলেছেন:


কোকিল প্রতি বসন্তে একই গাছে বসে গান করে না



এই কমেন্টো দেখো .... হা হা হা হা

৯| ২০ শে অক্টোবর, ২০১৮ সন্ধ্যা ৭:২৩

মেহবুবা বলেছেন: আমাকে কিছু সময় ধার দেবে? বড়ই অভাব ।লিখব আবার ।

২০ শে অক্টোবর, ২০১৮ সন্ধ্যা ৭:২৬

অপ্‌সরা বলেছেন: নিয়ে নাও কিছু সময় !!!!!!! আপুনি!!!!!!

তবুও লেখো!!!

১০| ২০ শে অক্টোবর, ২০১৮ সন্ধ্যা ৭:২৪

গিয়াস উদ্দিন লিটন বলেছেন: কিশোরটি আর নেই, তারপরও আর কাঁদাবি? কথাটা কিশোরিটিকে আজীবন তাড়া করবে।
মন খারাপ করা ববিতায় প্লাস ---

২০ শে অক্টোবর, ২০১৮ সন্ধ্যা ৭:২৭

অপ্‌সরা বলেছেন: এতক্ষনে আসল কথা বললে ভাইয়া!! :(

সবাই শুধু আমার দুঃখ ববিতা দেখে ফান করছে!!! :( :(

১১| ২০ শে অক্টোবর, ২০১৮ সন্ধ্যা ৭:৪১

সত্যপথিক শাইয়্যান বলেছেন: ধুর, আপু! এই ভোর সন্ধ্যায় নিজের মনটা খারাপ করছো! অন্যদেরও সেটা সাপ্লাই দিচ্ছো!



২০ শে অক্টোবর, ২০১৮ সন্ধ্যা ৭:৪৩

অপ্‌সরা বলেছেন: ভাইয়া আমার মন খারাপের কাব্যকে নিয়ে সবাই তো ফান করছে!!!!!!!


তাই দেখে দেখে আমিও ফানি ম্যুডে চলে গেলাম!!!!! :)

১২| ২০ শে অক্টোবর, ২০১৮ সন্ধ্যা ৭:৫৫

সত্যপথিক শাইয়্যান বলেছেন: ছবিটা কিন্তু বেশ ফানি!!! ব্যর্থ প্রেমিকের ঘুষিতে দেয়ালে চিড় ধরেছে!!!

২০ শে অক্টোবর, ২০১৮ রাত ৮:০২

অপ্‌সরা বলেছেন: হা হা আসলেই ! :P

১২ ই ডিসেম্বর, ২০১৮ বিকাল ৫:৪৩

অপ্‌সরা বলেছেন: ছবি বদলে দিলাম ভাইয়া! :)

আমার আঁকা বসিয়ে দিলাম! :)

১৩| ২০ শে অক্টোবর, ২০১৮ রাত ৮:০২

স্বপ্নের শঙ্খচিল বলেছেন: শুধুই
হঠাৎ বুকের মাঝে
চিনচিনে সূর কষ্ট বাজে....
দূর বহুদূর, সুদূর হতে
আজও কে সেই প্রশ্ন করে
আর কাঁদাবি?

...........................................................................
হাসাঁলি যবে,
আর কত কাঁদাবি তবে ?

২০ শে অক্টোবর, ২০১৮ রাত ৮:২৭

অপ্‌সরা বলেছেন: আর কাঁদিনা
আর ভাবিনা
পিছন পানে চোখ পাতিনা
মনের কোনেও তাকাই নারে
তবুও যখন ঝুম দুপুরে
উদাস কোনো গানের সূরে
গায়কী সুর দূর বহুদূর
যায় কেঁদে কোন অবুঝ কিশোর
হাতড়ে ফেরে স্মৃতির পাতা
ডায়েরীটার ছেড়া পাতা
আসে উড়ে
আশ্বিনী বা বোশেখ ঝড়ে
যায় পড়ে যায় মনের খাতায়
দুঃখী দু,চোখ
বেদন ভরা .....
তাকিয়ে থাকে অলীক পুরে.....

১৪| ২০ শে অক্টোবর, ২০১৮ রাত ৮:০৮

করুণাধারা বলেছেন: আহা! কবিতা পড়ে লগইন না করে আর থাকা গেল না। আমাকেও কেমন চিনচিনে ব্যথা ধরেছে, বোকা কিশোরীটার কথা ভেবে....

খালি ছড়িতা না, কবিতাও দেখি দারুন লিখতে জানো!! ++++++++

২০ শে অক্টোবর, ২০১৮ রাত ৮:৩২

অপ্‌সরা বলেছেন: আপু

আমার বেশিভাগ লেখা লেখার সময়ই আমি কাঁদি.....


তবে লেখার পরেই হেসে ফেলি!!

হাসতেই থাকি....... সেটা আর বন্ধ করি না......

ভ্রমর যেমন আটকে রাখে
পাষানপুরের রাক্ষসীটা
বদ্ধ ডালা সোনার কোটা...
ঠিক তেমনই বুকের মাঝে
অলীন্দটার খুব কুঠুরে
আটকে রাখি সেই কথাটা....
তবুও তার ভেতর থেকে
অশ্রুত কোন অচিন সুরে
ভেসে আসে ক্ষীনো সে সূর
স্পষ্ট তবু
আর কাঁদাবি?

১৫| ২০ শে অক্টোবর, ২০১৮ রাত ৮:২২

নষ্টজীবন® বলেছেন: খুব সুন্দর কবিতা, খুবই ভালো লাগলো পড়তে

২০ শে অক্টোবর, ২০১৮ রাত ৮:৩৩

অপ্‌সরা বলেছেন: থ্যাংক ইউ ভাইয়া! :)

১৬| ২০ শে অক্টোবর, ২০১৮ রাত ৮:৩০

স্বপ্নের শঙ্খচিল বলেছেন: এই দেখনা প্রতি প্রাতে
পাখিরা সব মেলছে ডানা, অচেনা সেই সমুদ্দুর!!
দৃষ্টি ফেরাও , দৃষ্টি মেলাও
ভালোবাসা নেইকো দুর.....!!!

............................................................................................

২০ শে অক্টোবর, ২০১৮ রাত ৮:৩৪

অপ্‌সরা বলেছেন: রাত দুপুরে পাখিরা কি মেলে ডানা!

তুমি দেখছি আস্ত কানা
ভোরকে ভাবো রাত্রী হলো
পাখিরা সব সমুদ্দুরে গেলো! :P

১৭| ২০ শে অক্টোবর, ২০১৮ রাত ৮:৩৪

ভ্রমরের ডানা বলেছেন:



আরও বেশি কাদালে উড়াল দেব আকাশে...

২০ শে অক্টোবর, ২০১৮ রাত ৮:৩৫

অপ্‌সরা বলেছেন: হুম


:(

১৮| ২০ শে অক্টোবর, ২০১৮ রাত ৮:৪৩

স্বপ্নের শঙ্খচিল বলেছেন: দুষ্ট পাখি দুষ্ট পাখি
তোমায় আমি কোথায় রাখি
সবখানে তে সবমনে তে
দিচ্ছ তুমি হানা
আমায় ছেড়ে যেতে তোমার
অনন্ত কালের মানা ।
........................................................................................

২০ শে অক্টোবর, ২০১৮ রাত ৯:২৬

অপ্‌সরা বলেছেন: হা হা ভাইয়া

শঙ্খচিলকে বলছো বুঝি??

১৯| ২০ শে অক্টোবর, ২০১৮ রাত ৮:৪৪

আহমেদ জী এস বলেছেন: অপ্‌সরা ,



দারুন একটা কবিতা লিখে ফেলেছেন। ছন্দের ব্যঞ্জনায় ঢেউ তুলে গেছে বেশ । বাক্য পরম্পরা অসংলগ্ন নয়, অসংলগ্ন নয় ভাবেও।
আর কবিতায় কিশোরের ভাগ্য বিড়ম্বনার চিনচিনে সুরে গালিবকে মনে হলো ----
হাথো কে লাকিরু পে মত্ যা এ গালীব ,
নসীব উনকে ভী হোতে হয়্ জিনকে হাত নাহি হোতে।


হাতের ভাগ্যরেখার দিকে দেখোনা গালিব
ভাগ্য তারও থাকে, যার হাতই থাকে না -


সুন্দর কবিতা ।

২০ শে অক্টোবর, ২০১৮ রাত ৯:৩৮

অপ্‌সরা বলেছেন: অবুঝ কিশোর
বুঝ মানেনি
তার বেদনা কেউ জানেনি।

ভীষন রকম অভিমানে
অনেক দূরে গেছে চলে
যেতে যেতে মনের ভুলে
বাঁশিটি তার গেছে ফেলে....

সেই বাঁশিটির রিনরিনে সূর
কেউ শোনে না
কেউ জানে না
বলছে বাঁশি
ভালোবাসি
তবুও তুই
ফের কাঁদাবি!







গালিবের চিন্তাশীল কাব্য সবাইকে চিন্তাই করতে শেখায়......

অনেক অনেক ধন্যবাদ ভাইয়া গালিবের সায়েরীর জন্য

২০| ২০ শে অক্টোবর, ২০১৮ রাত ৮:৪৫

কথাকথিকেথিকথন বলেছেন:












আর কাঁদাবি?
কিশোরী থেকে কী উত্তর এসেছে?
আলগোছে সে!
জেগে থাকে নিজের মাঝে অন্যসব ভুলে
হৃদয়ের দামে কিনেছে মৃত আবাস
জলে ভাসে শুকনো নদী...
যে পথ জেগেছিলো রাত কেটে
সে পথে বাতিহীন জোনাক যায় হারিয়ে...
বুকের বা'পাশে শুধু এসে দাঁড়ায় কেউ
যেন দূর থেকে দূরে....
মুছে দিয়ে সব পথ....

২০ শে অক্টোবর, ২০১৮ রাত ৯:৪৪

অপ্‌সরা বলেছেন: চলে গেছে নিরুত্তরে
ভীষন রকম অভিমানে
অনেক দূরে অচিন পূরে

সে পথটি তো কেউ জানে না
শুধু যে যায় সেই তা জানে
সেই কিশোরী বাক্যহরা
ভীষন অবাক
দুচোখে তার ব্যথার নদী
বান ডেকেছে......

বলছে সেতো অব্যাক্ত ভাষায়
নাও ভাসিয়ে আসো কিশোর
আমার চোখের নদীর জলে
বানভাসী এই মোহনাতে
আর একটিবার দাঁড়াও এসে.......

এবার কিশোর নিরুত্তরে
মুখ ফিরিয়ে মৌন থাকে
যে পথ দিয়ে গেছে চলে
সে পথটি সে গেছে ভুলে ......

২১| ২০ শে অক্টোবর, ২০১৮ রাত ৯:০৮

চাঁদগাজী বলেছেন:


"যেই গাছে তুমি কোকিলদেরকে লাঠি ছুড়ে মারো সেই গাছগুলিতে কোকিল জীবনেও ফিরে যায় না আর তাই তোমার জীবনেও মধুরও বসন্ত আসেনা ভাইয়ামনি!!!!!!!!!! "

-মাত্র ২/৩ দিন আগেও কাজটি করতে হয়েছে; গাছের অভাব নেই, তারা অন্য যায়গায় বাসন্তী গান গাক।

২০ শে অক্টোবর, ২০১৮ রাত ৯:৪৭

অপ্‌সরা বলেছেন: হায়রে তুমি দেখছি কবিতার কিশোরীর চাইতেও বড় পাষান ......

ভাগ্য ভালো কোকিলগুলো
নেয়না তুলে ওষ্ঠে গরল .....
নইলে তুমি পরোক্ষ সেই খুনের দায়ে
থাকতে জেলে চিরতরে যাবোজ্জীবন!!!!

২২| ২০ শে অক্টোবর, ২০১৮ রাত ৯:৩৮

জাহিদ অনিক বলেছেন:

আর কত এভাবে আমাকে কাঁদাবে আর বেশী কাঁদালে উড়াল দেবো আকাশে এই বুকে যন্ত্রণা বেশী সইতে পারি না আর বেশী…

২০ শে অক্টোবর, ২০১৮ রাত ৯:৫০

অপ্‌সরা বলেছেন: হা হা ভাইয়ু

থাক থাক নো উড়াউড়ি ......

শেষে চাঁদগাজীভাইয়ার কোকিল হয়ে যাবে

২৩| ২০ শে অক্টোবর, ২০১৮ রাত ৯:৫১

মাহমুদুর রহমান সুজন বলেছেন: অনেক সুন্দর কবিতাটি। যদিও পড়ে কিশোরটির জন্য মন খারাপ লাগল।

২০ শে অক্টোবর, ২০১৮ রাত ৯:৫৬

অপ্‌সরা বলেছেন: আমারও মন খারাপ ভাইয়া!!! :(

২৪| ২০ শে অক্টোবর, ২০১৮ রাত ১০:৩৫

খায়রুল আহসান বলেছেন: হৃদয়স্পর্শী কবিতা!
মানব-মানবীর জীবনে পরস্পরকে ভাল লাগা, ভালবাসা, এগুলো যেমন সহজাত প্রবৃত্তি, তেমনি পরস্পরের আবেগ অনুভূতির মাঝে সংঘাত সৃষ্টি হওয়াটাও অতি স্বাভাবিক একটা ব্যাপার। কেবলমাত্র নিখাদ প্রেম এবং হৃদয়োপলব্ধি দিয়েই এ সংঘাতকে সমন্বয়ে রূপান্তর করা যায়।
কবিতায় ভাল লাগা + +

২০ শে অক্টোবর, ২০১৮ রাত ১০:৪২

অপ্‌সরা বলেছেন: থ্যাংক ইউ ভাইয়া! :)

২৫| ২০ শে অক্টোবর, ২০১৮ রাত ১০:৩৬

নতুন নকিব বলেছেন:



দারুন কবিতা পড়লুম।

২০ শে অক্টোবর, ২০১৮ রাত ১০:৪২

অপ্‌সরা বলেছেন: থ্যাংক ইউ সো মাচ ভাইয়ামনি!

২৬| ২০ শে অক্টোবর, ২০১৮ রাত ১০:৪৮

কুঁড়ের_বাদশা বলেছেন:
আই কাঁদি না :P

২০ শে অক্টোবর, ২০১৮ রাত ১১:০৭

অপ্‌সরা বলেছেন: এখনও কি জেইলে ভাইয়া??

অতি শোকে পাথর হয়েছো!!! :P

১২ ই ডিসেম্বর, ২০১৮ বিকাল ৫:৪৪

অপ্‌সরা বলেছেন: গুড গুড !

শুভকামনা! :)

২৭| ২০ শে অক্টোবর, ২০১৮ রাত ১১:১০

কুঁড়ের_বাদশা বলেছেন:


দুঃখে যাদের জীবন গড়া তাদের আবার কিসের দুঃখ। :-B

এখনো মুক্তি পায় নাই। =p~

২০ শে অক্টোবর, ২০১৮ রাত ১১:২৭

অপ্‌সরা বলেছেন: থাক থাক নো দুঃখ ভাইয়ামনি! :)

২৮| ২১ শে অক্টোবর, ২০১৮ রাত ১:৩৩

রাকু হাসান বলেছেন:


আগে কবিতা পড়ছিলাম না ,এখন পড়ে দুনিয়ার খারাপ লাগছে :( :((
চাঙ্কু পাঙ্কু তো আগে থেকেই অকবি!!!!
সারাজীবন বাকী থাকিবেক!!!!!
:|| :|| X((
জেডা এভাবে বল্লা । জেডা তুমি হাত পা দিয়ে লিখা শুরু করো । কারও বেইল থাকিবেক না ;) :P =p~

২১ শে অক্টোবর, ২০১৮ বিকাল ৩:০৮

অপ্‌সরা বলেছেন: আমারও লেখার সময় খারাপ লাগছিলো!

তাই কবিতায় অনেক ভুল থেকে গেছে.....

আজ পড়ে বুঝলাম !

২৯| ২১ শে অক্টোবর, ২০১৮ সকাল ৯:৫২

মোস্তফা সোহেল বলেছেন: কবিতা অনেক সুন্দর হইছে শায়মাপু।

২১ শে অক্টোবর, ২০১৮ বিকাল ৩:০৯

অপ্‌সরা বলেছেন: থ্যাংক ইউ ভাইয়া!!

৩০| ২১ শে অক্টোবর, ২০১৮ দুপুর ১২:০০

মোঃ মাইদুল সরকার বলেছেন: অনেক হয়েছে । আর কাদাবে না।

+++++++

২১ শে অক্টোবর, ২০১৮ বিকাল ৪:১৪

অপ্‌সরা বলেছেন: হুমম!!!


কিন্তু ভুতুড়ে স্বরে অডিও হেল্যুসিনেশন করে ভয় দেখায় যদি!!! :(

৩১| ২১ শে অক্টোবর, ২০১৮ দুপুর ১২:০৭

এ.এস বাশার বলেছেন: শায়মা আপু এবার চিনলাম তোমাকে! অপসরা নিক আগে দেখেছি কিন্তু তুমি কি না শিওর ছিলাম না।
কবিতায় রাশি রাশি মগ্ধতা.....ভালো থেকো তুমি সব সময়...

২১ শে অক্টোবর, ২০১৮ বিকাল ৪:২১

অপ্‌সরা বলেছেন: হা হা

অনেক অনেক থ্যাংকস বাশুভাইয়ু!!!!! :P

৩২| ২১ শে অক্টোবর, ২০১৮ দুপুর ১২:৫৮

রাজীব নুর বলেছেন: যে কাঁদাবে তার কাছ থেকে এদূরে থাকাই ভালো।

২১ শে অক্টোবর, ২০১৮ বিকাল ৪:২৪

অপ্‌সরা বলেছেন: একদম!!

কিন্তু!!!


ভূত হয়ে আসলে কি করবো ভাইয়া!! :(

৩৩| ২১ শে অক্টোবর, ২০১৮ দুপুর ২:০৭

শাহরিয়ার কবীর বলেছেন:

সায়মা আপুর অসাধারণ কবিতা লেখার প্রতিভা। ;)

২১ শে অক্টোবর, ২০১৮ বিকাল ৫:০১

অপ্‌সরা বলেছেন: হা হা ভাইয়ু!!!!!! :P

৩৪| ২১ শে অক্টোবর, ২০১৮ বিকাল ৩:৫৪

বিজন রয় বলেছেন: আর কাঁদাবি??

হ্যাঁ, কাঁদাবো!

তো?

২১ শে অক্টোবর, ২০১৮ রাত ৮:৪৬

অপ্‌সরা বলেছেন: এহ তোমার কান্নার জবাব কে দেয়!!!!!

ফুহ!!!!!

৩৫| ২১ শে অক্টোবর, ২০১৮ সন্ধ্যা ৭:১৯

কিরমানী লিটন বলেছেন: ছন্দের ঢেউগুলো গভীর- ছুঁয়েছে ...
কাব্যের কিশোরটির মতো দুঃখগুলি- একমুখী। ওর জন্য মন খারাপ লাগল।
কবিতায় ভালোলাগা- নান্দনিক ...।

২১ শে অক্টোবর, ২০১৮ রাত ৮:৪৯

অপ্‌সরা বলেছেন: থ্যাংক ইউ ভাইয়া!

কেমন আছো??

৩৬| ২১ শে অক্টোবর, ২০১৮ রাত ৮:৩৫

চাঙ্কু বলেছেন: ওহ তাইতো!! তুমি সেই পিচ্ছিকাল থেকেই কুবি!! একা বসে থাকি ব্যাপক সুন্দর হইছিল।

রাকু, কুবিতা মনে হয় না আমারে দিয়ে হবে। লেখতে গেলেই আমার কীবোর্ড ভেঙ্গে যায়। আফসুস

২১ শে অক্টোবর, ২০১৮ রাত ৮:৫০

অপ্‌সরা বলেছেন: হুমমমমম


পিচ্চিকাল থেকেই তো.....

তবে এখন অনেক কষ্টে কবিতা চেপে রেখেছি!!!

৩৭| ২১ শে অক্টোবর, ২০১৮ রাত ৯:০৮

পাঠকের প্রতিক্রিয়া ! বলেছেন: আপু, আপু!

ড্রাফটের পোস্ট পেয়ে গিয়েছি। :)

২১ শে অক্টোবর, ২০১৮ রাত ৯:২৭

অপ্‌সরা বলেছেন: হা হা ম্যাজিক!!

গায়েবী ম্যাজিক!!!!!!! :)

৩৮| ২১ শে অক্টোবর, ২০১৮ রাত ৯:১১

পাঠকের প্রতিক্রিয়া ! বলেছেন: :P

আমি সেফ হয়েছি এ কথা কাউকে বলো না। :P
তুমি শ্যামা দত্তের বড় বোন, তাই কথাটা বললাম।

পুনশ্চঃ
তুমি একসাথে দুটো আইডি কীভাবে চালাও? :(

২১ শে অক্টোবর, ২০১৮ রাত ৯:২৮

অপ্‌সরা বলেছেন: তুমি সেফ হয়েছো!!

আরে এটাও দেখি ম্যাজিক!!!!!!


হ্যাঁ আমি তো ম্যাজিশিয়ান আমাকে বলিবেক!!


আমি ম্যাজিশিয়ান না?? আরও আইডি আনতে পারি..... :)

৩৯| ২৩ শে অক্টোবর, ২০১৮ রাত ১:৩৬

ডঃ এম এ আলী বলেছেন:
দুর বহুদুর , সুদুর হতে
আজ কে সে প্রশ্ন করে
আর কাদাবি

তার পর যদি এমন হতো
এক দিন অবাক নয়নে কিশোরীটা দেখত
কিশোরটা কেমন করে কাঁদে
কিশোরের চোখেও আসে জল
যেতে চায় কিশোরীর কাছে
জড়িয়ে ধরে বলতে চায়
আমার পাগলিটারে।

বলতো মিছেই আর কাঁদাবোনা তোরে
শুধু একটু ভালবাসিছ মোরে
তোর সাথে বাঁচতে চাই
তোর সাথে মরতেও চাই
করিসনা অভিমান আমার পরে ।
আমার জালাতন তোর
ভালা লাগে না কেরে
কেন কথায় কথায়
রাগ করিস আর
অকারনে গাল ফুলাস
আমার যে ডর করে ।

শান্ত গলায় কিশোরটা
যদি বলত
ও আমার ময়নারে
তুই আর কাঁদিস নারে
জোরে জোরে দিয়া শিষ
কান মোর ফাটায় দিস
দুর বিদেশের খেতা কিলাই
আমারে জলদি পাগল
বইলা একখান ডাকদে
জীবনে আর তোর
কাঁদতে হবে নারে ।


০৭ ই ডিসেম্বর, ২০১৮ রাত ৮:৩৫

অপ্‌সরা বলেছেন: বাপরে!!!


ভাইয়া!!!

তুমিও তো মহা কবিতা লিখলে!!!!!

৪০| ২৪ শে অক্টোবর, ২০১৮ সন্ধ্যা ৭:২২

মাহমুদুর রহমান বলেছেন: কাঁদলে মন হালকা হয়।

০৭ ই ডিসেম্বর, ২০১৮ রাত ৮:৩৫

অপ্‌সরা বলেছেন: হুম!!!!

৪১| ২৫ শে অক্টোবর, ২০১৮ রাত ১০:২৮

সুমন কর বলেছেন: ভালো লাগেনি !!!

০৭ ই ডিসেম্বর, ২০১৮ রাত ৮:৩৬

অপ্‌সরা বলেছেন: আচ্ছা আরেকটা ভালো করে লিখবোনে!

৪২| ১২ ই ডিসেম্বর, ২০১৮ ভোর ৫:৪৫

বলেছেন: এত সুন্দর করে প্রতিমন্তব্য আর কেউ এভাবে দিয়েছে কি কে জানে।



দারুণ!!

কান্নার শেষ নেই
তবুও
বলো

আর কাঁদবী?

১২ ই ডিসেম্বর, ২০১৮ বিকাল ৪:২৯

অপ্‌সরা বলেছেন: হা হা হা ভাইয়া। প্রতিমন্তব্যে উপস্থিত পাগলামীতে সে আমি আজীবন এক্সপার্ট! :P

৪৩| ১২ ই ডিসেম্বর, ২০১৮ বিকাল ৪:৫০

আর্কিওপটেরিক্স বলেছেন: তুমি সারাদিন সামুতে থাকো কেমনে B:-)

১২ ই ডিসেম্বর, ২০১৮ বিকাল ৫:০৫

অপ্‌সরা বলেছেন: আরে এটা তো আমার বাড়ি!!!!!!!! বাড়ির বাইরে থাকবো নাকি!!!!!

স্কুলে যাই সকালে তারপর বাড়িতে ফিরে আসি :)

১২ ই ডিসেম্বর, ২০১৮ বিকাল ৫:০৬

অপ্‌সরা বলেছেন:


এই নাও তোমার জন্য একটা ছবি! :)

৪৪| ১২ ই ডিসেম্বর, ২০১৮ বিকাল ৫:১৩

আর্কিওপটেরিক্স বলেছেন: থ্যাংকু B-))

লাভ ইউ বেইবি ;)

১২ ই ডিসেম্বর, ২০১৮ বিকাল ৫:৩১

অপ্‌সরা বলেছেন: :)

৪৫| ১২ ই ডিসেম্বর, ২০১৮ বিকাল ৫:২৪

বিদ্রোহী ভৃগু বলেছেন:
হাসছে কিশোর
ওপার থেকে
কাব্য পরে;
যাতনারা
মুছে গেল
কত্ত পরে।

বুকের মাঝের
চিনচিনে
সেই কষ্টটুকু;
এই টুকুই
খুঁজেছিল
অবুঝ দুখু!

হাসছে আরো
জোরে জোরে
খুশির তোরে;
চাইলে তারে
পাবেনা আর
আপন করে!

যাতনারা
রইবে সারা
হৃদয় ভরে;
ভাবতে আবার
কিশোর, মন
উদাস করে।

১২ ই ডিসেম্বর, ২০১৮ বিকাল ৫:৩২

অপ্‌সরা বলেছেন: ভাইয়া :(

৪৬| ১২ ই ডিসেম্বর, ২০১৮ সন্ধ্যা ৬:১২

সেলিম আনোয়ার বলেছেন: সুন্দর।+

১২ ই ডিসেম্বর, ২০১৮ সন্ধ্যা ৭:০৫

অপ্‌সরা বলেছেন: থ্যাংক ইউ.....

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.