নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

ধৈর্য্য একটি মহৎ গুন ।

লাবনী আক্তার

সত্য কাঁদে নিভৃতে, সাথে তার থাকে শুধু মহাকাল। সত্যের দীপশিখা চিরদিন জ্বলে । সত্য কখনো মিথ্যাকে করে নাকো ক্ষমা।

লাবনী আক্তার › বিস্তারিত পোস্টঃ

মাঝি কেন আইছিলা? :((

২৭ শে ফেব্রুয়ারি, ২০১৩ দুপুর ১২:১৬



কেমন আছ মাঝি?
আমি ভালা নাই
হয়তো তুমিও নাই ভালা,
মাঝি কেন তোমারে ভুলতে পারিনা?
তোমার লাইগা
-পরানডা আমার যে কেমন করে
কেমনে বুঝাই তোমারে!

তোমার লাইগা অন্তরডা জ্বইলা পুইরা
ছারখার হইয়া যাইতাছে
চক্ষু ভইরা দেখতে মন চায় তোমারে,
শোধ নিলা তুমি?
ছলনাময়ী ভাব আমায়, না?
আমি তোমারে সত্যিই ভালবাসি মাঝি!
এই পরানডার মইধ্যে তোমায় বাইন্ধা রাখছি
হাজার চেষ্টা কইরাও এই বান্ধন থেইকা
তোমারে সরাইতে পারিনা।

না বইলা কেন চইলা গেলা?
মাঝি কেন আইছিলা
আমার মনের গহিনে?
অহন আমি চক্ষের জলে বুক ভাসাই
কেমনে আমার দিন কাটে
কেমনে আমার রাইত কাটে
সেইটা শুধু আমি জানি ।

তোমার কথাগুলান মনে পরে
“ এই টুনি যাবি আমার লগে ?
-কই নিয়া যাইবা মাঝি?
-যেইহানে কেউ নাই সেইহানে
-যাবি ?
-আমার যে ডর করে মাঝি
-থাক তোর যাওন লাগবনা”।

অভিমানে তোমার মন ভইরা উঠত
তোমার কথাগুলান মধুর লাহান লাগত
মাঝি তোমার নাওডা লইয়া আস একবার
আমি যাইতে চাই তোমার লগে
অনেক দূরে.................................।



গ্রাম্য ভাষায় কবিতা লেখার ব্যর্থ চেষ্টা করলাম। :P:P

মন্তব্য ৮৭ টি রেটিং +১৩/-০

মন্তব্য (৮৭) মন্তব্য লিখুন

১| ২৭ শে ফেব্রুয়ারি, ২০১৩ দুপুর ১২:১৯

ধ্রুপদী সত্য বলেছেন: ব্যর্থ চেষ্টাই বটে!

২৭ শে ফেব্রুয়ারি, ২০১৩ দুপুর ১২:২৮

লাবনী আক্তার বলেছেন: :( :( :((

২| ২৭ শে ফেব্রুয়ারি, ২০১৩ দুপুর ১২:২০

ধ্রুপদী সত্য বলেছেন: তবে ছবিটা দারুণ হইছে।।

২৭ শে ফেব্রুয়ারি, ২০১৩ দুপুর ১২:২৮

লাবনী আক্তার বলেছেন: :)

ধন্যবাদ।

৩| ২৭ শে ফেব্রুয়ারি, ২০১৩ দুপুর ১২:২৬

স্পাইসিস্পাই001 বলেছেন: ভাল লেগেছে ++++

@ ধ্রুপদী সত্য .... ব্যর্থ চেষ্টা কেন বলছেন?????


ধন্যবাদ ...।

২৭ শে ফেব্রুয়ারি, ২০১৩ দুপুর ১২:৩০

লাবনী আক্তার বলেছেন: ভাইয়া ভালো লেগেছে শুনে ভালো লাগল আমার। অনেক ধন্যবাদ উৎসাহ দেয়ার জন্য। :)

৪| ২৭ শে ফেব্রুয়ারি, ২০১৩ দুপুর ১২:৩২

কান্ডারি অথর্ব বলেছেন:

ভিন্ন কিছু পড়ার আবেগটাই খুব মধুর হয়, আপনার কবিতাটি সেই আবেগ দিয়ে গেল। +++++++++++

২৭ শে ফেব্রুয়ারি, ২০১৩ দুপুর ১২:৩৯

লাবনী আক্তার বলেছেন: ভাইয়া অসংখ্য ধন্যবাদ। :D :D

প্রথম কমেন্ট পড়ে মন খারাপ হইছিল। ভেবেছিলাম মুছে ফেলব। :(

৫| ২৭ শে ফেব্রুয়ারি, ২০১৩ দুপুর ১২:৩২

কান্ডারি অথর্ব বলেছেন:

প্রথম লাইক দেখছি আমারই । :)

২৭ শে ফেব্রুয়ারি, ২০১৩ দুপুর ১২:৩৯

লাবনী আক্তার বলেছেন: তার জন্যও অনেক ধন্যবাদ। ভালো থাকবেন ।

৬| ২৭ শে ফেব্রুয়ারি, ২০১৩ দুপুর ১২:৪৪

অনীনদিতা বলেছেন: টুনি আমার লগে চল
আমি তোরে তোর মাঝির কাছে
লইয়া যামু:)

valo laga ditey parlamna:(
net problem:(

২৭ শে ফেব্রুয়ারি, ২০১৩ দুপুর ১২:৫০

লাবনী আক্তার বলেছেন: :P :P :P

মাঝি কোথায় থাকে তুমি জানো নাকি?? ;) ;)

আচ্ছা পরে ভালোলাগা দিতে ভুইল না । :P :P :D

৭| ২৭ শে ফেব্রুয়ারি, ২০১৩ দুপুর ১২:৪৮

কান্ডারি অথর্ব বলেছেন:
একটা কথা বলি মাইন্ড করবেন না যেন আবার, যাই আমরা লিখিনা কেন তার ঋণাত্মক এবং ধনাত্মক দুধরনেরই মুল্যায়ন আমরা পাই তাই দুটোরই দরকার আছে কারন এই দুধরনের মন্তব্য আসলে লেখার অনুপ্রেরনা বাড়িয়ে দেয় তাই কেউ কিছু যদি খারাপ বলে তবে অযথা কেন নিজের লেখা মুছে দেবেন বরং আপনার লেখার প্রতি যুক্তি দিয়ে দিন।

২৭ শে ফেব্রুয়ারি, ২০১৩ দুপুর ১২:৫৬

লাবনী আক্তার বলেছেন: হুম খুব ভালো কথা বলছেন। এটা আমিও ভেবেছি। ভুল করে মানুষ যেমন শিখে। তেমনি ঋণাত্মক মুল্যায়ন দ্বারা আমরা আমাদের লেখার মান বিচার করতে পারি এবং ভবিষতে আরও ভালো লিখতে চেষ্টা করি।

ধন্যবাদ ভাইয়া।

৮| ২৭ শে ফেব্রুয়ারি, ২০১৩ দুপুর ১২:৫৩

সিয়ন খান বলেছেন: “ এই টুনি যাবি আমার লগে ?
-কই নিয়া যাইবা মাঝি?
-যেইহানে কেউ নাই সেইহানে
-যাবি ?
-আমার যে ডর করে মাঝি
-থাক তোর যাওন লাগবনা”।
ভাল লাগলো ++

২৭ শে ফেব্রুয়ারি, ২০১৩ দুপুর ১:০১

লাবনী আক্তার বলেছেন:

অনেক ধন্যবাদ! ভালো থাকবেন।

৯| ২৭ শে ফেব্রুয়ারি, ২০১৩ দুপুর ১২:৫৩

অনীনদিতা বলেছেন: ami jani majhi kothay thake;)
tumi janona;)????!!!!


















majhi thake noditey;):P:P

২৭ শে ফেব্রুয়ারি, ২০১৩ দুপুর ১:০২

লাবনী আক্তার বলেছেন: =p~ =p~ =p~ =p~ =p~ =p~ :D :D :D :D


দুষ্টু মেয়ে!! হুম আমিত ভুইলাই গেছিলাম যে মাঝি নদীতে থাকে। :D :D

১০| ২৭ শে ফেব্রুয়ারি, ২০১৩ দুপুর ১:০৬

ইনকগনিটো বলেছেন: গান হলে ভালোই লাগবে। ;) ;) ;)

মাঝি দৌড় দিয়া আপ্নের কাছে চইলা আসবে। :-/ :-/

২৭ শে ফেব্রুয়ারি, ২০১৩ দুপুর ১:০৯

লাবনী আক্তার বলেছেন: কি গান গাইব ওগো বন্ধু!! :P :P :P

১১| ২৭ শে ফেব্রুয়ারি, ২০১৩ দুপুর ১:১১

অনীনদিতা বলেছেন: মাঝি নাও ছাইড়া দে
ও মাঝি পাল উড়াইয়া দে
গা রে মাঝি গা কোন গান:)

মাঝির বউ;)মাঝিতো নাই এখন আপনিই একটা গান শুনান না:)
ইদানিং খুব গান শুনতে ইচ্ছা করে;):P

২৭ শে ফেব্রুয়ারি, ২০১৩ দুপুর ১:৫৫

লাবনী আক্তার বলেছেন: তুমি নাহয় রহিতে কাছে
কিছুক্ষন আরও নাহয় রহিতে কাছে
আরও কিছু কথা না হয় বলিতে মোরে
এই মধুক্ষন মধুময় হয়ে নাহয় উঠিত ভোরে
আরও কিছু কথা না হয় বলিতে মোরে.।.।.।.।।।


শুনালাম গান। ;) ;) :D :P

১২| ২৭ শে ফেব্রুয়ারি, ২০১৩ দুপুর ১:১১

জাওয়াদ তাহমিদ বলেছেন: "হাজার বছর ধরে" এর কথা মনে করিয়ে দিলেন।

২৭ শে ফেব্রুয়ারি, ২০১৩ দুপুর ১:৫৬

লাবনী আক্তার বলেছেন:
তাই?? :) :) :)

১৩| ২৭ শে ফেব্রুয়ারি, ২০১৩ দুপুর ১:৫৭

নেক্সাস বলেছেন: মাঝি কেন আহেনা?

২৭ শে ফেব্রুয়ারি, ২০১৩ দুপুর ২:১২

লাবনী আক্তার বলেছেন: :( :( :(

রাগ করছে মাঝি!

১৪| ২৭ শে ফেব্রুয়ারি, ২০১৩ দুপুর ২:০৮

অনীনদিতা বলেছেন: thanx:):)
tomar majhi chole ashche:)

১৫| ২৭ শে ফেব্রুয়ারি, ২০১৩ দুপুর ২:৩১

জাকারিয়া মুবিন বলেছেন: ২য় ভাললাগা।

ব্যর্থ চেষ্টা ভাল হইছে। :D

২৭ শে ফেব্রুয়ারি, ২০১৩ দুপুর ২:৪৫

লাবনী আক্তার বলেছেন: :P :P :P


ব্যর্থ চেষ্টায় আপনার ভালো লাগা পেয়ে ভালো লাগল। ভালো থাকবেন ভাইয়া।

১৬| ২৭ শে ফেব্রুয়ারি, ২০১৩ দুপুর ২:৩৬

shfikul বলেছেন: সুন্দর।+

২৭ শে ফেব্রুয়ারি, ২০১৩ দুপুর ২:৪৬

লাবনী আক্তার বলেছেন: :) :)

পড়ার জন্য অনেক ধন্যবাদ ভাই।

১৭| ২৭ শে ফেব্রুয়ারি, ২০১৩ বিকাল ৩:৫৩

িনহাজ রিমন বলেছেন: মাঝির বদলে আমি আসলে চলবে!!
;)

২৭ শে ফেব্রুয়ারি, ২০১৩ বিকাল ৪:০৫

লাবনী আক্তার বলেছেন: ভাই তুমি যে ছবি লাগাইছ তাতে তো মনে হয় তুমি আমার অনেক ছোট। :#) :#) :#)

আগে বড় হও তখন ছোট বইন খুইজা দিমুনে। ;) ;) :P :P :D ( তুমি বললাম বলে ভাই মনে কিছু নিও না । ছোট মনে হইছে তাই বলছি।)

১৮| ২৭ শে ফেব্রুয়ারি, ২০১৩ বিকাল ৪:৩৯

িনহাজ রিমন বলেছেন: কথাটা কবিতা পড়ে লিখেছিলাম।
অন্য কিছু না আপু।
কিছু মনে করবেন না প্লিজ।
আর তুমি করেই বলেন কারন আমি আপনার ছোটই হব।
আর ছোট বোন খুঁজে দিলে তো আমার জন্যই ভালো কারন কোন পরিশ্রম ছাড়া রেডিমেট পাবো :D :D :D

২৭ শে ফেব্রুয়ারি, ২০১৩ বিকাল ৫:০৩

লাবনী আক্তার বলেছেন: হুম ! সেটা আমি জানি। তাইতো কিছু মনে করিনি।

একটা হারিকেন নিয়া ছোট বোন খুঁজে দিবনে। ;) ;) :D :D :D

১৯| ২৭ শে ফেব্রুয়ারি, ২০১৩ বিকাল ৫:১৩

িনহাজ রিমন বলেছেন: :D :D :D

০৩ রা মার্চ, ২০১৩ সকাল ৮:৩১

লাবনী আক্তার বলেছেন: :) :)

২০| ২৭ শে ফেব্রুয়ারি, ২০১৩ রাত ৯:০৬

একজন আরমান বলেছেন:
আইডিয়া টা চরম তো। দেখি কাজে লাগাতে পারি কিনা।

তোমার লাইগা
-পরানডা আমার যে কেমন করে
কেমনে বুঝাই তোমারে!


সেই রকম হইছে।

০৩ রা মার্চ, ২০১৩ সকাল ৮:৩২

লাবনী আক্তার বলেছেন: কই কাজে লাগাইবা?? ;) ;) ;)

২১| ২৭ শে ফেব্রুয়ারি, ২০১৩ রাত ৯:২১

বিদ্রোহী ভৃগু বলেছেন: হায়রে টুনি!!!

এই জনমেই এত সহজেই ভুইলে গেলি!
কত দিন কত চাদনী পহর রাইতে
তোর অপেক্ষায় থেকে থেকে
বিহান রাইতে বুক ভরা বেদনা নিয়া
ফেরত যাইতাম!
সকালের সুরুযটা যেন
নির্ঘুমা চোখের লাল!

তুই শহরে চইলা আইলি!
কি যে কষ্ট টুনি!
দিন রাত সব একাকার হয়ি গেল;
সাধের নৌকা ডুবোয় দিয়া
এলাম শহরে!

লাল ণীল বাত্তি
আর লাল নীল নারীর ভিরে
খুঁজে খুঁজে হয়রান!
...
টুনি আজ আমারে চিনবিতো!
আমুওনা বদলে গেছি!
তোর সেই মাঝি, শুনে
চমকে উঠিস নে যেন-
এখন কম্পু চালায়
ব্লগ করে, আর নিভৃতে
শুধু খুজে ফেরে তার হারানো টুনিরে!! ;)



০৩ রা মার্চ, ২০১৩ সকাল ৮:৩৪

লাবনী আক্তার বলেছেন: চরম লিখছেন!! ;) ;) :D :D :D

২২| ২৭ শে ফেব্রুয়ারি, ২০১৩ রাত ১০:৩৬

জাওয়াদ তাহমিদ বলেছেন: লাবনী আপু আপনার কবিতায় টুনির ছায়া দেখতে পাচ্ছি।

;) ;)

উপন্যাসের শেষটুক পড়ে বেচারির জন্য খুব দুঃখ হয়।

০৩ রা মার্চ, ২০১৩ সকাল ৮:৩৭

লাবনী আক্তার বলেছেন: আসলে আমি কবিতাটা আমার মন থেকে লিখেছি। এখন আপনাদের কমেন্ট পড়ে মনে হচ্ছে তাইতো হাজার বছর ধরে গল্পের নায়িকার নাম টুনি ছিল। কোথায় যেন মিল আছে। কিন্তু কবিতাটা লিখার সময় এগুলো আমার মাথায় আসেনি।

২৩| ২৮ শে ফেব্রুয়ারি, ২০১৩ রাত ২:৪১

জনৈক গণ্ডমূর্খ বলেছেন: গ্রাম্য ভাষায় কবিতা লেখার ব্যর্থ চেষ্টা করলাম।

বুঝলাম!!! তয় মাঝিটা কেডা????

০৩ রা মার্চ, ২০১৩ সকাল ৮:৩৮

লাবনী আক্তার বলেছেন: মাঝিটা যে কে আমিও খুজতেছি! ;) ;) ;)

২৪| ২৮ শে ফেব্রুয়ারি, ২০১৩ রাত ২:৪৪

চেয়ারম্যান০০৭ বলেছেন: কুপিলার কবিতা ভালোই লাগলো।+

০৩ রা মার্চ, ২০১৩ সকাল ৮:৪৪

লাবনী আক্তার বলেছেন:

কবিতাটা লিখার সময় কপিলা / কুবের মাঝি এবং টুনির কথা মাথায় রেখে লিখিনি। তবে এখন দেখছি ওদের সাথে মিলে গেছে। :P :P

২৫| ০১ লা মার্চ, ২০১৩ রাত ৯:১৫

অনীনদিতা বলেছেন: হেই কি খবর???:)

০৩ রা মার্চ, ২০১৩ সকাল ৮:৪৫

লাবনী আক্তার বলেছেন: হুম , মোটামোটি ভালই।

২৬| ০১ লা মার্চ, ২০১৩ রাত ১০:০০

মামুন রশিদ বলেছেন: অন্য রকম স্বাদ পেলাম ;)

০৩ রা মার্চ, ২০১৩ সকাল ৮:৪৬

লাবনী আক্তার বলেছেন: :P :P :P

পোস্ট পড়ার জন্য ধন্যবাদ।

২৭| ০২ রা মার্চ, ২০১৩ ভোর ৫:৫৫

আশিক মাসুম বলেছেন: খারাপ হয়নাই :)

০৩ রা মার্চ, ২০১৩ সকাল ৮:৪৭

লাবনী আক্তার বলেছেন: ধন্যবাদ। :)

২৮| ০২ রা মার্চ, ২০১৩ ভোর ৫:৫৬

আশিক মাসুম বলেছেন: চেয়ারম্যান০০৭ বলেছেন: কুপিলার কবিতা ভালোই লাগলো।+



মনে মনে এই কথা আমিও কইতে চাইছিলাম :P :P =p~

০৩ রা মার্চ, ২০১৩ সকাল ৮:৪৭

লাবনী আক্তার বলেছেন: :D :D :D :D :P :P :P :P

২৯| ০৩ রা মার্চ, ২০১৩ বিকাল ৩:২৯

ঘুমন্ত আমি বলেছেন: লেখাটি পড়তে ভালো লেগেছে ।যদিও আমি যখন পড়ছিলাম তখন তা গদ্যই মনে হচ্ছিল ।এবং এও সত্য কবিতার গঠন প্রনালী সম্পর্কে আমার ধারনা নেই বললেই চলে ।

০৩ রা মার্চ, ২০১৩ বিকাল ৩:৩৪

লাবনী আক্তার বলেছেন: পোস্ট পড়ার জন্য ধন্যবাদ।

৩০| ০৩ রা মার্চ, ২০১৩ বিকাল ৩:৩৭

অনীনদিতা বলেছেন: চিকনা চিকনি ভালো থাকো;)

০৪ ঠা মার্চ, ২০১৩ সকাল ৮:২৩

লাবনী আক্তার বলেছেন: চিকনা মানুষ নাতো তাই আরকি মোটামোটি থাকি। ;) ;) ;)

৩১| ০৩ রা মার্চ, ২০১৩ সন্ধ্যা ৭:৪৪

ইখতামিন বলেছেন:
৭ম ভালো লাগা রইল.
যতটুকু বুঝতে পেরেছি, গ্রাম্য ভাষায় কবিতা লেখার চেষ্টাটা সফল হয়েছে। তবে চিত্রচয়ন আরও ভালো হয়েছে।

হাহাহা. অনীনদিতা বলেছেন: majhi thake noditey
আমি হাসতে হাসতে শেষ হয়ে গেলাম.
হহহাহাহাহোাহাহাহিহিহি

০৪ ঠা মার্চ, ২০১৩ সকাল ৮:২৪

লাবনী আক্তার বলেছেন: ধন্যবাদ এতো প্রশংশা করার জন্য। :) :)



অনীনদিতা ঠিকই বলছে!! ;) ;) :D

৩২| ০৫ ই মার্চ, ২০১৩ সকাল ৯:০৪

লাইলী আরজুমান খানম লায়লা বলেছেন: দারুন,,,,,,,ভাল লাগলো

০৫ ই মার্চ, ২০১৩ সকাল ৯:০৬

লাবনী আক্তার বলেছেন: লায়লা আপা অনেক ধন্যবাদ কবিতা পড়ার জন্য। ভালো থাকুন সবসময়।

৩৩| ০৬ ই মার্চ, ২০১৩ বিকাল ৪:৩২

একজন আরমান বলেছেন:
আরে কাব্য লিখায় কাজে লাগাবো।

অন্য কোন পথ নাই। :(

০৬ ই মার্চ, ২০১৩ বিকাল ৪:৩৬

লাবনী আক্তার বলেছেন: মন খারাপ কইরনা। :( :(

৩৪| ০৬ ই মার্চ, ২০১৩ বিকাল ৫:১৮

সেলিম আনোয়ার বলেছেন: আমি এখন জুড়ী নদীর তীরে
তোরে দিছি আড়ি
সারাজনম নাউয়ে থাকবাম
যাইতাম না আর বাড়ী
আমার প্রেমে না মইজা বন্ধু থাকলি দূরে দূরে
আমি যখসন দূরে থাকি তোর মনটা কেমন করে?
বুঝলি না সই আগে
এখন আমি পাথর হইছি বিষম অনুরাগে।
কান্দ ঘরে বইয়া
সারা জীবন কাটবো তোমার কৃষ্ণ হারা হইয়া। ;)

০৭ ই মার্চ, ২০১৩ সকাল ৮:৪২

লাবনী আক্তার বলেছেন: তুমি যখন দূরে থাক
মনটা আমার কেমন করে
কেমনে তোমারে বোঝাই?
মনের জ্বালা মনের মইধ্যে
রাখছি চাপা দিয়া
কেন তুমি পাথর হইছ
কেন করছ আমায় বিয়া?
কৃষ্ণহারা চাইনা হইতে
তোমারে চাই কাছে পাইতে। ;) ;) :P :P :P



৩৫| ০৬ ই মার্চ, ২০১৩ রাত ৯:৪৫

মাক্স বলেছেন: +

০৭ ই মার্চ, ২০১৩ সকাল ৮:৪২

লাবনী আক্তার বলেছেন: ধন্যবাদ। :) :)

৩৬| ০৭ ই মার্চ, ২০১৩ সকাল ১১:৪৮

সেলিম আনোয়ার বলেছেন: বিয়ার কথা ভুইলা যাও
কইয়োনা কারো কাছে
নতুন কাউরে খুজি আমি
ঘর বানমু তার সাথে
এখন যদি বিচার চাও
পঞ্চায়েতের কাছে
তোমার আমি অস্বীকার করমো
কান্দ যদি পাছে
মোরে ভুইলা যাও
পাশের বাড়ীর ব্যাডারে কেন লিকলিকিয়া চাও
থাক তারে লইয়া
আমারে তুমি দুঃখ দিছ
হেই ব্যাডার কথা কইয়া।
:)

০৭ ই মার্চ, ২০১৩ দুপুর ১২:০৫

লাবনী আক্তার বলেছেন: =p~ =p~ =p~ =p~

হাসতেই আছি।


এমন কথা কইতে পারলা
কাঁপল না তোমার বুক??
তুমি ছাড়া আমার জীবনে
চাইনা কোন সুখ।
মনের মইধ্যে সন্দেহ তোমার
থাক সন্দেহ লইয়া
মনেক দুঃখ মনেই লইয়া
যামু পরপারে চইলা। :(( :((



আপনার কথার সাথে মিলিয়ে চেষ্টা করলাম। :D :D :D :P :P

৩৭| ০৭ ই মার্চ, ২০১৩ দুপুর ১:১০

সায়েম মুন বলেছেন: বাহ! ভাল লাগলো ফোক কবিতা।

০৭ ই মার্চ, ২০১৩ দুপুর ১:৩৬

লাবনী আক্তার বলেছেন: আপনার ভালো লেগেছে শুনে ভালো লাগল। ধন্যবাদ।

৩৮| ০৭ ই মার্চ, ২০১৩ দুপুর ১:২১

লুছিফার বলেছেন: ভাল্লাগছে ।
অনেক ভালো লিখছেন । +

০৭ ই মার্চ, ২০১৩ দুপুর ১:৩৭

লাবনী আক্তার বলেছেন: প্রশংশা করার জন্য আপানকেও অনেক ধন্যবাদ। ভালো থাকবেন।

আমার ব্লগে স্বাগতম। :)

৩৯| ০৭ ই মার্চ, ২০১৩ সন্ধ্যা ৭:০৯

মশামামা বলেছেন: মজার একটা গল্প শোনাই - দেখেন কি চমকপ্রদ কাহিনী। নিজে পাত্তা না পাইয়া দু'জন ব্লগারের প্রেমের কবিতা আদান-প্রদানকে কেন্দ্র করিয়া একজন জনপ্রিয় ব্লগার জ্ঞান-বুদ্ধি হারাইয়া কিভাবে তার চক্ষুশূলদ্বয়কে গালিগালাজ করিয়া ব্লগ থেকে বিতাড়িত করিতে পারেন।

এখানে দেখেন - শায়মার ন্যাকা কাহিনী:
Click This Link

দুইদিন হইতে বিরাট গবেষণা করিয়া আমি ইহা আবিষ্কার করিয়া ফেলিলাম। তবে, নীলঞ্জন বা সান্তনু একটা গাধা। দিবাকে আমার ভালোই লাগতো। যাইহোক, উচিত ফল পাইয়াছে। তবে, শায়মা ও যে এক বিশাল মক্ষীরাণী এ ব্যাপারেও কোন সন্দেহ নাই।

১০ ই মার্চ, ২০১৩ সকাল ৮:৫৭

লাবনী আক্তার বলেছেন: আপনি এ ধরনের কমেন্ট কেন করলেন আমি বুঝতে পারলাম না।

কে কেমন সেটা জেনে কি লাভ?? আমি কেমন আগে সেটা জানতে হবে।

৪০| ০৮ ই মার্চ, ২০১৩ বিকাল ৪:৫৯

দিকভ্রান্ত*পথিক বলেছেন: অসামান্য ভাল লাগল!! ++++++


কিন্তুক!!!!!

কথা কিন্তু ফুরায় নি।




কইঞ্চেন দেখি মিল পান না কি এইটার সাথে? :-B :-B :-B



১০ ই মার্চ, ২০১৩ সকাল ৯:০০

লাবনী আক্তার বলেছেন: ভাইয়া ধন্যবাদ।

হুম! কথা কি আর ফুরায়?

আপনার কবিতা অনেক চমৎকার হয়েছে।

আমিতো ভাই আপনাদের মত এতো ভালো লিখতে পারিনা। :( :(

৪১| ১০ ই মার্চ, ২০১৩ বিকাল ৩:২৪

কাল্পনিক_ভালোবাসা বলেছেন: চমৎকার। :)

১০ ই মার্চ, ২০১৩ বিকাল ৩:৫৫

লাবনী আক্তার বলেছেন: কাল্পনিক ভাই অনেক ধন্যবাদ কবিতা পড়ার জন্য। ভালো থাকবেন।

৪২| ১০ ই মার্চ, ২০১৩ রাত ৯:২৬

ফারজানা শিরিন বলেছেন: দুঃখ ছাড়া নাকি কবিতার শব্দরা কাছে আসেনা ???

১১ ই মার্চ, ২০১৩ সকাল ৮:৩০

লাবনী আক্তার বলেছেন: হুম কথা সত্য।

৪৩| ১১ ই মার্চ, ২০১৩ সন্ধ্যা ৭:৩১

ফারজানা শিরিন বলেছেন: আমার শব্দরা কই হারালো ?!!!!!!!!!!!!!!

১২ ই মার্চ, ২০১৩ সকাল ৯:০৯

লাবনী আক্তার বলেছেন: শব্দরা হারায়নি, দুঃখ পেলেই আবার কাছে আসবে। :P :P

৪৪| ১০ ই এপ্রিল, ২০১৩ দুপুর ১২:১৯

সংসপ্তক_২০১১ বলেছেন: এটা কোন মাঝি?
কুবের মাঝি নাকি?

১০ ই এপ্রিল, ২০১৩ দুপুর ১:০২

লাবনী আক্তার বলেছেন: :#> :#> :#> আমিও ভাবছি কুবের মাঝি কিনা?

আপনার মন্তব্য লিখুনঃ

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.