![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
সত্য কাঁদে নিভৃতে, সাথে তার থাকে শুধু মহাকাল। সত্যের দীপশিখা চিরদিন জ্বলে । সত্য কখনো মিথ্যাকে করে নাকো ক্ষমা।
يوضعُ في أخْمَصِ قَدَمَيْهِ جَمْرَتَانِ يَغْلِي مِنْهُمَا دِمَاغُهُ . مَا يَرَى أنَّ أَحَداً أشَدُّ مِنْهُ عَذَاباً ، وَأنَّهُ لأَهْوَنُهُمْ عَذَاباً )) مُتَّفَقٌ عَلَيهِ .
নুমান ইবনে বাশীর রাদিয়াল্লাহু ‘আনহু থেকে বর্ণিত। তিনি বলেন, আমি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু ‘আলাইহি ওয়াসাল্লামকে বলতে শুনেছিঃ কিয়ামতের দিন জাহান্নামীদের মধ্যে সবচাইতে লঘু শাস্তি প্রাপ্ত ব্যক্তির শাস্তি হবে এই যে, তার দুই পায়ের তালুর নিচে আগুনের দু’টি অংগার রাখা হবে এবং তাতে তার মস্তিষ্ক সিদ্ধ হতে থাকবে। সে মনে করবে, তার চাইতে কঠিন শাস্তির মুখোমুখি আর কেউ হয়নি। অথচ সে-ই জাহান্নামীদের মধ্যে সবচাইতে হালকা শাস্তিপ্রাপ্ত।
_____________________________
[أخرجه : البخاري 8/144 ( 6562 ) ، ومسلم 1/135 ( 213 ) ( 363 )و( 364 )]
[বুখারী: 8/144 ( ৬৫৬২ ), মুসলিম: 1/135 ( ২১৩ ) ( 363 ) ও ( 364 )]
পাপ কাজ করা থেকে আমরা যেন বিরত থাকি।
দয়াময় আল্লাহ আমাদের সবার ঈমান মজবুত করুক। আমিন।
১৫ ই এপ্রিল, ২০১৩ বিকাল ৩:০৮
লাবনী আক্তার বলেছেন: মনে ভয় থাকলেই আমরা পাপ থেকে দূরে থাকতে পারব। ধন্যবাদ পোস্ট পড়ার জন্য।
২| ১৫ ই এপ্রিল, ২০১৩ দুপুর ২:৪৩
পরিবেশ বন্ধু বলেছেন: আল্লাহ ভাল কাজের পুরস্কার দেন ১০ নেকি
আর মন্দের জন্য ১ টি শাস্তি
অথচ মানুষ ভাল কাজ রেখে মন্দের দিকে দাবিত হয় ।
আখেরাতে ১ টি মাত্র নেকির অভাবে সুখের জান্নাত মিস হতে পারে
আর সেদিন আপন রক্তও একটি নেকি দান করতে নিজ
আত্মীয় কে অস্বীকার করে বসবে ।
আল্লাহ আমাদের সুমতি দিন রহমত ও হেদায়েত দিন আমিন
সুন্দর পোস্ট
শুভেচ্ছা +
১৫ ই এপ্রিল, ২০১৩ বিকাল ৩:০৯
লাবনী আক্তার বলেছেন: আল্লাহ আমাদের সুমতি দিন রহমত ও হেদায়েত দিন । আমিন।
ভাইয়া অনেক ধন্যবাদ ।
৩| ১৫ ই এপ্রিল, ২০১৩ বিকাল ৩:৩০
মোহাম্মদ নাজমুল ইসলাম বলেছেন: আল্লাহপাক যেন আমাকে আমল করার তৌফিক দান কনের, আমীন।
ধন্যবাদ সুন্দর লেখার জন্য।
ভবিষ্যতে আরো আশা করি।
১৫ ই এপ্রিল, ২০১৩ বিকাল ৩:৫৯
লাবনী আক্তার বলেছেন: ধন্যবাদ আপনাকে।
ইনশাআল্লাহ্ চেষ্টা করব।
৪| ১৫ ই এপ্রিল, ২০১৩ বিকাল ৩:৪১
ফার্ুক পারভেজ বলেছেন: আল্লাহ তুমি আমাদের জাহান্নামের শাস্তি থেকে হেফাজত কর। কোন শাস্তিই আমরা সইতে পারবনা।
১৫ ই এপ্রিল, ২০১৩ বিকাল ৪:০০
লাবনী আক্তার বলেছেন:
ঠিক বলছেন। আল্লাহ আমাদের হেদায়েত করুক। আমিন।
৫| ১৫ ই এপ্রিল, ২০১৩ বিকাল ৪:১৮
s r jony বলেছেন:
১৫ ই এপ্রিল, ২০১৩ বিকাল ৪:৩৬
লাবনী আক্তার বলেছেন: কি ভয় পেয়েছেন ??
৬| ১৫ ই এপ্রিল, ২০১৩ বিকাল ৪:২৩
আহলান বলেছেন: আল্লাহ আমাদেরকে ক্ষমা করুন ..... ক্ষমা ক্ষমা এবং ক্ষমা ..... আমিন ..
১৫ ই এপ্রিল, ২০১৩ বিকাল ৪:৩৬
লাবনী আক্তার বলেছেন: আমিন।
৭| ১৫ ই এপ্রিল, ২০১৩ বিকাল ৪:২৯
কান্ডারি অথর্ব বলেছেন:
আমিন।
১৫ ই এপ্রিল, ২০১৩ বিকাল ৪:৩৮
লাবনী আক্তার বলেছেন: পোস্ট পড়ার জন্য ধন্যবাদ কান্ডারী ভাই।
৮| ১৫ ই এপ্রিল, ২০১৩ বিকাল ৪:৩৯
কান্ডারি অথর্ব বলেছেন:
আপু আমিত আপনাকে অনুসরন করি সেই প্রথম থেকেই
১৫ ই এপ্রিল, ২০১৩ বিকাল ৫:০৪
লাবনী আক্তার বলেছেন:
ভাইয়া কিযে বলেন? আমি আপনাদের অনুসরন করি। আমি হলাম ছোট খাট লেখক। আপনার মত এতো ভালো লিখতে পারিনা।
৯| ১৫ ই এপ্রিল, ২০১৩ বিকাল ৫:০৮
কান্ডারি অথর্ব বলেছেন:
বৃক্ষ যত বড় হয় তত সে নত হয়ে আসে ঠিক মানুষ যত বড় মাপের হয় সে তত বিনয়ী হয়। আপনি অনেক ভাল লেখেন বোলেই আপনাকে অনুসরন করি। লেখা লিখি চালিয়ে যান অনেক ভাল করবেন।
১৬ ই এপ্রিল, ২০১৩ সকাল ১০:৫৬
লাবনী আক্তার বলেছেন: একজন সুন্দর দৃষ্টিভঙ্গির মানুষই পারে আরেকজনকে সুন্দরভাবে উপস্থাপন করতে। আপনি সেই সুন্দর দৃষ্টিভঙ্গির মানুষ তাই এতো সুন্দর করে বললেন।
কাগজে-কলমে লিখার সময় পাই। কিন্তু টাইপ করার সময় পাইনা।
১০| ১৫ ই এপ্রিল, ২০১৩ সন্ধ্যা ৭:১৮
ফারজানা শিরিন বলেছেন: কান্ডারী অথর্ব বলেছেন:
বৃক্ষ যত বড় হয় তত সে নত হয়ে আসে ঠিক মানুষ যত বড় মাপের হয় সে তত বিনয়ী হয়। আপনি অনেক ভাল লেখেন বোলেই আপনাকে অনুসরন করি। লেখা লিখি চালিয়ে যান অনেক ভাল করবেন।
১৬ ই এপ্রিল, ২০১৩ সকাল ১০:৫৭
লাবনী আক্তার বলেছেন: আপা আপনিও অনেক ভাল লিখেন। ধন্যবাদ আপা। ভাল থাকবেন।
১১| ১৫ ই এপ্রিল, ২০১৩ রাত ৯:৫১
জাকারিয়া মুবিন বলেছেন:
আমিন।
১৬ ই এপ্রিল, ২০১৩ সকাল ১১:২৬
লাবনী আক্তার বলেছেন: ভাইয়া অনেক ধন্যবাদ পোস্ট পড়ার জন্য।
১২| ১৫ ই এপ্রিল, ২০১৩ রাত ১১:০১
পেন্সিল চোর বলেছেন: :-& :-& :-& :-&
আইচ্ছা আমি তো ছোট খাটো চুরি করছি জীবনে। পেন্সিল ছাড়া কিছুই চুরি করি নাইগা। আমারও কি শাস্তি হইব!!! ডর লাগতাছে!!
১৬ ই এপ্রিল, ২০১৩ সকাল ১১:২৮
লাবনী আক্তার বলেছেন: যে নিজের ভুল বুঝতে পেরে তওবা করে নিশ্চয়ই আল্লাহ তাকে ক্ষমা করবেন।
আল্লাহ মহান। আল্লাহ আমাদের সবাইকে ক্ষমা করুন। আমিন।
১৩| ১৫ ই এপ্রিল, ২০১৩ রাত ১১:১০
আশিক মাসুম বলেছেন: পাপ কাজ করা থেকে আমরা যেন বিরত থাকি।
দয়াময় আল্লাহ আমাদের সবার ঈমান মজবুত করুক। আমিন।
১৬ ই এপ্রিল, ২০১৩ সকাল ১১:২৯
লাবনী আক্তার বলেছেন: আমিন।
১৪| ১৬ ই এপ্রিল, ২০১৩ রাত ১২:০৫
একজন আরমান বলেছেন:
দয়াময় আল্লাহ আমাদের সবার ঈমান মজবুত করুক। আমিন।
১৬ ই এপ্রিল, ২০১৩ সকাল ১১:২৯
লাবনী আক্তার বলেছেন: আমিন।
১৫| ১৬ ই এপ্রিল, ২০১৩ রাত ২:২১
যুবায়ের বলেছেন: আল্লাহ রাব্বুল আলামিন আমাদের জাহান্নামের ভয়াবহ শাস্তি থেকে রক্ষা করুন। আমীন
১৬ ই এপ্রিল, ২০১৩ সকাল ১১:৩৩
লাবনী আক্তার বলেছেন: আমিন।
©somewhere in net ltd.
১|
১৫ ই এপ্রিল, ২০১৩ দুপুর ২:৪১
তানভীর আহমেদ সিদ্দিকী বলেছেন: ডর লাগে।