![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
সত্য কাঁদে নিভৃতে, সাথে তার থাকে শুধু মহাকাল। সত্যের দীপশিখা চিরদিন জ্বলে । সত্য কখনো মিথ্যাকে করে নাকো ক্ষমা।
আজ তোমাকে পাইনি খুঁজে
কোথায় ছিলে, কেমন ছিলে?
হটাৎ করেই হারিয়ে গেলে
আচ্ছা তুমি কি আমায় মিস করো ? :!>
এই কথাটি বললেই
তুমি আমায় টিজ করো
আচ্ছা ভালোবাসা মানেই কি ভোগবিলাস?
নাকি মিষ্টি প্রেমের সুখবিলাস?
আজ তোমাকে পাইনি খুঁজে
এই মন কি আর কিছু বুঝে?
একটু একটু করে সৃষ্টি করো
ভালবাসার নৌকোটি
অথৈ জলে ভাসব দুজন
থাকবেনা আর মানাটি
ইস! আজ তুমি কোথায় গেলে?
হয়েছ কি লক্ষী ছেলে ?
ঘুমিয়ে আছ, কি করছ?
জেগে থাকলে আওয়াজ দিও
মেঘলা দিনে চুপটি করে
একলা বসে ভাল লাগে?
তোমার সাথে ঝগড়া করতে
ভীষন আমার ভালো লাগে
মিষ্টি করে বলবে যখন সরি
আমি তখন তুলে নিব
আমার সকল আড়ি।
মাথায় একটু দুষ্টামি বুদ্ধি চাপল তাই এমন কবিতা লেখা।
:!> :!>
২২ শে মে, ২০১৩ দুপুর ১২:০৪
লাবনী আক্তার বলেছেন:
আড়ি থাকবে আড়ি থাকবে
যতক্ষণ না সরি বলবে!
একটু দুষ্টামি করে লিখাম আর কি। :!> :!>
২| ২২ শে মে, ২০১৩ দুপুর ১২:০৫
s r jony বলেছেন: এইরূপ সহজ ভাষা ও ছন্দের কবিতাই ভাল লাগে।+++++
মাঝে মাঝে খুব হিংসা হয়, আপনারা সবাই কত সুন্দর কবিতা লিখতে পারেন, কিন্তু আমি কেন পারি না
২২ শে মে, ২০১৩ দুপুর ১:১৩
লাবনী আক্তার বলেছেন:
প্লাসের জন্য ধন্যবাদ।
হিংসা করা ভালতো । এতে ভাল ভাল কবিতা লিখতে সাহায্য করবে আপনাকে।
আপনিও অনেক ভাল লিখেন । পারেন না এই কথা বইলেন না। বুজলেন?
৩| ২২ শে মে, ২০১৩ দুপুর ১২:১০
আমিনুর রহমান বলেছেন:
দুষ্টু কবিতায় +++
আচ্ছা ভালোবাসা মানেই কি ভোগবিলাস?
নাকি মিষ্টি প্রেমের সুখবিলাস?
২২ শে মে, ২০১৩ দুপুর ১:১৭
লাবনী আক্তার বলেছেন:
প্লাসের জন্য অসংখ্য ধন্যবাদ ভাইয়া।
৪| ২২ শে মে, ২০১৩ দুপুর ১২:১১
সেলিম আনোয়ার বলেছেন: সরি
২২ শে মে, ২০১৩ দুপুর ১:১৯
লাবনী আক্তার বলেছেন: কান না ধরে বললে সরি
ভাঙবেনাতো আমার আড়ি
৫| ২২ শে মে, ২০১৩ দুপুর ১২:২৬
মাক্স বলেছেন:
২২ শে মে, ২০১৩ দুপুর ১:২২
লাবনী আক্তার বলেছেন:
৬| ২২ শে মে, ২০১৩ দুপুর ১২:২৮
অদৃশ্য বলেছেন:
বেশ ভালো লাগলো ...
শুভকামনা...
২২ শে মে, ২০১৩ দুপুর ১:২৩
লাবনী আক্তার বলেছেন: :!> :!> :!>
ভাল লেগেছে শুনে ভালো লাগল। ধন্যবাদ ভাই।
৭| ২২ শে মে, ২০১৩ দুপুর ১২:৩৩
বাংলাদেশী দালাল বলেছেন:
"মিষ্টি করে বলবে যখন সরি
আমি তখন তুলে নিব
আমার সকল আড়ি।"
মিষ্টি করে সরি কিভাবে বলতে হ্য়?
+++
২২ শে মে, ২০১৩ দুপুর ১:২৪
লাবনী আক্তার বলেছেন:
সরি জানিনাতো !
ধন্যবাদ প্লাসের জন্য।
৮| ২২ শে মে, ২০১৩ দুপুর ১২:৩৮
অপর্ণা মম্ময় বলেছেন: কবিতাটা তো ঠিকই ছিল কিন্তু এত্ত গুলো ইমো ক্যান?
দুষ্টামি ?
২২ শে মে, ২০১৩ দুপুর ১:২৬
লাবনী আক্তার বলেছেন:
আমার ব্লগে স্বাগতম। কোথায় কেমন আবেগ তাই একটু দুষ্টামি করে বুঝালাম। :!> :!>
কবিতা পাঠে কৃতজ্ঞতা।
৯| ২২ শে মে, ২০১৩ দুপুর ১:৩৭
তুষার মানব বলেছেন: আচ্ছা ভালোবাসা মানেই কি ভোগবিলাস?
নাকি মিষ্টি প্রেমের সুখবিলাস
চরম হইসে এই লাইন ২ টা
২২ শে মে, ২০১৩ দুপুর ১:৫০
লাবনী আক্তার বলেছেন:
হুম ব্রাদার থেঙ্কু লও।
১০| ২২ শে মে, ২০১৩ দুপুর ১:৫৫
হাসান মাহবুব বলেছেন: ইমোসর্বস্ব ইমোশনাল কবিতায় মজা পাইলাম।
২২ শে মে, ২০১৩ দুপুর ২:০৫
লাবনী আক্তার বলেছেন:
ধন্যবাদ জানিবেন।
১১| ২২ শে মে, ২০১৩ দুপুর ২:৪৬
ঘুড্ডির পাইলট বলেছেন: খুব অল্প কবিতাই পড়ি এই কবিতাটা ভালো লাগছে মজা পাইছি
২২ শে মে, ২০১৩ বিকাল ৩:০৪
লাবনী আক্তার বলেছেন: কি সৌভাগ্য আমার। :!> :!>
ভালো লেগেছে জেনে খুব খুশি হলাম। কবিতা পাঠে কৃতজ্ঞতা জানিবেন।
১২| ২২ শে মে, ২০১৩ বিকাল ৩:৪৪
অদ্বিতীয়া আমি বলেছেন: দুষ্টামি বুদ্ধি
২২ শে মে, ২০১৩ বিকাল ৪:৪৪
লাবনী আক্তার বলেছেন: হাহাহা । হুম!
১৩| ২৩ শে মে, ২০১৩ রাত ১২:৩০
একজন আরমান বলেছেন:
তুমি যেখানে আমি সেখানে,
সেকি জানো না?
১৪| ২৩ শে মে, ২০১৩ সকাল ৯:২২
লাবনী আক্তার বলেছেন: বৃষ্টিময় সকালের শুভেচ্ছা ব্রাদার। কবিতা পড়ার জন্য ধন্যযোগ।
১৫| ২৩ শে মে, ২০১৩ সকাল ১০:৫০
মামুন রশিদ বলেছেন: প্রিয় মানুষের সাথে আড়ি পাতা ভালু না
১৬| ২৩ শে মে, ২০১৩ বিকাল ৩:৫৮
লাবনী আক্তার বলেছেন: মামুন ভাই মানুষ কিন্তু প্রিয় মানুষের সাথেই আড়ি দেয়। আসলে এটা কাল্পপিক কবিতা ।ধন্যবাদ আপনাকে। ভালো থাকবেন।
১৭| ২৩ শে মে, ২০১৩ রাত ৮:২৪
দুঃখিত বলেছেন: অনেক ভালো হয়েছে কবিতাখানা
- - = +
১৮| ২৪ শে মে, ২০১৩ দুপুর ১২:৪৭
কান্ডারি অথর্ব বলেছেন:
দুষ্টু হলেও সু পাঠ্য। ++++++
১৯| ২৪ শে মে, ২০১৩ দুপুর ১২:৫৬
লাবনী আক্তার বলেছেন: দুঃখিত আপনাকে অনেক ধন্যবাদ। আপনাদের ভালোলাগা লিখতে অনুপ্রাণিত করে। ভালো থাকবেন।
২০| ২৪ শে মে, ২০১৩ দুপুর ১২:৫৯
লাবনী আক্তার বলেছেন:
কান্ডারী ভাই আপনার কমেন্টের জন্য অপেক্ষায় ছিলাম। কবিতা পাঠে কৃতজ্ঞতা জানিবেন।
২১| ২৪ শে মে, ২০১৩ রাত ৯:১৩
সায়েম মুন বলেছেন: আইচ্ছা। কাইদা কাইটা চোখ টিপি দিয়া। রাগে ক্ষোভে দু:খে জটিল একটা কোবতে। এবার বোধয় সে না আইসা পারবে না। আড়ি হাঁড়ি ভাঙ্গেন।
২৬ শে মে, ২০১৩ সকাল ৯:২৬
লাবনী আক্তার বলেছেন:
২২| ২৬ শে মে, ২০১৩ দুপুর ১:২৬
স্নিগ্ধ শোভন বলেছেন:
আচ্ছা ভালোবাসা মানেই কি ভোগবিলাস?
নাকি মিষ্টি প্রেমের সুখবিলাস?
++++++
২৬ শে মে, ২০১৩ দুপুর ১:৪১
লাবনী আক্তার বলেছেন:
প্রশ্নটা আমার ছিল, উত্তরটা দিয়ে গেলেন না?
কবিতা পাঠে কৃতজ্ঞতা।
২৩| ২৬ শে মে, ২০১৩ সন্ধ্যা ৭:১৪
শেরজা তপন বলেছেন: দারুন ছন্দে গাঁথা মজার একটা কবিতা( নাকি ছড়া)
ভাল লাগল।
২৪| ২৬ শে মে, ২০১৩ রাত ১০:৫০
লাবনী আক্তার বলেছেন: শেরজা ভাই আপনাকে অনেক ধন্যবাদ। কবিতা পাঠে কৃতজ্ঞতা জানিবেন।
©somewhere in net ltd.
১|
২২ শে মে, ২০১৩ দুপুর ১২:০০
সেলিম আনোয়ার বলেছেন: এখনই আড়ি তুলে নেন।শর্ত দেয়া চলবে না।