![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
সত্য কাঁদে নিভৃতে, সাথে তার থাকে শুধু মহাকাল। সত্যের দীপশিখা চিরদিন জ্বলে । সত্য কখনো মিথ্যাকে করে নাকো ক্ষমা।
শিশির ভেজা নরম ঘাস দেখেই পা ফেলেছিলাম
কিন্তু যে পথে আমি হেঁটে গিয়েছি
শিশির শুকিয়ে গিয়ে সে পথের ঘাস মরে গিয়েছে,
যে নৌকায় আমি উঠতে চাই
তা-ই ঝড়ের আঘাতে ভেঙ্গে চুরমার হয়ে গিয়েছে।
প্রজাপ্রতির মতই আমি ডানা মেলে উড়তে চেয়েছিলাম
আর সেই ডানা আমার ভেঙ্গে পড়েছে,
যন্ত্রণা এখন আমার নিত্য সঙ্গী
আমি তবুও হেঁটে চলেছি
তুমি হীন নৈঃশব্দ বালু চরে।
২৬ শে মে, ২০১৩ বিকাল ৩:৪১
লাবনী আক্তার বলেছেন:
কবিতা পাঠে কৃতজ্ঞতা। আর প্লাসের জন্য ধন্যবাদ।
২| ২৬ শে মে, ২০১৩ বিকাল ৩:৪৪
মেহেরুন বলেছেন: সুন্দর কবিতা +++++
২৬ শে মে, ২০১৩ বিকাল ৩:৪৬
লাবনী আক্তার বলেছেন: মেহেরুন আপা অনেক ধন্যবাদ। আমার ব্লগে স্বাগতম! ভালো থাকবেন।
৩| ২৬ শে মে, ২০১৩ বিকাল ৩:৪৪
মেহেরুন বলেছেন: সুন্দর কবিতা +++++
২৬ শে মে, ২০১৩ বিকাল ৩:৪৬
লাবনী আক্তার বলেছেন: মেহেরুন আপা অনেক ধন্যবাদ। আমার ব্লগে স্বাগতম! ভালো থাকবেন।
৪| ২৬ শে মে, ২০১৩ বিকাল ৪:০০
ইমরাজ কবির মুন বলেছেন:
২-১টা জায়গায় বিরাম চিহ্নের দরকার ছিল।
কবিতাটা চমৎকার হৈসে বাই দ্যা ওয়ে ||
২৭ শে মে, ২০১৩ সকাল ৮:৩৬
লাবনী আক্তার বলেছেন: জী! ঠিক করে দিয়েছি। অনেক ধন্যবাদ আপনাকে। ভালো থাকবেন।
৫| ২৬ শে মে, ২০১৩ বিকাল ৪:১৯
লাইলী আরজুমান খানম লায়লা বলেছেন: সুন্দর, বড়ই সুন্দর হয়েছে,,,,,,,মনে ধরে গেল
২৭ শে মে, ২০১৩ সকাল ৮:৩৯
লাবনী আক্তার বলেছেন: :!> :!>
আপনার মনে ধরেছে শুনে ভালো লাগল খুব। কবিতা পাঠে কৃতজ্ঞতা জানিবেন। ভালো থাকবেন।
৬| ২৬ শে মে, ২০১৩ বিকাল ৪:৪৮
সায়েম মুন বলেছেন: ভাল লেগে গেল
২৭ শে মে, ২০১৩ সকাল ৮:৪১
লাবনী আক্তার বলেছেন: সায়েম ভাই আপনার মত তো এতো ভালো লিখতে পারিনা।
যাক, আপনার ভালো লেগেছে তাই খুব ভালো লাগছে। উৎসাহ পাচ্ছি লিখার।
২৭ শে মে, ২০১৩ সকাল ৮:৪২
লাবনী আক্তার বলেছেন: ধন্যবাদ জানিবেন। ভালো থাকুন।
৭| ২৬ শে মে, ২০১৩ বিকাল ৪:৫০
অপর্ণা মম্ময় বলেছেন: নৈঃশব্দ্যে বসবাস সবসময় খারাপ না !
শুভেচ্ছা লাবনীকে
২৭ শে মে, ২০১৩ সকাল ৮:৪৫
লাবনী আক্তার বলেছেন: তাই বুঝি?
কবিতা পড়ার জন্য ধন্যবাদ। আপনাকেও শুভেচ্ছা।
৮| ২৬ শে মে, ২০১৩ বিকাল ৫:০৮
মামুন রশিদ বলেছেন: বিষাদ কাব্য ভালো হইছে
২৭ শে মে, ২০১৩ সকাল ৮:৪৮
লাবনী আক্তার বলেছেন: ভাইয়া ধন্যবাদ। কবিতা পাঠে কৃতজ্ঞতা জানিবেন।
৯| ২৬ শে মে, ২০১৩ বিকাল ৫:৩৫
কান্ডারি অথর্ব বলেছেন:
সুন্দর সুন্দর সুন্দর +++++++
২৭ শে মে, ২০১৩ সকাল ৮:৫৪
লাবনী আক্তার বলেছেন: :!> :!> :!>
প্লাসের জন্য অনেক ধন্যবাদ।
আমার লেখার একজন ভালো সমালোচক হিসেবে আমি আপনাকে মনে করি। তাই ভুল ত্রুটিগুলো ধরিয়ে দিলেও খুশি হবো। অন্তত শিখতে পারব। ভালো থাকুন এবং সুস্থ থাকুন।
১০| ২৬ শে মে, ২০১৩ সন্ধ্যা ৭:০৪
হাসান মাহবুব বলেছেন: ++
২৭ শে মে, ২০১৩ সকাল ৮:৫৭
লাবনী আক্তার বলেছেন: হাসান ভাই আপনাদের মত ভালো লেখকরা যখন আমার মত ক্ষুদ্র মানুষের লেখা পড়ে ভালো বলেন সত্যি মন থেকে বলছি ভীষণ ভালো লাগে।
কবিতা পাঠে কৃতজ্ঞতা। ভালো থাকবেন।
১১| ২৬ শে মে, ২০১৩ রাত ৮:৫২
আমিভূত বলেছেন: সুন্দর ছোট্ট কবিতা !
ভালোলাগা ।
২৭ শে মে, ২০১৩ সকাল ৯:০৩
লাবনী আক্তার বলেছেন: ভূত সাহেবের কবিতা ভাললাগার জন্য অনেক ধন্যবাদ।
কি সৌভাগ্য আমার ! ভূত আমার কবিতা পড়ে। না
যারা পরছে তারা সবাইতো মানুষ। আপনি ভূত বলে কথা।
১২| ২৬ শে মে, ২০১৩ রাত ৯:৩১
শুকনোপাতা০০৭ বলেছেন: সুন্দর কাব্য
২৭ শে মে, ২০১৩ সকাল ৯:১১
লাবনী আক্তার বলেছেন: শুকনো পাতা আপনাকে অনেক ধন্যবাদ। ভালো থাকবেন।
১৩| ২৭ শে মে, ২০১৩ রাত ১:৪৮
একজন আরমান বলেছেন:
২৭ শে মে, ২০১৩ সকাল ৯:১৪
লাবনী আক্তার বলেছেন:
মন খারাপ হইছে?? সরি ব্রাদার!
১৪| ২৭ শে মে, ২০১৩ রাত ২:০০
ঘুড্ডির পাইলট বলেছেন: রম্য গল্প কোই ?
২৭ শে মে, ২০১৩ সকাল ৯:১৯
লাবনী আক্তার বলেছেন:
ভাইজান আমার কি রম্য গল্প দেয়ার কথা ছিল নাকি??
তবে হ্যাঁ আমিতো একটা -রম্য কিনা জানিনা তবে মজার একটা গল্প লেখার চেষ্টা করতেছি। কথা হইল সেইটা আপনে জানলেন কেমনে??
বাতাসে কি আপনের গুপ্ত চর আছে নাকি?
১৫| ২৭ শে মে, ২০১৩ সকাল ১০:২৬
অদৃশ্য বলেছেন:
লিখাটি খুব ভালো লাগলো আমার... তাকে ছাড়াই যখন লেখক নৈঃশব্দ্যের বালুচরে ঘোরা শুরু করলেন, তখনই বালুচর তার নৈঃশব্দ্যের আবহটা হারিয়ে ফেলা শুরু করলো যেন ...
শুভকামনা...
২৭ শে মে, ২০১৩ সকাল ১১:৩৯
লাবনী আক্তার বলেছেন: সুন্দর কমেন্টের জন্য অনেক ধন্যবাদ। আপনার জন্যও শুভকামনা রইল।
১৬| ২৭ শে মে, ২০১৩ দুপুর ১২:৩৩
s r jony বলেছেন:
কবিতা ভাল লাগছে,
কাচি নিয়ে বসলাম, মারিং কাটিং করতে পারি
২৭ শে মে, ২০১৩ দুপুর ১:০২
লাবনী আক্তার বলেছেন:
ডরাইছি।
ধন্যবাদ জনি ভাই।
১৭| ২৭ শে মে, ২০১৩ সন্ধ্যা ৬:৫৪
আশিক মাসুম বলেছেন: আমি তবুও হেঁটে চলেছি
তুমি হীন নৈঃশব্দ বালু চরে।
সুন্দর।
২৮ শে মে, ২০১৩ সকাল ৮:৪৩
লাবনী আক্তার বলেছেন: ধন্যবাদ আশিক ভাই। কেমন আছেন? দেখা যায় না ইদানিং আপনাকে।
১৮| ২৮ শে মে, ২০১৩ বিকাল ৩:২৩
সেলিম আনোয়ার বলেছেন: দুঃখ কাব্য ভাল লাগলো । নৌকা আর মাঝি নিয়ে খুব দুশ্চিন্তায় আছেন? আবার ডানা ও ভেঙেছে।
গড হেল্প ইউ্
২৮ শে মে, ২০১৩ বিকাল ৩:৩১
লাবনী আক্তার বলেছেন:
হুম! একটুতো দুশ্চিন্তা হবারই কথা তাইনা কবি সাহেব?
ধন্যবাদ আপনাকে। আল্লাহ আপনারও মঙ্গল করুক।
১৯| ২৮ শে মে, ২০১৩ রাত ১০:৫৬
সোহাগ সকাল বলেছেন: দশ লাইনের সুন্দর কবিতা।
২৯ শে মে, ২০১৩ সকাল ৮:৫৪
লাবনী আক্তার বলেছেন: শুভ সকাল! সকাল সাহেব কেমন আছেন?
কবিতা পাঠে কৃতজ্ঞতা। ভালো থাকবেন।
২০| ৩০ শে মে, ২০১৩ বিকাল ৪:৩৮
এরিস বলেছেন: এখানে কোলাহল ছিল। তুমি নেই তাই নৈঃশব্দ বালুচর। কবিতায় ভালোলাগা। ছোট কবিতা, অনুভূতি অনেক। সহজ সাবলীল ভাষায় লিখে যাওয়া কিছু তীব্র আর্তনাদ, কেউ শোনেনি, শুনতে আসবেও না কোনদিন। অনুসরণ করলাম।
৩০ শে মে, ২০১৩ বিকাল ৪:৪৭
লাবনী আক্তার বলেছেন: কবিতা পাঠে কৃতজ্ঞতা জানিবেন। অনেক ধন্যবাদ। ভালো থাকবেন এরিস ভাই।
©somewhere in net ltd.
১|
২৬ শে মে, ২০১৩ বিকাল ৩:৩৫
স্বপ্নবাজ অভি বলেছেন: যন্ত্রণা এখন আমার নিত্য সঙ্গী
আমি তবুও হেঁটে চলেছি
তুমি হীন নৈঃশব্দ বালু চরে।++++