নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

ধৈর্য্য একটি মহৎ গুন ।

লাবনী আক্তার

সত্য কাঁদে নিভৃতে, সাথে তার থাকে শুধু মহাকাল। সত্যের দীপশিখা চিরদিন জ্বলে । সত্য কখনো মিথ্যাকে করে নাকো ক্ষমা।

লাবনী আক্তার › বিস্তারিত পোস্টঃ

হয়ত তুমি..

২৩ শে জুন, ২০১৩ দুপুর ১২:৩৯


হয়ত তুমি হারিয়ে গিয়েছ
নয়ত গিয়েছ ভুলে,
বুকের ভেতর ঝড় বয়ে যায়
চেয়ে থাকি হৃদয় দুয়ার খোলে।

হয়ত তুমি সুখেই আছ
নয়তো আছ দুঃখে,
শূন্য হৃদয় পূর্ণ হবেনা
জানি চলে গেছ দূরে।

হয়ত তুমি আমায় রেখেছ নয়নে
নয়ত রেখেছ চোখের জলে,
আলেয়ার আলো কি আমি ছিলাম?
না-কি তা শুধু তুমিই ছিলে।

হয়ত তুমি এখন ভালই আছ
নয়ত রেখেছ নিজেকে গুটিয়ে ,
কি ভাবব তোমায় আমি ?
বলবে কি তা সত্যি করে।

হয়ত তুমি আসবে আবার
নয়ত যাবে ফিরে,
আমি শুধু রইব একা
মরেও রইব বেঁচে ।

হয়ত একদিন আমিই হারিয়ে যাব
নয়ত যাব তোমায় ভুলে,
সত্যি করে বলছি আমি
পাবেনা আর আমার খুঁজে।






মন্তব্য ৪৮ টি রেটিং +১২/-০

মন্তব্য (৪৮) মন্তব্য লিখুন

১| ২৩ শে জুন, ২০১৩ দুপুর ১২:৪৪

হাসান মাহবুব বলেছেন: ছন্দটা ঠিক থাকেনি সবসময়।

২৩ শে জুন, ২০১৩ দুপুর ১২:৫০

লাবনী আক্তার বলেছেন: :P
ছন্দটা ঠিক থাকেনি বলে সরি। :( :(

২| ২৩ শে জুন, ২০১৩ দুপুর ১:০০

মাক্স বলেছেন: সুন্দর++++

২৩ শে জুন, ২০১৩ দুপুর ১:২৫

লাবনী আক্তার বলেছেন: অনেকদিন পর আসলেন। কেমন আছেন?

প্লাসের জন্য অনেক ধন্যবাদ।

৩| ২৩ শে জুন, ২০১৩ দুপুর ১:০৫

সেলিম আনোয়ার বলেছেন: হয়ত একদিন আমিই হারিয়ে যাব
নয়ত যাব তোমায় ভুলে,
সত্যি করে বলছি আমি
পাবেনা আর আমার খুঁজে।


আহারে !কবি আমি হারায়নি এখনো আছি। সুন্দর কবিতায় ভাল লাগা।

২৩ শে জুন, ২০১৩ দুপুর ১:২৮

লাবনী আক্তার বলেছেন: হিহিহিহিহ ! তাই বুঝি? কোথায় আছেন তাহলে? ;) :P

কবিতায় ভাললাগার জন্য অশেষ ধন্যবাদ।

৪| ২৩ শে জুন, ২০১৩ দুপুর ১:২৫

কান্ডারি অথর্ব বলেছেন:

কিছু কিছু স্থানে ছন্দ পতন হয়েছে। তবে বাকিটা ভাল লেগেছে।

+++++ রইল।

২৩ শে জুন, ২০১৩ দুপুর ১:৩১

লাবনী আক্তার বলেছেন: ছন্দ পতন হয়েছে এটা আমিও বুঝতে পেরেছি, কিন্তু ছন্দ মিলাতে আর ইচ্ছে হচ্ছিলনা । :( :(

থাকনা কিছুটা ছন্দবিহিন। জীবনের সব কিছু কি একিরকম থাকে সবসময়?

প্লাসের জন্য কৃতজ্ঞতা জানিবেন।

৫| ২৩ শে জুন, ২০১৩ দুপুর ১:৩৩

রোহান খান বলেছেন: যারা হারিয়ে যায় তারা হারিয়ে যেতে হবে দেখেই যায়...। ওদের জন্য নিজে না হারিয়ে আপনাকে খুজে বার করুন। জিবন অবশ্যই আপনাকে হতাস করবে না।

২৩ শে জুন, ২০১৩ দুপুর ১:৩৪

লাবনী আক্তার বলেছেন: খুব সুন্দর করে বলেছেন। অনেক ধন্যবাদ ভাই আপনাকে। ভালো থাকবেন।

৬| ২৩ শে জুন, ২০১৩ দুপুর ১:৪০

কান্ডারি অথর্ব বলেছেন:
জীবনের ছন্দপতন এর সাথে কবিতার এই অন্তমিল আমাকে নতুন করে কবিতা সম্পর্কে ভাবাল। এবার আমার ব্যাখ্যাটি পছন্দ হয়েছে। তবে একটু কি সুন্দর ছন্দময় জীবনের স্বপ্ন দেখতে পারিনা।

২৩ শে জুন, ২০১৩ বিকাল ৩:১৬

লাবনী আক্তার বলেছেন: একটু কি সুন্দর ছন্দময় জীবনের স্বপ্ন দেখতে পারিনা।

হুম! অবশ্যই দেখতে পারি।

৭| ২৩ শে জুন, ২০১৩ দুপুর ২:১৬

ইরফান আহমেদ বর্ষণ বলেছেন: :) :) :) :)

২৩ শে জুন, ২০১৩ বিকাল ৩:২১

লাবনী আক্তার বলেছেন: :) :) :) :)

৮| ২৩ শে জুন, ২০১৩ বিকাল ৩:০৪

মাক্স বলেছেন: জ্বী ভালো আছি।
আপনিও ভালো আছেন নিশ্চয়?

২৩ শে জুন, ২০১৩ বিকাল ৩:২২

লাবনী আক্তার বলেছেন: হুম! আলহামদুলিল্লাহ! ভাল আছি ভাই।

৯| ২৩ শে জুন, ২০১৩ বিকাল ৪:২৭

আ.হ.ম. সবুজ বলেছেন: হয়ত তুমি এখন ভালই আছ
নয়ত রেখেছ নিজেকে গুটিয়ে ,
কি ভাবব তোমায় আমি ?
বলবে কি তা সত্যি করে।

অসাসধারন ছন্দের মিল । কবিতার প্রত্যেকটি অনুচ্ছেদই যেন এক একটি মনের আলাদা আলাদা অনুভূতি । খুভ সুন্দর ।

১০| ২৩ শে জুন, ২০১৩ বিকাল ৫:১৬

একজন আরমান বলেছেন:
হয়ত তুমি আসবে আবার
নয়ত যাবে ফিরে,
আমি শুধু রইব একা
মরেও রইব বেঁচে ।


আমার মনের কথার কপিরাইট করা নাই দেইখা আপনি এইভাবে তা চুরি করে লিখে দিবেন? X( X( X((

অনেক ভালো লেগেছে।

১১| ২৩ শে জুন, ২০১৩ বিকাল ৫:৩০

লাবনী আক্তার বলেছেন: সবুজ ভাই এতো সুন্দর করে প্রশংসা করার জন্য অনেক ধন্যবাদ।ভালো থাকবেন।

১২| ২৩ শে জুন, ২০১৩ বিকাল ৫:৩৫

লাবনী আক্তার বলেছেন: আরে আরমান বাই কি কইতাচেন এইগুলা? ;) :D হুম! তোমার ভালো লেগেছে শুনে ভালো লাগল। ভালো থাক ভাই।

১৩| ২৩ শে জুন, ২০১৩ বিকাল ৫:৪২

অচিন তারা বলেছেন: এই তুমি রা সবসময় এমনই হয়

২৪ শে জুন, ২০১৩ সকাল ৮:১২

লাবনী আক্তার বলেছেন: কেন এমন হয়? :( :(

ধন্যবাদ , ভালো থাকবেন।

১৪| ২৩ শে জুন, ২০১৩ রাত ৯:৪৯

শাওণ_পাগলা বলেছেন: সুন্দর। তবে ছন্দটা মাঝে মাঝে ড্রপ না করলে আরো বেশী সুন্দর হতো। ট্রানজিশনেও মসৃনতা ছিলো। শুভ কামনা।

২৪ শে জুন, ২০১৩ সকাল ৮:৩৪

লাবনী আক্তার বলেছেন: আসলে ছন্দ মেলাতে পরে খুব আলসেমি লাগছিল। সময় দিতে ইচ্ছে করছিলনা। :(

অনেক ধন্যবাদ আপনাকে। ভালো থাকবেন।

১৫| ২৩ শে জুন, ২০১৩ রাত ১০:০৪

অপূর্ণ রায়হান বলেছেন: সুন্দর ++++++++++

২৪ শে জুন, ২০১৩ সকাল ৮:৩৪

লাবনী আক্তার বলেছেন: অপূর্ন ভাই অনেক ধন্যবাদ। :)

১৬| ২৩ শে জুন, ২০১৩ রাত ১০:১০

মামুন রশিদ বলেছেন: হয়ত-নয়ত কবিতায় সপ্তম ভালোলাগা ।


+++

২৪ শে জুন, ২০১৩ সকাল ৮:৩৫

লাবনী আক্তার বলেছেন: :P :P

কবিতা পাঠে কৃতজ্ঞতা জানিবেন। ভালো থাকবেন।

১৭| ২৩ শে জুন, ২০১৩ রাত ১০:২৪

মায়াবী ছায়া বলেছেন: হয়ত একদিন আমিই হারিয়ে যাব
নয়ত যাব তোমায় ভুলে,
সত্যি করে বলছি আমি
পাবেনা আর আমার খুঁজে।
>>অনেক ভালো লাগলো ।।অনেক অনেক ++++++

২৪ শে জুন, ২০১৩ সকাল ৮:৩৯

লাবনী আক্তার বলেছেন: মায়াবী ছায়া আপনাকে অনেক অনেক ধন্যবাদ। কবিতা পাঠে কৃতজ্ঞতা । ভালো থাকবেন।

১৮| ২৪ শে জুন, ২০১৩ সকাল ৮:৩৬

ইমরাজ কবির মুন বলেছেন:
সুন্দর।
আলেয়ার আলো কি জিনিষ ??

২৪ শে জুন, ২০১৩ সকাল ৮:৪২

লাবনী আক্তার বলেছেন: ধন্যবাদ।

আলেয়ার আলো মানে- যা শুধু দূর থেকে দেখা যায় ছোঁয়া যায়না। আসলে যার কোন অস্তিত্ব নেই।

১৯| ২৪ শে জুন, ২০১৩ বিকাল ৪:২২

অদৃশ্য বলেছেন:





লিখাটি ভালো লেগেছে... হয়তো আরও ভালো হতে পারতো...

লিখতে থাকুন
শুভকামনা...

২৬ শে জুন, ২০১৩ দুপুর ১:১২

লাবনী আক্তার বলেছেন: ভাল লেগেছে শুনে ভাল লাগল। ধন্যবাদ জানিবেন।

আসলে ইদানিং লেখায় বেশি সময় দিতে ইচ্ছে হয়না। কেমন যেন অলস হয়ে গেছি। মন যা চায় লিখি কিন্তু পড়ে তা আর এডিট করতে মন চায় না। :(

২০| ২৬ শে জুন, ২০১৩ দুপুর ১২:৩১

রুদ্রনীল আর নীলকষ্ট বলেছেন: ১০ম ভালোলাগা।
++++++++++++++++++

২৬ শে জুন, ২০১৩ দুপুর ১:১৩

লাবনী আক্তার বলেছেন: রুদ্রনীল কবিতা পাঠে কৃতজ্ঞতা জানিবেন। ভাল থাকবেন। প্লাসের জন্য অনেক ধন্যবাদ।

২১| ২৭ শে জুন, ২০১৩ সন্ধ্যা ৭:৫০

সপ্নাতুর আহসান বলেছেন: ভাল লাগা(১১)। সুন্দর।
হয়ত তুমি আমায় রেখেছ নয়নে
নয়ত রেখেছ চোখের জলে,

২২| ২৭ শে জুন, ২০১৩ রাত ৯:২৫

লাবনী আক্তার বলেছেন: আহসান ভাই কবিতা পাঠে কৃতজ্ঞতা জানিবেন। ভালো থাকবেন।

২৩| ২৭ শে জুন, ২০১৩ রাত ৯:৩৪

মাহমুদুর রহমান সুজন বলেছেন: nice

৩০ শে জুন, ২০১৩ দুপুর ১:৩৮

লাবনী আক্তার বলেছেন: ধন্যবাদ সুজন ভাই।

২৪| ২৭ শে জুন, ২০১৩ রাত ৯:৩৬

মাহমুদুর রহমান সুজন বলেছেন: লিখতে গিয়ে দেখি বাংলা লিখতে পারছিনা! তাই ছোট্র করে কমেন্ট ; ভাল থাকবেন , বেশী করে লিখবেন।

৩০ শে জুন, ২০১৩ দুপুর ১:৩৯

লাবনী আক্তার বলেছেন: :)

ভাইয়া আপনিও ভালো থাকবেন।

২৫| ০৮ ই জুলাই, ২০১৩ দুপুর ১২:৪৬

সোহাগ সকাল বলেছেন: সুন্দর লিখেছেন!

২৬| ০৯ ই জুলাই, ২০১৩ রাত ১০:১০

লাবনী আক্তার বলেছেন: সকাল ধন্যবাদ আপনাকে । :)

২৭| ০৯ ই জুলাই, ২০১৩ রাত ১০:১২

মাহবু১৫৪ বলেছেন: +++++

১২ তম ভাল লাগা

সুন্দর তবে ছন্দ থাকলে আরো ভাল লাগতো।

২৮| ০৯ ই জুলাই, ২০১৩ রাত ১০:৩১

লাবনী আক্তার বলেছেন: প্লাসের জন্য ধন্যবাদ। ছন্দ মেলাতে পারিনি বলে দুঃখিত।

২৯| ১৩ ই জুলাই, ২০১৩ সকাল ৯:৩১

আমিনুর রহমান বলেছেন:

সুন্দর +++

১৩ ই জুলাই, ২০১৩ সকাল ৯:৪৫

লাবনী আক্তার বলেছেন: আমিনুর ভাই কবিতা পাঠে কৃতজ্ঞতা। :)

আপনার মন্তব্য লিখুনঃ

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.