![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
সত্য কাঁদে নিভৃতে, সাথে তার থাকে শুধু মহাকাল। সত্যের দীপশিখা চিরদিন জ্বলে । সত্য কখনো মিথ্যাকে করে নাকো ক্ষমা।
আমি বলছি আমাকে ভালোবাসতেই হবে
আমি চাই তোমার জন্য অপেক্ষা করতে
শুধু ঘরের ভেতর থেকে দরজা খুলে দেয়ার জন্য
বাইরে থেকে তুমি দরজা খুলতে খুলতে এখন ক্লান্ত।
আমি বলছি আমাকে ভালোবাসতেই হবে
আমি তোমাকে খেতে দিতে চাই
আমি চাই তোমার পাশে হাত পাখা নিয়ে বসে থাকতে
যদিও জানি এই ইলেকট্রিক যুগ
নারীকে মুক্তি দিয়েছে স্বামীর সেবার দায় থেকে।
আমি চাই তোমাকে জিজ্ঞেস করতে
তোমার জল লাগবে কিনা, নুন লাগবে কিনা
পাটশাক ভাঁজার সঙ্গে আরও একটা
তেলে ভাঁজা শুকনো মরিচ লাগবে কিনা
এঁটো বাসন, গেঞ্জি, রুমাল তুমি নিজেই
লক্ষ্মী ছেলের মত ধুতে পার। ;
আমি বলছি আমাকে ভালোবাসতেই হবে
আমি চাই ভেতর থেকে
তোমার ঘরের দরজা খুলে দিতে
অন্তত তোমাকে জিজ্ঞেস করব
'এই তোমার চোখ এত লাল কেন?'
নির্মলেন্দু গুনের অসাধারন সুন্দর 'তোমার চোখ এত লাল কেন' এই কবিতাটি অনুকরণে মজা করে উপরের কবিতাটা লিখা।
০১ লা জুলাই, ২০১৩ বিকাল ৩:১২
লাবনী আক্তার বলেছেন:
২| ০১ লা জুলাই, ২০১৩ দুপুর ২:৪৩
ইরফান আহমেদ বর্ষণ বলেছেন:
০১ লা জুলাই, ২০১৩ বিকাল ৩:১৭
লাবনী আক্তার বলেছেন:
৩| ০১ লা জুলাই, ২০১৩ দুপুর ২:৫০
নূর আদনান বলেছেন: আপু অনেক ভালো লাগলো। আমার অনেক ভালো লাগে কবিতাটি, আর এই বিপরীত ভার্সন পড়ে অনেক আনন্দ পেলাম
০১ লা জুলাই, ২০১৩ বিকাল ৩:১৭
লাবনী আক্তার বলেছেন: ধন্যবাদ ব্রাদার।
৪| ০১ লা জুলাই, ২০১৩ দুপুর ২:৫৪
নূর আদনান বলেছেন: কিন্তু "তোমার চোখ এত লাল কেন" শেষের এই অংশটুকু লেখেন নাই কেন?
এইডা কিন্তুক ঠিক হইল না
০১ লা জুলাই, ২০১৩ বিকাল ৩:১৯
লাবনী আক্তার বলেছেন: মিস্টেক হইয়া গেছে!
ঠিক করে দিছি ভাই!
৫| ০১ লা জুলাই, ২০১৩ বিকাল ৩:০২
মাক্স বলেছেন: হতাশ হৈলাম
০১ লা জুলাই, ২০১৩ বিকাল ৩:২১
লাবনী আক্তার বলেছেন: জাতির বেবাকের কাছে প্রশ্ন মাক্স ভাই কেন হতাশ?
থুক্কু জাতি জানতে চায় মাক্স ভাই কেন হতাশ?
:-<
৬| ০১ লা জুলাই, ২০১৩ বিকাল ৩:১৯
সপ্নাতুর আহসান বলেছেন:
০১ লা জুলাই, ২০১৩ বিকাল ৩:২২
লাবনী আক্তার বলেছেন:
৭| ০১ লা জুলাই, ২০১৩ বিকাল ৩:৩৭
নূর আদনান বলেছেন: আহা..! পুণাঙ্গ কবিতাটি এখন যা লাগছে না....!
আপনাকে ধন্যবাদ জাতির সমনে কবিতাটির এই ভার্সন প্রকাশ করার জন্য এবং শেষের অংশ সংযুক্ত করার জন্য
০১ লা জুলাই, ২০১৩ বিকাল ৪:০৪
লাবনী আক্তার বলেছেন:
৮| ০১ লা জুলাই, ২০১৩ বিকাল ৩:৪০
সজিব ইসলাম বলেছেন: ম্যাডাম, কবিতা দিয়ে জীবন চলে না আর জীবন ও কবিতার মতো হয় না
শিক্ষা জীবন শেষে বিয়ে করতে নেমে গেলাম খেয়ে জল আদা
চার বছর যেতে না যেতেই আয়নায় দেখি আমার চুলগুলো সব সাদা
জোরেতো পারি না বলতে আস্তে আস্তে বলি আমি সালার একটা গাদা।
০১ লা জুলাই, ২০১৩ বিকাল ৪:০৭
লাবনী আক্তার বলেছেন: ভাইজান এখনত একলা মানুষ তাই কবিতা এখনও ভালো লাগে।
কবিতা পড়ার জন্য আপনাকে ধন্যবাদ।
আর হ্যাঁ বিয়ে করলেই কি চুল পাঁকে? চুল পাঁকতে এখন আর বয়স লাগেনা।
৯| ০১ লা জুলাই, ২০১৩ বিকাল ৩:৪৭
বটের ফল বলেছেন: আল্লাহ, এই যাত্রায় তুমি নির্মলেন্দু গুনকে হার্টফেল করা থেকে রক্ষা করো।
আর আমারে আরো বেশি হাসার শক্তি দাও।
দারুন হয়েছে আপুনি!!
০১ লা জুলাই, ২০১৩ বিকাল ৪:০৯
লাবনী আক্তার বলেছেন:
হুম ! নির্মলেন্দু গুনকে হার্টফেল করা থেকে রক্ষা করুক আল্লাহ!
অনেক ধন্যবাদ কবিতা পড়ার জন্য।
১০| ০১ লা জুলাই, ২০১৩ বিকাল ৪:১০
সায়েম মুন বলেছেন: কেউ প্লাস দেয়নি। আমি একটা দিয়ে গেলাম। তবে পাটশাকের সাথে কাচা মরিচ কেন। আরও লোভ দেখান। বলেন কাচ্চি বিরিয়ানির সাথে এক্সট্রা ফ্রায়েড চিকেন খাওয়াবো।
০১ লা জুলাই, ২০১৩ বিকাল ৪:২৬
লাবনী আক্তার বলেছেন: সায়েম ভাই পাটশাকের সাথে কিন্তু শুকনো মরিচের কথা বলছি!
কাচ্চি বিরানির মধ্যে ভালোবাসা কম! ভুনা খিচুড়ির সাথে ইলিশ ভাঁজার লোভ দেখান যায়!
প্লাসের জন্য আপনাকে অনেক ধন্যবাদ।
১১| ০১ লা জুলাই, ২০১৩ বিকাল ৪:১৫
অপর্ণা মম্ময় বলেছেন: গুন কবি যদি দেখত ! কবিতা লেখাই ছাইড়া দিত !
০১ লা জুলাই, ২০১৩ বিকাল ৪:২৯
লাবনী আক্তার বলেছেন:
না দেখলেই ভালো! কারন তার কাছ থেকে আরও মজার মজার কবিতা পেতে চাই আমরা।
১২| ০১ লা জুলাই, ২০১৩ বিকাল ৪:১৫
তোমার গল্পের মৃত রাজকন্যা বলেছেন:
দ্বিতীয় প্লাসটা আমার পক্ষ থেকে
০১ লা জুলাই, ২০১৩ বিকাল ৪:৩০
লাবনী আক্তার বলেছেন: অশেষ ধন্যবাদ রাজকন্যা!
১৩| ০১ লা জুলাই, ২০১৩ সন্ধ্যা ৭:৫৯
হাসান মাহবুব বলেছেন: মজা পাইলাম। পেলাচ!
০২ রা জুলাই, ২০১৩ সকাল ৮:৩১
লাবনী আক্তার বলেছেন:
মজা পেয়েছেন শুনে ভালো লাগল।
১৪| ০১ লা জুলাই, ২০১৩ রাত ৮:১৯
একজন ঘূণপোকা বলেছেন: ভালা লাগল
০২ রা জুলাই, ২০১৩ সকাল ৮:৩১
লাবনী আক্তার বলেছেন: ভালোলাগার জন্য অনেক ধন্যবাদ।
১৫| ০১ লা জুলাই, ২০১৩ রাত ৯:০৬
বটের ফল বলেছেন: আমিতো পিলাস দিসিলাম। গেল কই?? আবার দিলাম। ৬নম্বর। হাহাহাহা
০২ রা জুলাই, ২০১৩ সকাল ৮:৩৪
লাবনী আক্তার বলেছেন:
পিলাস গেল কই?
থেঙ্কু!
১৬| ০১ লা জুলাই, ২০১৩ রাত ১১:২৬
এরিস বলেছেন: গুণের গুণ নিয়ে টানাটানি!! আমারও এই কবিতা নিয়ে একটা কালেকশন আছে। আপনার লেখাটাও এন্ট্রি দেয়ার অপেক্ষায় আছি।
০২ রা জুলাই, ২০১৩ সকাল ৮:৩৮
লাবনী আক্তার বলেছেন: ধন্যবাদ তার জন্য।
১৭| ০১ লা জুলাই, ২০১৩ রাত ১১:৪২
ল্যাপটপ কম্পিউটার বলেছেন: অসাম সালা। যুগের সাথে তাল মিলানো কবিতা। খুব ভালো লেগেছে।
০২ রা জুলাই, ২০১৩ সকাল ৮:৩৯
লাবনী আক্তার বলেছেন:
অশেষ ধন্যবাদ।
১৮| ০১ লা জুলাই, ২০১৩ রাত ১১:৫৯
বোকামানুষ বলেছেন: এঁটো বাসন, গেঞ্জি, রুমাল তুমি নিজেই
লক্ষ্মী ছেলের মত ধুতে পার। ;
হাসতে হাসতে শেষ জটিল লিখছেন আপু
০২ রা জুলাই, ২০১৩ সকাল ৮:৪৪
লাবনী আক্তার বলেছেন:
এই লাইনটার জন্য আমি নিজেও হেসেছি!
কবিতা পড়ার জন্য ধন্যবাদ।
১৯| ০২ রা জুলাই, ২০১৩ রাত ১২:৪৬
আশিক মাসুম বলেছেন: হাসতেই আছি
০২ রা জুলাই, ২০১৩ সকাল ৮:৫৪
লাবনী আক্তার বলেছেন:
আমার লেখা তাইলে সারথক।
২০| ০২ রা জুলাই, ২০১৩ রাত ১:৩০
একজন আরমান বলেছেন:
আহাহাহাহ।
অনেক মজা পাইলাম আপনার এইটা পইড়া, একটু মজা করেই লিখছেন।
আমি একটা লিখেছিলাম তবে সেটা মজার ছিল না।
পড়েছিলেন?
০২ রা জুলাই, ২০১৩ সকাল ৯:০৭
লাবনী আক্তার বলেছেন:
হুম! মজা করে লিখার চেষ্টা করেছি, এখন তোমরাই বলতে পার কতটা মজা করে লিখতেঁ পেরেছি।
হ্যাঁ পরেছিলামতো , বেশ ভালো লেগেছে তোমার কবিতাটা।
থেঙ্কু ব্রাদার। ভালো থাক।
২১| ০২ রা জুলাই, ২০১৩ সকাল ৮:৪০
এক্সট্রাটেরেস্ট্রিয়াল স্বর্ণা বলেছেন:
হা হা, মজা হয়েছে। কেমন আছেন? শুভ সকাল।
০২ রা জুলাই, ২০১৩ সকাল ৯:০৪
লাবনী আক্তার বলেছেন:
শুভ সকাল স্বর্ণা ! অনেকদিন পর আসলেন। কেমন আছেন?
আলহামদুলিল্লাহ্ ! ভালো আছি।
২২| ০২ রা জুলাই, ২০১৩ সন্ধ্যা ৬:৪৮
মামুন রশিদ বলেছেন: নির্গুণের লাবনীনুবাদ
০৩ রা জুলাই, ২০১৩ সকাল ৮:২৫
লাবনী আক্তার বলেছেন:
মামুন ভাই কবিতা পড়ার জন্য অনেক ধন্যবাদ।
২৩| ০৩ রা জুলাই, ২০১৩ রাত ১২:৩২
কান্ডারি অথর্ব বলেছেন:
মজায় মজা পাইলাম। ++++
আপনি দেখি পুরোই নির্গুণের লাবনী
০৩ রা জুলাই, ২০১৩ সকাল ৮:২৬
লাবনী আক্তার বলেছেন:
নির্গুণের লাবনী !
কান্ডারী ভাই কবিতা পাঠে কৃতজ্ঞতা জানিবেন। ভালো থাকবেন ।
২৪| ০৩ রা জুলাই, ২০১৩ রাত ১:৪২
সঞ্জয় নিপু বলেছেন: সত্যি মজা পেলাম তবে লেখাটা ভাল হয়েছে
০৩ রা জুলাই, ২০১৩ সকাল ৮:২৭
লাবনী আক্তার বলেছেন:
সঞ্জয় দাদা অনেক ধন্যবাদ। ভালো থাকবেন।
২৫| ০৩ রা জুলাই, ২০১৩ সকাল ৯:০২
সোহাগ সকাল বলেছেন: হে হে হে! মজা পাইলাম!
০৩ রা জুলাই, ২০১৩ সকাল ৯:০৬
লাবনী আক্তার বলেছেন: শুভ সকাল! সকাল ভাই! মজা পাওয়ার জন্য ধন্যবাদ।
২৬| ০৩ রা জুলাই, ২০১৩ সকাল ৯:২৬
ড. জেকিল বলেছেন: এমনে তো ভাবিনাই ......
বহুত ভালা হইছে
০৩ রা জুলাই, ২০১৩ সকাল ১১:৪১
লাবনী আক্তার বলেছেন:
জ্বি অনেক ধন্যবাদ ভাই!
২৭| ০৩ রা জুলাই, ২০১৩ সকাল ১১:৪৭
সিয়ন খান বলেছেন: ব্যাপক মজা পাইলাম। ++++
০৩ রা জুলাই, ২০১৩ দুপুর ১২:১৯
লাবনী আক্তার বলেছেন:
ধন্যবাদ , ভালো থাকবেন ভাই।
২৮| ০৩ রা জুলাই, ২০১৩ দুপুর ১২:৪৮
অদৃশ্য বলেছেন:
যেহেতু আমি নেশা করা ছেড়েছি বহু আগেই... তাই এই রক্তিম চোখের অর্থ হতে পারে আপাতত দু'টি... অনেক কান্নাকাটি অথবা প্রচন্ড ঘুম পাওয়া...
এভাবে মজা করলে মন খারাপ করেন নাতো ?
মজা পেয়েছি
শুভকামনা...
০৪ ঠা জুলাই, ২০১৩ সকাল ৯:১৩
লাবনী আক্তার বলেছেন: :!> :!> :!>
লজ্জা পেলুম!
কবিতা পড়ার জন্য ধন্যবাদ অদৃশ্য ভাই! ভালো থাকবেন।
২৯| ০৩ রা জুলাই, ২০১৩ বিকাল ৩:৫২
তুষার মানব বলেছেন: আমারে তো কেউ জিগায় না , আমার চোখ লাল ক্যান ??
০৪ ঠা জুলাই, ২০১৩ সকাল ৯:২২
লাবনী আক্তার বলেছেন: কান মলা চিন?
চোখ লাল কেন??
বইনের হাতের কান মলা অনেক মজা বুঝছ?
৩০| ০৩ রা জুলাই, ২০১৩ রাত ৯:১৫
মৃত্যুঞ্জয় বলেছেন: ওয়াও
ভা্বনাটা কার আপি?? আপনার নাকি গুনের :#> :#> :#> :#>
০৪ ঠা জুলাই, ২০১৩ সকাল ৯:২৬
লাবনী আক্তার বলেছেন: ভাবনাটা আমার। গুন দা তো বলছে
আমি বলছিনা আমাকে ভালবাসতেই হবে
আর আমি বলছি তার বিপরীত।
তবে সব গুন'দার ক্রেডিট! সে এমন একটা সুন্দর কবিতা লিখছে বলেই আমি এমন করে লিখতে পারছি।
৩১| ০৪ ঠা জুলাই, ২০১৩ বিকাল ৪:৪৬
আশরাফুল ইসলাম দূর্জয় বলেছেন:
পাটশাক ভাজা খাওয়ার লোভ জাগিয়ে দিলেন
কই পাই
৩২| ০৪ ঠা জুলাই, ২০১৩ রাত ৯:৫০
লাবনী আক্তার বলেছেন: আশরাফুল ভাই কই পাবেন মানে? সোজা বাজারে যান ওখানে পাবেন পাটশাক।
৩৩| ০৯ ই জুলাই, ২০১৩ রাত ১০:৩৪
সেলিম আনোয়ার বলেছেন: কবি ১৫ তম +আমার। ভাল থাকবেন সবসময়। মনটা ভালতো?
ঠা ঠা ঠা।
১০ ই জুলাই, ২০১৩ দুপুর ১২:২৬
লাবনী আক্তার বলেছেন: প্লাসের জন্য ধন্যবাদ।
মাহে রমজানের শুভেচ্ছা। ভালো থাকবেন।
৩৪| ১৮ ই জুলাই, ২০১৩ দুপুর ২:০৫
না পারভীন বলেছেন: কবিতাটা ভালা পাইছি ।
১৮ ই জুলাই, ২০১৩ দুপুর ২:১৯
লাবনী আক্তার বলেছেন: আরে আপা যে আমার ব্লগে! :!> ধন্য হলাম। স্বাগতম আপা।
কবিতা ভালা পাইছেন শুইনা প্রীত হইলাম।
৩৫| ১৮ ই জুলাই, ২০১৩ দুপুর ২:২৩
না পারভীন বলেছেন: উত্তর দেখে বিরাট লজ্জায় পড়ে গেলাম । রোজা রাখছি , রোজার মাস শেষ হোক এসে চা নাস্তা খেয়ে যাবো ।
৩৬| ১৯ শে জুলাই, ২০১৩ রাত ৯:১৬
লাবনী আক্তার বলেছেন: পারভীন আপা এইবার আমি লজ্জা পেলুম। চা নাস্তার দাওয়াত রইল আপা।
©somewhere in net ltd.
১|
০১ লা জুলাই, ২০১৩ দুপুর ২:৩৪
ৈতয়ব খান বলেছেন: নির্মলেন্দু গুন
আগাগোড়া বেগুন
ভর্তা কি ভাজি
খেতে নিমরাজি
পান থেকে চুন
যদি হয় করে দেবো খুন।