![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
সত্য কাঁদে নিভৃতে, সাথে তার থাকে শুধু মহাকাল। সত্যের দীপশিখা চিরদিন জ্বলে । সত্য কখনো মিথ্যাকে করে নাকো ক্ষমা।
মেঘের আড়ালে সুর্যের রশ্মিটা আনতে গিয়ে জমিদার বাড়ির পুরো ছবিটা আনা সম্ভব হয়নি। তাজহাট জমিদার বাড়ি, রংপুর
জমিদার বাড়ির বারান্দা। বারান্দার ছবি তোলা যায় কিন্তু একদম ভেতরের ছবি তোলা নিষেধ
জমিদার বাড়ির একটা বিশাল বট গাছ আছে। খুব সুন্দর ওটা। সেই ছবি দিতে পারলাম না বলে দুঃখিত।
জমিদার বাড়ির পুকুর।
এটা আরেকটা পুকুর। এই পুকুরের ঘাট অনেক সুন্দর। ওখানে আমার ছবি থাকাতে শুধু পুকুরের ছবি দিলাম ।
জমিদার বাড়িতে ঢুকতে ডানপাশে এই বাগানটা
পুকুরের পাশ দিয়ে এই রাস্তাটা গিয়েছে
জমিদার বাড়ির পুরো ছবি তোলার জন্য অপক্ষা করছিলাম , কারন অনেক মানুষ ছিল। এক সময় সুযোগ পেয়েও যাই।
আকাশের নীল মেঘ বেশ ভালো লাগে দেখতে
আকাশের নীল আমায় করেছিল দিশেহারা
বের হয়ে যাচ্ছি এই পথ ধরে
আকাশে আজ ছড়িয়ে দিলাম প্রিয় আমার গানের মালাগো কুড়িয়ে তুমি নিও
মেঘেরো মরমে যে ব্যথা থাকে সে ব্যাথা জানি বুঝিবেনা তুমি
এই ছবিটা যমুনা ব্রিজ থেকে তোলা। বাস থেকে দেখছিলাম নদীতে দূরে একটা নৌকা দেখা যাচ্ছে । বাস চলছিল আস্তে আস্তে সেই ফাকে জুম করে তুলে ফেললাম।
যমুনা নদী
যমুনা নদী
ছবিগুলো আপলোড করতে পেরে ভালো লাগছে। আমি জানি ছবিগুলো বেশি সুন্দর না কিন্তু তারপরও শেয়ার করলাম। আর এর জন্য কান্ডারী ভাই, জুন আপা , সপ্নবাজ অভিকে অনেক ধন্যবাদ এবং কৃতজ্ঞতা জানাচ্ছি।
২৪ শে জুলাই, ২০১৩ সকাল ১০:৫৫
লাবনী আক্তার বলেছেন:
১০০তে ২০০পেয়ে ভালই লাগল। বাস ছুটছিল আর আমি ছবি তুলছিলাম । এভাবে কি ভালো আসে ছবি? যমুনা নদীর আর একটা পিক দিলাম । দেখে নিয়েন।
প্রিয়েতে নেয়াতে অনেক ধন্যবাদ।
২| ২৪ শে জুলাই, ২০১৩ সকাল ১০:২৮
ফারুক ফেরদৌস বলেছেন: ছবিগুলো দেখে মনটাই খারাপ হয়ে গেলো
বাজিলো বুকের মাঝে সুখের মত ব্যথা
২৪ শে জুলাই, ২০১৩ সকাল ১০:৫৭
লাবনী আক্তার বলেছেন: কেন কেন?
৩| ২৪ শে জুলাই, ২০১৩ সকাল ১০:৩২
এসএমফারুক৮৮ বলেছেন: ছবি গুলো দারুণ তুলেছেন।
কোন জমিদার বাড়ির ছবি তা জানালে ভাল হতো।
২৪ শে জুলাই, ২০১৩ সকাল ১১:০৩
লাবনী আক্তার বলেছেন: ফারুক ভাই এটা তাজহাট জমিদার বাড়ি, রংপুর।
ধন্যবাদ জানিবেন।
৪| ২৪ শে জুলাই, ২০১৩ সকাল ১০:৩৯
আম্মানসুরা বলেছেন: প্রত্যেকটা ছবি সুন্দর তবে প্রথম ছবিটা খুব খুব খুব সুন্দর হয়েছে
এই জমিদার বাড়িটি কোথায় অবস্থিত? ছবি দেখে যেতে ইচ্ছে হচ্ছে।
২৪ শে জুলাই, ২০১৩ সকাল ১১:০৪
লাবনী আক্তার বলেছেন: ধন্যবাদ।
তাজহাট জমিদার বাড়ি, রংপুর।
৫| ২৪ শে জুলাই, ২০১৩ সকাল ১০:৪৬
অদৃশ্য বলেছেন:
১ম ছবিটা তো দারুন, মেঘের পেছনে সূর্য আর সামনে আলোকরশ্মির খেলা ( পার্থিব ও অপার্থিব ) এবং ১১তম ছবিটা ভয়ংকর সুন্দর আধো-আলোয় গাছেরা কি বলতে চাইছে... মেঘ ও আকাশ তা শুনাবর জন্য অপেক্ষায় আছে... মৌনতার সময়
আর সব ছবিগুলোও সুন্দর হয়েছে...
শুভকামনা...
২৪ শে জুলাই, ২০১৩ সকাল ১১:১৮
লাবনী আক্তার বলেছেন: আমার কাছেও ছবিটা অনেক ভালো লাগে।
ধন্যবাদ অদৃশ্য ভাই। ভালো থাকবন।
৬| ২৪ শে জুলাই, ২০১৩ সকাল ১০:৫৫
জাবের তুহিন বলেছেন: প্রথম ছবিটা অসাধারণ ।
২৪ শে জুলাই, ২০১৩ সকাল ১১:২০
লাবনী আক্তার বলেছেন:
ধন্যবাদ।
৭| ২৪ শে জুলাই, ২০১৩ সকাল ১১:০০
আজ আমি কোথাও যাবো না বলেছেন: খুব সুন্দর পোস্ট! পোস্ট হিসেবে আমি বলবো দারুন একটি গোছানো পোস্ট আর ছবি গুলোও অসাম!
২৪ শে জুলাই, ২০১৩ দুপুর ১২:১৬
লাবনী আক্তার বলেছেন: এতো প্রশংসার জন্য আপনাকে অনেক ধন্যবাদ। ভালো থাকবেন।
৮| ২৪ শে জুলাই, ২০১৩ সকাল ১১:০২
কাউসার রানা বলেছেন: অসাধারণ হেয়েছ রে ভাই ! ধন্যবাদ।
২৪ শে জুলাই, ২০১৩ দুপুর ১২:১৭
লাবনী আক্তার বলেছেন: জ্বী ভাইজান আপনাকেও ধন্যবাদ ।
৯| ২৪ শে জুলাই, ২০১৩ সকাল ১১:১৩
রমিত বলেছেন: ছবি গুলো দারুণ তুলেছেন! পোস্টের জন্য ধন্যবাদ।
২৪ শে জুলাই, ২০১৩ দুপুর ১২:১৮
লাবনী আক্তার বলেছেন: অসংখ্য ধন্যবাদ ভাই। ভালো থাকবেন।
১০| ২৪ শে জুলাই, ২০১৩ সকাল ১১:১৪
জাহিদুল হাসান বলেছেন: ভালো লেগেছে। অনেকদিন পরে ব্লগে ঢুকেই একটা চমৎকার পোষ্ট চোখে পড়লো। ধন্যবাদ। ছবি তুলবেন এবং আমাদের সাথে শেয়ার করবেন প্লিজ।
২৪ শে জুলাই, ২০১৩ দুপুর ১২:১৯
লাবনী আক্তার বলেছেন: ভালো লেগেছে শুনে ভালো লাগল অনেক। কৃতজ্ঞতা জানিবেন। ভালো থাকবেন।
১১| ২৪ শে জুলাই, ২০১৩ সকাল ১১:৩৩
মো: আতিকুর রহমান বলেছেন: প্রথম ছবিটা বেশী ভাল লেগেছে... বাকিগুলোও অসাধারন... ++
২৪ শে জুলাই, ২০১৩ দুপুর ১২:২০
লাবনী আক্তার বলেছেন:
অনেক ধন্যবাদ। ভালো থাকবেন।
১২| ২৪ শে জুলাই, ২০১৩ সকাল ১১:৩৩
বনসাই বলেছেন: ১ম পুকুরের ছবিটাই রিপিট হয়েছে। ২য় পুকুরের ছবি আসে নি। ১ম ছবি মেঘের আড়ালে সূর্য বেশ ভালো লাগলো। জমিদারদের ইতিহাস একটু যুক্ত থাকলে মন্দ হতো কি?
২৪ শে জুলাই, ২০১৩ দুপুর ১২:২১
লাবনী আক্তার বলেছেন:
একটু মিস্টেক হইয়া গেছিল ভাই। ভুল ধরিয়ে দেয়ার জন্য অনেক ধন্যবাদ। ঠিক করে দিয়েছি। ভালো থাকবেন।
১৩| ২৪ শে জুলাই, ২০১৩ সকাল ১১:৩৪
মো: আতিকুর রহমান বলেছেন: প্রথম ছবিটা বেশী ভাল লেগেছে... বাকিগুলোও অসাধারন... ++
২৪ শে জুলাই, ২০১৩ দুপুর ১২:২২
লাবনী আক্তার বলেছেন:
১৪| ২৪ শে জুলাই, ২০১৩ দুপুর ১২:০৫
বোকামন বলেছেন:
ছবিগুলো অবশ্যই সুন্দর হয়েছে।
আল্লাহ এই পৃথিবীকে কতই না সুন্দর করে তৈরি করেছেন, আমাদের দৃষ্টিশক্তি দিয়েছেন.... আলহামদুলিল্লাহ ...।
পোস্টে ভালোলাগা রইলো :-)
ভালো থাকুন বোন, আস সালামু আলাইকুম।।
২৪ শে জুলাই, ২০১৩ দুপুর ১২:২৪
লাবনী আক্তার বলেছেন: ওয়ালাইকুম আসসালাম! কেমন আছেন?
সত্যি আল্লাহর সৃষ্টি কতই না সুন্দর!
পোস্টে আপনার কমেন্ট পেয়ে ভালো লাগল। ধন্যবাদ, ভালো থাকবেন।
১৫| ২৪ শে জুলাই, ২০১৩ দুপুর ১২:৩৫
মামুন রশিদ বলেছেন: ছবিগুলো অনেক সুন্দর ।
তাজহাট জমিদার বাড়ির সাথে সাথে আকাশের নীল দেখে আমরাও দিশেহারা
২৪ শে জুলাই, ২০১৩ দুপুর ১:০৯
লাবনী আক্তার বলেছেন:
ভাইয়া ধন্যবাদ।
১৬| ২৪ শে জুলাই, ২০১৩ দুপুর ১২:৫২
খাটাস বলেছেন: আজ কে ১, ২, ৫, ৬, ৮, ২১ নাম্বার ছবি গুলো ভাল লেগেছে। অবশ্যই প্লাস। আগে হয়ত আপনার কিছু ছবি খুব বেশি ভাল লাগেনি বলেছিলাম। কে কি বলল, তাতে কিছু যায় আসে না । মনের আনন্দে ছবি তুলুন, আপনার আনন্দ ভাগ করে নেন সবার সাথে, ছড়িয়ে দেন সবার মাঝে এভাবেই।
ভাল থাকবেন আপু। শুভ কামনা।
২৪ শে জুলাই, ২০১৩ দুপুর ১:১২
লাবনী আক্তার বলেছেন: ইটস ওকে! আমি কিছু মনে করিনি। আপনার কাছে যেমন লেগেছে তেমনিত বলবেন , তাইনা?
যাক, এবার প্লাসের জন্য আপনাকে অনেক ধন্যবাদ। উৎসাহ দেবার জন্য কৃতজ্ঞ। ভালো থাকবেন।
১৭| ২৪ শে জুলাই, ২০১৩ দুপুর ১:০৬
আমিনুর রহমান বলেছেন:
দুর্দান্ত সব ছবি +++
আপনার বাড়ী কি রংপুর?
২৪ শে জুলাই, ২০১৩ দুপুর ১:১৪
লাবনী আক্তার বলেছেন: ভাইয়া অনেক ধন্যবাদ।
না আমার বাড়ি রংপুরে নয়। ঢাকার খুব কাছেই। আমি গঞ্জের মানুষ।
১৮| ২৪ শে জুলাই, ২০১৩ দুপুর ১:২১
বাংলার হাসান বলেছেন: সুন্দর
২৪ শে জুলাই, ২০১৩ দুপুর ১:৫৩
লাবনী আক্তার বলেছেন: ধন্যবাদ হাসান ভাই।
১৯| ২৪ শে জুলাই, ২০১৩ দুপুর ১:২৮
মনিরা সুলতানা বলেছেন: খুব সুন্দর ছবি ব্লগ ...
অনেক দিন রংপুরে ছিলাম কিন্তু দেখা হয় নাই চক্ষু মেলিয়া ...
শেয়ার করার জন্য শুভেচ্ছা
২৪ শে জুলাই, ২০১৩ দুপুর ১:৫৪
লাবনী আক্তার বলেছেন: অনেক ধন্যবাদ আপা! ভালো থাকবেন।
২০| ২৪ শে জুলাই, ২০১৩ দুপুর ২:৩০
~মাইনাচ~ বলেছেন: জমিদার বাড়ি দেখতে ইচ্ছে করছে এখন
ছবিগুলো সুন্দর হয়েছে, বেশ
২৫ শে জুলাই, ২০১৩ সকাল ৯:৪০
লাবনী আক্তার বলেছেন: ঘুরে আসুন , ভালো লাগবে। তবে হ্যাঁ একা যাবেন না। হয় বন্ধুদের সাথে নাহয় প্রিয় কাউকে নিয়ে যাবেন।
ওখানে যত মানুষ দেখেছি সব-ই জোড়ায় জোড়ায় ছিল কিনা?
শুধু আমরা ব্যতিক্রম ছিলাম ওখানে। মানে কলিগরা মিলে গিয়েছিলাম।
২৫ শে জুলাই, ২০১৩ সকাল ৯:৪০
লাবনী আক্তার বলেছেন: ধন্যবাদ জানিবেন।
২১| ২৪ শে জুলাই, ২০১৩ দুপুর ২:৩০
ৎঁৎঁৎঁ বলেছেন: অনেক সুন্দর হইসে ছবি গুলো!
ভাল লাগা রইল!
২৫ শে জুলাই, ২০১৩ সকাল ৯:৪৩
লাবনী আক্তার বলেছেন: ধন্যবাদ ৎঁৎঁৎঁ। ভালো থাকবেন।
২২| ২৪ শে জুলাই, ২০১৩ দুপুর ২:৩৮
শেরজা তপন বলেছেন: সবগুলোই ভাল-প্রথম ছবিটা দূর্দান্ত!
২৫ শে জুলাই, ২০১৩ সকাল ৯:৪৫
লাবনী আক্তার বলেছেন: প্রশংসা শুনে ভালো লাগল। ভাইয়া ধন্যবাদ জানিবেন। ভালো থাকবেন।
২৩| ২৪ শে জুলাই, ২০১৩ দুপুর ২:৪২
অপর্ণা মম্ময় বলেছেন: সব গুলো ছবিই খুব সুন্দর হইছে।
আকাশে যা ছড়িয়ে দিলাম প্রিয় , ফিরোজা বেগমের এই গানটা আমার বিশেষ পছন্দের !
২৫ শে জুলাই, ২০১৩ সকাল ৯:৪৭
লাবনী আক্তার বলেছেন:
ছবির প্রশংসা শুনে ভালো লাগল অনেক। অনেক ধন্যবাদ ।
হুম! গানটা অনেক সুন্দর । আমারও ভালো লাগে অনেক।
২৪| ২৪ শে জুলাই, ২০১৩ বিকাল ৩:০৬
নতুন বলেছেন: ছবিগুলোতে আলো কম হয়েছে মনে হইতেছে... আকাশে মেঘ ছিলো
++
২৫ শে জুলাই, ২০১৩ সকাল ১০:১৫
লাবনী আক্তার বলেছেন: জ্বী ! আকাশে মেঘ ছিল। আলো কম ছিল ।
ধন্যবাদ।
২৫ শে জুলাই, ২০১৩ সকাল ১০:১৯
লাবনী আক্তার বলেছেন: আমরাতো বিকেলে গিয়েছিলাম। সুর্য সেই সময় পশ্চিমাকাশে ঢলে পরেছিল। প্রথম ছবিটা দেখলে বোঝা যায়। তার উপর মেঘ সব মিলেয়ে আলো একটু কমই ছিল।
২৫| ২৪ শে জুলাই, ২০১৩ বিকাল ৩:২৬
স্বপ্নবাজ অভি বলেছেন: প্রথম ছবি দুটার দিকে কিছুক্ষণ তাকিয়ে থাকতে বাধ্য হয়েছি ! চমৎকার বললে কম হবে ! শুভকামনা আপু !
পোষ্টে প্লাস এর বন্যা হবে !
২৫ শে জুলাই, ২০১৩ সকাল ১০:২৭
লাবনী আক্তার বলেছেন: এতো সুন্দর করে প্রশংসার জন্য ধন্যবাদ।
এই ছবিগুলো দিতে পেরেছি তার জন্য আপনার প্রতি আমি অনেক কৃতজ্ঞ ভাই। ভালো থাকুন সুস্থ থাকুন।
২৬| ২৪ শে জুলাই, ২০১৩ বিকাল ৩:৫৫
দ্য েস্লভ বলেছেন: আপনার ছবিগুলো দারুন হয়েছে। আপনি ভাল ফটোগ্রাফার। ছবির মাপজোক বেশ বুঝে তুলেছেন বলে মনে হল। যদিও আমার বিদ্যা সামান্য কিন্তু বুঝতে পারছি ভাল ছবি তুলেন। ভাল লাগল। ১০০ তে ৮০ পাবার যোগ্য
২৮ শে জুলাই, ২০১৩ সকাল ৯:১৮
লাবনী আক্তার বলেছেন: অনেক ধন্যবাদ। ভালো থকাবেন।
২৭| ২৪ শে জুলাই, ২০১৩ বিকাল ৪:৪৮
সঞ্জয় নিপু বলেছেন: অনেক সুন্দর ছবি গুলো ।
২৫ শে জুলাই, ২০১৩ সকাল ১০:২৮
লাবনী আক্তার বলেছেন: সঞ্জয় দা অনেক ধন্যবাদ । ভালো থাকবেন।
২৮| ২৪ শে জুলাই, ২০১৩ বিকাল ৪:৪৮
সঞ্জয় নিপু বলেছেন: অনেক সুন্দর ছবি গুলো ।
২৫ শে জুলাই, ২০১৩ সকাল ১০:২৮
লাবনী আক্তার বলেছেন:
২৯| ২৪ শে জুলাই, ২০১৩ বিকাল ৪:৪৯
কাল্পনিক_ভালোবাসা বলেছেন: খুব চমৎকার ছবি ব্লগ।! ভালো লাগল। রংপুরে যে এত সুন্দর একটা রাজবাড়ী আছে জানা ছিল না। এটা দেখতে হলেও রংপুর যেতে হবে।
২৫ শে জুলাই, ২০১৩ সকাল ১০:৩৩
লাবনী আক্তার বলেছেন: অনেক ধন্যবাদ জাদীদ ভাই।
হুম! রাজবাড়িটা অনেক সুন্দর। ঘুরে আসুন ভালো লাগবে।
২৫ শে জুলাই, ২০১৩ সকাল ১০:৪৭
লাবনী আক্তার বলেছেন: আরও কিছু ছবি ছিল কিন্তু ওগুলোতেঁ আলো কম থাকায় দেইনি। আর একটা বট গাছ আছে অনেক সুন্দর এবং বিশাল। আর কিছু কিছু জায়গার ছবি তুলতে পারিনি কারন সবাই জোড়ায় জোড়ায় ছিল কিনা!
ছবি তোলা দুস্কর ছিল।
৩০| ২৪ শে জুলাই, ২০১৩ বিকাল ৫:২৮
মহামহোপাধ্যায় বলেছেন: আমার শহর !!
কত্তদিন রংপুরে যাইনা। আপনার পোস্টে তাজহাট জমিদার বাড়ির ছবি দেখে খুব ভালো লাগলো। প্লাস এবং প্রিয়তে
২৫ শে জুলাই, ২০১৩ সকাল ১০:৩৭
লাবনী আক্তার বলেছেন: অংপুরের মানুষ দেহি আপনে।
( মজা করলাম, প্লিজ কিছু মনে করবেন না)
আমার এক ফ্রেন্ডের বাড়ি ছিল রংপুর। ও কখনো রংপুর বলতে পারতনা। তাই মজা করার জন্য ওকে জিজ্ঞেস করতাম। 'এই তোদের বাড়ি জানি কোথায়?
ও উত্তর দিত ' রম্পুর'
২৫ শে জুলাই, ২০১৩ সকাল ১০:৩৯
লাবনী আক্তার বলেছেন: প্লাস এবং প্রিয়েতে নেয়ার জন্য অসংখ্য ধন্যবাদ। ভালো থাকবেন।
৩১| ২৪ শে জুলাই, ২০১৩ বিকাল ৫:৪২
অহন_৮০ বলেছেন: প্রত্যেকটা ছবি সুন্দর হইছে রে ভাই +++
২৫ শে জুলাই, ২০১৩ সকাল ১০:৪০
লাবনী আক্তার বলেছেন: অনেক ধন্যবাদ। ভালো থাকবেন।
৩২| ২৪ শে জুলাই, ২০১৩ বিকাল ৫:৫৩
অনাহূত বলেছেন: সুন্দর ছবিসকল
২৫ শে জুলাই, ২০১৩ সকাল ১০:৪৪
লাবনী আক্তার বলেছেন: ধন্যবাদ অনাহূত আপনাকে। আমার ব্লগে স্বাগতম।
৩৩| ২৫ শে জুলাই, ২০১৩ বিকাল ৪:৩৮
কৈশর বলেছেন: কোন ক্যামেরা দিয়া তুলছেন গো ...!!!!
২৮ শে জুলাই, ২০১৩ সকাল ৯:১৯
লাবনী আক্তার বলেছেন: প্যানাসনিক দিয়ে তুলেছি।
৩৪| ২৫ শে জুলাই, ২০১৩ রাত ৮:২৫
খেয়া ঘাট বলেছেন: অনেক সুন্দর ছবি।
++++++++++++++++++++++++++++++++++++++++++++
একগুচ্ছ প্লাস।
২৮ শে জুলাই, ২০১৩ সকাল ৯:২২
লাবনী আক্তার বলেছেন: অনেক ধন্যবাদ খেয়া ঘাট। ভালো থাকবেন।
৩৫| ২৭ শে জুলাই, ২০১৩ বিকাল ৩:০৪
সায়েম মুন বলেছেন: অনেক দিন আগে গিয়েছিলাম এই জমিদার বাড়ীতে। আপনার ছবিতে এর স্বরূপ সুন্দরভাবে ফুটে উঠেছে।
২৮ শে জুলাই, ২০১৩ সকাল ৯:২৩
লাবনী আক্তার বলেছেন: সায়েম ভাই অনেক ধন্যবাদ। ভালো থাকবেন।
৩৬| ২৮ শে জুলাই, ২০১৩ সকাল ৯:২৩
সাদা মনের মানুষ বলেছেন: ছবি পোষ্ট ভালোবাসি, এমন আরো চাই ++++
২৮ শে জুলাই, ২০১৩ সকাল ৯:২৪
লাবনী আক্তার বলেছেন: জ্বি ধন্যবাদ! চেষ্টা করব। ভালো থাকবেন।
৩৭| ২৮ শে জুলাই, ২০১৩ সকাল ৯:৩৬
সাদা মনের মানুষ বলেছেন: আপনি ও ভালো থাকুন, সব সময়।
২৮ শে জুলাই, ২০১৩ সকাল ১০:১৫
লাবনী আক্তার বলেছেন: ধন্যবাদ।
৩৮| ৩১ শে জুলাই, ২০১৩ রাত ৮:৪৭
সালাহউদ্দীন আহমদ বলেছেন:
এতগুলো ছবি আপলোড করা চাট্টিখানি কথা নয়। দেখি একবার তাজহাট যাবার ইচ্ছে আছে।
০১ লা আগস্ট, ২০১৩ দুপুর ২:৩১
লাবনী আক্তার বলেছেন: পোস্ট পড়ার জন্য ধন্যবাদ ভাই। ভালো থকাবেন।
৩৯| ০৩ রা সেপ্টেম্বর, ২০১৩ সকাল ৯:২৬
গিয়াস উদ্দিন লিটন বলেছেন: ক্যামেরা দুর্বল হতে পারে , বাট ক্যামেরাওমেন যে আলোক চিত্র শিল্পে অভিজ্ঞ , ছবির লাইন ,লেংথ , এঙ্গেল আর সাবজেক্ট নির্বাচনের মুনশিয়ানা দেখে আমার এমনটিই মনে হয়েছে ।
জমিদার বাড়ির পুরো ছবি তোলার জন্য অপক্ষা করছিলাম , কারন অনেক মানুষ ছিল। এক সময় সুযোগ পেয়েও যাই।
এই ছবিটা আমার কাছে নিষ্প্রাণ পোড়া বাড়ীর মত মনে হয়েছে । জমিদার বাড়ীতে লোকে গমগম না করলে জমিদার বাড়ীর আবহ টা আসেনা ।
( এটা একান্তই আমার মত )
০৩ রা সেপ্টেম্বর, ২০১৩ বিকাল ৩:১০
লাবনী আক্তার বলেছেন: :!> :!> :!> :!>
ভাইজান লজ্জায় মরে গেলুম! :#> :#>
জমিদার বাড়ীতে লোকে গমগম না করলে জমিদার বাড়ীর আবহ টা আসেনা ।
আপনার কথার সাথে একমত।
আসলে ছবি তোলার জন্য চাইছিলাম জমিদার বাড়ির সামনে থেকে যেন মানুষ কিছুক্ষনের জন্য সরে যায়।
৪০| ০৩ রা সেপ্টেম্বর, ২০১৩ রাত ৯:৪০
গিয়াস উদ্দিন লিটন বলেছেন: আমি বলছিলাম দর্শনার্থীদের সহ ছবিটা তুললে ---------
০৪ ঠা সেপ্টেম্বর, ২০১৩ সকাল ১১:০০
লাবনী আক্তার বলেছেন: মাথা খারাপ! মানুষের ছবি তুলে বিপদে পড়ি আর কি!
দর্শনার্থীদের ছবি ছিলতো কিন্তু ওগুলো দেয়া যাবেনা। কারন ওগুলো আমার পিক কিনা!
আমার পিকের আশে পাশে অনেক দর্শনার্থী ছিল কিন্তু ঐ ছবি দেয়া সম্ভবনা।
©somewhere in net ltd.
১|
২৪ শে জুলাই, ২০১৩ সকাল ১০:২৪
কান্ডারি অথর্ব বলেছেন:
পুকুর ঘাটের ছবি দিলে কিন্তু মন্দ হতনা
যাই হোক ১০০ তে ২০০ দিলাম। পোস্ট সুন্দর গোছানো হয়েছে।
আকাশে আজ ছড়িয়ে দিলাম প্রিয় আমার গানের মালাগো কুড়িয়ে তুমি নিও
মেঘের প্রতিটি ছবি সুন্দর এসেছে। শুধু যমুনা নদীটা ভাল আসেনি।
পোস্ট প্রিয়তে নিলাম ++++++++