নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

ধৈর্য্য একটি মহৎ গুন ।

লাবনী আক্তার

সত্য কাঁদে নিভৃতে, সাথে তার থাকে শুধু মহাকাল। সত্যের দীপশিখা চিরদিন জ্বলে । সত্য কখনো মিথ্যাকে করে নাকো ক্ষমা।

লাবনী আক্তার › বিস্তারিত পোস্টঃ

আমি আর তুমি কাব্য

১৫ ই সেপ্টেম্বর, ২০১৩ বিকাল ৪:৫৪

আমিঃ
একটা গল্প বলব ভাবছি তোমায়
একটা ছেলে আর একটা মেয়ের গল্প,

তুমিঃ হুম, বল।

আমিঃ ছেলেটি আবেগহীন কিন্তু দুষ্টুমিতে সেরা
আর মেয়েটি লজ্জাবতী , আবেগে ভরা।

তুমিঃ তাই! তারপর ?

আমিঃ প্রজাপ্রতির মত ছুটাছুটি করত দুজন
মিষ্টি হাসির রসে রাঙ্গাতো ভুবন,
গাছের আড়লে লুকোচুরি খেলত
ঠিক পাখির মতই তারা ডানা মেলত।

একসময় ক্লান্ত দেহে গাছের ছায়ায় বসত
মেয়েটির কোলে মাথা রেখে ছেলেটি ঘুমাতো,
ছেলেটির মাথায় হাত বুলিয়ে দিত মেয়েটি
এমনি করেই কাটছিল তাদের দিনটি ।

রাখালীয়ার বাঁশী আর সেই বটের শীতল ছায়ায় যাওয়া হয়না মেয়েটির
নিজেকে গুঁটিয়ে নিয়েছে এখন সব কিছু থেকে ,
দূরের মাঠে গরুগুলো আনমনে ঘাস খাচ্ছে
নদীর বুকে পাল তোলা নৌকা ভেসে বেরাচ্ছে।

ছেলেটির এভাবে হারিয়ে যাওয়া ভুলতে পারেনি মেয়েটি
এখন আর ভালোবাসি ভালোবাসি এসে বলেনা ছেলেটি।


তুমিঃ একি তুমি কাঁদছ?

আমিঃ নাতো! চোখে মনে হয় কিছু পরেছে
ভেবনাতো ঠিক হয়ে যাবে এখনি।

তুমিঃ মিথ্যে কেন বল মায়াবী
তোমাকে কি আজও আমি চিনিনি?
আমার চোখ পানে তাকাও বলে দিব সবকিছু
কেন মিছে ভয় পাও?
দেখ আমি আছি কত কাছে
যেভাবে চেয়েছিলে আমায় তোমারি পাশে
‘গল্পের ছেলেটির’ মত হারিয়ে যাব না আমি
কথা দিলাম হব তোমার চিরসাথী।

মন্তব্য ৩৪ টি রেটিং +০/-০

মন্তব্য (৩৪) মন্তব্য লিখুন

১| ১৫ ই সেপ্টেম্বর, ২০১৩ বিকাল ৫:৩৪

মায়াবী ছায়া বলেছেন: বাহ্ .... সুন্দর ।।

১৬ ই সেপ্টেম্বর, ২০১৩ সকাল ৯:২৯

লাবনী আক্তার বলেছেন: ধন্যবাদ মায়াবী ছায়া! ভালো থাকবেন।

২| ১৫ ই সেপ্টেম্বর, ২০১৩ সন্ধ্যা ৭:০৭

ইরফান আহমেদ বর্ষণ বলেছেন: :) :) :)

সুন্দর।

১৬ ই সেপ্টেম্বর, ২০১৩ সকাল ৯:৩০

লাবনী আক্তার বলেছেন: বর্ষন ধন্যবাদ তোমাকে।

৩| ১৫ ই সেপ্টেম্বর, ২০১৩ রাত ১১:০২

কান্ডারি অথর্ব বলেছেন:

:) :) :) :)

১৬ ই সেপ্টেম্বর, ২০১৩ সকাল ৯:৩০

লাবনী আক্তার বলেছেন: পোস্ট পড়ার জন্য অনেক ধন্যবাদ। :)

৪| ১৬ ই সেপ্টেম্বর, ২০১৩ সকাল ৯:৫৮

রাশেদ অনি বলেছেন: ভাল লেগেছে আপুনি, ধন্যবাদ।

১৬ ই সেপ্টেম্বর, ২০১৩ সকাল ১০:১৩

লাবনী আক্তার বলেছেন: ভাই আপনাকেও অনেক ধন্যবাদ। আমার ব্লগে স্বাগতম! ভালো থাকবেন।

৫| ১৬ ই সেপ্টেম্বর, ২০১৩ সকাল ১১:৫০

সমুদ্র কন্যা বলেছেন: সুন্দর।

১৬ ই সেপ্টেম্বর, ২০১৩ দুপুর ১২:৫৩

লাবনী আক্তার বলেছেন: অনেক ধন্যবাদ। :)


শুভকামনা রইল।

৬| ১৬ ই সেপ্টেম্বর, ২০১৩ দুপুর ১২:০৫

সায়েম মুন বলেছেন: বাহ! বেশতো রোমান্টিক কথন।

১৬ ই সেপ্টেম্বর, ২০১৩ দুপুর ১২:৫৫

লাবনী আক্তার বলেছেন: :P :P


ভাইয়া ধন্যবাদ। ভালো থাকবেন।

৭| ১৬ ই সেপ্টেম্বর, ২০১৩ দুপুর ১২:৪৭

মাহবু১৫৪ বলেছেন: সুন্দর

++++++

১৬ ই সেপ্টেম্বর, ২০১৩ দুপুর ১২:৫৬

লাবনী আক্তার বলেছেন: অসংখ্য ধন্যবাদ।

ভালো থাকবেন।

৮| ১৬ ই সেপ্টেম্বর, ২০১৩ দুপুর ১:১৫

অদৃশ্য বলেছেন:





লাবনী

আপনার এই লিখাটি পড়ে বেশ কয়েক বছর আগের একটি ঘটনা মনে পড়ে গেলো... আমার বন্ধুর বন্ধু ও বান্ধবীর ঘটনা... আমার বন্ধুর সূত্রে আমিও তাদের বন্ধু হতে পেরেছিলাম... তাই খুব কাছ থেকে দেখা, ঠিক আপনার লিখাটির মতো... মেয়েটি তার কষ্টের কথা বলতো, ছেলেটি শুনতো সান্তনা দিতো ... এভাবেই আস্তে আস্তে তাদের দু'টি হৃদয় একটি হৃদপিন্ডে রুপান্তরিত হয়ে যায়...

তাই আপনার এই কথপকথন কবিতাটির দৃশ্য ও ভাষ্য আমার কাছে একটি অপূর্ব দৃশ্য হয়েই থাকলো...

শুভকামনা...

১৬ ই সেপ্টেম্বর, ২০১৩ দুপুর ১:৩৮

লাবনী আক্তার বলেছেন: তাই নাকি? :) :)

ভাইয়া পোস্ট পড়ার জন্য অনেক ধন্যবাদ।আপনাদের কমেন্ট পেলে ভালো লাগে। লেখার উৎসাহ পাই। ভালো থাকবেন।

৯| ১৬ ই সেপ্টেম্বর, ২০১৩ বিকাল ৩:১৪

বটবৃক্ষ~ বলেছেন: আপিঈঈঈ!! এত্তোগুলা সুইট হয়েছে!! লাভ ইউ!! ;) :) :)

শুভকামনা! এন্ডিংটা বেশি সুন্দর !ঠিক স্বপ্নের মত!

দেখ আমি আছি কত কাছে
যেভাবে চেয়েছিলে আমায় তোমারি পাশে
‘গল্পের ছেলেটির’ মত হারিয়ে যাব না আমি
কথা দিলাম হব তোমার চিরসাথী।

১৬ ই সেপ্টেম্বর, ২০১৩ বিকাল ৩:২০

লাবনী আক্তার বলেছেন: লাভ ইউ টু সিস ! :D


অনেক ধন্যবাদ বট তোমাকে। ভালো থাক সবসময়। :) :)

১০| ১৬ ই সেপ্টেম্বর, ২০১৩ বিকাল ৪:৩৩

শ্যামল জাহির বলেছেন: 'আমি আর তুমি কাব্য' গল্পে গল্পে চমৎকার ভাবে ফুটে উঠেছে।
অনেক ভাল লাগলো।

১৬ ই সেপ্টেম্বর, ২০১৩ বিকাল ৪:৩৬

লাবনী আক্তার বলেছেন: পাঠকের কাছে ভালো লাগলেই লেখার সার্থকতা আসে।

অনেক ধন্যবাদ জাহির ভাই। ভালো থাকুন সুস্থ থাকুন।

১১| ১৬ ই সেপ্টেম্বর, ২০১৩ বিকাল ৪:৪১

নেক্সাস বলেছেন: সুন্দর হইছে লাবু

১৬ ই সেপ্টেম্বর, ২০১৩ বিকাল ৪:৪৫

লাবনী আক্তার বলেছেন: ভাইয়া আপনার কমেন্ট পেয়ে ভালো লাগল।

আর খুব মজা লাগল লাবু ডাকটা শুনে। এই নামে আমার শৈশবের এক বান্ধবী ডাকে। ওর কথা খুব মনে পড়ল। ও কিছুদিন আগে পিএইচডি করতে ইউএসএ গেছে। মিস হার সো মাচ। :(

১২| ১৬ ই সেপ্টেম্বর, ২০১৩ বিকাল ৫:১৭

মামুন রশিদ বলেছেন: সুন্দর :)

১৭ ই সেপ্টেম্বর, ২০১৩ সকাল ৯:৪২

লাবনী আক্তার বলেছেন: মামুন ভাই অনেক ধন্যবাদ। ভালো থাকবেন।

১৩| ১৬ ই সেপ্টেম্বর, ২০১৩ রাত ১১:১০

ভিয়েনাস বলেছেন: কয়েক দিন আগে এমনি একটা গল্প শুনলাম... মেয়েটির কষ্টে ছেলেটি অস্থির ছিল। শেষে তারা একাত্মা হয়ে উঠেছিল।

ভালো লাগলো আমি তুমি আর কাব্য :)

১৭ ই সেপ্টেম্বর, ২০১৩ সকাল ৯:৪৩

লাবনী আক্তার বলেছেন: ভিয়েনাস ধন্যবাদ আপনাকে। ভালো থাকবেন। :)

১৪| ১৮ ই সেপ্টেম্বর, ২০১৩ রাত ১১:২৭

কাল্পনিক_ভালোবাসা বলেছেন: বেশ সুন্দর হইছে!! ভালো লাগল পড়ে।

২১ শে সেপ্টেম্বর, ২০১৩ সকাল ৮:৩৮

লাবনী আক্তার বলেছেন: অনেক ধন্যবাদ জাদীদ ভাই। ভালো লাগল শুনে আমারও ভালো লাগল। :)


ভালো থাকবেন।

১৫| ২১ শে সেপ্টেম্বর, ২০১৩ সকাল ১১:১৪

জুন বলেছেন: ভালোলাগোলো আমি তুমি কাব্য :)
+

২১ শে সেপ্টেম্বর, ২০১৩ দুপুর ১২:০৮

লাবনী আক্তার বলেছেন: আপুনি অনেক ধন্যবাদ। আপনার কমেন্ট পেয়ে ভালো লাগল। :)

১৬| ২১ শে সেপ্টেম্বর, ২০১৩ সকাল ১১:৩৭

আমি ময়ূরাক্ষী বলেছেন: ভালো লাগলো কথপোকথন।

২১ শে সেপ্টেম্বর, ২০১৩ দুপুর ১২:১১

লাবনী আক্তার বলেছেন: ময়ূরাক্ষী অনেক ধন্যবাদ । ভালো থাকবেন।

১৭| ১১ ই ডিসেম্বর, ২০১৩ সন্ধ্যা ৬:১৬

কাগজের নৌকা (রাসেল হোসেন) বলেছেন: বাহ খুব সুন্দর হইছে :D

১২ ই ডিসেম্বর, ২০১৩ সকাল ৮:৪৮

লাবনী আক্তার বলেছেন: :D :D

অনেক ধন্যবাদ ভাই।

আপনার মন্তব্য লিখুনঃ

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.