![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
সত্য কাঁদে নিভৃতে, সাথে তার থাকে শুধু মহাকাল। সত্যের দীপশিখা চিরদিন জ্বলে । সত্য কখনো মিথ্যাকে করে নাকো ক্ষমা।
আমিঃ তুমি কি শুনতে পাওনা?
ডাকলে কেন তুমি সাড়া দাওনা?
তুমিঃ হুম শুনছিতো! বল?
আমিঃ না, বলব না; আমার ডাকে তুমি কেন কথা বলনা?
আমার বুঝি খারাপ লাগেনা?
তুমিঃ আচ্ছা, এই ফেইসবুক, ল্যাপটপ বন্ধ করে দিলাম,
তোমার সব অভিযোগ মাথা পেতে নিলাম।
আমিঃ হিহিহি! এইত লক্ষ্মী ছেলে
এমন প্রেমিক কি আর দুনিয়াতে মেলে?
তুমিঃ তুমিওতো লক্ষ্মী বউ আমার
এবার মিষ্টি করে গান শুনাওতো আমায়।
আমিঃ গান! এই মধ্য রাতে?
পারব না এখন গান শোনাতে
সারাদিন পর কথা হচ্ছে তোমার সাথে,
জানো না কথার মালা গেঁথে বসে আছি?
শোনাবো তোমায় বসে খুব কাছাকাছি।
তুমিঃ তাই বুঝি? তাহলে কথার মালা কোথায় শুনি?
আমিঃ এতক্ষনতো ছিল
তোমায় কাছে পেলাম আর সবি ভুলে গেলাম।
তুমিঃ ইস! কি দুষ্ট কথাগুলো! এভাবে কি হারিয়ে যায়?
এখন কি উপায়?
আমিঃ মনে পরেছে!
তুমিঃ বল শুনি।
আমিঃ চলনা কাল পাখির মত ডানা মেলে ঘুরে আসি
ঐ দূর দিগন্ত হতে,
যেথায় নীলিমার নীল মিশে গেছে ।
তুমিঃ কোথায় যাবে ?
আমিঃ হুম! চল নদীর ধারে
যেথায় শরতের কাশফুল দুল খায় বাতাসে
শুধু তুমি আর আমি’ময় দুনিয়া
শুভ্রতায় ঘেরা চারপাশে।
( আমি জানি তোমার সময় হবেনা
তারপরও আমি তোমার হাতটি ধরেই কাশফুলের দোল খাওয়া দেখি
শরতের শুভ্রতার মাঝে তোমাকে চীৎকার করে বলি
ভালোবাসি, ভালোবাসি, ভালোবাসি...............)
তুমিঃ এই মেয়ে! কোথায় হারালে?
আমিঃ হু! না হারাইনিতো ভাবছিলাম।
তুমিঃ কি ভাবছিলে?
আমিঃ কিছুনা,
তুমিঃ কি ভাব?
আমিঃ তোমায় ভেবে ভেবে আমার কাটে শুধু বেলা
আমায় নিয়ে এমন করে করো নাকো হেলা।
০২ রা অক্টোবর, ২০১৩ দুপুর ১:৫৬
লাবনী আক্তার বলেছেন: হাসান ভাই অনেক ধন্যবাদ আপনাকে।
২| ০২ রা অক্টোবর, ২০১৩ দুপুর ১:৩৪
কান্ডারি অথর্ব বলেছেন:
সেঃ
০২ রা অক্টোবর, ২০১৩ দুপুর ১:৫৯
লাবনী আক্তার বলেছেন:
সে কেন মন খারাপ করে আছে?
হবেনা এভাবে কমেন্ট দিলে হবেনা। ভালো মন্দ বলতে হবে।
৩| ০২ রা অক্টোবর, ২০১৩ বিকাল ৩:১১
নেক্সাস বলেছেন: অনেক সুন্দর কবিতা।
কথোপকথন ঢংয়ে কবিতা কিংবা কবিতার মত করে কথোপকথন।
বেশ সুন্দর
০২ রা অক্টোবর, ২০১৩ বিকাল ৩:৪০
লাবনী আক্তার বলেছেন: :!> :!>
ভাইয়া অনেক ধন্যবাদ। ভালো থাকুন এবং সুস্থ থাকুন সবসময়।
৪| ০২ রা অক্টোবর, ২০১৩ বিকাল ৩:২৭
হাসান মাহবুব বলেছেন: ভালোই লুতুপুতু লেখা।
০২ রা অক্টোবর, ২০১৩ বিকাল ৩:৪১
লাবনী আক্তার বলেছেন:
৫| ০২ রা অক্টোবর, ২০১৩ বিকাল ৩:৪০
শ্যামল জাহির বলেছেন: আমি তোমার হাতটি ধরেই কাশফুলের দোল খাওয়া দেখি
শরতের শুভ্রতার মাঝে তোমাকে চীৎকার করে বলি
ভালোবাসি, ভালোবাসি, ভালোবাসি....
সুন্দর! ভাল লাগলো অনেক।
শুভ কামনা।
০২ রা অক্টোবর, ২০১৩ বিকাল ৩:৫৪
লাবনী আক্তার বলেছেন: আমি একটা ব্যাপার খেয়াল করেছি আপনি সবসময় এভাবে কমেন্ট করেন সবার ব্লগে। দেখতে আমার কাছে বেশ ভালো লাগে।
অসংখ্য ধন্যবাদ আপনাকে। ভালো থাকবেন।
৬| ০২ রা অক্টোবর, ২০১৩ বিকাল ৫:৫৬
মামুন রশিদ বলেছেন: আমি-তুমি কথোপকথন কাব্য মজার হৈছে
০৩ রা অক্টোবর, ২০১৩ সকাল ১০:৪৫
লাবনী আক্তার বলেছেন: ধন্যবাদ ভাইয়া।
৭| ০২ রা অক্টোবর, ২০১৩ সন্ধ্যা ৬:৩২
একজন আরমান বলেছেন:
কাব্য না বলে কথোপকথন বলাই শ্রেয়
০৩ রা অক্টোবর, ২০১৩ সকাল ১০:৪৭
লাবনী আক্তার বলেছেন: হুম! লিখে দিয়েছি।
ধন্যবাদ আরমান।
৮| ০২ রা অক্টোবর, ২০১৩ রাত ৯:৪৯
যুবায়ের বলেছেন: চমৎকার কাব্য....
০৩ রা অক্টোবর, ২০১৩ সকাল ১০:৪৭
লাবনী আক্তার বলেছেন: অনেক ধন্যবাদ ভাইয়া।
৯| ০৩ রা অক্টোবর, ২০১৩ রাত ১২:৪২
অদ্বিতীয়া আমি বলেছেন: চমৎকার আপু, ভালো লেগেছে , মিষ্টি মিষ্টি কথোপকথন ।
০৩ রা অক্টোবর, ২০১৩ সকাল ১০:৪৮
লাবনী আক্তার বলেছেন: অনেক ধন্যবাদ অদ্বিতীয়া। ভালো লেগেছে শুনে সত্যি ভালো লাগল। ভালো থেকো।
১০| ০৩ রা অক্টোবর, ২০১৩ সকাল ১০:১২
সায়েম মুন বলেছেন: সেইরাম অবস্থা!
০৩ রা অক্টোবর, ২০১৩ সকাল ১০:৪৯
লাবনী আক্তার বলেছেন:
১১| ০৩ রা অক্টোবর, ২০১৩ সকাল ১০:৫৩
সেলিম আনোয়ার বলেছেন: ভাল হয়েছে কথোপকথন।
০৩ রা অক্টোবর, ২০১৩ সকাল ১১:১৮
লাবনী আক্তার বলেছেন: ধন্যবাদ সেলিম ভাই।
১২| ০৩ রা অক্টোবর, ২০১৩ সকাল ১১:২৪
সেলিম আনোয়ার বলেছেন: ছবিটাও চমৎকার হয়েছে।
০৩ রা অক্টোবর, ২০১৩ সকাল ১১:৪২
লাবনী আক্তার বলেছেন: অনেক ধন্যবাদ কবি সাহেব।
১৩| ০৩ রা অক্টোবর, ২০১৩ সকাল ১১:২৭
শীলা শিপা বলেছেন: আমি জানি তোমার সময় হবেনা
তারপরও আমি তোমার হাতটি ধরেই কাশফুলের দোল খাওয়া দেখি
শরতের শুভ্রতার মাঝে তোমাকে চীৎকার করে বলি
ভালোবাসি, ভালোবাসি, ভালোবাসি.............
অনেক সুন্দর হয়েছে আপু
০৩ রা অক্টোবর, ২০১৩ সকাল ১১:৪৩
লাবনী আক্তার বলেছেন: সত্যি করে লেখার সমালোচনা করলে খুশি হব। সব লেখাই যে ভালো লাগবে এমন কোন কথা নেই, বুঝছ?
অনেক ধন্যবাদ কমেন্টের জন্য। ভালো থেকো।
১৪| ০৩ রা অক্টোবর, ২০১৩ সকাল ১১:৪৪
আরুশা বলেছেন: তোমায় ভেবে ভেবে আমার কাটে শুধু বেলা
আমায় নিয়ে এমন করে করো নাকো হেলা।
ভালোলাগলো মিস্টি মিস্টি প্রেমের কথা
০৩ রা অক্টোবর, ২০১৩ দুপুর ১২:০৫
লাবনী আক্তার বলেছেন: ভালো লেগেছে জেনে ভালো লাগল।
অনেক ধন্যবাদ। আমার ব্লগে স্বাগতম আপনাকে।
১৫| ০৩ রা অক্টোবর, ২০১৩ বিকাল ৪:৩২
সমুদ্র কন্যা বলেছেন: ভাল লাগল কথোপকথনের ঢঙ্গে বলা কবিতা।
০৬ ই অক্টোবর, ২০১৩ সকাল ৯:৩৫
লাবনী আক্তার বলেছেন: অসংখ্য ধন্যবাদ । ভালো থাকবেন।
১৬| ০৩ রা অক্টোবর, ২০১৩ বিকাল ৫:৩৮
ইরফান আহমেদ বর্ষণ বলেছেন: তোমায় ভেবে ভেবে আমার কাটে শুধু বেলা
আমায় নিয়ে এমন করে করো নাকো হেলা।
চারিদিকে এতো ভালুবাসা.....
০৬ ই অক্টোবর, ২০১৩ সকাল ৯:৩৬
লাবনী আক্তার বলেছেন:
১৭| ০৪ ঠা অক্টোবর, ২০১৩ দুপুর ১২:০৪
স্নিগ্ধ শোভন বলেছেন:
০৬ ই অক্টোবর, ২০১৩ সকাল ৯:৩৭
লাবনী আক্তার বলেছেন: ধন্যবাদ শোভন ভাই ।
১৮| ০৪ ঠা অক্টোবর, ২০১৩ দুপুর ১২:৪৭
এহসান সাবির বলেছেন: ভালো লেগেছে।
০৬ ই অক্টোবর, ২০১৩ সকাল ৯:৩৮
লাবনী আক্তার বলেছেন: এহসান সাবির অনেক ধন্যবাদ। ভালো লেগেছে শুনে ভালো লাগল।
১৯| ০৬ ই অক্টোবর, ২০১৩ দুপুর ১২:৫২
অদৃশ্য বলেছেন:
বেশতো...
শুভকামনা...
০৬ ই অক্টোবর, ২০১৩ দুপুর ১:০৮
লাবনী আক্তার বলেছেন: ধন্যবাদ অদৃশ্য ভাই!
ভালো থাকবেন।
২০| ০৬ ই অক্টোবর, ২০১৩ দুপুর ১:০৮
বশর সিদ্দিকী বলেছেন: কবিতার ছন্দে ভাল লাগার কিছু কথা চলে এসেছে।
খুব ভাল লাগল কবিতাটি পরে।
০৬ ই অক্টোবর, ২০১৩ দুপুর ১:০৯
লাবনী আক্তার বলেছেন: অনেক ধন্যবাদ । ভালো লেগেছে শুনে ভালো লাগল।
২১| ০৬ ই অক্টোবর, ২০১৩ দুপুর ২:১৯
শায়মা বলেছেন: বাহ বাহ আর বাহ আপুনি!!!!
০৬ ই অক্টোবর, ২০১৩ দুপুর ২:২৩
লাবনী আক্তার বলেছেন: :!> :!> :!>
তোমার বাহ কথাতে লজ্জা পেলুম আপু!
:!> :!>
২২| ০৬ ই অক্টোবর, ২০১৩ বিকাল ৫:৩৭
গিয়াস উদ্দিন লিটন বলেছেন: চল নদীর ধারে
যেথায় শরতের কাশফুল দুল খায় বাতাসে
শুধু তুমি আর আমি’ময় দুনিয়া
শুভ্রতায় ঘেরা চারপাশে।
চমৎকার প্রেমের কবিতা । +++++++++++++++++++++++++
০৭ ই অক্টোবর, ২০১৩ সকাল ৯:১০
লাবনী আক্তার বলেছেন: অনেক ধন্যবাদ ভাইয়া।
©somewhere in net ltd.
১|
০২ রা অক্টোবর, ২০১৩ দুপুর ১:১৮
হাসানসরদার বলেছেন: অনেক সুন্দর প্রেমের কবিতা।
আমিঃ তোমায় ভেবে ভেবে আমার কাটে শুধু বেলা
আমায় নিয়ে এমন করে করো নাকো হেলা।