![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
সত্য কাঁদে নিভৃতে, সাথে তার থাকে শুধু মহাকাল। সত্যের দীপশিখা চিরদিন জ্বলে । সত্য কখনো মিথ্যাকে করে নাকো ক্ষমা।
দুষ্ট মেয়ে - এই গাধারাম কি করো?
মিষ্টি ছেলে - তোমার অপেক্ষায় ছিলাম সোনা।
দুষ্ট মেয়ে - তাই বুঝি? :!>
মিষ্টি ছেলে- হুম! তাইতো।
দুষ্ট মেয়ে - হিহিহিহি
মিষ্টি ছেলে- তুমিতো আমার সোনা, ময়না, টিয়া। :!>
দুষ্ট মেয়ে - আর কি শুনি? হিহিহি :#>
মিষ্টি ছেলে- এই মেয়ে! হাসছ কেন?
দুষ্ট মেয়ে - তোমার কথা শুনে, এই যে বললে সোনা , ময়না, টিয়া। হিহিহি
মিষ্টি ছেলে- এভাবে হাসলে কিন্তু আর ডাকবনা ওমন করে।
দুষ্ট মেয়ে - ওলে লে আমার সোনা জাদুটা। রাগ করেনা বাবা।
মিষ্টি ছেলে- না আর বলব না।
দুষ্ট মেয়ে - কেন বলবে না? একশ বার বলবে।
মিষ্টি ছেলে- ওসবতো তোমার ভালো লাগেনা।
দুষ্ট মেয়ে - কে বলেছে ভালো লাগেনা? ভীষণ ভালো লাগে। সত্যি বলছি।
মিষ্টি ছেলে- হুহ! ঢং। আমি জানি তুমি ফান করছ।
দুষ্ট মেয়ে - খুব রাগ হয়েছে না? ওকে এই কান ধরলাম। সরি। এবার খুশি?
মিষ্টি ছেলে- হাহাহাহা। হুম খুশি।
দুষ্ট মেয়ে - এতো খুশি হয়োনা বাবা, কারন কান আমি তোমারটা ধরছি আমার টা না। হিহিহিহি।
মিষ্টি ছেলে- কি দুষ্ট মেয়েরে! হুম আমিও ধরেছি কান ।
দুষ্ট মেয়ে - ইস কি শখ? হুহ!
মিষ্টি ছেলে- হুম তুমি আমার কান আর আমি তোমার কান ধরেছি। হাহাহাহা।
দুষ্ট মেয়ে - ওমা কি দুষ্ট ছেলেরে বাবা! এই ছেলে তুমিতো দুষ্ট মেয়ের সাথে কথা বলতে বলতে দুষ্ট হয়ে গেছ, না?
মিষ্টি ছেলে- এই মেয়ে চোখ মারো কেন?
দুষ্ট মেয়ে - কই নাতো? মনে হয় চোখে কিছু পড়েছে।
মিষ্টি ছেলে- এই মেয়ে!! তোমার চোখে কি হয়েছে? আসতো দেখি কি হয়েছে?
দুষ্ট মেয়ে - ওমা ! কেন তুমি কি ডাক্তার?
মিষ্টি ছেলে- না তা নই। কিছু পরেছে কিনা দেখি?
দুষ্ট মেয়ে - বেশি দেখতে যেয়োনা বাবা! পরে প্রব্লেম হবে!
মিষ্টি ছেলে- তোমার চোখ দেখে কতজন আইসিইউতে আছে জানো?
দুষ্ট মেয়ে - হিহিহি। নাতো জানি নাতো?
মিষ্টি ছেলে- অনেকেই আইসিইউতে আছে।
দুষ্ট মেয়ে - তুমি কিভাবে জানো শুনি? তুমি কি জ্যোতিষ নাকি?
মিষ্টি ছেলে- আমার কাছে খবর আছে। হাহাহাহা
দুষ্ট মেয়ে - তাই বুঝি?
মিষ্টি ছেলে- হুম! তাই।
দুষ্ট মেয়ে - তা আইসিইউতে তুমি যাওনিতো ?
মিষ্টি ছেলে-
দুষ্ট মেয়ে -
চলবে.....
২৪ শে মার্চ, ২০১৪ সকাল ১১:২১
লাবনী আক্তার বলেছেন:
অনেক ধন্যবাদ।
২| ২৪ শে মার্চ, ২০১৪ সকাল ১১:০৮
এম এ কাশেম বলেছেন: চলবে তো চলুক...........
ভাল লাগা।
২৪ শে মার্চ, ২০১৪ সকাল ১১:২৩
লাবনী আক্তার বলেছেন:
ধন্যবাদ ভাইয়া।
৩| ২৪ শে মার্চ, ২০১৪ সকাল ১১:০৯
সীমানা ছাড়িয়ে বলেছেন: হাহাহা, মজার। ছেলেটা একটু মেয়েলী। আবার মেয়েটা একটু ছেলেলী।
২৪ শে মার্চ, ২০১৪ সকাল ১১:২৫
লাবনী আক্তার বলেছেন: ভুল বললেন। শিরোনামটা দেখবেন প্লিজ। মেয়েটা দুষ্ট আর ছেলেটা মিষ্টি স্বভাবের। সুতরাং মেয়েলি আর ছেলেলি বলে কিছু না। আশা করি বুঝতে পেরেছেন আমার কথাটা।
২৪ শে মার্চ, ২০১৪ সকাল ১১:২৬
লাবনী আক্তার বলেছেন: আর মজা পেয়েছেন তার জন্য ধন্যবাদ।
৪| ২৪ শে মার্চ, ২০১৪ দুপুর ১২:৪৭
মাহবু১৫৪ বলেছেন:
হাহাহা
ভালই তো।
আবার পোস্টের শেষে লিখেছেন চলবে!!!!
২৪ শে মার্চ, ২০১৪ দুপুর ১:১৭
লাবনী আক্তার বলেছেন: :!> :!> :#>
লজ্জায় মরে গেলুম!
৫| ২৪ শে মার্চ, ২০১৪ সন্ধ্যা ৬:২০
বেলা শেষে বলেছেন: লাবনী আক্তার , hey Lady now a days your brain is working very explosivly.....may i right?
২৫ শে মার্চ, ২০১৪ সকাল ৮:১৫
লাবনী আক্তার বলেছেন: হিহিহি! তাই নাকি?
তা ভাই এটা কি পজিটিভ ভাবব না নেগেটিভ ভাবব?
৬| ২৪ শে মার্চ, ২০১৪ রাত ৮:৫৮
আমিনুর রহমান বলেছেন:
ব্যফুক মজা পাইলাম
২৫ শে মার্চ, ২০১৪ সকাল ৮:১৯
লাবনী আক্তার বলেছেন: :!> :!>
মজা দিতে পারিলাম তাহলে? যাক লেখা তবে সার্থক।
ভাইয়া অনেক ধন্যবাদ।
৭| ২৪ শে মার্চ, ২০১৪ রাত ১০:২৪
স্বপ্নবাজ অভি বলেছেন: আহা !
২৫ শে মার্চ, ২০১৪ সকাল ৮:২৬
লাবনী আক্তার বলেছেন:
৮| ২৬ শে মার্চ, ২০১৪ সকাল ৯:৩৩
মামুন রশিদ বলেছেন: ওলে ওলে.. হাহাহা
২৭ শে মার্চ, ২০১৪ দুপুর ১:৩০
লাবনী আক্তার বলেছেন:
৯| ২৭ শে মার্চ, ২০১৪ দুপুর ১২:৪৬
শুঁটকি মাছ বলেছেন: ওরে লুতুপুতু!!!!!!!!
২৭ শে মার্চ, ২০১৪ দুপুর ১:৩০
লাবনী আক্তার বলেছেন:
হুম পুরাই লুতুপুতু আলাপন!
১০| ৩০ শে মার্চ, ২০১৪ দুপুর ১২:৪৬
অদৃশ্য বলেছেন:
মোটেও মজা পাইনি...
শুভকামনা...
৩০ শে মার্চ, ২০১৪ দুপুর ২:২১
লাবনী আক্তার বলেছেন:
১১| ৩০ শে মার্চ, ২০১৪ রাত ১০:৩৪
মোঃ ইসহাক খান বলেছেন: হালকা ধাঁচের ভেতরও সরসতা।
শুভেচ্ছা রইলো।
৩১ শে মার্চ, ২০১৪ দুপুর ২:৫৫
লাবনী আক্তার বলেছেন: ধন্যবাদ পোস্ট পড়ার জন্য।
১২| ১৩ ই এপ্রিল, ২০১৪ দুপুর ১:০৮
নিশমনো বলেছেন: সুন্দর কথামালা
১৬ ই এপ্রিল, ২০১৪ দুপুর ১:৫১
লাবনী আক্তার বলেছেন:
ধন্যবাদ।
ভালো থাকা হয় যেন।
১৩| ১৬ ই এপ্রিল, ২০১৪ দুপুর ২:১৩
ডার্ক ম্যান বলেছেন: দুষ্ট মেয়ে আর মিষ্টি ছেলে
মিলেমিশে করে সৃষ্টি
প্রেমের টক-ঝাল-মিষ্টি।
১৭ ই এপ্রিল, ২০১৪ দুপুর ১:১৮
লাবনী আক্তার বলেছেন:
ধন্যবাদ।
©somewhere in net ltd.
১|
২৪ শে মার্চ, ২০১৪ সকাল ১১:০৪
বৃষ্টিধারা বলেছেন: ভালো লাগছে পড়তে ।