![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
সত্য কাঁদে নিভৃতে, সাথে তার থাকে শুধু মহাকাল। সত্যের দীপশিখা চিরদিন জ্বলে । সত্য কখনো মিথ্যাকে করে নাকো ক্ষমা।
১।
অমৃত ভেবে বিষের পাত্র হাতে তুলে নিয়েছিলাম
কয়েক ঢোক গিলেও ফেলেছিলাম,
তারপর?
পুরো শরীরে বিষের যন্ত্রনা ছড়িয়ে গেল
জীবন প্রদীপ প্রায় নিভু নিভু হয়ে গিয়েছিল,
ঝাপসা চোখে দেখছিলাম কেউ এসেছে পাশে
তারপর?
ভোরের সূর্যের আলোয় আবিষ্কার করলাম
বেঁচে আছি এখনো
বেঁচে থাকার আনন্দ সত্যিই অনেক।
২।
আলোর দিশারি!
আলোর পথ দেখাও
নিয়ে চল আমায় শান্তির পথে,
সদা পাশে থাক আমার
অতন্দ্রিত প্রহরী হয়ে।
৩।
এক পশলা বৃষ্টির জন্য অপেক্ষা করছি
যত যন্ত্রনা আছে
সব বৃষ্টির জলে ভাসিয়ে দিব বলে বসে আছি,
অন্তর্বাষ্প আছে যত
সব বৃষ্টির জল ধুয়ে নিয়ে যাবে বলেই দিন গুনছি।
আজ লগইন করে দেখলাম দুইবছর তিন দিন ধরে ব্লগ লিখছি। দেখে ভালোই লাগল। দ্বিতীয় বর্ষপূর্তির শুভেচ্ছা সবাইকেই।
ব্লগে নিয়মিত এখন আর আসা হয়না আর অনেককেই দেখি নিয়মিত না ব্লগে। সবাই আবার নিয়মিত হোক (আমি ছাড়া) ।
২১ শে অক্টোবর, ২০১৪ বিকাল ৩:৩৮
লাবনী আক্তার বলেছেন: ভাইয়া অনেক অনেক ধন্যবাদ।
ভালো থাকবেন।
২| ২১ শে অক্টোবর, ২০১৪ বিকাল ৩:৪১
ভূতের কেচ্ছা বলেছেন:
২১ শে অক্টোবর, ২০১৪ বিকাল ৩:৪৪
লাবনী আক্তার বলেছেন: কি হল?
একটা ভূতের কেচ্ছা শুনিয়ে যেতেন?
ভূতের কেচ্ছা কে আমার ব্লগে স্বাগতম।
৩| ২১ শে অক্টোবর, ২০১৪ রাত ৯:০৭
অপূর্ণ রায়হান বলেছেন: প্লাস লন +++++++++ বর্ষ পূর্তির শুভেচ্ছা । কিন্তু মিঠাই মণ্ডা না থাকায় আপনেরে মাইনাস !
আবার নিয়মিত হন না , ভালো লাগবে , অবশ্য যদি সময় থাকে ।
শুভকামনা নিরন্তর
২২ শে অক্টোবর, ২০১৪ সকাল ৯:০৪
লাবনী আক্তার বলেছেন: শুভেচ্ছা এবং প্লাসের জন্য অনেক ধন্যবাদ।
মিঠাই মন্ডা খাওয়াতে না পারার জন্য লজ্জিত। :!>
নিয়মিত হবো কিনা জানিনা। তবে আমি সবার লেখা পড়তে চেষ্টা করি।
ভালো থাকবেন।
৪| ২১ শে অক্টোবর, ২০১৪ রাত ৯:২৯
তুষার কাব্য বলেছেন: দ্বিতীয় বর্ষপূর্তির শুভেচ্ছা আপনাকে...আবার সবাই নিয়মিত হোক ব্লগ এ সাথে আপনিও...এই প্রত্যাশায়...শুভকামনা রইলো...
২২ শে অক্টোবর, ২০১৪ সকাল ৯:০৫
লাবনী আক্তার বলেছেন: অনেক ধন্যবাদ। চেষ্টা করব নিয়মিত হতে।
ভালো থাকবেন।
৫| ২১ শে অক্টোবর, ২০১৪ রাত ৯:৩৫
জাফরুল মবীন বলেছেন: অভিনন্দন ও শুভেচ্ছা জানবেন
২২ শে অক্টোবর, ২০১৪ সকাল ৯:০৬
লাবনী আক্তার বলেছেন: অসংখ্য ধন্যবাদ ভাইয়া।
ভালো থাকবেন।
৬| ২১ শে অক্টোবর, ২০১৪ রাত ১১:৫০
মামুন রশিদ বলেছেন: ২য় বর্ষপূর্তির শুভেচ্ছা আপু । অনেক অনেক শুভকামনা
২২ শে অক্টোবর, ২০১৪ সকাল ৯:০৭
লাবনী আক্তার বলেছেন:
ভাইয়া অনেক অনেক ধন্যবাদ শুভেচ্ছার জন্য।
ভালো থাকবেন।
৭| ২২ শে অক্টোবর, ২০১৪ রাত ১২:১২
স্বপ্নচারী গ্রানমা বলেছেন:
শুভকামনা আর ভালোলাগা রইল !
২২ শে অক্টোবর, ২০১৪ সকাল ৯:০৯
লাবনী আক্তার বলেছেন: আন্তরিক ধন্যবাদ।
ভালো থাকবেন।
৮| ২২ শে অক্টোবর, ২০১৪ রাত ১২:৩০
প্রবাসী পাঠক বলেছেন: দ্বিতীয় বর্ষপূর্তির অনেক অনেক শুভেচ্ছা।
২২ শে অক্টোবর, ২০১৪ সকাল ৯:১০
লাবনী আক্তার বলেছেন: প্রবাসী পাঠক আপনাকেও অনেক ধন্যবাদ।
ভালো থাকবেন ।
৯| ২২ শে অক্টোবর, ২০১৪ রাত ১:৩৮
কলমের কালি শেষ বলেছেন: ভাললাগলো কবিতায় ।
২২ শে অক্টোবর, ২০১৪ সকাল ৯:১৪
লাবনী আক্তার বলেছেন: কবিতায় ভালোলাগা পেয়ে প্রীত হলাম।
অনেক ধন্যবাদ।
ভালো থাকবেন।
১০| ২২ শে অক্টোবর, ২০১৪ রাত ২:২৬
স্নিগ্ধ শোভন বলেছেন:
শুভেচ্ছা ও অভিনন্দন!!!
২২ শে অক্টোবর, ২০১৪ সকাল ৯:১০
লাবনী আক্তার বলেছেন: শোভন অনেক ধন্যবাদ ।
ভালো থাকবেন সবসময়।
১১| ২২ শে অক্টোবর, ২০১৪ ভোর ৪:৪৪
মাহবু১৫৪ বলেছেন: দ্বিতীয় বর্ষপূর্তির অনেক অনেক শুভেচ্ছা।
মিষ্টি খাওয়ান আপা।
আর কবিতাগুলো ভাল লেগেছে
২২ শে অক্টোবর, ২০১৪ সকাল ৯:১৩
লাবনী আক্তার বলেছেন: শুভেচ্ছার জন্য আপনাকেও অনেক অনেক ধন্যবাদ মাহবু ভাই।
আচ্ছা মাহবুব এর আরেক টা ব কোথায় গেছে?
মিষ্টি দোকানে আছে খেয়ে নিয়েন প্লিজ।
কবিতা ভালো লেগেছে জেনে ভালো লাগল।
ভালো থাকবেন।
১২| ২৩ শে অক্টোবর, ২০১৪ দুপুর ১২:১৪
ভূতের কেচ্ছা বলেছেন: টিকেট কি কেটেছেন? শুনতে চান.....
২৩ শে অক্টোবর, ২০১৪ দুপুর ১:১০
লাবনী আক্তার বলেছেন: ওমা বলে কি ? আমি যে অগ্রীম টাকা দিয়ে টিকিট করে রেখেছিলুম তার কি হল?
১৩| ২৩ শে অক্টোবর, ২০১৪ দুপুর ২:১৬
যুবায়ের বলেছেন: দেরীতে হলেও শুভেচ্ছা নিবেন।
চমৎকার কাব্য...
২৩ শে অক্টোবর, ২০১৪ বিকাল ৪:৩৯
লাবনী আক্তার বলেছেন: শুভেচ্ছার জন্য ভাইয়া অনেক ধন্যবাদ।
ভালো থাকবেন।
১৪| ২৩ শে অক্টোবর, ২০১৪ দুপুর ২:২৬
ভূতের কেচ্ছা বলেছেন: কি আর করা টাকা যখন দিয়েছেন শোনেন আপনার গপ্প..
হিংসুটি...সুকুমার রায়..
এক ছিল দুষ্টু মেয়ে— বেজায় হিংসুটে , আর বেজায় ঝগড়াটি। তার নাম বলতে গেলেই তো মুশকিল, কারণ ঐ নামে শান্ত লক্ষ্মী পাঠিকা যদি কেউ থাকেন, তাঁরা তো আমার উপর চটে যাবেন।
হিংসুটির দিদি বড় লক্ষ্মী মেয়ে— যেমন কাজে কর্মে, তেমনি লেখাপড়ায়। হিংসুটির বয়েস সাত বছর হ'য়ে গেল, এখনও তার প্রথম ভাগই শেষ হল না— আর তার দিদি তার চাইতে মোটে এক বছরের বড়, সে এখনই "বোধোদয়" আর "ছেলেদের রামায়ণ" পড়ে ফেলেছে, ইংরিজি ফার্স্টবুক তার কবে শেষ হয়ে গেছে। হিংসুটি কিনা সবাইকে হিংসে করে, সে তো দিদিকেও হিংসে করত। দিদি স্কুলে যায়, প্রাইজ পায়— হিংসুটি খালি বকুনি খায় আর শাস্তি পায়।
দিদি যেবার ছবির বই প্রাইজ পেলে আর হিংসুটি কিচ্ছু পেলে না, তখন যদি তার অভিমান দেখতে! সে সারাটি দিন ফুঁপিয়ে ফুঁপিয়ে গাল ফুলিয়ে ঠোঁট বাঁকিয়ে ব'সে রইল— কারও সঙ্গে কথাই বলল না। তারপর রাত্রিবেলায় দিদির অমন সুন্দর বইখানাকে কালি ঢেলে, মলাট ছিঁড়ে, কাদায় ফেলে নষ্ট করে দিল। এমন দুষ্টু হিংসুটে মেয়ে।
হিংসুটির মামা এসেছেন, তিনি মিঠাই এনে দু'বোনকেই আদর ক'রে খেতে দিয়েছেন। হিংসুটি খানিকক্ষণ তার দিদির খাবারের দিকে তাকিয়ে তাকিয়ে ভ্যাঁ ক'রে কেঁদে ফেলল। মাম ব্যস্ত হয়ে বললেন, "কি রে, কী হ'ল? জিভে কামড় লাগল নাকি?" হিংসুটির মুখে আর কথা নেই, সে কেবলই কাঁদছে। তখন তার মা এক ধমক দিয়ে বললেন, "কী হয়েছে বল্ না!" তখন হিংসুটি কাঁদতে কাঁদতে বলল, "দিদির ঐ রসমুণ্ডিটা তাকে আমারটার চাইতেও বড়।" তাই শুনে দিদি তাড়াতাড়ি নিজের রসমুণ্ডিটা তাকে দিয়ে দিল। অথচ হিংসুটি নিজে যা খাবার পেয়েছিল তার অর্ধেক সে খেতে পারল না— নষ্ট ক'রে ফেলে দিল। দিদির জন্মদিনে দিদির নতুন জামা, নতুন কাপড় আস্লে হিংসুটি তাই নিয়ে চেঁচিয়ে বাড়ি মাথায় তোলে।
একদিন হিংসুটি তার মায়ের আলমারি খুলে দেখে কি— লাল জামা গায়ে, লাল জুতা পায়ে, টুক্টুকে রাঙা পুতুল বাক্সের মধ্যে শুয়ে আছে। হিংসুটি বলল, "দেখেছ! দিদি কি দুষ্টু! নিশ্চয়ই মামার কাছ থেকে পুতুল আদায় করেছে— আবার আমায় না দেখিয়ে মায়ের কাছে লুকিয়ে রাখা হয়েছে।" তখন তার ভয়ানক রাগ হল। সে ভাবল, "আমি তো ছোট বোন, আমারই তো পুতুল পাওয়া উচিত। দিদি কেন মিছিমিছি পুতুল পানে?" এই ভেবে সে পুতুলটাকে উঠিয়ে নিল।
কি সুন্দর পুতুল! কেমন মিট্মিটে চোখ, আর ফুট্ফুটে মুখ, কেমন কচি কচি হাত পা, আর টুক্টুকে জামা কাপড়! যত সব ভালো ভালো জিনিস সব কিনা দিদি পাবে! হিংসুটির চোখ ফেটে জল এল। সে রেগে পুতুলটাকে আছড়িয়ে মাটিতে ফেলে দিল। তাতেও তার রাগ গেল না; সে একটা ডাণ্ডা নিয়ে ধাঁই ধাঁই ক'রে পুতুলটাকে মারতে লাগল। মারতে মারতে তার নাক মুখ হাত পা ভেঙে, তার জামা কাপড় ছিঁড়ে— আবার তাকে বাক্সের মধ্যে ঠেসে সে রাগে গরগর করতে করতে চলে গেল।
বিকেলবেলা মামা এসে তাকে ডাকতে লাগলেন আর বললেন, "তোর জন্য কি এনেছি দেখিস্নি?" শুনে হিংসুটি দৌড়ে এল, "কই মামা, কী এনেছ দাও না।"
মামা বললেন, "মার কাছে দেখ্ গিয়ে কেমন সুন্দর পুতুল এনেছি।" হিংসুটি উৎসাহে নাচতে লাগল, মাকে বলল, "কোথায় রেখেছ মা?" মা বললেন, "আলমারিতে আছে।" শুনে ভয়ে হিংসুটির বুকের মধ্যে ধড়াস্ ধড়াস্ করে উঠল। সে কাঁদ কাঁদ গলায় বলল, "সেটার কি লাল জামা আর লাল জুতো পরান— মাথায় কালো কালো কোঁকড়ানো চুল ছিল?" মা বললেন, "হ্যাঁ, তুই দেখেছিস্ নাকি?"
হিংসুটির মুখে আর কথা নেই! সে খানিকক্ষণ ফ্যাল্ফ্যাল্ ক'রে তাকিয়ে তারপর একেবারে ভ্যাঁ ক'রে কেঁদে এক দৌড়ে সেখান থেকে পালিয়ে গেল।
এর পরে যদি তার হিংসে আর দুষ্টুমি না কমে, তবে আর কী ক'রে কমবে?
-
২৩ শে অক্টোবর, ২০১৪ বিকাল ৪:৪৩
লাবনী আক্তার বলেছেন: এত দেখি বিরাট কেচ্ছা গো। সময় করে পড়ে নিবনে।
ধন্যযোগ ।
১৫| ২৩ শে অক্টোবর, ২০১৪ বিকাল ৪:০৪
তোমোদাচি বলেছেন: শুভেচ্ছা ২ বছর পূর্তিতে!!
কবি ফাঁকিবাজি করলে কবিতাও একদিন তাকে ফাকি দিয়ে চলে যায়!!!
সো, নো ফাঁকিবাজি; ব্লগে নিয়মিত কবিতা চাই!!
২৩ শে অক্টোবর, ২০১৪ বিকাল ৪:৪১
লাবনী আক্তার বলেছেন: ভাইয়া আপনার কমেন্ট পেয়ে ভালো লাগিল।
কবি ফাঁকিবাজি করলে কবিতাও একদিন তাকে ফাকি দিয়ে চলে যায়!!!
সো, নো ফাঁকিবাজি; ব্লগে নিয়মিত কবিতা চাই!!
হুম! এই কমেন্ট আমাকে সত্যিই ভাবাচ্ছে।
ভালো থাকবেন।
১৬| ০৩ রা নভেম্বর, ২০১৪ সকাল ১১:৫৯
অদৃশ্য বলেছেন:
খুব সুন্দর লিখেছেন লাবনী... আমারতো খুবই ভালো লেগেছে... আর শুভেচ্ছা জানবেন অনেক সময় ধরে এভাবে আমাদের সাথে থাকবার জন্য... আশাকরছি নিয়মিত হবেন আগের মতো...
লাবনীর জন্য আবারও
শুভেচ্ছা ও শুভকামনা...
০৩ রা নভেম্বর, ২০১৪ বিকাল ৪:০০
লাবনী আক্তার বলেছেন: আমার মত একজন ক্ষুদ্র লেখিকার লেখা পড়ে যখন বলেন ভালো লেগেছে তখন সত্যি আনন্দে নেচে উঠে মন।
শুভেচ্ছা আন্তরিক ভাবে গ্রহন করলাম। এতদিন আমার লেখা পড়েছেন, উৎসাহ দিয়েছেন তার জন্য কৃতজ্ঞতা অনেক।
মাঝখানে কিছুদিন ছিলেন না, খারাপ লেগেছে। আপনি নিয়মিত হয়েছেন দেখে ভালো লাগছে।
ভালো থাকবেন ভাইয়া।
১৭| ১০ ই নভেম্বর, ২০১৪ বিকাল ৫:০৪
লেখোয়াড় বলেছেন:
ব্লগে নিয়মিত এখন আর আসা হয়না আর অনেককেই দেখি নিয়মিত না ব্লগে। সবাই আবার নিয়মিত হোক (আপনি সহ )
শুভেচ্ছ। শুভ ব্লগিং।
১১ ই নভেম্বর, ২০১৪ দুপুর ১:১০
লাবনী আক্তার বলেছেন:
লেখোয়াড় ভাইকে আমার ব্লগে দেখে ভালো লাগল।
চেষ্টা করব মাঝে মাঝে পোস্ট দিতে।
ভালো থাকবেন।
১১ ই নভেম্বর, ২০১৪ দুপুর ১:১১
লাবনী আক্তার বলেছেন: কমেন্টের জন্য অসংখ্য ধন্যবাদ।
১৮| ১০ ই নভেম্বর, ২০১৪ বিকাল ৫:২০
খাটাস বলেছেন: বর্ষপূর্তির শুভেচ্ছা লাবনী আপু।
আবার ফিরে আসুন ব্লগে।
১১ ই নভেম্বর, ২০১৪ দুপুর ১:১২
লাবনী আক্তার বলেছেন: শুভেচ্ছার জন্য ধন্যবাদ ব্রাদার।
খাটাস বলেছেন: আবার ফিরে আসুন ব্লগে। (
(
ডরাইছি।
ওকে চেষ্টা করব আসতে।
ভালো থেক সবসময়।
©somewhere in net ltd.
১|
২১ শে অক্টোবর, ২০১৪ বিকাল ৩:২৯
পরিবেশ বন্ধু বলেছেন: বর্ষফুর্তির শুভেচ্ছা লাবনী , শুভকামনা সব সময়ে ।।