নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

অযথা প্যাঁচাল

কক্ষচ্যুত

বলার কিছু নাই,শুধুই দেখি।

কক্ষচ্যুত › বিস্তারিত পোস্টঃ

ছি!নেমার শেষ সিন

২৬ শে অক্টোবর, ২০১৩ রাত ৯:১৭

ছি!নেমার শেষ লগ্নে যখন নায়ক পক্ষের কোনই উপায়ন্তর থাকেনা তখন নায়িকা যে 'পবিত্র' গান গায় তা সম্পূর্ণ শেষ না হওয়া পর্যন্ত বাংলা ছি!নেমার আহমেদ শরীফ, জসিম থেকে শুরু করে বলিউডের শক্তি কাপুর , এমনকি অমরেশ পুরী এর মত দাপুটে ভিলেন পর্যন্ত অপেক্ষা করে আর তরোয়াল শাণ দিতে থাকে ।



ফাঁকতালে নায়ক তার বন্ধু সহ আর অগুন্তি গোলাগুলি নিয়ে হাজির হয়ে ভিলেন কে রামধোলাই দেয় , সর্বশেষ সিনে হাজির হন এক্কেরে পুরু মেকাপ মারা পুলিশ তাদের চিরাচরিত "আইন নিজের হাতে তুলে নিবেন না" ডায়লগ নিয়ে ।



এরকম ছি!নেমা বাস্তবেও কি ঘটবে ? 'মহাপবিত্র' হরতালের ফাঁকতালে নতুন কোন "নায়ক" তার সাঙ্গোপাঙ্গো নিয়ে হাজির হয়ে বলবে না তো " জাতির এই ক্রান্তিলগ্নে আমি এই দেশের গুরুভার নিজ কাঁধে তুলে নিলাম " ?

মন্তব্য ৩ টি রেটিং +০/-০

মন্তব্য (৩) মন্তব্য লিখুন

১| ২৬ শে অক্টোবর, ২০১৩ রাত ১০:৫৮

মোঃ আব্দুস সালাম বলেছেন: বাংলাদেশ রে কি সিঃনেমা মনে হয়?

২| ২৭ শে অক্টোবর, ২০১৩ সকাল ৮:১৬

কক্ষচ্যুত বলেছেন: বাংলাদেশ কে ছি!নেমা মনে হবার কথা কোথায় লিখলাম সালাম ভাই ? তবে এই দেশের নেতাদের কাজকর্ম সিনেমা কেও সময় সময় হার মানায়।

৩| ০৭ ই নভেম্বর, ২০১৩ রাত ১০:১২

মোঃ আব্দুস সালাম বলেছেন: 'মহাপবিত্র' হরতালের ফাঁকতালে নতুন কোন "নায়ক" তার সাঙ্গোপাঙ্গো নিয়ে হাজির হয়ে বলবে না তো " জাতির এই ক্রান্তিলগ্নে আমি এই দেশের গুরুভার নিজ কাঁধে তুলে নিলাম " ?
এইটা কি দেশকে নিয়া দেখা স্বপ্ন না?
এইটা সিঃ নেমাতেই সম্ভব।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.