নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

এখানে তাবিজ এবং পানি পড়া দেওয়া হয়

পুরানা দামান

পুরানা দামান › বিস্তারিত পোস্টঃ

কোটি বছরের পুরানো তারাদের ছবি এবং রণাঙ্গনের চিঠি

০৩ রা আগস্ট, ২০২২ সন্ধ্যা ৭:২৫

জেমস ওয়েব টেলিস্কোপে তোলা নক্ষত্ররাজির কোটি বছরের পুরানো ছবি নিয়ে সহস্র পোস্ট হয়েছে। সেখানে অযুত গবেষণা এবং নিযুত তর্ক বিতর্ক দেখেছি আমরা সামাজিক মাধ্যমগুলোতে। এটা বাসি, পুরানো হয়ে গেলেও দূর আকাশের তারাদের সাথে মানব সমাজের একটা অংশের অভাবনীয় তুলনা আপনাদের জন্য না লিখে থাকতে পারলাম না।

আকাশের তারাদের নিয়ে কথাটা পড়েছিলাম আজ থেকে ৭০ বছর পূর্বে লেখা এক রুশ উপন্যাসে। রুশ ঔপন্যাসিক বরিস পলেভয় তার দ্বিতীয় বিশ্বযুদ্ধের ঘটনাবলী নিয়ে রচিত স্টোরি অব এ রিয়েল ম্যান উপন্যাসে বিষয়টা ব্যাখ্যা করেছিলেন অনেকটা এভাবে,

‘যুদ্ধক্ষেত্র হতে প্রেরিত সৈনিকের চিঠি হচ্ছে দূর আকাশের তারাদের আলোর মতো। সৈনিকের চিঠি যুদ্ধের ডামাডোলে দিন, হপ্তা পেরিয়ে যখন প্রিয়জনের হাতে পৌঁছাবে তখন হয়তো সৈনিকটির গুলিবিদ্ধ লাশ কোন ট্রেঞ্চে পড়ে আছে। অথচ প্রিয়জন তখন ঠিকই নিশ্চিন্তে চিঠিতে তার ভালো থাকার কথা পড়ছে। সৈনিক বেচারা যুদ্ধক্ষেত্রে মৃত হলেও কয়েক শো মাইল দূরে তার প্রিয় বাড়িটিতে তখনো জীবিত।

দূর আকাশের তারাদের ব্যাপারটিও তেমন। সহস্র আলোকবর্ষ পেরিয়ে তারাদের দীপ্তি যখন আমাদের চোখে প্রবেশ করে, তারও বহু পূর্বেই হয়তো সেটি ধ্বংস হয়ে গেছে। যুদ্ধক্ষেত্রের সৈনিকের মতোই সে মৃত কিন্তু আমাদের কাছে সে এখনো উজ্জ্বল জ্যোতিষ্ক।‘


বরিস পলেভয় তার গ্রন্থটি রচনা করেছেন দ্বিতীয় বিশ্বযুদ্ধের এক বৈমানিক অ্যালেক্সেই মারসিয়েভের জীবনে ঘটে যাওয়া অবিশ্বাস্য বাস্তব ঘটনা নিয়ে। বঙ্গদেশের জন্য বইটি ‘মানুষের মতো মানুষ’ নামে অনূদিত করা হয়েছে। পড়তে পড়তে প্রবাহতে ডুবে যাবার মতো বই। যারা পড়তে ইচ্ছুক নীচের ফেসবুক লিংকে গিয়ে ক্লিক করলেই ডাউনলোড হবে ৪৮ মেগাবাইটের রুশ মহাকাব্য।


১৯৫২ সালে হার্ড কভারে ছাপানো বইটির প্রচ্ছদ

মানুষের মতো মানুষ বাংলা ডাউনলোড লিংক

মন্তব্য ৫ টি রেটিং +২/-০

মন্তব্য (৫) মন্তব্য লিখুন

১| ০৪ ঠা আগস্ট, ২০২২ বিকাল ৩:৫১

মোঃ মাইদুল সরকার বলেছেন: সামুতে স্বাগতম।

যে উপমা ও তুলনা দিয়েছেন দারুন লেগেছে। +++

০৪ ঠা আগস্ট, ২০২২ রাত ৮:১৬

পুরানা দামান বলেছেন: অনেক ধন্যবাদ আপনাকে আমার ব্লগে আসার জন্য। ভালো থাকবেন।

২| ০৫ ই আগস্ট, ২০২২ রাত ১২:২৭

মরুভূমির জলদস্যু বলেছেন: সামুতে স্বাগতম।

০৫ ই আগস্ট, ২০২২ রাত ১১:০৬

পুরানা দামান বলেছেন: ধন্যবাদ ভাই।

৩| ২৬ শে আগস্ট, ২০২৩ রাত ৮:৪৮

খায়রুল আহসান বলেছেন: ব্লগে সুস্বাগতম! নিরাপদ এবং নিরুপদ্রব হোক আপনার ব্লগযাত্রা!
ছোট্ট, সুলিখিত এই পোস্টটি অনেক ভাবনার খোরাক রেখে গেল। দূর আকাশের তারাদের দিকে তাকালে এখন থেকে যুদ্ধক্ষেত্রে নিহত সৈ্নিকদের কথা মনে পড়বে।
এক বছরে দুটি মাত্র পোস্ট লিখে কোথায় নিরুদ্দেশ হয়ে গেলেন? ফিরে আসুন!

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.