নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

তানভির জুমার

সব সময় সব জায়গায় সত্য এবং ন্যায়ের পক্ষে।

তানভির জুমার › বিস্তারিত পোস্টঃ

সাজানো ভোটে বিএনপিকে সেনাবাহিনী আর আমলারা ক্ষমতায় আনতেছে। ভোট তো কেবল লোক দেখানো আনুষ্ঠানিকতা মাত্র।

২১ শে ডিসেম্বর, ২০২৫ রাত ৮:২২



১০০% নিশ্চিত বিএনপি ক্ষমতায় আসছে, এবং আওয়ামী স্টাইলে ক্ষমতা চালাবে। সন্ত্রাসী লীগকে এই বিএনপিই আবার ফিরিয়ে আনবে।সেনাবাহিনী আর আমলাদের সাথে ডিল কমপ্লিট। সহসাই এই দেশে ন্যায়-ইনসাফ ফিরবে না। লুটপাট আর বিদেশী প্রভুদের ঠিক রাখতে সৎ মানুষদের ক্ষমতা দিবে না। জামাত আর অন্য দলের লোকদের মুলা দেখিয়ে ৮-১০ সিট দিতে পারে। ইউনুসের লোকেরা কলংক সাথে নিয়ে বিদায় হবে।

রাজনীতির সিম্পল হিসাব বোঝেন। আর্মির সাথে বিএনপির একটা আন্ডারস্ট্যান্ডিং হইছে। আর সেই আন্ডারস্ট্যান্ডিংটা হইছে খুব সম্ভবত গুম কমিশনে অভিযুক্ত আর্মি অফিসারদের এক্সিট শর্তে। প্রথম আলো আর ডেইলি স্টারের আজকের বয়ানে বোঝা গেল তাদের সাথেও বিএনপির আন্ডারস্ট্যান্ডিং ডান। মনে রাইখেন, দুইটা বড় ইন্ডাস্ট্রির সাথে নেগোসিয়েশন ডান। আর প্রশাসন? সেইটা বহু আগে থেকেই বিএনপির পকেটে। একেবারে তৃণমূল পর্যন্ত পুলিশ আর প্রশাসনের লোকজন স্থানীয় বিএনপির নেতাদেরও স্যার স্যার বলে। এইটাই রাজনীতির উপরতলার গেইম। ভোট তো কেবল আনুষ্ঠানিকতা।

আসিফ মাহমুদ।

মন্তব্য ৫ টি রেটিং +০/-০

মন্তব্য (৫) মন্তব্য লিখুন

১| ২১ শে ডিসেম্বর, ২০২৫ রাত ৯:১০

কামাল১৮ বলেছেন: গনভোট কিসের জন্য।

২| ২১ শে ডিসেম্বর, ২০২৫ রাত ৯:১২

সৈয়দ কুতুব বলেছেন: আপনার কোথাও ভুল হইতেসে। জিতবে এবার দাড়িপাললা ।

৩| ২১ শে ডিসেম্বর, ২০২৫ রাত ১০:০১

নিমো বলেছেন: তো কাকে আনবে? জ-শির হারামজাদাদের।

৪| ২১ শে ডিসেম্বর, ২০২৫ রাত ১০:০৬

আদিবাসী শামুক বলেছেন: শেয়ার দিছেন জাশির পোস্ট আর জিগাইলে কইবেন জাশি করেন না, সৎ লোকের শাসন চান।

বাঞ্চোতগিরি কর কত চুদাইবেন?

৫| ২১ শে ডিসেম্বর, ২০২৫ রাত ১০:০৬

স্বপ্নের শঙ্খচিল বলেছেন: আপনি কবে এতবড় গণক হলেন ?
..............................................................
তাহলে আপনার ভবিষ্যৎ বয়ান করুন ।
আর আগামী ১০ দিনে দেশে কি কি ঘটবে বলুন
দেখি আপনার কেরামতি কেমন সত্য হয় ?

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.