| নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
১০০% নিশ্চিত বিএনপি ক্ষমতায় আসছে, এবং আওয়ামী স্টাইলে ক্ষমতা চালাবে। সন্ত্রাসী লীগকে এই বিএনপিই আবার ফিরিয়ে আনবে।সেনাবাহিনী আর আমলাদের সাথে ডিল কমপ্লিট। সহসাই এই দেশে ন্যায়-ইনসাফ ফিরবে না। লুটপাট আর বিদেশী প্রভুদের ঠিক রাখতে সৎ মানুষদের ক্ষমতা দিবে না। জামাত আর অন্য দলের লোকদের মুলা দেখিয়ে ৮-১০ সিট দিতে পারে। ইউনুসের লোকেরা কলংক সাথে নিয়ে বিদায় হবে।
রাজনীতির সিম্পল হিসাব বোঝেন। আর্মির সাথে বিএনপির একটা আন্ডারস্ট্যান্ডিং হইছে। আর সেই আন্ডারস্ট্যান্ডিংটা হইছে খুব সম্ভবত গুম কমিশনে অভিযুক্ত আর্মি অফিসারদের এক্সিট শর্তে। প্রথম আলো আর ডেইলি স্টারের আজকের বয়ানে বোঝা গেল তাদের সাথেও বিএনপির আন্ডারস্ট্যান্ডিং ডান। মনে রাইখেন, দুইটা বড় ইন্ডাস্ট্রির সাথে নেগোসিয়েশন ডান। আর প্রশাসন? সেইটা বহু আগে থেকেই বিএনপির পকেটে। একেবারে তৃণমূল পর্যন্ত পুলিশ আর প্রশাসনের লোকজন স্থানীয় বিএনপির নেতাদেরও স্যার স্যার বলে। এইটাই রাজনীতির উপরতলার গেইম। ভোট তো কেবল আনুষ্ঠানিকতা।
আসিফ মাহমুদ।
২১ শে ডিসেম্বর, ২০২৫ রাত ১১:০০
তানভির জুমার বলেছেন: গণভোট আইওয়াস মাত্র। বিএনপি যা চাইবে তা ই হবে। আওয়ামীলিগের চেয়ে গুড চয়েস বিএনপি।
২|
২১ শে ডিসেম্বর, ২০২৫ রাত ৯:১২
সৈয়দ কুতুব বলেছেন: আপনার কোথাও ভুল হইতেসে। জিতবে এবার দাড়িপাললা ।
২১ শে ডিসেম্বর, ২০২৫ রাত ১১:০৪
তানভির জুমার বলেছেন: দাড়িপাললা মুলা ঝুলাইয়া। বিএনপিকে ক্ষমতায় বসাবে। দাড়িপাললা লোকজন কেন্দ্রে যেতে পারবে? আর ধরেন সারাদিন ভোট দিছেন দাড়িপাললায় সন্ধ্যায় রেজাল্ট দিবে ধান পাস করছে। রেজাল্ট তো দিবে আমলারাই তাই না?
৩|
২১ শে ডিসেম্বর, ২০২৫ রাত ১০:০১
নিমো বলেছেন: তো কাকে আনবে? জ-শির হারামজাদাদের।
২১ শে ডিসেম্বর, ২০২৫ রাত ১১:০৪
তানভির জুমার বলেছেন: জ-শির হারামজাদা হলে আপনি কি?
৪|
২১ শে ডিসেম্বর, ২০২৫ রাত ১০:০৬
আদিবাসী শামুক বলেছেন: শেয়ার দিছেন জাশির পোস্ট আর জিগাইলে কইবেন জাশি করেন না, সৎ লোকের শাসন চান।
বাঞ্চোতগিরি কর কত চুদাইবেন?
২১ শে ডিসেম্বর, ২০২৫ রাত ১০:৫৭
তানভির জুমার বলেছেন: স্বীকৃত বাঞ্চোত তো আপনারা। আমি তসলিমা নাসরিনের পোস্টও শেয়ার দিই তারমানে আমি তার আইডোলজি এনডোর্স করি?
৫|
২১ শে ডিসেম্বর, ২০২৫ রাত ১০:০৬
স্বপ্নের শঙ্খচিল বলেছেন: আপনি কবে এতবড় গণক হলেন ?
..............................................................
তাহলে আপনার ভবিষ্যৎ বয়ান করুন ।
আর আগামী ১০ দিনে দেশে কি কি ঘটবে বলুন
দেখি আপনার কেরামতি কেমন সত্য হয় ?
২১ শে ডিসেম্বর, ২০২৫ রাত ১০:৫৮
তানভির জুমার বলেছেন: নির্বাচনে পরে আবার এসে এই পোস্ট পড়বেন।
৬|
২১ শে ডিসেম্বর, ২০২৫ রাত ১১:১২
আদিবাসী শামুক বলেছেন: আওয়ামী লীগ নাই, বিএনপিকে আইতে দিবেন না, তাইলে আপনি অবশ্যই জামাতরে চান। কিন্তু কইলেই কন যে কইছে। ![]()
২১ শে ডিসেম্বর, ২০২৫ রাত ১১:২৫
তানভির জুমার বলেছেন: আমার চাওয়া একটি ফেয়ার ভোট। ফেয়ার ভোটে বিএনপি ক্ষমতায় আসলে অবশ্যই আমি খুশি কিন্তু নির্বাচনের নামে একটা তামাশা করে বিএনপিকে ক্ষমতায় বসাবে যেটা কারোর জন্য ভালো হবে না।
৭|
২১ শে ডিসেম্বর, ২০২৫ রাত ১১:১৭
জ্যাক স্মিথ বলেছেন: এগুলো সব গুজব, জিতবে এবার দাড়িপাল্লা।
২১ শে ডিসেম্বর, ২০২৫ রাত ১১:২৭
তানভির জুমার বলেছেন: নির্বাচনে পরে আবার এসে এই পোস্ট পড়বেন।
৮|
২১ শে ডিসেম্বর, ২০২৫ রাত ১১:৪৪
আদিত্য ০১ বলেছেন: জামাতের দুই পীর ওদের সাগরেদদের হাতে হেরিকেন ধরিয়ে দেবে
৯|
২১ শে ডিসেম্বর, ২০২৫ রাত ১১:৪৬
কলিমুদ্দি দফাদার বলেছেন:
বিএনপি ২৯০ আসন পাওয়ার দরকার আছে!
দেশবাসী প্রথমবারের মতো মুক্তিযুদ্ধের শক্তি/চেতনা ব্যবসায়ী আর রাজাকারের মধ্যে ঐক্য দেখতে পারবে।
জয়বাংলা/ পাকিস্তান জিন্দাবাদ।
১০|
২১ শে ডিসেম্বর, ২০২৫ রাত ১১:৫৮
সৈয়দ কুতুব বলেছেন: দফাদার@ভিপি নুর এং রাশেদ কে সিট ছাড় দিবে । ভিপি নুর সংসদে যাবেন । ![]()
১১|
২১ শে ডিসেম্বর, ২০২৫ রাত ১১:৫৯
আদিত্য ০১ বলেছেন: দাড়িপাল্লায় ভোট না দিলে জান্নাতের টিকেট নাই হয়ে যাবে
১২|
২২ শে ডিসেম্বর, ২০২৫ রাত ১২:০৬
কলিমুদ্দি দফাদার বলেছেন:
@কুতুব: নুরের এলাকায় বিএনপি প্রার্থী অনেক শক্ত। হাসান মামুন বিএনপির কেন্দ্রীয় কার্যনির্বাহী কমিটির সদস্য। সে ঘোষণা দিয়ে রেখেছে বিএনপি নমিনেশন না দিলে ও সতন্ত্র দাঁড়াবে; এলাকায় তার জনসমর্থন ও ভালো। বিকাশ নুরু এজন্য বিএনপির সাথে জোট নিয়ে দ্বিধাগ্রস্ত।
১৩|
২২ শে ডিসেম্বর, ২০২৫ রাত ১:২৭
শ্রাবণধারা বলেছেন: প্রিয় ভাই, বি এন পি নয় জামাত ক্ষমতায় আসবে। জংগিবাদী রাষ্ট্র প্রতিষ্ঠা হবে।
প্রিয় ভাই, সাত বছরের শিশুকন্যা বিবাহের অনুমতি আপনারাও পাবেন। আপাতত একটু ধৈর্য্য ধরুন!
১৪|
২২ শে ডিসেম্বর, ২০২৫ সকাল ১০:০৭
কিরকুট বলেছেন: হু, আচ্ছা আসলেই যদি এমন হয়, তাহলে একটা কাজ তো বিএনপি অবশ্যই করবে। কুকুরের লেজে যেমন তারাবাজী বেধে দিয়ে বাচ্চারা মজা দেখে, জামাত- শিবিরের লেজেও তেমনি তারাবাজি লাগানো হবে। ![]()
১৫|
২২ শে ডিসেম্বর, ২০২৫ সকাল ১০:৫২
কিরকুট বলেছেন:
জিতবে এবার দাড়িপাল্লা
কাটবে সবার কল্লা ।
১৬|
২২ শে ডিসেম্বর, ২০২৫ সকাল ১১:৩৫
আলামিন১০৪ বলেছেন: এতটা সাহস পাবে না! আওয়ামী লিগাররা জামাতে ভোট দিবে এই ভয়ে বিএনপির আত্মারাম খাঁচা ছাড়া। তারেকে কিছু করতে পারবে বলে মনে হয় না। এই নির্বাচনের দিকে সবার চোখ। শেষ চেষ্টা হিসেবে আওয়ামী সন্ত্রাশীরা নির্বাচন বানচাল করার ষড়যন্ত্র করছে।
লীগের প্লান বি হলো- জামাত আর বিএনপির কোয়ালিশন সরকার ক্ষমতায় আনা, চোরা গোপ্তা হামলা চালিয়ে জামাতের উপর দোষারোপ করে ঘোলা পানিতে মাছ শিকার করবে।
১৭|
২২ শে ডিসেম্বর, ২০২৫ সকাল ১১:৩৭
আলামিন১০৪ বলেছেন: কিরকুটের শিবির নিয়ে কুটকুট কেন?
১৮|
২২ শে ডিসেম্বর, ২০২৫ সকাল ১১:৫৫
ধুলো মেঘ বলেছেন: আপনি হঠাৎ সাইড চেইঞ্জ করলেন কেন? এতদিন তো আমি বিএনপি পোন্দাইতাম বলে আপনার সাথে আমার লাগতো!
১৯|
২২ শে ডিসেম্বর, ২০২৫ দুপুর ১২:৪৭
আহলান বলেছেন: সেই দিন আর ফিরে না আসুক! মানুষকে এখন অন্যায়ের বিরুদ্ধে সোচ্চার থাকতে হবে। একজন মানুষ তো দূর একটি প্রাণির ক্ষতি হলেও তার কৈফিয়ত আদায় করতে হবে। সরকারকে দানব হতে দেয়া যাবে না ....
২০|
২২ শে ডিসেম্বর, ২০২৫ দুপুর ১:০১
রাসেল বলেছেন: যথা পূর্বং তথা পরং। ইহা হলো দেশপ্রেম, বাংলাদেশী হর্তাকর্তাদের।
২১|
২২ শে ডিসেম্বর, ২০২৫ দুপুর ১:৩৭
রাজীব নুর বলেছেন: পড়লাম।
২২|
২২ শে ডিসেম্বর, ২০২৫ দুপুর ২:২৯
কিরকুট বলেছেন: আলামিন১০৪ বলেছেন: কিরকুটের শিবির নিয়ে কুটকুট কেন?
কারন শিবির জামাতের ঔরসজত সন্তান। আর জামাত হইলো যুদ্ধাপরাধ এর দায়ে নিকৃষ্ট প্রানীদের আস্তানা তাই।
কিরকুট কে নিয়ে আপনার এতো ভাবনাচিন্তা কেন?
২৩|
২২ শে ডিসেম্বর, ২০২৫ সন্ধ্যা ৬:৫৬
অনিকেত বৈরাগী তূর্য্য বলেছেন: সৎ মানুষকে ক্ষমতা দেবে না- সৎ মানুষ আছে কারা রাজনীতিতে?
২৪|
২২ শে ডিসেম্বর, ২০২৫ সন্ধ্যা ৬:৫৯
আলামিন১০৪ বলেছেন: কিরকুট/তুর্য
আমি তো জামাত ছাড়া নির্মোহ মানুষ দেখিনা,
বি এন পি'র নমিনেশন যারা কোটি টাকায় কিনে তারা কি সৎ হবে? কি মনে হয়?
২৫|
২২ শে ডিসেম্বর, ২০২৫ রাত ৯:০৬
কিরকুট বলেছেন: আলামিন১০৪ বলেছেন: কিরকুট/ তুর্য আমি তো জামাত ছাড়া নির্মোহ মানুষ দেখিনা,
বি এন পি'র নমিনেশন যারা কোটি টাকায় কিনে তারা কি সৎ হবে? কি মনে হয়?
যারা নির্বাচন করে তারা ৯৯.৯৯ শতাংশ অসত, প্রতারক, মিথ্যাবাদী, ভন্ড, চোর এবং সমাজ ধ্বংসকারী।
২৬|
২২ শে ডিসেম্বর, ২০২৫ রাত ১০:০৩
হাইজেনবার্গ ০৬ বলেছেন: ভোটের কাঁরসাজিটা কেমনে হয় এটাই দেখার বিষয়।অনেক টাইপের ভোট দেখলাম, রাতের ভোট, নিজে নিজে ভোট, ভোটকেন্দ্র ও এলাকা পূনর্বন্টন কৌশলে ভোট। বিনপিরে ক্ষমতায় আনতে ২০২৬ এ ইউনূস ভাই কি ম্যাজিক দেখায় আল্লাহই জানে। তবে যদি প্রপার সুষ্ঠু নির্বাচন হয় তাইলে জামাত জিতবে মনে হয়।আওয়ামিলীগ পঁচে শেষ,এখন বিন্পির চরিত্র আওয়ামি চরিত্রে রুপান্তর হইছে। ক্ষমতার লোভে বিন্পি তার অগুন্তি ভোটারের সাথে বেঈমানি করছে। ক্ষমতার লোভ মানষকে অন্ধা কইরা দেয় এটা বিন্পিরে না দেখলে বুঝতামনা।
২৭|
২৩ শে ডিসেম্বর, ২০২৫ দুপুর ২:০১
রাজীব নুর বলেছেন: পোষ্টে আবার এলাম। কে কি মন্তব্য করেছেন, সেটা জানতে।
২৮|
২৩ শে ডিসেম্বর, ২০২৫ দুপুর ২:৫৭
নিমো বলেছেন: লেখক বলেছেন: জ-শির হারামজাদা হলে আপনি কি?
হালাল...
২৯|
২৩ শে ডিসেম্বর, ২০২৫ বিকাল ৪:১৩
নতুন বলেছেন: হরে কৃস্ন হরে বোল, দাড়ী পাল্লা টাইনা তোল...
©somewhere in net ltd.
১|
২১ শে ডিসেম্বর, ২০২৫ রাত ৯:১০
কামাল১৮ বলেছেন: গনভোট কিসের জন্য।