নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

এখানে তাবিজ এবং পানি পড়া দেওয়া হয়

পুরানা দামান

পুরানা দামান › বিস্তারিত পোস্টঃ

যে কোন সময় কালপুরুষে সুপারনোভা বিস্ফোরণ। দেখা যাবে খালি চোখেই।

০৭ ই আগস্ট, ২০২২ রাত ১১:৩৪

ওরিয়ন বা কালপুরুষ নক্ষত্রপুঞ্জে প্রধান তারার সংখ্যা মোট সাতটি। এর মাঝে একটি হচ্ছে 'Betelgeuse'। পৃথিবী হতে এই নক্ষত্রের দূরত্ব ৬৪২.৫ আলোকবর্ষ।


উপরে বাম পার্শ্বে 'Betelgeuse' নক্ষত্র

তো এই নক্ষত্রেই ৬৪২ বছর আগে এই সুপারনোভা বিস্ফোরণ ঘটেছিল। যার আলো মহাকাশের বিশাল দূরত্ব পাড়ি দিয়ে খুব শীঘ্রই আমাদের পৃথিবীতে প্রবেশ করতে যাচ্ছে। জেমস ওয়েব টেলিস্কোপ ইতিমধ্যে সেদিকে লক্ষ্যস্থির করে লাইভ দেখাচ্ছে। তারা ৩০ মিনিটের টাইম সেট করলেও সেটার কোন নিশ্চয়তা নেই। কিছুক্ষন পরপর রিসেট করা হচ্ছে। তবে যে কোন মুহুর্তে এই বিস্ফোরণ দেখা যাবে। নাসা বলছে খালি চোখেই সুপারনোভা দেখা যাবে, আগ্রহীরা চেয়ে থাকতে পারেন কালপুরুষের দিকে।

যারা বাহিরে যেতে ইচ্ছুক নন, তারা নীচের লিংকে ক্লিক করে ইউটিউবে জেমস ওয়েব টেলিস্কোপের লাইভ দেখতে পারেন।
জেমস ওয়েবের ইউটিউব লিংক


জেমস ওয়েব টেলিস্কোপে সুপার নোভার আগ মুহুর্তে তারার বর্তমান অবস্থা।

মন্তব্য ৯ টি রেটিং +২/-০

মন্তব্য (৯) মন্তব্য লিখুন

১| ০৮ ই আগস্ট, ২০২২ রাত ১২:০২

মরুভূমির জলদস্যু বলেছেন:
দেখা যাক শেষ পর্যন্ত কি হয়।

০৮ ই আগস্ট, ২০২২ সকাল ১০:১০

পুরানা দামান বলেছেন: জ্বী ভাই। এটা এখন রেড জায়ান্ট অবস্থা দেখাচ্ছে। এর পরের স্টেজই সুপারনোভা।

২| ০৮ ই আগস্ট, ২০২২ রাত ১২:১৪

নূর মোহাম্মদ নূরু বলেছেন:

দেখি; আসুক আগে

০৮ ই আগস্ট, ২০২২ রাত ১০:১৫

পুরানা দামান বলেছেন: সে আসুক আমি তারে মজা বুঝাবো :D

৩| ০৮ ই আগস্ট, ২০২২ ভোর ৫:৩১

ইমরোজ৭৫ বলেছেন: মহাকাশ খুব সুন্দর।

০৮ ই আগস্ট, ২০২২ রাত ১০:১৭

পুরানা দামান বলেছেন: জ্বী ভাই। বিশাল আর আমরা কতো ক্ষুদ্র।

৪| ০৮ ই আগস্ট, ২০২২ সকাল ১০:৪২

বিটপি বলেছেন: এই নক্ষত্রটি আমাদের থেকে ৬০০ আলোকবর্ষ দূরে অবস্থিত। সুপারনোভা যদি ৬৪২ বছর আগে হয়ে থাকে, তবে তো তা ১৯৮০ সালে দেখতে পাবার কথা। এখন কিভাবে দেখব?

সুপারনোভা কয়দিন ধরে হতে থাকবে? এটা হবার পর আর কালপুরুষ বলে কোন কিছুর অস্তিত্ব থাবেনা? কাঁধ ছাড়া এটাকে তো আর মানুষের মতই লাগবে না। তখন এটাকে কি নাম দেয়া হবে? আমাদের দুর্ভাগ্য হবে যদি সুপারনোভা হবার সময়ে আমাদের এখানে দিনের বেলা হয়।

০৮ ই আগস্ট, ২০২২ রাত ১০:২২

পুরানা দামান বলেছেন: ভাইয়া, ভিডিওটিতে দেখাচ্ছে ৬৪২.৫ আলোকবর্ষ দূরে অবস্থিত। এটা খুব সামান্য সময়ে বিশাল বিস্ফোরণ হবে। এখন এটা রেড জায়ান্ট স্টেজে আছে। এরপরেও কাল পুরুষ থাকবে, কিন্তু এই তারাটা এরপর একটি অতি ঘন নিউট্রিনো স্টার এবং পর্যায়ক্রমে ব্ল্যাক হোলে পরিণত হবে। এটি ছিল কালপুরুষের দ্বিতীয় উজ্জ্বলতম তারা, সেই ঔজ্জ্বল্য ম্লান হয়ে যাবে অনেকাংশে।

৫| ০৮ ই আগস্ট, ২০২২ সকাল ১১:০১

বিটপি বলেছেন: আর মাত্র ৫ মিনিট।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.