![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
★★ কবিতা ★★
.
★★ শব্দ নেই ★★
.
পাজড় ভেঙ্গে হৃদয় ছিরে
কান্না অাসে শব্দ নেই
চোঁখের পানি গড়িয়ে পড়ে
বুক ফাঁটে তাও শব্দ নেই.........
.
দুঃখ গুলো এলো মেলে
কাঁদছি তবু শব্দ নেই
অাঁকাশ ভেঙ্গে অাবেগ ঝড়ে
সেই অাবেগের শব্দ নেই..........
.
ঘাস গুলো পা মাড়িয়ে চলি
সেই যন্ত্রনাতেও শব্দ নেই
অাবার শিশির এসে জাগিয়ে তুলে
সেই সুখেরও শব্দ নেই..........
.
মাকড়োসা জ্বাল বুনে ধরে
মাছির কোন শব্দ নেই
গোলক ধাঁধায় হারিয়ে সবাই
সে হাড়াতেও শব্দ নেই.........
.
রঙ-ধনুতে তাকিয়ে থাকি
ঐ রঙেতে শব্দ নেই
নীল অাকাশে মেঘের অাঘাত
সেই অাঘাতেও শব্দ নেই
.
তোর ছোঁয়াতে জন্ম নেয়া
পাগল কবির শব্দ নেই
সন্দেহ বাতিক ঐ সে কবি?
অবাক অামি শব্দ নেই.......
.
হাই-ওয়েতে যন্ত্র বহর
সেই বহরেও শব্দ নেই
ইফটিজং এর অবাক চাহনি
সেই চাহনির শব্দ নেই..........
.
গ্যালাড়িতে ঠাসা মানুষ
গর্জনেতে শব্দ নেই
নিজ কাঠি গুলো উরে গেলে
ঐ ব্যাটে অার শব্দ নেই............
.
রাজন রা অাজ মারছ মরে
সেই মরাতেও শব্দ নেই
পিছন দিকে গ্যাসের অাঘাত
সেই গ্যাসেতে শব্দ নেই..........
.
জি, এসপি, যাচ্ছে ফিরে
ঢং দেখিয়ে বলি শব্দ নেই
অনুদান ঐ হচ্ছে ভ্যানিস
দিচ্ছি তালি শব্দ নেই..........
.
শুশীল টকে মিষ্টি কথা
সেই কথাতেও শব্দ নেই
উপস্থাপনায় ভ্যাবাচ্যাকা
সেই চ্যাক্যাতেও শব্দ নেই.............
.
তন্ত্র তন্ত্র তন্ত্র বলি
সেই তন্ত্র শব্দ নেই
অনুষ্ঠানে বন্ধি মোরা
সংগীতে তে কোন শব্দ নেই..........
.
তোমার অাঘাত অামার ব্যাথা
সেই ব্যাথাতে শব্দ নেই
দুঃখ চেপেই হাঁসছি অামি
সেই হাঁসিতেও শব্দ নেই.............
.
কাঁদছি তুমি, অামি বাসছি ভালো
সেই কান্নায় শব্দ নেই
ভাবছো তুমি টলছি অামি
হারিয়ে ফেলেছি অামার খেই...............
.
১৪-৮-১৫ ইং --- অমিরাজ -- পাবনা ---
©somewhere in net ltd.