নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

মুক্তি অথবা মৃত্য!

তি তি

অনীশ

থেমে যাওয়ার জন্য আসি নি, নির্ভয়ে কণ্ঠ ছাড়ার জন্য এসেছি। www.facebook.com/Oniish

অনীশ › বিস্তারিত পোস্টঃ

হরতালে একজন শিবির কর্মীর সাক্ষাৎকার

৩১ শে জানুয়ারি, ২০১৩ সকাল ১১:৪৩

- আসসালামু আলাইকুম

: ধুর, রাখ তোর সালাম। মানুষকে পিটাই আগে।

- মানুষ পিটাবেন না, প্লীজ।

: তুই কেডা? তোরেও কিন্তু অন্যদের মতো মারতে মারতে মেরে ফেলমু।

- আচ্ছা, ঠিক আছে। আপনি কি মনে করেন, এটি শান্তিপূর্ণ হরতাল হচ্ছে?

: অবশ্যই, এর চেয়ে শান্তিপূর্ণ হরতাল আর হয়ই না।

- টিভিতে শুনলাম, যশোরে একটি পুলিশ কনস্টেবলকে আপনারা মেরে ফেলেছেন। এটি কি ঠিক?

: হ, ঠিক। শুধু একজনকে মারি নাই, কাল খবরের কাগজ পড়লেই বুঝতে পারবি। আমাদেরকে তোরা এই ৪২ বছরেও চিনিস নাই।

- আপনি একটু আগে বললেন যে, শান্তিপূর্ণ হরতাল হচ্ছে। এটি কি শান্তিপূর্ণ হরতাল?

: ঐ, এহন হরতাল মানে মেরে ফেলা, গাড়ি ভাঙচুর, গাড়িতে আগুন লাগানো।

- প্লীজ এগুলো করবেন না।

: ঐ, তোর জ্ঞান শুনতে আসি নাই। তোরেও কিন্তু মাইরা ফালামু।

- আচ্ছা আপনারা কী জন্য হরতাল করছেন?

: টিভি-টিভি দেখোস না? আমাদের নেতার মুক্তির দাবিতে আমরা হরতাল করতাছি।

- আপনাদের নেতা কে? আপনাদের নেতা তো অনেক আগেই মারা গেছে।

: ঐ, এসব কী কইতাছিস? আমাদের নেতা সাঈদী, নিজামী, মুজাহিদ, এরা।

- আপনাদের মুখে দাড়ি আছে, পাঞ্জাবী, পায়জামা, টাকনুর উপরে পায়জামা পরা আছে। এসব কী বলছেন? আপনাদের তো একটিমাত্র নেতা থাকার কথা। তিনি আপনাদের মহানবী এবং তিনি তো অনেক আগেই মারা গেছেন। উনারা আপনার নেতা হলো কী করে?

: ঐ, তোরে কৈফিয়ত দিতে হইবো? এই রামদা দেখছোস? এইডা দিয়ে তোরে সত্যি সত্যি খুন করে ফালামু কিন্তু।

- প্লীজ, শান্ত হোন। এগুলো ধর্মে নেই। তাই এসব করতে হয় না। প্লীজ এগুলো করবেন না। আপনাদের ধর্মের অবমাননা করবেন না।

: ঐ এখন ভাগ তো। কেডা শুনবে ধর্মের কাহিনী? আমরা এখন ধর্মের কাহিনী শুনি না। ধর্ম কী বলছে, সেটা এখন শুনার টাইম নাই। পরে শুনবো। যা, এখন ভাগ। নাই কিন্তু তুইও বাঁচবি না।

- আচ্ছা চলে যাবো তো অবশ্যই। কিন্তু আপনাদের মতো নরপিশাচদের কথা আগে শুনি।

: ঐ, তুই আমাদের নরপিশাচ বললি? তোরে কিন্তু বাঁচাই রাখবো না। রামদা দেখাইছি কিন্তু।

- জামায়াত-শিবিরের নেতা, কর্মী, সমর্থকরা কি মানুষ?

: ঐ, আমাদের মানুষের মতো হাত, পা, চোখ আছে আর তুই চোখে দেখোস না?

- মানুষের আকৃতি হলে মানুষ হওয়া যায় না। মানুষ হতে গেলে মানসিকতা থাকতে হয়। আপনারা, আপনাদের নেতা-কর্মীরা, সমর্থকরা মানুষ আকৃতির পশু। দেখেনই তো, সত্য কথা বললে, সঠিক বিচার করলে, আপনাদের পশুত্ব জগে ওঠে। ১৯৭১ এ কীভাবে আপনারা পালিয়েছিলেন, আত্মসমর্পণ করেছিলেন, তা নিশ্চয় আপনারা এততাড়াতাড়ি ভুলে যান নি। তারপরেও আবার ধর্মের দোহাই দিয়ে, মানুষ মেরে দেশে শান্তি আনতে চাচ্ছেন। ১৯৭১ এর বাঙালিদের কথা ভুলে যাবেন না। ঐ একইভাবে আমরা বাঙালিরা আপনাদের, আপনাদের নেতা-কর্মী, সমর্থকদের এ দেশ থেকে বিতাড়িত করবো। আর শুধু দেলোয়ার হোসেন সাঈদী না, কোনো যুদ্ধাপরাধী বাঁচবে না। এ দেশে, এ মাটিতে কোনো দেশবিরোধী থাকবে না।

মন্তব্য ৫২ টি রেটিং +৭/-০

মন্তব্য (৫২) মন্তব্য লিখুন

১| ৩১ শে জানুয়ারি, ২০১৩ সকাল ১১:৫০

বুড়া শাহরীয়ার বলেছেন: এই চাগলা, যশোরে পলিশ শিবিরের হাতে মরে নি। পানি খাইয়া আইয়া ব্লগ লিখ।

৩১ শে জানুয়ারি, ২০১৩ সকাল ১১:৫২

অনীশ বলেছেন: আমাকে তুই করে বলার অধিকার আপনাকে কে দিলো? টিভি দেখেন। সব দেখতে পাবেন। জামায়াত-শিবিরদের আমার ব্লগে আসা নিষেধ।

২| ৩১ শে জানুয়ারি, ২০১৩ সকাল ১১:৫০

সি পি জি বলেছেন: জয় বাংলা!

৩১ শে জানুয়ারি, ২০১৩ সকাল ১১:৫২

অনীশ বলেছেন: জয় বাঙলা।

৩| ৩১ শে জানুয়ারি, ২০১৩ সকাল ১১:৫১

সি পি জি বলেছেন: বুড়া, ছাগলামি আর কয়দিন?

শিবিরের আক্রমণের কতটুকু বীভৎসতা থাকলে একজন হার্ট এটাক করে মারা যেতে পারে?

শিবিরের আক্রমণের কতটুকু বীভৎসতা থাকলে একজন হার্ট এটাক করে মারা যেতে পারে?

শিবিরের বরাহ গুলি লাফাচ্ছে হার্ট এটাক করে মারা গেছে বলে, প্রোপাগান্ডা ওয়ার সমানে চলছে। আর কত মিথ্যা বলে পার পাবি?

আসেন নিউজ দেখি-
"... মনিরামপুর থানার উপ-পরিদর্শক জামিরুল ইসলাম বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, সকাল সাড়ে ৬টার দিকে জামায়াত-শিবির কর্মীরা হরতালের সমর্থনে মিছিল করার জন্য পুরনো বাস স্ট্যান্ডে জড়ো হয়। এ সময় পুলিশ বাধা দিলে উভয়পক্ষের মধ্যে সংঘর্ষ শুরু হয়।

“এ সময় জহুরুল অসুস্থ হয়ে পড়েন। উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করার পর তিনি মারা যান।”

সংঘর্ষে জহুরুলের মাথায় আঘাত লেগেছিল বলেও উল্লেখ করেন এসআই জামিরুল।"

মাথায় বাড়ি মারার পর হার্ট এটাকে মৃত্যু, এটাকে আপনি কি স্বাভাবিক মৃত্যু বলতে চান?

জবাব আপনার কাছে। ছাগুরা তো বিভ্রান্ত করার চেষ্টা করবেই, আপনি বিভ্রান্ত হইতে চান?
Click This Link

৩১ শে জানুয়ারি, ২০১৩ সকাল ১১:৫৪

অনীশ বলেছেন: ঐ শিক্ষকের মতো হয়েছে। একটু আদর করেছে। কিন্তু ঐ মেয়ে হাসপাতালে ভর্তি হলে সেটা শিক্ষকের দোষ না। ধর্ষণ করার কারণে মারা গেলে, ধর্ষক সেটা করে নি। আর কতদিন! মানুষ বোঝে। সবাই তো আর অবুঝ না।

৪| ৩১ শে জানুয়ারি, ২০১৩ সকাল ১১:৫৬

কান্না হাসি বলেছেন:

৩১ শে জানুয়ারি, ২০১৩ সকাল ১১:৫৮

অনীশ বলেছেন: ছাত্রলীগের দোষ নেই, তা বলা হচ্ছে না। শান্তিপূর্ণ হরতালের নামে যারা এই পশুর মতো আচারণ করবে, তারাও নরপিশাচ। তাদের কোনো দলের ভিত্তিতে যাচাই করা হবে না।

৫| ৩১ শে জানুয়ারি, ২০১৩ সকাল ১১:৫৯

রাফিকুল ইসলাম পাটোয়ারী বলেছেন: বাইক্যালাপ।

৬| ৩১ শে জানুয়ারি, ২০১৩ দুপুর ১২:০০

হাসানুর বলেছেন: বাবা-মা, মুরুব্বিদের মুখে রাজাকারদের কথা অনেক শুনেছি । তাদের ঘৃনা করতে শিখেছি । মনে মনে শিউরে উঠেছি তারা কত ভয়ংকর ! কিন্তু নিজ চোখে তাদের কার্যকলাপ আবার দেখতে হবে এমনটা ভিবিনি ! দেশে গড়ে উঠেছে নব্য রাজাকারের দল । তারা পুলিশের চেয়েও ভয়ঙ্কর, আজরাইল হিসেবে তারা যে কোন সময় হাজির হয় , সামনে যা পায় ধ্বংস করে দেয়,হরতাল লাগেনা,অবরোধ লাগেনা, মানুষ অসহায় হয়ে চেয়ে থাকে । সাধারন মানুষের কি দোষ? এখন বাস্তবে অনুধাবন করতে পারছি রাজাকাররা কত ভয়ঙ্কর ছিল । শিবির আর রাজাকারের ভয়ে রাস্তায় বের হতে ভয় করে । পুলিশ ও অসহায়, আমরা কোথায় যাবো ?

৩১ শে জানুয়ারি, ২০১৩ দুপুর ১২:০৩

অনীশ বলেছেন: আমরা এখনি প্রতিবাদ না করলে, আমাদেরও মেরে ফেলবো। আমরা কেউ বাঁচবো না।

৭| ৩১ শে জানুয়ারি, ২০১৩ দুপুর ১২:০৭

মোঃ নুর রায়হান বলেছেন: কথা বলা অর্থহীন। :( :( :(

৩১ শে জানুয়ারি, ২০১৩ দুপুর ১২:০৯

অনীশ বলেছেন: কেন অর্থহীন?

৮| ৩১ শে জানুয়ারি, ২০১৩ দুপুর ১২:১১

পালা গান বলেছেন: ভারতীয় ডাইল খাইয়া এইখানে বমি করলি?
আবাল কুনহানকার..

৩১ শে জানুয়ারি, ২০১৩ দুপুর ১২:১৩

অনীশ বলেছেন: কাকে বলছেন?

৯| ৩১ শে জানুয়ারি, ২০১৩ দুপুর ১২:১৪

ফজলে রাব্বী চিৎকার বলেছেন: ছাত্রলীগ খারাপ,কিন্তু ছাগপোনারা তো জাতেই খারাপ!!!!
ধর্মের কথা বলে,ওদের তো আকিদার ই ঠিক নাই!!!!!

৩১ শে জানুয়ারি, ২০১৩ দুপুর ১২:১৮

অনীশ বলেছেন: ধর্মের কথা বলে যারা মানুষ খুন করে, তারা তো ছাত্রলীগের চেয়ে খারাপ। ছাত্রলীগের যা প্রশংসা করা যায়, তা অবশ্যই করা হবে। আবার ঠিক ঐভাবে ছাত্রলীগের খারাপ কাজগুলোর সমালোচনা করা হবে। কিন্তু এই পশুগুলোর আগে এ দেশ থেকে বিতাড়িত করতে হবে। বাঙলাদেশের জন্মালগ্ন থেকে এরা ধর্মের দোহাই দিয়ে মানুষ খুন করছে, মানুষের মাঝে পার্থক্যতা সৃষ্টি করছে।

১০| ৩১ শে জানুয়ারি, ২০১৩ দুপুর ১২:১৬

সাকিন উল আলম ইভান বলেছেন: ছাগু গুলারে লাত্থি দিয়া ফাকিস্তানে পাঠান। নোট শেয়ারে দিলাম।

৩১ শে জানুয়ারি, ২০১৩ দুপুর ১২:১৮

অনীশ বলেছেন: তাই-ই করতে হবে। ধন্যবাদ।

১১| ৩১ শে জানুয়ারি, ২০১৩ দুপুর ১২:১৮

হাসানুর বলেছেন: সন্ত্রাসী যে দলেরই হোক না কেন মানুষ তাদের ঘৃনা করে । ছবি দিয়ে কি লাভ ? তাদের কথা সবাই জানে । রাজাকারি বাদ দিলে শিবিরও তাদের চেয়ে কম নয়, তারা সামনে যা পায় ধ্বংস করে দেয়,হরতাল লাগেনা,অবরোধ লাগেনা, মানুষ অসহায় হয়ে চেয়ে থাকে ।

৩১ শে জানুয়ারি, ২০১৩ দুপুর ১২:২০

অনীশ বলেছেন: এদেরকে বলে কোনো লাভ নেই।

১২| ৩১ শে জানুয়ারি, ২০১৩ দুপুর ১২:৩৩

মো ঃ আবু সাঈদ বলেছেন: : ঐ, তোর জ্ঞান শুনতে আসি নাই। তোরেও কিন্তু মাইরা ফালামু।.. নৈ পরিবহ মন্ত্রী (শাহজাহন খান)

এইহা বাস্তব সত্য....

আর এইটা হইল গল্প-কাহীনি বানানো...


এই রকমই চলছে...

৩১ শে জানুয়ারি, ২০১৩ দুপুর ১২:৩৫

অনীশ বলেছেন: কথা কি কেউ রেজিস্ট্রেশন করে রাখে, যে অন্য কেউ বলতে পারবে না? কোনো গল্প না, এটিই বাস্তব।

১৩| ৩১ শে জানুয়ারি, ২০১৩ দুপুর ১২:৩৪

মো ঃ আবু সাঈদ বলেছেন: হাসানুর..শিবিরের হাতে কিন্তু কোন এই রকম আস্ত্ররে মহড়া দেখা যায় না..

বিচার সমান করার চেষ্টা করুন...

৩১ শে জানুয়ারি, ২০১৩ দুপুর ১২:৩৭

অনীশ বলেছেন: আপনারা দেখেন না, আমরা ঠিকই দেখি। আমার পোস্টে জামায়াত-শিবির, রাজাকারের দালালি করা চলবে না। শুধু বাঙলাদেশের দালালি করা চলবে।

১৪| ৩১ শে জানুয়ারি, ২০১৩ দুপুর ১২:৫২

সিংহমামা বলেছেন: এমন দৃশ্যসম্বলিত রাজনৈতিক পরিচয় চাই না মামারা। :( :( :( :( :( :(

৩১ শে জানুয়ারি, ২০১৩ দুপুর ১২:৫৪

অনীশ বলেছেন: মারামারি, খুনোখুনি করা কখনোই রাজনীতি না। মারামারি, খুনোখুনির জন্য রাজনীতি না।

১৫| ৩১ শে জানুয়ারি, ২০১৩ দুপুর ১২:৫৬

হাঁসি মুখ বলেছেন: উপরে ছাত্র লীগের বেশ ভাল কয়েকটা ছবি দেখতে পেলাম শিবিরের ও এমন কয়েকটা ভাল ছবি ইমানে আঘাত না আনলে জুরে দেন। পোস্ট সমানে সমান হবে। ছাত্রলীগ মারছে শিবির ও মারবে। ও করছে আমিও করব। মারব আর মারামারি তেই থাকব।

৩১ শে জানুয়ারি, ২০১৩ দুপুর ১:০১

অনীশ বলেছেন: ছবি দেওয়া লাগবে না, ৪১ বছর ধরে এই যুদ্ধাপরাধী দলের কার্যক্রম বাঙালিরা দেখছে।

১৬| ৩১ শে জানুয়ারি, ২০১৩ দুপুর ১২:৫৮

ফজলে রাব্বী চিৎকার বলেছেন: দেখা যাবে কিভাবে???
ওরা তো ক্ষুর নিয়া ঘুরে পকেটে...
তাই দেখা যায় না।

৩১ শে জানুয়ারি, ২০১৩ দুপুর ১:০২

অনীশ বলেছেন: সামনাসামনি ঘোরে। কিন্তু তা তাদের কর্মী, সমর্থকদের চোখে পড়ে না।

১৭| ৩১ শে জানুয়ারি, ২০১৩ দুপুর ১:১৩

মৃদুল সাংহাই বলেছেন: @কান্না হাসি

তোর ডি এন এ টেস্টে করে দেখিত তো ফাকিস্তানী কারো সাথে মিলে কি না ..

৩১ শে জানুয়ারি, ২০১৩ দুপুর ১:৪৮

অনীশ বলেছেন: টেস্ট না করলেও বোঝা যায়।

১৮| ৩১ শে জানুয়ারি, ২০১৩ দুপুর ১:৫৪

স্পাইসিস্পাই001 বলেছেন: ছাগুদের কইতাছি..... আপনারা দেশমাতার বিরোধিতা আর কত করবেন...... আর কতকাল ছাগু থাকবেন..... দেশে ত্রাস ছড়াই্য়েন না ..... আজ যাদের বিচার হচ্ছে তারা কি ভাল মানুষ যে আপনারা ওদের পক্ষে হরতাল ডেকে নিজেরা ক্যাডার পরিচয় দিচ্ছেন প্রাণ পর্যন্ত দিয়ে দিচ্ছেন ........ ভন্ডগুলার বিচার হইবো এইটাই স্বাভাবিক.... এই ভন্ডগুলা যদি আপনার পরিবারের ইজ্জত নিয়ে টানাটানি করতো, আপনার চোখের সামনে যদি আপনার বাবা-সন্তান- ভাই কে হত্যা করতো তাহলেও কি এদের পক্ষ নিতেন ঠান্ডা মাথায় ভেবে দেখবেন......

লেখক@ উপস্থাপনা প্রশংসনীয়.......আপনার এই সিরিজটা বেশ ভাল লাগছে....ভাল থাকবেন ....ধন্যবাদ

৩১ শে জানুয়ারি, ২০১৩ দুপুর ২:০২

অনীশ বলেছেন: ধন্যবাদ।

১৯| ৩১ শে জানুয়ারি, ২০১৩ দুপুর ২:০০

জাতির মামু বলেছেন: কাল্পনিক লেখা পোস্টের শেষে লেখা উচিত ছিল ।

৩১ শে জানুয়ারি, ২০১৩ দুপুর ২:০৩

অনীশ বলেছেন: এটা সাধারণ জ্ঞান। কষ্ট করে বুঝে নিতে হবে।

২০| ৩১ শে জানুয়ারি, ২০১৩ দুপুর ২:২৮

কামাল আহমেদ বলেছেন: ›দ্যাশে আবাল দিয়া ভইরা গেছে। ওখন দেখত্যাছি এখানেও আবাল গোরে আনা গোনা! ভোদাই মার্কা আবাল গরে জন্য পরিবেশই নষ্ট

২১| ৩১ শে জানুয়ারি, ২০১৩ বিকাল ৩:১৬

রেদওয়ান খান বলেছেন: দেশ তো দেহি ভারতীয় দালাল দিয়া ভইরা গেছে|কারন এইরকম ডাহা মিথ্যা কাহিনি বানানো তাদের দ্বারাই সম্ভম| আর যদি এই দেশটারে মন থেইকা ভালবাইসাই থাকেন তাইলে আহবান রইলো জামাত-শিবিরের পতাকা তলে আসেন|কারন এই দেশকে সঠিক ভাবে পরিচালনা করা শুধু মাত্র এদের দ্বারাই সম্ভব| যা তারা দুইটা মন্ত্রনালয় চালিয়ে প্রমান করেছে| আর শিক্ষাংগনের সুষ্ঠ পরিবেশ কি জিনিস তা শিবির নিয়ন্ত্রিত কোন ক্যাম্পাসে গিয়া দেইখা আসেন|

৩১ শে জানুয়ারি, ২০১৩ বিকাল ৩:২১

অনীশ বলেছেন: শুধু যুদ্ধাপরাধী নয়, প্রতিটি জামায়াত-শিবির কর্মী, নেতা, সমর্থকদেরও এ দেশ থেকে বিতাড়িত করা হবে। কেউ পার পাবে না।

২২| ৩১ শে জানুয়ারি, ২০১৩ বিকাল ৩:৫৪

কালো ঘোড়ার আরোহী বলেছেন: রেদওয়ান খান বলেছেন: ...আর যদি এই দেশটারে মন থেইকা ভালবাইসাই থাকেন তাইলে আহবান রইলো জামাত-শিবিরের পতাকা তলে আসেন।...

কোন দেশের কথা বললেন তিনি? ফাকিস্তান??!!!

৩১ শে জানুয়ারি, ২০১৩ বিকাল ৩:৫৭

অনীশ বলেছেন: হ্যাঁ, পাকিস্তানের কথা বলেছে। বাঙলাদেশকে পাকিস্তান বানানোর জন্য জামায়াত-শিবির এই ৪১ বছর চেষ্টা করছে।

২৩| ৩১ শে জানুয়ারি, ২০১৩ বিকাল ৪:০৮

চাঁন ভাই বলেছেন: সাক্ষাৎকারটা জানি কেমন লাগতাছে। একজন শিবিরকর্মী এতক্ষণ সাক্ষাৎকার দিব আবার হরতালের মধ্যে। আর কিছু ছবি দেখলাম ছাত্রলীগের অভিনয়ের সেটা কি বিভসৎ নয়?

৩১ শে জানুয়ারি, ২০১৩ বিকাল ৪:৩৭

অনীশ বলেছেন: কেমন লাগতে পারে। আর ছাত্রলীগের প্রসঙ্গ এখানে প্রাসঙ্গিক নয়।

২৪| ৩১ শে জানুয়ারি, ২০১৩ বিকাল ৪:৫৩

তিমিরবিদারী বলেছেন: শিবির কর্মীর সাক্ষাৎকার নিলেন,এখন আবার ছাত্রলীগ ও ছাত্রদল কর্মীর সাক্ষাৎকার নেন।আশাকরি দেখবেন তারাও শিবিরের মতো একই রকম কুত্তার বাচ্চা।

৩১ শে জানুয়ারি, ২০১৩ বিকাল ৪:৫৫

অনীশ বলেছেন: অবশ্যই নেবো।

২৫| ৩১ শে জানুয়ারি, ২০১৩ বিকাল ৫:০৩

হামজা কানাল মোস্তফা বলেছেন: এটা সত্যি নাকি ফেক?

০১ লা ফেব্রুয়ারি, ২০১৩ সকাল ১১:৫১

অনীশ বলেছেন: ফেইক।

২৬| ৩১ শে জানুয়ারি, ২০১৩ বিকাল ৫:০৪

জ্ঞাতিবৈর বলেছেন: ছাত্রদল-ছাত্রলীগে সন্ত্রাস আছে, সন্ত্রাসীও আছে। কিন্তু শিবিরেরটা হচ্ছে পরিকল্পিত ও সুসংগঠিত সন্ত্রাস। এদের সন্ত্রাসী কর্মকান্ড জংগী গোষ্ঠীর অনুরুপ। তাই এদেরকে ভিন্নভাবে দেখতে হবে। ছাত্রদল-ছাত্রলীগের সন্ত্রাসের সাথে এটাকে মেলাবার কোন সুযোগ নেই।

০১ লা ফেব্রুয়ারি, ২০১৩ সকাল ১১:৫২

অনীশ বলেছেন: শিবিরের সাথে ছাত্রলীগ-ছাত্রদলের কোনো তুলনা নয়। শিবির অন্য একটি বিষয়। ছাত্রলীগ-ছাত্রদল অন্য আরেকটি বিষয়। ধন্যবাদ।

২৭| ০৩ রা ফেব্রুয়ারি, ২০১৩ সকাল ৯:৩৩

মো ঃ আবু সাঈদ বলেছেন: ছাত্রদল-ছাত্রলীগে সন্ত্রাস আছে, সন্ত্রাসীও আছে। কিন্তু শিবিরেরটা হচ্ছে পরিকল্পিত ও সুসংগঠিত সন্ত্রাস। এদের সন্ত্রাসী কর্মকান্ড জংগী গোষ্ঠীর অনুরুপ। তাই এদেরকে ভিন্নভাবে দেখতে হবে। ছাত্রদল-ছাত্রলীগের সন্ত্রাসের সাথে এটাকে মেলাবার কোন সুযোগ নেই।

দেখনা ভাই মিছিলে এদের ভাড়া করা সন্ত্রাসী নাই....সবই একই আর্দশের এবং তারা একজন আররেক জনের প্রতি কতটা আন্তরিকযে পুলিশ মিছিল থেকে কোন একজনকে ধরলে নিজের জীবন বাজী রেখে সহকর্মী দের ছাড়িয়ে নেয়ার চেষ্টো করে।

০৩ রা ফেব্রুয়ারি, ২০১৩ সকাল ১১:০০

অনীশ বলেছেন: হ্যাঁ, শিবির পরিকল্পিত সন্ত্রাস। এটি উপরেও বলা হয়েছে। ধন্যবাদ।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.