![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
বাংলাদেশের পরগতি-শীল মশায়েরা এতোটাই মেনি বিড়াল হয়ে গেছে, যে চিন্তা ও মননে সরকারী আইনি সন্ত্রাসের বিপরীতে একটা আইনী লড়াই খাড়া করতে পারেন না।
একটা উদাহরন দেই।
তথ্যপ্রজুক্তি আইন ২০০৬ এর ৫৭ ধারার কোথাও ছাপানো বইয়ের উল্লেখ নেই। পুরো আইন শুধুমাত্র অনলাইন, ইন্টারনেট ইত্যাদি বিষয় নিয়ে তৈরি।
তাহলে বলেন তো, ৫৭ ধারায় কিভাবে ব্-দ্বীপ প্রকাশনীর শামশুজ্জোহা ভাই গ্রেপ্তার হলেন, এবং রিমান্ডে নেয়া হলো?
পাছার ভেতর থেকে নিজেদের মাথাটা বের করেন। পাকিস্তানী সরকার বাংলাদেশ চালাচ্ছে, আর আপনারা চোখে শুধু যুদ্ধাপরাধী বিচার দেখেন।
বর্তমানে আসেন, চোখের সামনে বাংলাদেশ লুট হয়ে যাচ্ছে।
২| ১৬ ই ফেব্রুয়ারি, ২০১৬ রাত ৯:০১
গিয়াস১ বলেছেন: বাংলা একাডেমির তো কতগুলো আইন আছে ? ওনাদের ঐ আইনে গ্রেফতার করা হয়েছে।
৩| ১৭ ই ফেব্রুয়ারি, ২০১৬ সকাল ১০:৩৬
অগ্নি সারথি বলেছেন: ম্যালা দিন পর আপনেরে দেকলাম মনে লয়? আছেন কিরাম?
৪| ০২ রা জুন, ২০১৭ বিকাল ৫:৫২
স্বতু সাঁই বলেছেন: বাহিরে থেকে জ্ঞান দেওয়া সহজ, ঘরে বসবাস করে ঘর সামলানো বড়ই কঠিন..
©somewhere in net ltd.
১|
১৬ ই ফেব্রুয়ারি, ২০১৬ রাত ৮:৫৫
সাদিকনাফ বলেছেন: আমার দেশ সম্পাদক মাহমুদুর রহমানের.ব্যাপারে আপনার অভিমত কি?
তাকেও ত একইভাবে গ্রেফতার করা হয়েছিল ...